সোনারগাঁওয়ে এস এস সি ৯৪ ব্যাচের বর্ণাঢ্য মিলন মেলা
সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের এসএসসি- '৯৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা ১১টা থেকে দিনব্যাপী উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভিন্নীপাড়ায় আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড চত্ত্বরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ৯৪ ব্যাচের বন্ধু আশরাফ উদ্দিনের একান্ত পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের মোট ১১৭ জন বন্ধুর পরিবারের পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে
প্রিয় বন্ধুদের বেজ ও ফুল দিয়ে বরণ করা হয়। পরে স্বাগত বক্তব্য, ফটোসেশান, স্মৃতিচারণ, মুক্ত আলোচনা ও প্রীতিভোজ, বিকালের নাস্তা, আইসক্রিম ছাড়াও বর্ণাঢ্য নানা আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে কনসার্ট
আয়োজক এসএসসি- '৯৪ ব্যাচের শিক্ষার্থী ও আনিরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানটি এসএসসি- '৯৪ ব্যাচের সকলের জন্য উৎসর্গ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে প্রিয় '৯৪ ব্যাচের বন্ধুদের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
পুণর্মিলনির শেষ পর্বে লটারির মাধ্যমে বিতরণ করা পুরষ্কারে প্রথম পুরষ্কার বিজয়ী হিসাবে এসি পান মনি আক্তার।
দ্বিতীয় পুরষ্কার ৪৩" এলইডি টিভি পান মোর্শদা এবং তৃতীয় পুরষ্কার হিসেবে মাইক্রোওভেন পান আফরোজা।
অপরদিকে, ৪র্থ থেকে ১০ম পুরষ্কার হিসেবে বিজয়ীরা সবাই একটি করে স্মার্ট মোবাইল ফোন পেয়েছেন।
নিশ্চিত উপহার হিসেবে উপস্থিত সকল বন্ধুদের দেয়া হয় ফ্রাইপেন ও মগ।
অনুষ্ঠানটি কামাল মোল্লার সঞ্চালনায় এবং একদল প্রাণচঞ্চল বন্ধুর সহযোগিতায় সুষ্ঠুভাবে সফল হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।