সোনারগাঁও দর্পণ স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করতে জুবাইর (১৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় পিরোজপুর ইউনিয়নের সাবেক মেম্বার মনির ও তার ছেলে বাবুর বিরুদ্ধে। আহত জুবাইর একই ইউনিয়নের পাঁচআনী গ্রামের শাহাজালালের ছেলে। বুধবার (৪জুন) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে পাঁচআনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত আহত জুবাইর বর্তমানে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জুবাইরের বাবা শাহজালাল জানান, তিনি একটি নেটওয়ার্ক সেবা প্রতিষ্ঠানে লাইনম্যানের কাজ করেন। ২০ থেকে ২২ দিন আগে তিনি ওয়াইফাই সংযোগ দেওয়ার সময় কোন কারণ ছাড়াই মনির মেম্বারের ছেলে বাবু তাকে মারধর করে। বিষয়টি তিনি মনির মেম্বারকে জানালে মেম্বার বিচারের আশ্বাস দেন। কিন্তু এতো দিনে কোন বিচার না করে উল্টো তার চার ছেলে বাবু, জুবরাজ, জাহিদ ও জুয়েল তাদের ক্যাডার বাহিনী নিয়ে বুধবার (৪জুন) দুপুরে তার ছেলে জুবাইরকে স্থানীয় মুছার ছেলে সোহাগ (২২) এর মাধ্যমে ফোনে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
শাহজালাল জানান, তার ছেলেকে মের ফেলবে বলে মনির মেম্বারের চার ছেলে বাবু, জুবরাজ, জাহিদ ও জুয়েল পরামর্শ করে। যা শাহজালালের ছেলে জুবাইরের এক বন্ধু (সঙ্গত কারলে নাম গোপন রাখা হলো) জেনে ফেলে। পরে তার ওই বন্ধু ফোনে জুবাইরকে বিষয়টি জানায় এবং মনির মেম্বারের ছেলেরা তাকে মারার জন্য খুঁজছে বলে জানায়। এ সময় স্থানীয় মুছার ছেলে ও বাবুর সহযোগি সোহাগ, জুবাইরকে ফোন করে পাঁচআনী শফিকুলের বাজার আসতে বলে। সোহাগের ফোন পেয়ে শফিকুলের বাজারে যাওয়ার পথেই মনির মেম্বারের ছেলে বাবু, জুবরাজ, জাহিদ ও জুয়েল তাদের অন্য সহযোগি রিয়াজ উদ্দিনের ছেলে আমির হোসেন (৪৫), মুছার ছেলে সোহাগসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জুবাইরের গতিরোধ করে।
জুবাইর নিজের প্রাণ বাঁচাতে পাঁচআনী শফিকুলের বাজারের পাশে ব্রীজ দিয়ে দৌড়ে পালানোর সময় ব্রীজের শেষ মাথায় মনির মেম্বার জুবাইরের গতিরোধ করে। এ সময় পাশে থাকা সরু (চিকন) রাস্তায় ফেলে বাবু বাহিনী জুবাইরকে কুপিয়ে রক্তাক্ত আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও পাঁচআনী এলাকার বাসিন্দা মনির মেম্বার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পা লেপন করে নিজের স্বার্থ হাসিল করে।
বিগত দিনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের তোষামদি করে নিজের স্বার্থ বাগিয়ে নেন। বর্তমান প্রেক্ষাপটে তিনি বিএনপির নেতাদের দৃষ্টিতে কাড়তে নিরীহ ব্যক্তিদের উপর নির্যাতন করে আসছে। যেন স্থানীয় এলাকায় প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানীতে মনির ও বাবু বাহিনী একচ্ছত্র আধিপত্য করতে পারে।
সূত্রটি আরও জানায়. মনির মেম্বারের ছেলে বাবু কয়েক মাস আগে দুধঘাটার শাহজাহান হত্যা মামলার প্রধান আসামী। এছাড়া স্থানীয় পাঁচআনী এলাকায় মাদক কারবারের প্রধান ডিলার বাবু। এছাড়া মনির মেম্বারের বিরুদ্ধেও চেক জালিয়াতিসহ কমপক্ষে ডজন খানেক মামলা চলমান।
এ ব্যাপারে আহত জুবাইরের মা বিলকিস বাদি হয়ে বৃহস্পতিবার (৫ জুন) থানায় চার জনের নাম উল্লেখ করে এবং ৮/১০ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত মনির মেম্বার জানান, শাহজালালের ছেলে জুবাইর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তার ছেলেরা দুই একটি চর থাপ্পর দিয়েছে। কোপানোর মতো কোন ঘটনা ঘটেনি। জুবাইরের সাথে কোন বিষয়ে পূর্ব ঝগড়া বা ঝামেলা ছিল কি-না জানতে চাইলে মনির মেম্বার ‘না’ সূচক উত্তর দেন।
কোন পূর্ব শত্রæতা না থাকলে জুবাইর কেন তাকে ধাক্কা দিবে এমন প্রশ্নের কোন উত্তর দেননি মনির মেম্বার।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Post a Comment