Halloween Costume ideas 2015
April 2023


সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য সদ্য প্রয়াত অ্যাডভোকেট সৈয়দা ওয়াহিদা আহমেদ রিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল শুক্রবার বাদ আছর তার স্বামী জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের পৈতৃক বাড়ি সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের মোল্লা বাড়িতে অনুষ্ঠিত হয়। 

এরআগে, পাকুন্ডা পূর্বপাড়া নুরে মদিনা জামে মসজিদে বাদ জুম্মা নামাজের পর প্রয়াত রিতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

পরে বাদ আছর কোরআব খতম ও দোয়া শেষে সহস্রাধীক মুসল্লীদের মাঝে ইফতার ও তবারক বিতরণ করা হয়। 

এ সময় প্রয়াত আইনজীবী রিতার শশুরবাড়ির মুরুব্বি, সমাজের গণ্যমান্য ব্যক্তি,মুসল্লীসহ পাকুন্ডা গ্রামের বিভিন্ন শ্রণি পেশার মানুষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। 



সোনারগাঁও দর্পণ :

গত বুধবার রাতে ডিবি পুলিশের ভয়ে পালানোর সময় ছাঁদ থেকে পরে আহত পরবর্তি মৃত্যু হওয়া রাকিবের নামাজে জানাজা শনিবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে। 

তার পরিবারের সদস্যরা জানায়, শনিবার বেলা ১১টায় উপজেলার মোগরাপাড়া পুরান বাজার সংলগ্ন সোনারগাঁও সরকারি কলেজ মাঠে রাকিবের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরআগে, গত বুধবার রাতে ডিবি পুলিশের ভয়ে পালানোর সময় ছাঁদ থেকে পরে মারাত্মক আহত হয় রাকিব। পরে প্রথমে তাকে মদনপুর আল-বারাকা হাসপাতালে তারপর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


সোনারগাঁও দর্পণ :

দীর্ঘ প্রায় ৪০ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবেশেষে মৃত্যুর কাছে পরাজিত হলো রাকিব। শুক্রবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাকিব সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মো. নজরুল ইসলামের বড় ছেলে এবং গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতিকের প্রার্থী মাহবুবুর রহমান রক্সি’র বড় ভাই। এরআগে, গত বুধবার রাতে ডিবি পুলিশের ভয়ে পালানোর সময় ছাঁদ থেকে পরে মারাত্মক আহত হয় রাকিব। পরে প্রথমে তাকে মদনপুর আল-বারাকা হাসপাতালে তারপর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

প্রয়াত রাকিবের পারিবারিক সূত্রে জানাযায়, গত ৫ এপ্রিল বুধবার রাত পৌনে একটার দিকে রাকিব ও তার ঘনিষ্ট বন্ধু মুন্না ও ফুপাতো ভাই-বোনসহ কয়েকজন মিলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ বাগানবাড়ি এলাকায় তার ফুপুর ভাড়া বাসায় বসে আইপিএল খেলা দেখছিলেন। রাত বেশি হয়ে যাওয়ায় বন্ধু মুন্না বিদায় নিয়ে মোগরাপাড়া গোহাট্টা এলাকায় বাড়ির উদ্দেশে বেরিয়ে যায়। পথে মোগরাপাড়া এলাকার সোনারগাঁও সরকারি কলেজের সামনে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি দল মুন্নাকে সন্দেহজনক হিসেবে আটক করে পরিচয় জানার পাশাপাশি আসার অবস্থান ও গন্তব্যের বিষয় জিজ্ঞাসা করলে তিনি রাকিবদের ফুপুর বাড়ির কথা জানায়। ডিবি পুলিশের দল মুন্নার কথা যাচাই করতে মুন্নাকেসহ রাকিবের ফুপুর বাড়ি কাদিরগঞ্জ বাগানবাড়ি যান। সে সময় তার ফুপাতো বোন দৌড়ে গিয়ে বাড়িতে ডিবি পুলিশ আসার কথা রাকিবকে জানায়। রাকিব কোন কিছু না ভেবে ভয়ে পালাতে গিয়ে ছাঁদ থেকে পরে আহত হোন। পরে ডিবি পুলিশ চলে যাওয়ার পরও তার কোন সন্ধান না হওয়ায় তার মোবাইল ফোনে কল করলে বাড়ি পিছনে মোবাইল বাঁজতে শুনে সেখানে তার পরিবারের লোকজন যায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। 

পরিবারের লোকজন সাথে সাথে তাকে প্রথমে মদনপুর আল বারাকা হাসপাতালে নিলে চিকিৎসকরা দ্রæত ঢাকা পাঠিয়ে দেন। পরে তাকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে আজ সন্ধ্যায় রাকিব মারা যায়।  



সোনারগাঁও দর্পণ :

সাঙ্গ হলো ‘৪১তম আগরতলা বইমেলা’। ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যোগে গত ২৪ মার্চ থেকে শুরু হওয়া ১৫ দিনব্যাপী এ মেলা শেষ হয় গতকাল। 

আগরতলা বইমেলার মুক্তমঞ্চে ‘নীহারিকা’র ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশনা উৎসবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক সোনারগাঁওয়ের সন্তান কবি শাহেদ কায়েসের কাব্যগ্রন্থ ‘স্বনির্বাচিত কবিতা’র ত্রিপুরা সংস্করণ। 

এদিকে, মেলা শেষে আজ বাংলাদেশে ফিরেছেন কবি শাহেদ কায়েস। কথা হয় ‘সোনারগাঁও দর্পণ’ এর সাথে। তিনি জানান, বইটি প্রকাশ করেছে আগরতলার প্রকাশনা সংস্থা ‘নীহারিকা পাবলিশার্স’। আর এর প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।

তিনি আরও জানান, বইটি একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের তিনটি ভিন্ন শহরের তিনটি ভিন্ন-ভিন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। সেগুলো হলো, ভারতের কলকাতা থেকে 'কবিতা আশ্রম’, ঢাকা থেকে ‘ভাষাচিত্র' এবং আগরতলা থেকে ‘নীহারিকা' প্রকাশনি।  

তিনি বলেন, বই প্রকাশনায় এ ধরনের উদ্যোগ লেখক ও পাঠক উভয়ের জন্যই ভালো। এতে করে একটি বই খুব সহজেই ভিন্ন-ভিন্ন অঞ্চলের পাঠকের হাতে পৌঁছে যাবে। এ ছাড়া এই ধরনের উদ্যোগ পাশাপাশি দুটি দেশ- ভারত ও বাংলাদেশের মানুষকে আরো কাছাকাছি আসতে সাহায্য করবে। দুই দেশের মাঝে যে মৈত্রীর বন্ধন আছে, তা আরো সুদৃঢ় হবে।



সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য সদ্য প্রয়াত অ্যাডভোকেট সৈয়দা ওয়াহিদা আহমেদ রিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবনের নিচ তলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও প্রয়াত আইনজীবি রীতার স্বমাী অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামাছ জগলুল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা আদালতের পিপি (পাবলিক প্রসিউকিউটর) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল, সাবেক পিপি অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট রকিবউদ্দীন রকিব, জিপি অ্যাডভোকেট মেরিনা বেগম, আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আমিন রনি, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ বিপুল সংখ্যক আইনজীবী এতে অংশ নেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রয়াত আইনজীবি রিতার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল দোয়া করেন। 

এরআগে, গত ৩১ মার্চ রাত দিবাগত রাতে নগরীর আল্লামা ইকবাল হোসেন রোডস্থ রাজ্জাক টাওয়ারের নিজ বাসায় ইন্তেকাল করেন। 



সোনারগাঁও দর্পণ ঃ

ঘুষ দিয়ে মহাসড়কে সিএনজি চলার প্রতিবাদে মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করে প্রায় দুইশো অটো চালক। এতেই আঁতে ঘাঁ লাগে সিএনজি চালকেদের। অটোচালকদের সাথে মহাসড়কেই শুরু হয় ধস্তাধস্তি। ঘটনাটি ঘটে দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের বিপরীতে নির্মানাধীন ইকোমিক জোনের সামনে। 

অটোচালকদের অভিযোগ, কাঁচপুর হাইওয়ে পুলিশকে সিএনজি চালকেরা প্রতিমাসে ১২শ টাকা থেকে ১৫শ টাকা ঘুষ দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি চলতে দেয়। আর অটোচালকেরা কোন কারণে মহাসড়কে উঠলেই তাদের অটো ধরে নিয়ে যায়। কাঁচপুর হাইওয়ে পুলিশের চাহিদা মতো টাকা দিলে ছেড়ে দেয়। না দিলে গাড়ি ডাম্পিংয়ে দিয়ে দেয়। 


দিনের পর দিন এমন ঘটনায় মঙ্গলবার (৪ এপ্রিল) ফুঁসে উঠেছে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চলাচলকারী বিভিন্ন এলাকার অটোচালকরা। তারা দুপুর ১২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের বিপরীতে জড়ো হয়ে নির্মানাধীন ইকোমিক জোনের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাঁশ ফেলে বেরিকেট দিয়ে মহাসড়কে চলাচল করা যানবাহন আটকিয়ে দেয়। পরে মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেয়। এতে করে মহাসড়কে দীর্ঘ যানটজের কবলে পরে বিভিন্ন যানবাহনে থাকা হাজার হাজার যাত্রী। এভাবে তারা প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে। পরে দুপুর ২টার দিকে অভিযুক্ত কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঈদের আগে তারা (কাঁচপুর হাইওয়ে পুলিশ) আর কোন অটো ধরবেনা এমন আশ্বাস দিলে মহাসড়ক থেকে চলে যায় প্রতিবাদে নামা অটোচালকেরা। 

অটোচালকেরা আরও জানায়, প্রতিটি সিএনজি চালকদের কাছ থেকে প্রতিমাসে ১২শ থেকে ১৫শ টাকা করে মাসোয়ারা নেয় কাঁচপুর হাইওয়ে পুলিশ। এই টাকা তুলতে সিএনজি চালকের দুই একজন সহযোগিতা করে। যদি কোন চালক টাকা দিতে দেরি হয় তাহলে তার সিএনজিও ধরে নিয়ে অতিরিক্ত টাকা ঘুষ দিয়ে ছাড়িয়ে আনতে হয়। 

এদিকে অটোচালকদের দাবি, সিএনজি চালকেরা যদি প্রতিমাসে মাসোয়ারা দিয়ে মহাসড়কে অবাঁধে সিএনজি চালাতে পারে, তাহলে অটোচালকেরা কেন ঘুষ দিয়ে তাদের কর্ম করতে পারবেনা। 

অটোচালকেরা হুশিয়ারী দেন, যদি কাঁচপুর হাইওয়ে পুলিশ টাকা চায় তারা টাকা দিবে, কিন্তু টাকা দিয়ে সিএনজি চললে আর অটো চলতে না দিয়ে এর ফল ভালো হবেনা।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মোস্তাফিজ বলেন, অটোচালকেরা মাসোয়ারা নেয়ার বিষয়ে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ বানোয়াট, মনগড়া। 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চৌরাস্তাসহ মহাসড়কে কোন স্ট্যান্ড রেখে যেন কেউ মহাসড়কে কোন সিএনজি চালাতে না পারে সে ব্যাপারে আমরা প্রতিদিন অভিযান চালাচ্ছি। 



সোনারগাঁও দর্পণ ঃ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবছরের মতো লাখ লাখ টাকার কাপড় তুলেছিলেন রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ব্যবসায়ীরা। কিন্তু মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে হঠাৎ আগুন লেগে পুড়ে ছাঁই গেছে ব্যবসায়ীদের স্বপ্ন। তখনো সবাই ঘুমে আচ্ছন্ন। হয়তো দোকানে থাকা কোন কোন কর্মচারী ছিল তাও  অধিকাংশই ঘুমে। তাদের ভাগ্যে কি আছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) জানা যায়নি। 

সূত্র জানায়, রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে ভোর ৬টা ১০ মিনিটের দিকে। আগুন লাগার মিনিট ২-৩ পরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। একে একে জড়ো ৫০টি ইউনিট।


শুধু তাই নয়, খবর পেয়ে ঘটনাস্থলে সহযোগিতার হাত রাড়ায় বাংলাদেশ সেনা বাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীর সম্মিলিত দল। তারা স্থলে আগুন নেভানোর পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দেন আকাশ পথে। একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো খবরও জানা যায়নি। 

এদিকে, আগুন লাগার পর আগুনের তীব্রতা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে বঙ্গবাজারের পাশেই অবস্থিত পুলিশ সদরদপ্তরের নিরাপত্তা নিয়ে। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা আশঙ্কা করেছিলেন ঝুঁকিতে পুলিশ সদরদপ্তরসহ পুরো এলাকা। অবশেষে আশঙ্কাই সফল হয়েছে। আগুন ছড়িয়ে পড়ে মহানগর শপিং কমপ্লেক্স এবং পুলিশ হেড কোয়ার্টারের ভেতরে। পুড়ে গেছে চারতলা পুলিশ ব্যারাক ভবন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার জানান, পুলিশ হেড কোয়ার্টারের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। 

এদিকে, বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এর ৩ (তিন) প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ৩ (তিন) প্লাটুনসহ মোট ৬ প্লাটুন আনসার জরুরি মোতায়েন করা হয়েছে।

পরে পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  


 


সোনারগাঁও দর্পণ :

প্রায় ২৪ পিচ (২৩,৫০০) ইয়াবাসহ পারভেজ নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) উপেজলার ঢাক-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, কক্সবাজার থেকে বিপুল সংখ্যাক ইয়াবার একটি চালান নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিল্লাল হোসেনের দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল আষাঢ়িয়ার চর এলাকায় চেকপোষ্ট বসিয়ে ভোর পৌনে ৫টার দিকে কক্সবাজার সদর পৌরসভার ১ নং ওয়ার্ডের মোহাজেরপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে পারভেজকে আটক করি। এ সময় তল্লাশী করে ২৩,৫০০ (তেইশ হাজার পাঁচ শত) পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বাকী সদস্যরা পালিয়ে গেলেও তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। 

আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ ও দমন আইনে আইনানুগ ব্যবস্থা গস্খহণ  প্রকৃয়াধীন।



সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের স্ত্রী ও এপেক্স ক্লাব অব  ঈশা খাঁর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদা আহমেদ রিতার দাফন সম্পন্ন হয়েছে। মাসদাইর কবরস্থান মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়। 

এরআগে, নারায়ণগঞ্জ জেলার আল্লামা ইকবাল হোসেন রোডে ইকবাল হোসেন রোড জামে মসজিদে বাদ জোহর প্রথম নামাজে জানাজা হয়। সেখানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির উল্লেখযোগ্য সদস্য ছাড়াও জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা পরিষদের সদস্য, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ নামাজে জানাজায় অংশ নেন।

এরআগে, ৩১ মার্চ দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ওয়াহিদা আহমেদ রিতা তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

অ্যাডভোকেট ওয়াহিদা আহমেদ রিতা’র পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

অ্যাডভোকেট ওয়াহিদা আহমেদ রিতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, এপেক্স বাংলাদেশের সভাপতি আব্দুল মতিন সিকদার, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রউফ দিলীপ, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান শাতিল, সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ অনেকে। 


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget