Halloween Costume ideas 2015
September 2021

সোনারগাঁও দর্পণ :

দেশের অনিবন্ধিত সকল নিউজ পোর্টাল পর্যায়ক্রমে বন্ধ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৩০  সেপ্টেম্বর) বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর জীবনভিত্তিক বইয়ের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী আরও জানান, অনলাইন পোর্টাল অনুমোদন যেমন একটি চলমান প্রক্রিয়া ঠিক তেমনি অনলাইন পোর্টাল বন্ধও একটি চলমান প্রক্রিয়া। যে সকল অনলাইন পোর্টাল যেগুলো গর্হিত কাজ করে কিংবা সৎ উদ্দেশ্যে পরিচালিত নয়, গুজব রটায় কিংবা ভুল সংবাদ প্রচার করে সেগুলো বন্ধের কার্যক্রম চলমান থাকবে। খুব সহসা আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই বা কাল সকালে বিটিআরসিকে তালিকা পাঠাবো। আমাদের কাছ থেকে তালিকা পেলে তারা সেগুলো বন্ধ করবে। কোর্টকেও আমরা জানাবো, বিটিআরসিও জানাবে যে অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। সবকিছু হুট করে বন্ধ করলে, আমার বিবেচনায় সবগুলো একসাথে বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত হবে না। সেই বিষয়টা কোর্টকে অবহিত করবো। 


সোনারগাঁও দর্পণ :

আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) থেকে বন্ধ করে দেয়া হচ্ছে দেশের সকল অনিবন্ধিত মোবাইল সংযোগ। শুধু তাই নয়, অনিবন্ধিত মোবাইল তৈরি, আমদানি বা ক্রয়-বিক্রয় করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা। বিটিআরসি কর্তৃক জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত সিম কার্ডের সাথে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ/প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত বা আমদানি করা মোবাইল ব্যবহার বন্ধের মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত, ব্যবহৃত মোবাইল চুরি ও অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করতে এ পদক্ষেপ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যদিও এরআগে, গত ১ জুলাই ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্টাারের (এনইআইআর) কার্যক্রম শুরু করে। আগামীকাল ১ অক্টোবর শুক্রবার থেকে সকল অবৈধ হ্যান্ডসেটের সংযোগও বিচ্ছিন্ন করা হবে।

পাঠানো বিজ্ঞাপ্তিতে বলা হয়, মোবাইল ক্রয়ের আগে মেসেজ অপশন থেকে KYD I 15 ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ- KYD 123456789012345) 16002 নম্বরে পাঠিয়ে বৈধতা যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিটিআরসি। এছাড়া বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনীত অথবা ক্রয়কৃত অথবা উপহার পাওয়া অনুমোদিত মোবাইল ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সংস্থাটি। 

একই সাথে কোনো আমদানিকারক/স্থানীয়ভাবে মোবাইল সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান দ্বারা অনিবন্ধিত মোবাইল উৎপাদন/আমদানি এবং কোনো বিক্রেতা দ্বারা অনিবন্ধিত মোবাইল বিক্রি না করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, কোনো বিক্রেতা অবৈধ কোনো মোবাইল বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী মোবাইলের মূল্য ফেরত দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) থেকে অনিবন্ধিত মোবাইলের গ্রাহককে এসএমএস পাঠিয়ে স্বয়ংক্রিয়ভাবেই হ্যান্ডসেট বন্ধ করে দেওয়া হবে। এসএমএসে গ্রাহককে জানানো হবে, ‘হ্যান্ডসেটটি অবৈধ, কিছুক্ষণের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে’।

এরআগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রায় ১৭ কোটি সিম আর ১০ কোটি মোবাইল হ্যান্ডসেট শনাক্ত করা খুবই কষ্টসাধ্য হওয়ায় ৩০ জুলাই পর্যন্ত একটা ডেডলাইন দিয়েছিলেন। এ বিশাল ডাটাবেজের কাজটি শেষ করার জন্য অপারেটররা কিছুটা সময়ও চেয়েছেন। ফলে, প্রাথমিকভাবে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 


সোনারগাঁও দর্পণ :

পিরোজপুর থেকে বিএনপিকে ডোনেশন দেয়া হয় আর আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় এমন মন্তব্য করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় তখন তার বাবা আলেম হয়েও বিএনপির মিথ্যা মামলা থেকে রেহায় পায়নি। তার ভাই আবু সাঈদকেও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছিল। তখন আওয়ামী লীগ ও এর সহযোগি কোন নেতাকর্মী বাড়ি থাকতে পারেনি। তাই বিএনপির কোন নেতামর্কীর সাথে গোপন আঁতাত করে যেন অন্তত আওয়ামী লীগের কোন নেতাকর্মী কোন কাজ না করেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহবান করেন। 

পিরোজপুরের মেঘনার এক বাসিন্দা ও বিএনপি স্থানীয় এক নেতাকে ইঙ্গিত করে চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুম আরও বলেন, কিছুদিন আগেও বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন সে নেতা। বলেছেন, সময় আসলে শেখ হাসিনাকে বঙ্গোপসাগরের ওপারে পাঠিয়ে দিবেন। মাসুম সে নেতাকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এবং মাসুম চেয়ারম্যান হওয়ার পর এখনো প্রতিহিংসার রাজনীতি পিরোজপুরে হয়নি। হওয়ার সম্ভাবনাও নেই। তবে, বেশি বাড়াবাড়ি করলে বা উষ্কানীমুলক কোন মন্তব্য করলে, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নিয়ে কোন বাঁজে মন্তব্য করলে বাড়ি থেকে শান্তিতে থেকে যেভাবে ব্যবসা-বাণিজ্য করে যাচ্ছে সে নেতা তা আর ঠিক থাকবেনা বলেও হুশিয়ারী উচ্চারণ করেন মাসুম।

মাসুম বলেন, পিরোজপুর আওয়ামী লীগ শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। রাত ৩টায় ডাক দিলেও পিরোজপুরের হাজার হাজার নেতাকর্মীদের পাবেন। আমরা কর্মী হয়ে কাজ করতে চাই। আমরা নেতা হতে আসিনি। দলকে ভালবেসে রাজনীতি করি। তাই লাঙ্গল বা ইসলামী আন্দোলনের পাখা বা ক্ষমতা টিকিয়ে রাখতে যারা অন্যকোন দলের ছায়াতলে গিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের থেকে সাবধান হওয়ারও পরামর্শ দেন মাসুম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান কালাম, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীে গর সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, লায়ন মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নূরজাহান, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহামুদ, বর্তমান সভাপতি হাসান রাশেদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সোনারগাঁও দর্পণ :

স্বৈরাচারীভাবে বাদে জাতীয় পার্টি এককভাবে কখনোই ক্ষমতায় আসতে পারেনি আর পারবেওনা। তারা সবসময় কোন না কোন দলের কাঁধের ওপর ভর করেই চলে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির আন্দোলনের বিষয়েও কথা বলেন সোনারগাঁওয়ের জনপ্রিয় এ নেতা।

কায়সার হাসনাত বলেন, জাতীয় পার্টি  একসময় টানা ক্ষমতায় ছিল। তাও আবার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে না। স্বৈরাচারীভাবে। ভোটের মাধ্যমে এককভাবে নির্বাচনে জাতীয় পার্টি কখনো সরকার গঠন করতে পারেনি আর কখনো পারবেওনা। এ দল এমন একটি দল যারা অন্য কোন না কোন দলের কাঁধের ওপর ভর করে চলে। আর এখানেও ( সোনারগাঁওয়ে) এ দল সাংগঠনিকভাবে শক্তিশালী নয় যার উদাহরণ আমরা কিছুদিন আগে অনুষ্ঠিত উপজেলা পরিষদ উপ নির্বাচনেও দেখেছি। যদি তাদের সে সামর্থ থাকতো তারা প্রার্থী দিতেন। তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে থাকা আমাদের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে লাফালাফি করে। যারা আওয়ামী লীগ বাদ দিয়ে নিজের আখের ঘোঁচানোর জন্য লাঙ্গলের হয়ে কাজ করছে তাদের বিষয়ে দল ভবিষ্যতে সিদ্ধান্ত নিবে।

এ সময় বিএনপি কিছু দিন পরপর আন্দোলনের নামার ঘোষণা বিষয়ে কায়সার হাসনাত বলেন, বিএনপি’রতো কোমরই ভেঙ্গে গেছে। তারা মাঝে মধ্যে মাঠে দাড়ানোর ঘোষণা দিয়ে তাদের নেতাকর্মীদের রাজণীতিতে বাঁচিয়ে রাখে মাত্র। তারা দুই/একটি মামলার ভয়ে জাতীয় পার্টির সাথে আঁতাত করে চলে। বিএনপির নেতাকর্মীরা যখন কাঁচপুরে হামলা করল সে সকল নেতাকর্মীরা এখন কোথায়। তারা কিন্তু আমাদেরই কোন না কোন নেতাকর্মীর ছত্রছায়ায় থেকে ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করতেম হবে বলে মনে করেন কায়সার।

পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং প্রধানমন্ত্রীর দ্বারা বাংলাদেশের ভালো কিছু করার জন্যই আল্লাহ বারবার তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রেখেছেন বলে জানান কায়সার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান কালাম, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীে গর সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, লায়ন মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নূরজাহান, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহামুদ, বর্তমান সভাপতি হাসান রাশেদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


রবিউল হুসাইন

-----------------------------------
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সবাই বলিষ্ট রাজনীতিবিদ হিসেবে চিনলেও তাঁর একটি ভিন্ন পরিচয় রয়েছে। যা অনেকেরই অজানা। রাজনীতির পাশাপাশি একজন বহুমাত্রিক লেখক তিনি। এ পর্যন্ত ৩৫টিরও বেশি বই প্রকাশিত হয়েছে তাঁর। বইগুলোতে রাজনীতি, অর্থনীতি, সামাজিক অসঙ্গতি, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও নিজের স্মৃতি কথা উঠে এসেছে।
শুধু লেখক হিসেবে নয় একজন সিরিয়াস পাঠক হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে। ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা বইপ্রেমী হিসেবে পরিচিত। তিনি এক সময় নিয়মিত একুশে গ্রন্থ মেলা ও নিউমার্কেটে বই কিনতে যেতেন। বই কেনা, বই পড়া ও বইয়ের প্রতি তাঁর এ ভালবাসই হয়তো লেখক হতে উদ্ভুদ্ধ করেছে। শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না তখন বেশ কয়েকটি পত্রিকায় অনিয়মিত ভাবে লেখালেখিও করেছেন। ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয় শেখ হাসিনার প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ ‘ওরা টোকাই কেন’। এ গ্রন্থে শেখ হাসিনার জীবনের স্মৃতি ও সমাজের নানা সমস্যার বিশ্লেষেনমূলক প্রবন্ধ ঠাঁই পেয়েছে।
টোকাইদের জীবনকে তিনি নিজ উপলব্দি থেকে ব্যাখা করার চেষ্টা করেছেন তাঁর লেখায়। ‘ওরা টোকাই কেন’ বইয়ের প্রথম প্রবন্ধ ‘স্মৃতির দক্ষিণ দুয়ার’। এখানে তিনি লিখেছেন ‘গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামখানি এক সময়ে মধুমতি নদীর তীরে ছিল। বর্তমানে মধুমতি বেশ দূরে সরে গেছে। তারই শাখা হিসেবে পরিচিত বাইগার নদী এখন টুঙ্গীপাড়া গ্রামের পাশ দিয়ে কুল কুল ছন্দে ঢেউ তুলে বয়ে চলেছে। রোদ ছড়ালে বা জ্যোৎস্না ঝরলে সে নদীর পানি রুপোর মতো ঝিকমিক করে।
অপূর্ব কাব্যময়তায় নিজ গ্রামের বর্ননা দিয়েছেন তিনি। শেখ হাসিনা রচিত গ্রন্থগুলোর মধ্যে এ গ্রন্থটি বেশ আলোচিত হয়েছে। এ পর্যন্ত এ গ্রন্থের দশম সংস্করণ মুদ্রণ হয়েছে।
তাছাড়া ২০০৮ সালে বিশেষ কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি লিখেছেন স্মৃতিচারণমূলক বই ‘সবুজ মাঠ পেরিয়ে’। এ বইটি তাঁর অনবদ্য সৃষ্টি। বইটিতে শেখ হাসিনার শৈশবের স্মৃতি সহজ সাবলীল ভাবে উপস্থাপন করেছেন। তিনি অন্য দশ জনের মতোই চিরায়ত বাংলার মাটি ও মানুষের সংস্পর্শে বেড়ে উঠেছেন তাঁর লেখায় তা প্রকাশ পেয়েছে।
তাঁর লেখা আরো একটি আলোচিত বই হচ্ছে ‘শেখ মুজিব আমার পিতা’। ১৯৯৯ সালে কলকাতার প্রকাশনা সংস্থা ‘সাহিত্য প্রকাশনালয়’ কলকাতা বই মেলায় প্রথম এ বইটি প্রকাশ করে। পরবর্তীতে ২০১৫ সালে অমর একুশে গ্রন্থ মেলায় আগামী প্রকাশনী বাংলাদেশে এ বই প্রকাশ করে। এ বইটি পাঠক মহলে বেশ প্রসংশিত হয়।
শেখ হাসিনা মূলত একজন প্রাবন্ধিক। তিনি প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই লেখালেখিতে জড়িত। প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর অবসর নেই বললেই চলে তবুও তিনি যেটুকু সময় পান এখনো লিখেন। উপমহাদেশে যে ক’জন রাজনীতিবিদ লেখালেখির সাথে জড়িত তাদের মধ্যে শেখ হাসিনা একজন। বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনাকে ছাড়া আর কোন রাষ্ট্র প্রধান নেই যার এতগুলো গ্রন্থ প্রকাশ হয়েছে।
শেখ হাসিনার অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য আমাদের ছোট রাসেল সোনা, সাদা কালো, , বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, দারিদ্র্য দূরীকরণ:কিছু চিন্তাভাবনা, আমার স্বপ্ন আমার সংগ্রাম, আমরা জনগণের কথা বলতে এসেছি, বৃহৎ জনগোষ্ঠীর জন্যে উন্নয়ন, সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা, সহে না মানবতার অবমাননা, বাংলা আমার আমি বাংলার, বাংলাদেশের জাতীয় সংসদে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার রচনাসমগ্র, নির্বাচিত ১০০ ভাষণ, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে বঙ্গবন্ধুর ভাষণ, কথামালা: শেখ হাসিনার উদ্বৃতিতে স্বদেশ ও বিশ্ব, Development of the masses, People and democracy, Democracy in distress demeaned humanity, Living with tears, The Quest for Vision-2021, People and Democracy, Notes and Quotes. Secret Document Of Intelligence Branch on Father Of The Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. - (তথ্য সূত্র) চারদিক

সোনারগাঁও দর্পণ :

বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এরআগে, প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 

অন্যান্যদের মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসেনর সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান কালাম, বর্তমান যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা যুবলীে গর সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, লায়ন মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নূরজাহান, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহামুদ, বর্তমান সভাপতি হাসান রাশেদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁও উপজেলা চত্বরে একাধিক স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। স্থাপনাগুলো হলো থিম পার্ক,ফাউন্টেইন শহীদ মিনার ও উপজেলা সৌন্দর্য বর্ধন। মঙ্গলবার তিনি উপজেলা চত্বরে গিয়ে এ সকল স্থাপনা ও সৌন্দর্য বর্ধনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জাব্বার, বন কর্মকর্তা মামুনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হোসেনসহ জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


সোনারগাঁও দর্পণ :

জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সকল নেতাদের উপস্থিতিতে হাজারো কর্মীকে সাথে নিয়ে মেঘনা শিল্পাঞ্চল স্কুল এন্ড কলেজ মাঠে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ মাসুমের ব্যক্তিগত অর্থে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ এর সঞ্চালনায় ও ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইয়া। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুম বিল্লাহ, আবু হানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনি, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহবায়ক তাজুল ইসলাম, ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হালিমসহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনসহ বিভিন্ন দিক তুলে ধরেন।

এরআগে, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সকল সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীর ৭৫তম  জন্মদিনের বিভিন্ন প্লে­কার্ড - ব্যানার ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা সংবলিত টি-শার্ট গায়ে দিয়ে বাধ্যযন্ত্রের সাথে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা শ্লোগান নিয়ে মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জড়ো হয়। পরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরবর্তী কেক কেটে, বেলুন ও পায়ড়া উড়িয়ে আঁতশবাজীর মাধ্যমে জন্মদিন উদযাপন করেন।


সোনারগাঁও দর্পণ :

যদি প্রশ্ন ওঠে যানজট পছন্দ করেন (!) এমন একজন কি আছেন ? বোধ করি সমস্বরে, এক বাক্যে, উচ্চস্বরে আওয়াজ উঠবে ‘না’। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, সোনারগাঁওয়ের স্থানীয় বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতা-কর্মীরা কি এ অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যাওয়া-আসা করেন না ? না-কি যাওয়া আসার সময় সবসময়ই প্রটোকল নিয়ে চলেন (!)। যদি প্রটোকল দিয়ে যাওয়া-আসা না-ই করেন, তাহলে তারা কি কখনো স্থানীয় এলাকায় নিত্যদিনের সঙ্গি যানজটের শিকার হননি। আর যদি যানজটের শিকার হয়ে থাকেন বা যানজটে পরে থাকেন, তাহলে কেন সোনারগাঁওয়ের বিভিন্ন প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তা বা স্থানীয় রাজনৈতিক নেতারা এ যানজটের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেন না ?

স্থানীয় এবং জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সোনারগাঁওয়ের অসহনীয় যানজটের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন এবং ভুক্তভোগীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনারগাঁওয়ের যানজট বিষয়ে তাদের তীক্ত অভিজ্ঞতার কথা লিখে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের বহু চেষ্টাও আমরা দেখি। কিন্তু যেই লাউ, সেই কদু। কখনো কখনো এমনটা মনে হয়, যেন যানজটের বিষয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা চোখে কাঁঠের চশমা পড়েছেন। 

স্থানীয় বেশ কয়েকজন সিএনজি, মিশুক, অটো চালক ও স্থানীয় ব্যবসায়ীর সাথে যানজট বিষয়ে আলাপ করেছে সোনারগাঁও দর্পণ। তুলে আনতে চেষ্টা করেছে যানজটের কারণ ও সমাধানের পথও। তাদের মতে, শুধু সোনারগাঁওয়ের প্রাণ কেন্দ্র নামে খ্যাত মোগরাপাড়া চৌরাস্তা এলাকার পূর্ব ও পশ্চিম পাশেই নয়। এমন যানজট সোনারগাঁওয়ের বেশ কিছু স্থানেই দেখা যায়। বিশেষ করে মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে, মোগরাপাড়া পুরান বাজার, পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও বটতলা বাজারের পাশে পাঁচআনী যাওয়ার সড়ক, উদ্ববগঞ্জ বাজার, কাঁচপুর, সাদিপুর ইউনিয়নের  নয়াপুর বাজার, আনন্দবাজার এলাকাতেও একই অবস্থা বিরাজমান। তবে, মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশে থাকা থানা রোড এবং কলেজ রোডে যানজট এ দুটি পথ দিয়ে যাতায়াতকারীদের নিত্যদিনের সঙ্গি। 

যানজটের কারণ হিসেবে সিএনজি, মিশুক, অটো চালক ও স্থানীয় ব্যবসায়ীরা দায়ি করেন, সাম্প্রতিক সময়ে সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত বিশালাকৃতির যানবাহন দিনের বেলায় চলাচল, সরু রাস্তায় বিশালাকৃতির এ সকল যানবাহন থামিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য উঠানো-নামানোর কাজ করা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে কোন রকম অনুমতি না নিয়ে ইচ্ছে মতো বিভিন্ন যানবাহন নামানোয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি যানবাহন হওয়া, সড়ক পরিস্কার করার নামে সড়ক পরিস্কার না করে লোক দেখানো কাজ দেখিয়ে চাঁদা তোলার পর সংশ্লিষ্ট কাজে জড়িতরা চলে যাওয়া, যানবাহন চালনা নিয়ে প্রতিযোগিতা করা এবং নির্দিষ্ট কোন গাড়ি স্ট্যান্ড না থাকাকে।

তারা আরও জানায়, চাঁদা তোলার কাজে জড়িতরা মুলত স্থানীয় বিশেষ একটি মহলের নির্দেশে বিভিন্ন গাড়ি থেকে টাকা আদায় করেন। যা থেকে ভাগ পেয়ে থাকেন রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের কতিপয় অসাধু কর্তাব্যক্তি। ফলে, প্রশাসনের পক্ষ থেকে তেমন আন্তরিকভাবে সমস্যা সমাধানের নিমিত্তে কোন ব্যবসআথা গ্রহণ করা হয়না। মাঝে-মধ্যে যা হয় তা লোক দেখানো। কেউ কেউ আবার রাজনৈতিক প্রতিহিংসা বশত উচ্ছেদও করেন। তাদের দৃষ্টিতে- প্রশাসনের যখনই মাসোয়ারা পেতে বিলম্ব হয়,তখনই এ সকল উচ্ছেদ অভিযান করা হয়। যে উচ্ছেদ অভিযানে সর্বশান্ত হয়েছে অনেক পরিবারও। 

যানবাহন চালক ও ব্যবসায়ীদের মতে, এ চাঁদা আদায়ের সাথে রাজনৈতিক নেতাকর্মীদের সংশ্লিষ্টতা থাকায় যানবাহনের চালকদেরও প্রতিদিন গুণতে হয় অতিরিক্ত অর্থ। অথচ, এতে রাজনৈতিক নেতাকর্মীদের সংশ্লিষ্টতা না রেখে শুধুমাত্র যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস থেকে নির্বাহী কর্মকর্তার নিজ তত্বাবধানে অস্থায়ী নিয়োগ দিয়ে নির্দিষ্ট হারে চাঁদা ধার্য করে তোলা হয় এবং সে পরিমাণ টাকা যে পরিমান টাকা চাঁদা তোলার সাথে জড়িতদের বেতন হিসেবে গণ্য হবে। আর যে সকল ব্যক্তি রাস্তা বা সড়ক পরিস্কারের কাজে নিয়োজিত থাকবেন তারা যেন কোন রকম দুর্ণীতির সাথে জড়িত হতে না পারে। 

যানজট নিরসনে তারা মনে করেন, এ সকল সড়ক দিয়ে দিনের বেলায় যেন কোন বড় যানবাহন (৬ চাঁকা-৮/১০/১২ চাঁকা) প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কে বড় যানবাহন থামিয়ে যেন কোন পণ্য ওঠা-নামা করতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

সড়কে অতিরিক্ত চাঁপ কমাতে অঅনুমোদিত যানবাহন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্ধ করতে হবে। তবে, অঅনুমোদিত যানবাহনের অবস্থা বিবেচনায় ভালো যানবাহন নিবন্ধনের মাধ্যমে অনুমোদিত হতে পারে। এতে সরকারের রাজস্ব আদায়ের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন তারা।

তাই প্রশাসন ও রাজনৈতিক নেতাদের কাছে সোনারগাঁও দর্পণ এর জোর অনুরোধ, যানজট নিয়ন্ত্রণ ও নিরসনে কার্যকরী পদক্ষেপ নিন। যাতে সোনারগাঁওয়ের সাধারণ মানুষ মনে করবে সোনারগাঁওয়ের স্থানীয় প্রশাসনের কর্তা আর রাজনৈতিক নেতারাও যানজট পছন্দ করেন না বলে সাধারণ মানুষের বিশ্বাস করবে।


সোনারগাঁও দর্পণ :

দেশের লোকজ শিল্পের ইতিহাস, ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রশিক্ষণ এবং বিপননে দেশের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উন্নয়ন কাজের ৫০ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজ খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে, এম খালিদ। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে  সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও যাদুঘর) ভবন সম্প্রসারণ, নতুন অডিটোরিয়াম ভবন নির্মাণ, ডাকবাংলো ভবন এবং ক্যাফেটেরিয়ার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, এখানে কারুশিল্পীদের জন্য ৪৮ দোকান বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া তাদের প্রণোদনাও প্রদান করা হয়েছে। সরকার কারু শিল্প ও কারুশিল্পিদের উন্নয়নে আন্তরিক। 

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডঃ সামসুল ইসলাম ভূইয়া, কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহম্মদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

এরআগে, গত ১০ এপ্রিল থেকে ১৪০ কোটি ২৬ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর ভবন সম্প্রসারণসহ বেশ কিছু অবকাঠামো নির্মাণ’ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়।


সোনারগাঁও দর্পণ :

আগামী ২৮ সেপ্টেম্বর সোনারগাঁও আওয়ামী লীগের সভা আহবান করেছে উপজেলা আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন পালনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর এ সভা আহবান করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার। গতকাল রাতে কায়সার তার নিজ ফেইসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে অনুষ্ঠিতব্য এ সভা ও দোয়া অনুষ্ঠানের আহবান করেন।

বিনা প্রতিদ্ব›িদ্বতায় আওয়ামী লীগ মনোনীত প্রাথমিকভাবে বে-সরকারীভাবে বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইয়া সভাপতি হিসেবে থাকবেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন কায়সার।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ / ইউনিয়ন আওয়ামী লীগ / মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ সকল সহযোগী সংগঠন / মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাথে সংশ্লিষ্ট সকলকে আগামী ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে থাকতে বলা হয়েছে। 


সোনারগাঁও দর্পণ :

স্ত্রীকে ভালোবেসে চাঁদে জমি কিনে উপহার দিয়েছেন স্বামী এম ডি অসীম। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) তাদের ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রী ডা. ইসরাত টুম্পার হাতে চাঁদের জমির বিভিন্ন কাগজ তুলে দেন তিনি। 

এম.ডি অসীম খুলনা মহানগরীর মডার্ন ফার্নিচার মোড় এলাকার বাসিন্দ। তিনি একটি  বেসরকারি টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি।

অসীম জানান, স্ত্রীকে ভালোবেসে অনেকেই আবেগী হয়ে আকাশের চাঁদ এনে দেয়ার প্রতিজ্ঞা করেন। কিন্তু সে প্রতিজ্ঞা পুরণ করতে পারেননা। তিনিও তার স্ত্রীকে কথা দিয়েছিলেন কোনো এক বিবাহবার্ষিকীতে তাকে বিশেষ উপহার দিয়ে অবাক করবেন। অসীম জানান, তিনি গত বছর জানতে পারেন, ভারতের এক ব্যক্তি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিয়েছেন। তার পর থেকে তিনিও এমন সিদ্ধান্ত নেন। 

গত ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৪৫ ডলারের বিনিময়ে চাঁদে এ জমি তিনি কিনেছেন। জমি কেনার পর তাদের মধ্যে একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠায় সংস্থাটি। যা আজ তিনি তার স্ত্রীর হাতে তুলে দিয়েছেন। স্ত্রীকে চাঁদ এনে দিতে না পারলেও চাঁদের বুকে এক টুকরো জমি কিনে দিতে পেরে তিনি খুব খুশি।

এরআগে, ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে হয় এই দম্পতির। দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনে তাদের পরিবারে ফারদিন ইসলাম অমি নামে এক ছেলে জন্ম নেয়। বর্তমানে অমির বয়স চার। 

এদিকে, চাঁদে জমি পেয়ে ইসরাত টুম্পাও খুশি। তিনিও ভাবতে পারেননি তার স্বামী তাকে এমন একটি বিশেষ উপহার দেবেন।

উল্লেখ্য, চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম প্রতি একর ২৪ দশমিক ৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা। ( তথ্য ও ছবি - আরটিভি অনলাইন.কম)


সোনারগাঁও দর্পণ :

বকেয়া বেতনের দাবিতে আবারও কাঁচপুর পয়েন্টে দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করেছেন সিনহা ওপেক্স অ্যান্ড সিনহা গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরের চাঁদমহল সিনেমা হল এলাকায় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবারের পর বৃহস্পতিবার সকালে আবারও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে সিনহা ওপেক্স এন্ড গার্মেন্টের কয়েকশ শ্রমিক। তারা মিছিল নিয়ে মহাসড়কে উঠতে চাইলে শিল্প পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ জানায়, সকালে শ্রমিকরা বিক্ষিপ্তভাবে সড়কে ওঠার সময় পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে মালিকপক্ষের সাথে কথা হয়েছে পুলিশের। আগামী বুধবার পাওনা পরিশোধ করবে বলে কর্তৃপক্ষ সময় দিয়েছে। 


সোনারগাঁও দর্পণ :

বকেয়া বেতন-ভাতার দাবিতে আবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। বুধবার বিকালে সোনারগাঁওয়ের কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিনহা টেক্সটাইলের শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকাল ৫টার দিকে সিনহা গার্মেন্টের হাজার হাজার শ্রমিক তাদের ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। একপর্যায় মহাসড়কে ও বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ করে এবং বকেয়া বেতনের দাবিতে শ্লোগান দেয়। এতে দুই মহাসড়কে বিভিন্ন যানবাহনে আটকা পরা হাজার হাজার যাত্রী পড়ে চরম বিপাকে। এক পর্যায় শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েও পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ও বিক্ষোভ তুলে নিলে মহাসড়কে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত পৌনে ১১টা) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ক্ষণে ক্ষণে থেমে থেমে যানবাহন চলাচল করায় সাইনবোর্ড, কাঁচপুর ব্রীজ ও কাঁচপুর ওভারপাস,মদনপুর, লাঙ্গলবন্দ এলাকায় তীব্র যানজনের কবলে পরে মহাসড়কের উভয় পাশে থাকা বিভিন্ন পরিবহন ও পরিবহনে থাকা সাধারণ যাত্রীরা। 


 

সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের কথিত যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়ী হিসেবে ব্যাপক পরিচিত এস,কে সজিব ও তার সাঙ্গপাঙ্গদের হাতে ব্যবসায়ী-শ্রমিকরা লাঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকালে উপজেলার ত্রিবর্দী (টিপরদি) এলাকায় মেঘনা ইকোনামিক জোন এর পাশে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যান্টাকি নীট কম্পোজিট লিমিটেড এর ভেতরে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যান্টাকির একাধিক সূত্র জানায়, সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সোনারগাঁওয়ের মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে ইয়াবা আর ফেন্সিডিলের প্রধান যোগানদাতা হিসেবে পরিচিত মুখ বাইট্টা সজিব বা এস,কে সজিব বিকালে একটি ট্রাকে করে দেশীয় অস্ত্রসহ ২৫/৩০ জনের একটি দল ক্যান্টাকি নীট কম্পোজিট লিমিটেড এর ভেতর প্রবেশ করে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মামুনকে বেধরক পিটিয়ে ওই প্রতিষ্ঠান এলাকায় আতঙ্ক তৈরি করে। তার এমন সন্ত্রাসী কাজে কয়েকজন শ্রমিক মামুনকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে সজিব গ্রুপের সজিব, শান্ত, হৃদয়, অনিক, শাওন, পায়েল, সুমন, মামুন, লিয়ন, রানা, ফয়সাল, আল-আমিন, রাসেল, জহিরুল, রহিম ও শাকিলসহ তাদের সাথে থাকা অন্যান্য সন্ত্রাসীরা। একপর্যায় অন্য শ্রমিকরা উত্তেজিত হয়ে পরলে, সন্ত্রাসীরা ক্যান্টাকি নীট কম্পোজিট লিমিটেড থেকে বের হয়ে ওই ইকোনামিক জোনের পাশে থাকা নতুন সড়ক দিয়ে দ্রুত চলে যায়।

এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত বিষয় নিয়ে জেলা ছাত্রলীগের ছেলেপেলের সাথে স্থানীয় ছাত্রলীগের ফেলে-পেলেদের মারামারি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ঘটনার বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।  অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সোনারগাঁও দর্পণ : 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাসহ কমপক্ষে ৮ জনকে কুপিয়েছে সোনারগাঁও পৌরসভা বঙ্গবন্ধু সাস্কৃতিক জোটের সভাপতি ও পৌর বিএনপি’র সদস্য সচিব স্থানীয় পৌর কমিশনার মোতালেব মিয়ার ভাগিনা  এবং স্থানীয় মাদক ব্যবসায়ী রনি ও তার সহযোগিরা। সোমবার বিকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পুরান ত্রিবর্দী (টিপরদি) এলাকায় স্থানীয় একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে। মুলত কি কারণে এ হামলা তা সুনির্দিষ্টভাবে জানাতে না পারলেও স্থানীয়দের ধারণা পূর্বশত্রæতার জের ধরে আধিপত্য দেখাতে এ হামলার ঘটনা ঘটতে পারে। হামলায় আহতদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমান, জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনয়ছাড়াও আরও ৫/৬ জন। তবে, প্রাথমিকভাবে উল্লেখিতদের নামই জানাতে পেরেছে স্থানীয় একটি সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি ‘সোনারগাঁও দর্পণ’কে জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমান, জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনয়সহ ৮/১০ জন উপজেলার পুরান ত্রিবর্দী এলাকায় একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার সময় দুইটি নাফ পরিবহনে করে সোনারগাঁও পৌরসভা বঙ্গবন্ধু সাস্কৃতিক জোটের সভাপতি ও পৌর বিএনপি’র সদস্য সচিব, স্থানীয় পৌর কমিশনার মোতালেব মিয়ার ভাগিনা রনি ও তার সহযোগি নাঈম, সাজু, সুজন,জীবন,হাসান, সোহেল এবং হাসমতসহ কমপক্ষে ২৫/ ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে ওই হোটেলে প্রবেশ করে এবং ছাত্রলীগের ওই সব নেতাসহ সেখানে থাকা কমপক্ষে ১০ জন ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় কমপক্ষে ৭ /৮ জন গুরুতর জখম হয়। আহতদেকে  আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মদনপুরের আল-বারাকা হাসপাতালে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ঢামেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ডাকা পঙ্গুহাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে কমপক্ষে ৪জনের অবস্থা শঙ্কটাপন্ন বলে সূত্র দাবি করে। 

এ ব্যাপারে সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমিও লোক মারফত শুনেছি। মুলত ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত বিষয় নিয়ে জেলা ছাত্রলীগের ছেলেপেলের সাথে স্থানীয় ছাত্রলীগের ফেলে-পেলেদের মারামারি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখনো (রাত ৯টার কিছু পর) কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সোনারগাঁও দর্পণ :

 সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়াকে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলা পরিষদ উপ নির্বাচনে বে-সরকারীভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ উপজেলায় নিজ সংগঠন এবং অন্যকোন রাজনৈতিক সংগঠন বা স্বতন্ত্রপ্রার্থী না থাাকয় সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা উপ নির্বাচনের রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ আতিয়ুর রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থীসহ যদিও আরো কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ করার পর গত ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত কোন মনোনয়নপত্র জমা পরেনি সেহেতু, সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় সামসুল ইসলাম ভূইয়া  একক প্রার্থী হিসেবে মনোনীত হোন। 

এদিকে, নতুন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে নিরলস শুভেচ্ছায় সিক্ত করেন উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। নব-নির্বাচিত চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়াও তাকে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারী (৩৫)’র মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা-বরপা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তালতলা ফাঁড়ি পুলিশ জাানয়, স্থানীয়রা তালতলা-বরপা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইকবাল হোসেন জানান, অজ্ঞাত নারীটির পরিচয়ের পাশাপাশি মৃত্যুর কারণ খুঁজতে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। ময়নাতদন্ত পেলে প্রাথমিকভাবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যাবে। 

 

সোনারগাঁও দর্পণ :

সবকিছু ঠিক থাকলে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র বিশেষ অংশের শুটিং সোনারগাঁওয়ে হবে। তারই ধারাবাহিকতায় সোনারগাঁও ঘুরে গেলেন বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির গ্রন্থনা, পরিকল্পনাকারী, পরিচালক ও সঞ্চালক হানিফ সংকেত। ইত্যাদি আগামী পর্বের জন্য এবার সোনারগাঁওকে বেঁছে নেয়ায় সকাল ১১টার দিকে তিনি সোনারগাঁও যাদুঘরে আসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির আগামী পর্বের সঞ্চালনার অংশসহ বিভিন্ন অংশ ধারণ করতে ঐতিহাসিক সোনারগাঁওকে বেঁছে নেন ফাগুন অডিও ভিশনের  কর্ণধার হানিফ সংকেত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ঘন্টাব্যাপী এক সভা হয়। 

সভায় হানিফ সংকেত ছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমদ উল্লাহ, সহকারী পরিচালক রবিউল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্নাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফাগুন অডিও ভিশন তাদের শুটিং প্রস্তুতির কাজ শুরু করতে পারেন বলে প্রাথমিক সিদ্ধান্ত নেন হানিফ সংকেত। 

উল্লেখ, বিগত ৫ বছর আগেও সোনারগাঁও যাদুঘরে ইত্যাদি শুটিংয়ের অংশ বিশেষ করার আগ্রহ দেখিছিলেন হানিফ সংকেত। কিন্তু অজ্ঞাত কারণে সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়ায় সে যাত্রায় আর করা হয়নি। হয়ত এবার তার সে আশা পূরণ হতে যাচ্ছে হানিফ সংকেতের।


সোনারগাঁও দর্পণ : 

আধিপত্য বিস্তার ও কোন ব্যক্তিগত দ্বন্দ্বসহ কোন ধরনের অপকর্মের দায়ভার সোনারগাঁও জাতীয় পার্টি নেবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। আজ সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ফজলুল হক’র পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

পাঠানো বিবৃতিতে সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন - সোনারগাঁওয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু, সুন্দর-সু-শৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক চর্চা অপরিহার্য বিধায় গত ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর থেকে সোনারগাঁওয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ও সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক ছিল যা এখনো অব্যাহত রয়েছে। ফলে চাহিদা অনুযায়ী সোনারগাঁওয়ের উন্নয়নে সরকার প্রয়োজনীয় বরাদ্দ দেয়ায় তিনি সোনারগাঁওয়ের সকল প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক রেখে সকলের সাথে সমন্বয় করে নানা উন্নয়নমূলক কাজ করছেন। 

সোনারগাঁওয়ে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে এ অ অঞ্চলের মানুষদের শান্তিতে রাখাই তাঁর (সাংসদ) লক্ষ্য উল্লেখ করে খোকা বিবৃতিতে বলেন, তিনি যখন সম্প্রতি উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতির মাধ্যমে সোনারগাঁওবাসীকে শান্তিতে রাখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা এলাকার আধিপত্ত বিস্তারে ব্যক্তি স্বার্থে সোনারগাঁওয়ের রাজনীতিতে পারষ্পরিক বিদ্বেষ সৃষ্টির ষড়যন্ত্রের অপচেষ্টা করে যাচ্ছে। যার সাথে রাজনৈতিক দলের  কোন সম্পর্ক নেই। 

বিবৃতিতে তিনি বলেন, কোনো ধরণের অপকর্ম ও বিতর্কিত কর্মকান্ডের সাথে যদি জাতীয় পার্টি কিংবা তাঁর (সাংসদ) নাম ভাঙ্গিয়ে কেউ জড়িত হয়, তার জন্য সে ব্যক্তি অপরাধী, দল অপরাধী হতে পারে না। ব্যক্তিগত দল ভারি করতে জাতীয় পার্টি এই সমস্ত কলঙ্কের বোঝা টানতে পারে না। ব্যক্তিগত ভাবে  কেউ কোনো ধরণের অপকর্ম ও বিতর্কিত কর্মকান্ড করলে সেই অপকর্ম ও বিতর্কিত কর্মকান্ডের দ্বায় তিনি (সাংসদ) এবং তাঁর (সাংসদ) দল জাতীয় পার্টি বহন করবো না। তাদের অপকর্মের জন্য জাতীয় পার্টির অর্জন ম্নলা হতে দেওয়া  যেতে পারে না। তিনি দৃঢ়ভাবে বলেন, সোনারগাঁওয়ে তৃণমূল পর্যন্ত তাদের তালিকা তৈরি হচ্ছে। জাতীয় পার্টির অঙ্গীকার - জাতীয় পার্টিতে কোনো স্বাধীনতা বিরোধী অপশক্তি ও বিশৃঙ্খলাকারীদের স্থান হবেনা। 

বিবৃতিতে তিনি আরও বলেন, যদি তাঁর (সাংসদ) কোনো আত্মীয়-স্বজন, দলের নেতাকর্মী ও কিংবা সাংসদের কোনো ব্যক্তিগত স্টাফ কোনো ধরণের বিতর্কিত কর্মকান্ড করে অথবা অপকর্মের সাথে জড়িত হয়, সেই দ্বায়ভার সাংসদ বহন করবে না। অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। 

এমনকি যারা অপরাধীদের আশ্রয়-প্রশয় দিবে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করার হুশিয়ারী দেন খোকা। সোনারগাঁওবাসীকে অনুরোধ করেন, কেউ অপরাধ করলে বা  অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হয়, তাহলে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। 


 সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রার্থী না দেয়াটাকে সোনারগাঁও জাতীয় পার্টির সাংগঠনিক দুর্বলতা হিসেবেই দেখছেন নারায়ণগঞ্জ - ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম মনে করেন উপ-নির্বাচনে প্রার্থী দেয়ার কোন সক্ষমতাই নেই সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির। গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক এম,সি,এ প্রয়াত সাজেদ আলী মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত ও আবুল হাসনাতের ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোশারফ হোসেনের কবর পরিদর্শন ও দোয়া শেষে সোনারগাঁও দর্পণ’র সাথে আলাপকালে তারা এসব মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সোনারগাঁও দর্পণ’কে বলেন, আমার জানা মতে জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে উপ-নির্বাচনে প্রার্থীতা দেয়ার ঘোষণা দিয়েছে। জাতীয় পার্টি দেশের অন্যতম একটি প্রধান রাজনৈতিক দল ছাড়াও বর্তমানে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আছে। সোনারগাঁও জাতীয় পার্টি তারপরও কেন তারা প্রার্থীতা দেয়নি তা আমার বোধগম্য নয়। তবে, প্রার্থী না দেয়াটা সাংগঠনিক দুর্বলতার বহিঃপ্রকাশ বলেই আমি মনে করি।

অপরদিকে উপ নির্বাচনে সোনারগাঁও জাতীয় পার্টির কোন প্রার্থী না থাকাটা কিভাবে দেখছেন ? সোনারগাঁও দর্পণ’র এমন প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান কালামের সোঁজাসাপটা উত্তর, উপজেলা পরিষদ উপ-নির্বাচনে সোনারগাঁও জাতীয় পার্টির প্রার্থী দেয়ার কোন সক্ষমতাই নেই। তারা যদি মনে করতেন যে তারা বিগত দিনে সোনারগাঁওয়ের উন্নয়নে ভাল কাজ করেছেন, তাহলে প্রার্থী হওয়ার মতো বা প্রার্থী দেয়ার মতো তাদের নেতা তৈরি হতো বা তারা প্রার্থী দিতে পারতেন। তাদের সে সক্ষমতা হয়নি বলেই এ নির্বাচনে তাদের কোন প্রার্থী নেই।

গত ৭ সেপ্টেম্বর জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় পার্টির অন্যতম নেতা আব্দুস সবুর আসুদ’র সাথে সোনারগাঁও উপ-নির্বাচনে প্রার্থী দেয়া-না দেয়ার বিষয়ে কথা হয় ‘সোনারগাঁও দর্পণ’র। তিনি বলেন, বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিতব্য উপজেলা উপ-নির্বাচনে প্রার্থীতা দেয়ার বিষয়টি কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেয়া আছে বলেই আমি জানি। সোনারগাঁওয়ে কেন প্রার্থী দেয়া হয়নি সে বিষয়ে আমি জানি না। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।


সোনারগাঁও দর্পণ :

কোন রাজনৈতিক দলে আমার পদ-পদবি না থাকলেও পারিবারিকভাবে আমি আওয়ামীলীগের সমর্থক। সোনারগাঁও আওয়ামীলীগ বর্তমানে ঐক্যবদ্ধ আছে, থাকুক এটা আমি আন্তরিকভাবে চাই। আমি চাইনা আওয়ামীলীগ দুইভাগে বিভক্ত  হোক। তাই অনেক ভেবে চিন্তেই মনোনয়ন পত্র জমা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোনারগাঁও দর্পণ’র সাথে এক  বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন আসন্ন সোনারগাঁও উপজেলা উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একমাত্র মনোনয়ন সংগ্রহকারী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জাহাঙ্গীর আলম।

তিনি আরও বলেন, আমি মোগরাপাড়া ইউনিয়নের বাসিন্দা না হয়ে অন্য কোন ইউনিয়নের বাসিন্দা হলে অবশ্যই মনোনয়ন পত্র জমা দিতাম। ভেবে দেখলাম আমার মনোনয়ন জমা দেয়ার অর্থ হচ্ছে সোনারগাঁও আওয়ামী লীগে বিভক্ত সৃষ্টি হওয়া। মনোনয়ন সংগ্রহ করতে আমাকে কেউ প্ররোচিত করেনি। কিন্তু হয়তো কথা উঠবে, সোনারগাঁও আওয়ামী লীগের কোন নেতা পেছন থেকে মনোনয়ন সংগ্রহ করতে প্ররোচিত করেছেন। যা সঠিক নয়।

জাহাঙ্গীর আলম বলেন- আমি জানি, নির্বাচনে বর্তমান প্রার্থীর সাথে আমার ফলাফল ইনশাল্লাহ ভালো হবে। অনেকেই হয়তোবা আমাকে বিভিন্নভাবে সহযোগিতাও করবেন কিন্তু কেন্দ্রীয় নেতাদের কাছে কায়সার হাসনাতকে খারাপ বানানোর একটি পথও আবার অনেকে পাবে। যা ভবিষ্যতে সোনারগাঁওবাসী বা সোনারগাঁও আওয়ামী লীগের জন্য সুখকর হবে না বলে আমার মনে হয়। কারণ আগামীতে কায়সার হাসনাতের আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া এবং সংসদ সদস্য হওয়া সোনারগাঁওবাসীর জন্য অনেক প্রয়োজন। তাই সোনারগাঁওবাসীর বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করেই আমি মনোনয়ন পত্র জমা দেইনি।


সোনারগাঁও দর্পণ :

আমরা সবাই শুধু স্বার্থের কথাই চিন্তা করি। এটা উচিত নয়। সামনে আওয়ামী লীগের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার সময় আসছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার মনোনয়ন পত্র জমা দিতে বিকালে সোনারগাঁওয়ে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরও বলেন, আমি আজ অনেক খুশি। সামসুল ইসলাম ভূইয়া আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। হয়তো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি উপজেলা চেয়ারম্যানও হতে যাচ্ছেন সে জন্য খুশি না। আমি খুশি সোনারগাঁওয়ের আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে একসাথে দেখে। 

শামীম ওসমান বলেন, এভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে সামনে যে কঠিন পরীক্ষা আসছে তাতে উত্তীর্ণ হওয়া যাবেনা। বর্তমানে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে আমাদের তৃণমুল যদি ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি না থাকি তাহলে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা নিরাপদ নয়। আর বঙ্গবন্ধু কন্যা নিরাপদ নয় মানেই বাংলাদেশ নিরাপদ নয়, এটা আমাদের সকলকে বুঝতে হবে।


এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও নৌকার প্রার্থী এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, ১নং যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এএইচএম মাসুদ দুলাল, দিপক কুমার বণিক দিপু, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনিসহ প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁও দর্পণ : 

আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক এম,সি,এ ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু’র বাবা প্রয়াত সাজেদ আলী মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বাবা আবুল হাসনাত ও আবুল হাসনাতের ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোশারফ হোসেনের কবর পরিদর্শন শেষে তাদের রূহের শান্তি কামনায় দোয়া করেছেন আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইয়া। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মোগরাপাড়া এলাকায় এসে সোনারগাঁও উপজেলার শীর্ষস্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি কবর পরিদর্শন ও দোয়া করেন।

পরিদর্শনের প্রথমে মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে সায়িত এডভোকেট সাজেদ আলী মিয়ার কবরে এবং পরবর্তীতে একই ইউনিয়নের দরগাহ বাড়ির পাশে হাসনাত পরিবারের পারিবারিক কবরস্থানে সায়িত আবুল হাসনাত ও মোশারফ হোসেনের কবর পরিদর্শন শেষে দোয়া করেন। 

এ সময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ,এইচ,এম মাসুদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, পৌরসভার মেয়র প্রার্থী ফজলে রাব্বি, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনিসহ অন্যান্য নেতাকর্মীরা সাথে ছিলেন।


সোনারগাঁও দর্পণ :

মহাসড়কের পোশে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত আবারও উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক মরিরুজ্জামানের নির্দেশে রোববার (১২ সেপ্টেম্বর)দুপুরে কাঁচপুরের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা এ সকল স্থাপনা উচ্ছেদ করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, মহাসড়কে যানবাহন চলাচল নির্ভিঘœ রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।  


সোনারগাঁও দর্পণ : 

আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া। 

শনিবার ( ১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের এক যৌথসভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়। 

এর আগে, গত পাচ সেপ্টেম্বর দলীয় প্রত‍্যাশিত প্রার্থী হয়ে ধানমন্ডিতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ এ নেতা। এরও আগে, গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মারা গেলে এ আসনে উপ নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। 

আগামী ৭ অক্টোবর সোনারগাঁ উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে আনুমানিক একদিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। উপজেলার  কাঁচপুরে ডাম্পিং এরিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, হয়তো কোন অবৈধ সম্পর্কের যৌন লালসার বলি (!) হয়েছে নিষ্পাপ নবজাতকটি।  সোনারগাঁও থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান,  বুধবার আনুমানিক রাত ১২ টার দিকে বুধবার দিবাগত রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯’ এ ফোন করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে অজ্ঞাত এক ব্যক্তি কাপড় দিয়ে পেঁচিয়ে এক নবজাতককে ফেলে রেখে গেছেন বলে জানান। 

খবর পেয়ে পুলিশ মৃত অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে। শিশুটির মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উপজেলার কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে থাকা ডাম্পিংয়ে পরিত্যক্ত অবস্থায় নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়। নবজাতক শিশুর  বয়স এক দিন বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে সোনারগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


সোনারগাঁও দর্পণ :

আপনারা জানেন আমাদের পরিবার সবসময় সোনারগাঁওবাসীর সুখে-দুঃখে পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা সবসময় মনে করবেন আমার বাবা মোশারফ হোসেন, চাচা আবুল হাসনাত, মোবারক হোসেনসহ সকলেই সোনারগাঁওবাসীর সুখে-দুঃখে পাশে ছিলেন। ৮ সেপ্টেম্বর বুধবার বাদ আছর মোগরাপাড়া এইচ,জি,জি,এস স্মৃতি বিদ্যায়তন মাঠে মোশারফ হোসেন’র পরিবারের সদস্যদের আয়োজনে উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেনের রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন প্রয়াত মোশারফ হোসেনে ছেলে তান্না মোশারফ। 

এ সময় তান্না মোশারফ ভবিষ্যতেও যেন এ পরিবার সোনারগাঁওবাসীর পাশে থেকে সেবা করার সুযোগ পায় সেই প্রত্যাশা করে তার বাবা’র আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান , সোনারগাঁও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির নেতা এ,এইচ, এম মাসুদ দুলাল, আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও মোশারফ হোসেনের ভাই মনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দীপসহ সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কোন রাজনৈতিক বক্তব্য ছাড়া সুষ্ঠুভাবে অনুষ্ঠান যথা সময়ে শুরু এবং শেষ হওয়ায় অনুষ্ঠানে আগত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ, দীর্ঘ দিন অসুস্থ থাকার পর গত ২২ জুলাই রাজধানীর একটি হাসপাতালে ইহকাল ত্যাগ করেন জেলা আওয়ামী লীগের সদস্য, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ন্যায় বিচারক মোশারফ হোসেন।


সোনারগাঁও দর্পণ :

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। 

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপ-দপ্তর সম্পাদকের কাছ থেকে মাহফুজুর রহমান কালামের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারই ছোট ভাই নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।

এরআগে, ২২ জুলাই সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৮৫ তম সভায় সোনারগাঁও উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ আগামী ৭ অক্টোবর ধার্য করে নির্বাচন কমিশন। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত এ মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। 


সোনারগাঁও দর্পণ :

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে মনোনয়ন পত্র ফর্ম সংগ্রহ করবেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে ‘সোনারগাঁও দর্পণ’র সাথে টেলিফোনে তিনি এতথ্য জানান। কালাম জানান, তিনি নিজে মনোনয়ন পত্র ফর্ম সংগ্রহ করতে যাবেন না। তবে তার পক্ষ থেকে প্রতিনিধি গিয়ে মনোনয়ন ফর্ম কিনে নিয়ে আসবেন। 

তিনি আরও জানান, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে সোনারগাঁও থেকে ফর্ম সংগ্রহের উদ্দেশ্যে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যাবেন তার প্রতিনিধি। সেখান থেকে এ ফর্ম সংগ্রহ করবেন। 

এরআগে, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সোনারগাঁও উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর ওরফে বাবু ওমর।

এরআগে, ২২ জুলাই সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মারা গেলে নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৮৫ তম সভায় সোনারগাঁও উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ আগামী ৭ অক্টোবর ধার্য করে কমিশন।


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে সাংবাদিক মিঠুর বিকাশের দোকানসহ তিনটি  দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছ। শনিবার (4 সেপ্টেম্বর)  দিবাগত গভীর রাতের কোন একসময় উপজেলার পৌরসভা দৈলেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এতে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব‍্যবসায়ীরা।

তারা বলেন, এটি নতুন কোনো চুরি ঘটনা না। এর আগেও,  একইভাবে বেশ কয়েকবার এই এলাকায় কয়েকটি দোকানের চালে থাকা টিন কেটে মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। শনিবার রাতেও একইভাবে দোকানের চালে থাকা টিন কেটে মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা।  

এ ঘটনায় ব‍্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চুরিকৃত মাল উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী দোকান মালিক  ব্যবসায়ীরা।

সোনারগাঁও দর্পণ :

বঙ্গবন্ধুর আদর্শে পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ করছি। বিগত ৪০ বছর ধরে আমি এ সংগঠনের সাথে জড়িত। আমি যদি রাজনীতিতে পদ-পদবির চিন্তা করতাম তাহলে পদ কোন বিষয় ছিলনা। আমি যখনই সাংগঠনিক কোন কর্মসূচীতে ছিলাম, সংগঠনকে ভালোবেসেই ছিলাম। তাই পদ কোন বড় বিষয় নয়। জনসেবা করলে পদের দরকার হয়না। আর পদ দেখে বঙ্গবন্ধু কন্যা মনোনয়ন দিবেন না।

আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদের উপ নির্বাচনে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে মনোনয়ন পত্র সংগ্রহের বিষয়ে রাতে ‘সোনারগাঁও দর্পণ’র এক প্রশ্নের জবাবে একথা বলেন, সদ্য প্রয়াত সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনির হোসেন। 

তিনি আরো বলেন, আমার বিশ্বাস আওয়ামী লীগ ও সোনারগাঁওয়ের তৃণমুল মানুষের সাথে আমাদের পারিবারিক ঐতিহ্য ও সম্পর্কের কথা বিবেচনায় বঙ্গবন্ধু কন্যা আমাকে মনোনয়ন দিবেন। মনোনয়ন পেলে আমি বিজয়ী হয়ে নেত্রীকে নৌকা উপহার দিতে পারব ইনশাল্লাহ।

এরআগে, সোনারগাঁও উপজেলা পরিষদের সদ্য প্রয়াত সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপ-দপ্তর সম্পাদকের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। 

এরও আগে, ২২ জুলাই সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৮৫ তম সভায় সোনারগাঁও উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ আগামী ৭ অক্টোবর ধার্য করে। আগামী ৮ সেপ্টেম্ব্র পর্যন্ত এ মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। 


সোনারগাঁও দর্পণ :

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) দিনের বিভিন্ন সময় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে উপ-দপ্তর সম্পাদকের কাছ এ মনোনয়ন পত্র  সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের তালিকায় রয়েছেন, সোনারগাঁও উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর ওরফে বাবু ওমর।

এরআগে, ২২ জুলাই সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মারা গেলে নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৮৫ তম সভায় সোনারগাঁও উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ আগামী ৭ অক্টোবর ধার্য করে।


সোনারগাঁও দর্পণ :

২ হাজার ৩৯৭ ক্যান বিদেশী বিয়ার ও ৪৩৩ বোতল বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এ সকল মাদক উদ্ধার করে। অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

র‌্যাব -১১ অধিনায়ক লেঃ কর্ণেল তানভির মাহমুদ পাশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে সোনারগাঁও উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার আইলাতুলি এলাকার মৃত আব্দুণ গণি’র ছেলে আমজান হোসেন (২৮), শেরপুর সদর থানার দুসুরা ছোনকান্দা এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে ওয়াসিম (২৭), ভোলার বোরহান উদ্দিন থানার রানীগঞ্জ বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে সুজন (২৪) এবং ঢাকার তেঁজগাঁও শিল্পাঞ্চলের বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আলাল (২৪)’কে একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান সহ আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে মাদকগুলো উদ্ধার হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদকের মামলা রয়েছে। 


মোকাররম মামুন, সোনারগাঁও দর্পণ :  

পান-সিগারেটের দোকান। দুটি শিশু (একজনের বয়স ৮ কি ৯ বছর, অপরজনের ১২ কি ১৩) এসে পান চায় দোকানীর কাছে। শিশুর পান চাওয়ার ধরণ আর শরীরের গঠন দেখে ওই দু’জনকে উদ্দেশ্য করে দোকানীর প্রশ্ন। বাড়ি কই ? শিশুর সোঁজা উত্তর। বাড়ি দিয়া কাম কি ? পান চাইছি পান দেন।

পাশের বেঞ্চে বসা এই প্রতিবেদক। কৌতুহল বেড়ে যায়। এতো অল্প বয়সে পান চাওয়া আর ব্যবসায়ীর সাথে কথার ধরণ দেখে। তাৎক্ষণিক তার কাছ থেকে তথ্য বের করার লোভ হয়। শিশুটিকে আদরের সাথে কাছে ডাকা। অতঃপর কথোপকথন।

নাম কি তোমার ?

রবিউল আউয়াল (৮/৯)

বাহ্ সুন্দর নাম। ইসলামে তোমার নামের একটা মহাত্ব আছে জান ? 

না জানি না। 

ঠিক আছে, আপতত জানার দরকার নেই, তা বাড়ি কোথায় ? 

মোগরাপাড়, (মূহুর্তেই ভোল পাল্টে) নাহ - বাড়ি-ঘর নাই । 

কি করো ? 

চৌরাস্তা আক্তারের পানের দোকান আছেনা হেইডা (সেইটা) আমার আন্ডারে চলে। এমুন (এমন) মোট ৩টা দোকান আমার কতায় (কথায়) চলে। আমি দেহি (দেখবাল)।

তো তোমার যে বয়স আর শরীর, চৌরাস্তা কতো নেতা-ক্ষেতা আছে, তারা কিছু বলেনা। 

শিশুর সোঁজা উত্তর - আফনে (আপনি) আমরে চিনেন ? আমি “হাইওয়ে পিচ্চি কিং  ব্লেড রাজা  গ্রুপ” এর।

শিশুরটির এমন কথায় আমার (প্রতিবেদক) কৌতুহল আরো বেড়ে গেল। তার উদ্দেশ্যে আমার প্রশ্ন - কি  গ্রুপ ? 

শিশুটির আরো ভাব নিয়ে উত্তর - “হাইওয়ে পিচ্চি কিং ব্লেড রাজা  গ্রুপ”। 

আমার কৌতুহল থেকে জানতে চাই ‘হাইওয়ে পিচ্চি’ মোটামুটি বুঝলাম কিন্তু ‘কিং ব্লেড রাজা  গ্রুপ’ এটাতো বুঝলাম না। এরমানে কি ?

সাথের শিশুটির উত্তর - হেরা (তারা) ব্লেড দিয়া কাম করে। আর হাইওয়েতে অগ (ওদের)  গ্রুপের চেয়ে শক্তিশালী কেউ নাই। হের লাইগা (সে জন্য) কিং। 

তাদের প্রতি আবারো প্রশ্ন - রাজা কেন ? কিং মানেইতো রাজা।

আবারো সেই শিশু রবিউল আউয়ালের উত্তর - রাজা ভাই অইতাছে আমাগ (আমাদের) বস। কৌশলে জানতে চাই, রাজার পরিচয়।

শিশুটি জানায়, তাদের বস রাজার বাড়ি চিটাগাং রোড। শিশুটির ভাষ্যমতে, রাজা ট্রাকের হেলপার। চিটাগাং রোড এলাকায় কোন এক জনপ্রতিনিধি (চেয়ারম্যান) এর ছেলের সাথে সবসময় চলাফেরা করে। সেই রাজার আওতাধীন ২৫ থেকে ৩০ জনের একটি  গ্রুপ কাজ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট হাইওয়েতে। যাদের কাজই হচ্ছে হাইওয়েতে বিভিন্ন স্পটে অপরাধ মূলক কাজ করা। আর ব্লেড হচ্ছে তাদের প্রধান অস্ত্র। কারণ হিসেবে জানায়, ব্লেড ধারালো এবং সহজেই বহনযোগ্য। আবার কখানো ধরা পরলে যে কোন স্থানে ফেলে দিয়ে নিরাপদে থাকা যায়। 

সম্প্রতি মোগরাপাড়া পুরান বাজারে প্রতিবেদকের সাথে এ সকল কথা হয় শিশু রবিউলের (রবিউলের পুরো পরিচয় প্রতিবেদকের কাছে রক্ষিত)। একপর্যায় প্রতিবেদক দোকানীকে ছবি তোলার ইঙ্গিত দিলে দোকানি যখন ছবি তুলতে যায় তখন মুখ লুকায় রবিউল। 


অনেক চেষ্টা করে তার ছবি তোলা হয়। একপর্যায় রবিউলের সাথে থাকা আরিফের প্রশ্ন - ওই মিয়া ছবি তোলেন ক্যান ? আপনি কি সাংবাদিক না-কি ?

যদিও পরিচয় গোপন রাখা হয় আরো তথ্য পাওয়ার আশায়। কিন্তু আর কিছুতেই কোন কথা না বলে দ্রুত পান নিয়ে চলে যায় তারা।

এ ঘটনার পর গত কয়েকদিনে কথা হয় অনেকের সাথে। চৌরাস্তা ও মোগরাপাড়া এলাকার ব্যবসায়ী, বিভিন্ন পরিবহন চালক ও তাদের সহযোগিসহ সাধারণ পথচারীদের। খোঁজ নিয়ে জানাযায়, প্রায় প্রতিদিনই চৌরাস্তা বাসস্ট্যান্ড, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে থাকা ইউটার্ণ এলাকা এবং মোগরাপাড়ার উপর দিয়ে যাওয়া গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের প্রয়াত মোশারফ চেয়ারম্যানের বাগান বাড়ি বা মধুবাগ এলাকা, চৌরাস্তা বনবিভাগ, ছোট সাদিপুরে মাদ্রাসার সামনে ঘটে ছিনতাইয়ের এসব ঘটনা। 

আরো উদ্বেগের বিষয় হলো “হাইওয়ে পিচ্চি কিং ব্লেড রাজা  গ্রুপ” এর সদস্যরা বেশিরভাগই সন্ধ্যার পর টোকাইয়ের বেশে সাথে বস্তা নিয়ে বিভিন্ন স্পটের আশে-পাশে থাকে। 

এ সকল এলাকায় গত ১০ দিনের মধ্যে ঘটেছে ৫টি ছিনতাই, ৩টি মিশুক ও একটি অটো রিক্সা চুরির ঘটনা। ভুক্তভোগীদের দাবি - যেদিন দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং সড়কে লোকজনের পদচারণা কম থাকে, তখনই বেড়ে যায় ছিনতাইকারীদের দৌড়াত্ম্য। তবে তাদের দাবি, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য খোলা থাকলে সড়কে ও বিভিন্ন মহল্লায় লোকজন থাকে। ফলে কোন দুর্ঘটনা ঘটলেও চিৎকার করলে মানুষজন আসলে ক্ষতির পরিমাণও হয় কম।

আর এসকল অপকর্মগুলো করে থাকে “হাইওয়ে পিচ্চি কিং  ব্লেড রাজা গ্রুপ” এর মতো নিরবে গজিয়ে ওঠা বিভিন্ন গ্রুপের সদস্যরা। 

এ ব্যাপারে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান ‘সোনারগাঁও দর্পণ’কে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে বিভিন্ন স্পটকে লক্ষ্য করে ১০টা মোবাইল টিম কাজ করে। আমি এখানে জয়েন্ট করার পর মহাসড়কে নিরাপত্তার বিষয়টি অতিগুরুত্বের সাথে দেখছি। বর্তমানে অপকর্ম আগের চেয়ে অনেক কম। নেই বললেই চলে। তবে, “হাইওয়ে পিচ্চি কিং ব্লেড রাজা  গ্রুপ” এই নাম এরআগে শুনিনি। এ ব্যাপারে খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নিব।

‘সোনারগাঁও দর্পণ’ও মনে করে মহাসড়কে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংগঠনকারী প্রতিষ্ঠিত এবং উদীয়মান গ্রুপের সদস্যদের শনাক্ত করতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্সদের আরও বেশি তৎপরতা দেখাতে হবে। এখনই তাদের শনাক্ত করতে না পারলে সোনারগাঁওবাসীদের কপালে ভবিষ্যতে অনেক বেশি দুর্ভোগে পরতে হবে। এরা ছিনতাইকারী, এরা ভয়ঙ্কর; এদের অঙ্কুরে বিনাশ করুন।


সোনারগাঁও দর্পণ :

টানা প্রায় দেড় বছর পর আবারো সরব হতে যাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। আবারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ার অপেক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে, পূর্বের গোষণানুযায়ী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে এ তথ্য জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান তথা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য ১২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন,  বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন। এছাড়া ১২ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।

শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেওয়ার বিষয়ে দীপু মনি বলেন, ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। টিকাপ্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে ১২ বছর বয়সী পর্যন্ত এ টিকার ব্যবস্থা করা হচ্ছে।

এরআগে, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ১৮ মার্চ প্রথম বাংলাদেশে মৃত্যুর তথ্য জানায় আইইডিসিআর। করোনা বিস্তার রোধে ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এর মধ্যেও একাধিকবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় বৃদ্ধি করে সরকার। সবশেষ গত ২৬ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়িয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। 


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের হেফাজতের তান্ডবের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু’কে মিথ্যা আসামী দিয়ে করা ৩টি মামলায় আগাম জামিন দিয়েছেন আদালত। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডিভিশনের বিচারক মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারক রিয়াজ উদ্দিন খানের গঠিত দ্বৈত বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

এ সময় জামিন আবেদনের পক্ষে যুক্তিখন্ডন করেন, আইনজীবি জেড আই খান পান্না, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন বার কাউন্সিলের সাধারণ সম্পাদক আইনজীবি কাজল এবং মাহবুবুর রহমান খান।

জামিন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জেলা যুবদলের সহ-সভাপতি মিঠু বলেন, সোনারগাঁওয়ে যখন হেফাজতের ঘটনা ঘটে তখন এবং মামলার সময় আমি আমার অসুস্থ বাবা-মা’কে নিয়ে দেশের বাইরে হাসপাতালে অবস্থান করি। কোর্টে আমি আমার পক্ষে সকল প্রমাণাদিও পেশ করি। সকল কাগজপত্র দেখে কোর্ট আমাকে জামিন দেন। এরআগেও মামলার বাদিদেরকে আমি বিভিন্নভাবে আমাকে যে ষড়যন্ত্রমুলকভাবে মামলায় জড়ানো হয়েছে তা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা কোন কথাই কর্ণপাত করেনি। আমি হলফ করে বলতে পারি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় মামলায় আমার নাম জড়ানো হয়েছে।

উল্লেখ্য, এরআগে চলতি বছরের ৪ এপ্রিল সোনারগাঁও থানায় হারুন অর রশিদ মিঠুসহ বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে সোনারগাঁও যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, প্রচার সম্পাদক নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম নান্নুর শ্বাশুড়ি জোহরা বেগম।


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget