Halloween Costume ideas 2015
June 2021

সোনারগাঁও দর্পণ : 

সারাদেশে তৃতীয় ও নারায়ণগঞ্জে ৪র্থ দফা লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে কঠোর লকডাউনের বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারির পর জেলা জুড়ে সতর্কতার কার্যক্রম গ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ্র নির্দেশে প্রতিটি উপজেলার বিভিন্ন হাট-বাজার, গুরুত্বপূর্ণ স্থান ও পাড়া-মহল্লায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করেছে উপজেলা প্রশাসন। মাইকিংয়ে সকলকে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে সরকারের নেয়া পদক্ষেপকে সফল করতে সতর্কতা জারির পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রচারণা করা হয়েছে।

আরও বলা হয়েছে, অতি জরুরী প্রয়োজনে কেউ ঘর হতে বের হতে পারবেন না, প্রমাণ সাপেক্ষে শুধু রোগী ও জরুরি সেবায় নিয়োজিতরা ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পাবে ও দাফন এবং সৎকারের কাজে বের হওয়া যাবে। উত্থাপিত অতি জরুরী প্রয়োজনের প্রমাণ অবশ্যই প্রদর্শণ করতে হবে। পুলিশের দেওয়া কোনো মুভমেন্ট পাস থাকবে না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অফিস-আদালত সব বন্ধ থাকবে। ওষুধের দোকান, হোটেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। বিনা কারণে ঘরের বাইরে বের হলেই গ্রেফতার। বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। সেনাবাহিনী ও পুলিশকে নির্বাহী ক্ষমতা প্রদান করবে জেলা প্রশাসন।


সোনারগাঁও দর্পণ :

তেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সুমন (২২), জয়নাল (২৮) ও আকাশ (১৯)। মঙ্গলবার ভোরে উপজেলার ত্রিবর্দী এলাকার চৈতী গার্মেন্টসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে হাতেনাতে  তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তেল মাপার কাজে ব্যবহৃত মোটর, ৩ টি টিনের খালি ড্রাম, ৪ টি প্লাস্টিকের খালি গ্যালন ও তেল চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। 

সোনারগাঁও থানার এস আই (উপ-পরিদর্শক)  ইমরান হোসেন জানান, উপজেলার ত্রিবর্দী এলাকার চৈতী গার্মেন্টস’র সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বিভিন্ন গাড়ি থেকে তেল চুরি করার সময় হাতেনাতে গ্রেফতার করেন। আসামিরা হলো- গ্রেফতারকৃতরা হলো পটুয়াখালী জেলার গুয়াবাড়ীয়া গ্রামের রাজ্জাকের ছেলে সুমন (২২) , আড়াইহাজার থানার ডেঙ্গুরকান্দি গ্রামের হোসেন আলীর ছেলে জয়নাল (২৮) ও ডেমরা থানার রাজাখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে আকাশ (১৯)। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


সোনারগাঁও দর্পণ : 

আগামী ১ জুলাই বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠ চষে বেড়াচ্ছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। আজ (২৮ জুন) সোমবার সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম মোস্তফা মুন্না। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সোনারগাঁও উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে জনসাধারণকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন। 

এছাড়া, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, ত্রিবর্দী চৈতী গার্মেন্টস এলাকা, পানাম সিটি ও   পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান, উপজেলা পরিষদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

এ সময় স্বাস্থ্য বিধি না মেনে হোটেল, শপিংমল, সিএনজি ও বিভিন্ন দোকানদারসহ ১৪ জনকে ৯ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহবান জানানোর পাশাপাশি সতর্কও করেন। 


সোনারগাঁও দর্পণ : 

ছিনতাই চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। রবিবার (২৭ জুন) দিন ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের এদের গ্রেফতার করা হয়। 

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরেই থানায় লিখিত ও মৌখিকভাবে অভিযোগ ছিল, সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা ও এর আশপাশের বিভিন্ন এলাকার ব্যক্তি ও যানবাহন থেকে স্থানীয় একটি গ্রæপ ছিনতাই করে আসছিল। সে অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। রবিবারে গোপন সংবাদে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইছাপাড়া গ্রামের সিরাজউদ্দিন মোল্লার ছেলে ইসমাইল (১৭), সাখাওয়াত মিয়ার ছেলে অপু (১৯), মৃত নাছির মোল্লার ছেলে শাওন (১৮), ডন গাজীর ছেলে রুবেল (২০), রমজান প্রধানের ছেলে ইমন (১৮),  একই এলাকার শাকিল মিয়া (১৮) ও চিলারবাগ গ্রামের আঃ বাতেন গাজী ছেলে রুবেলকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


সোনারগাঁও দর্পণ : 

কঠোর লকডাউনের সময় পরিবর্তন হয়েছে। সোমবারের পরিবর্তে আগামী ১ জুলাই বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে আগামী সোমবার (২৮ জুন) থেকে ৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন’র সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তাতে বলা হয়েছিল, জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরী পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।

জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। সভায় সিদ্ধান্ত হয়, লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সব কিছু বন্ধ হয়ে যাবে। জরুরী বিষয়গুলো কি তা আগামীকাল (রোববার) স্পষ্ট করা হবে।


সোনারগাঁও দর্পণ : 

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে ‘লকডাউন’ অন্যতম নিয়ামক। এটা অস্বীকার করার কোন উপায় নেই। ‘লকডাউন’ করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে কার্যকর বলেই বিশ্বের সকল দেশ এই পদ্ধতি অনুসরণ করে। 

দেশে তৃতীয় বারের মতো ‘লকডাউন’ ঘোষণা করেছে সরকার। নিঃসন্দেহে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা সকল শ্রেণি পেশার মানুষের এক কথায় জনগণের ভালোর জন্যই নিয়েছে। যদিও অনেকে আবেগ, রাজনৈতিক প্রতিহিংসা বা অজ্ঞতার কারণে লকডাউনের সিদ্ধান্তে সরকারকে গালমন্দ করে থাকেন। যা অবশ্যই সমিচীন নয়। 

লকডাউন বিষয়ে গালমন্দ করার কারণ হিসেবে অনেকে মাঠ পর্যায় লকডাউনে প্রশাসনের কর্তা ব্যক্তিদের বৈষম্য আচরণকে দায়ি করেন। যার অভিজ্ঞতা আমাদের সম্প্রতি হয়েছে। দেশে প্রথম লকডাউন সত্যিকার অর্থে ‘লকডাউন’ হিসেবে পালন করার কারণেই এ দেশে করোনা ভাইরাস তেমন ব্যাপকতা পায়নি। আবার দ্বিতীয় দফায় লকডাউন পালন নামমাত্র ‘লকডাউন’ হওয়ায় তার সুফলের পরিবর্তে কু-ফল আমরা দেখতে পাচ্ছি।

যদিও তৃতীয় বারের মতো প্রথমে আগামী (২৮ জুন) সোমবার থেকে সরকার সারাদেশে তৃতীয় দফা ‘লকডাউন’ ঘোষণা করে। তবে, আজ স্বরাষ্ট্রমন্ত্রির সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমবার নয়, আগামী বৃহস্পতিবার থেকে কঠোর লক ডাউন পরিচালিত হবে। যার নাম দেয়া হয়েছে ‘কঠোর লকডাউন’। যেখানে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও তাদের দায়িত্ব পালন করবেন। 

গতকাল (২৫ জুন) শুক্রবার রাতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ‘কঠোর লকডাউন’র সিদ্ধান্তের পর থেকে এখনও অনেকে লকডাউনকে তেমন গুরুত্ব দিয়ে দেখছেন না বলেই আমার মনে হয়েছে। আমি হলফ করে বলতে পারি, যারা এবারের ‘কঠোর লকডাউন’কে স্বাভাবিকভাবে নিচ্ছেন, তারা অবশ্যই সমস্যার সম্মুখিন হবেন। আর আমরা সাধারণ মানুষও চাইনা অযাচিত কোন ঝামেলায় পরার। 

এদিকে, কাউকে সমস্যায় ফেলাও যেহেতু প্রশাসনের বা লকডাউন পালনে জনগণকে ঘরে রাখতে মাঠে দায়িত্ব পালনকারীদের তাদের মুল উদ্দেশ্য নয়। অপরদিকে, জনগণও যেহেতু গত লকডাউনে বৈষম্য আচরণেরও অভিজ্ঞতা রয়েছে সাধারণ মানুষের সেহেতু, প্রশাসনের উচিত ‘কঠোর লকডাউন’র কঠোরতা সম্পর্কে জনগণকে সতর্ক করা

তাই, আমার মতে প্রশাসনের পক্ষ থেকে ‘কঠোর লকডাউন’ বিষয়ে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায় মাকিংয়ের পাশাপাশি সকল মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জা, পেগোডা সংশ্লিষ্টদের দিয়ে এর কঠোরতা সম্পর্কে সচেতনতা মুলক প্রচারণা করা যায়। আর গণমাধ্যম সংশ্লিষ্টরা যদি সকলের স্থান থেকে দায়িত্ব পালন করেন তাহলে স্বল্প সময়ে অবশ্যই মানুষের মাঝে এক ধরণের সচেতনতা ও ভয় কাজ করবে। যা করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে কার্যকরি ভূমিকা রাখবে বলে আমি মনে করি।


সোনারগাঁও দর্পণ : 

আগামী সোমবার (২৮ জুন) থেকে ৪ জুলাই পর্যন্ত এক সপ্তাহ আবারও সারাদেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় সরকারী-বে-সরকারী অফিস-আদালত বন্ধ থাকবে। নির্দেশ পালনে পুলিশের সাথে মাঠে কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। আজ শুক্রবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

ফরহান হোসেন বলেন, শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন দেয়া হবে। ৪ জুনের পর প্রয়োজন হলে সময় আরও বাড়ানো হবে। প্রয়োজন ছাড়া সকলকে বাইরে না আসার জন্য আহবান জানিয়ে তিনি বলেন, এ সময় সরকারী-বেসরকারী সকল অফিস বন্ধ থাকবে। তবে, ৩০ জুন বাজেট পাসের বিষয় সংক্রান্ত যে কার্যক্রম আছে, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) রিলেটেড, হিসাব রিলেটেড কাজটুকু করার জন্য স্বল্প পরিসরে অফিস খোলা থাকবে। এছাড়া সব বন্ধ থাকবে।

জরুরি সেবা দেয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবায় নিয়োজিত কাজে ব্যবহৃত যানবাহনও চলবে।

উল্লেখ্য, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এরআগে, গত ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়েছে। 


সোনারগাঁও দর্পণ :

ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে পোশাক শ্রমিক শফিক ও জাহিদ নিহত হয়েছে। জেলার বন্দর উপজেলার কামতাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শ্রমিক নিহতের ঘটনার খবরে নিহতদের সহকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে। নিহতরা স্থানীয় টোটাল ফ্যাশন লিমিটেড এ কাজ করতেন।

আন্দোলনরত শফিক ও জাহিদের একাধিক সহকর্মী জানান, নিহত দু’জনই পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান টোটাল ফ্যাশেনে কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার অটো রিক্সা দিয়ে কাজে যাওয়ার সময় দ্রæত গতির একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সহকর্মীরা খবর পেয়ে বালুর বস্তা ফেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র কুমার জানান, সহকর্মীদের মৃত্যুর ঘটনায় শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে বন্দর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়ার পর সড়ক সচল হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রীজের উপর থেকে এক শ্রমিকের কাঁটা কব্জি উদ্ধার করা হয়েছে। পথচারীদের দেয়া খবরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কব্জিটি উদ্ধার করে। 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় শ্রমিকটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিচয় উদ্ধারে পুলিশ কাজ করছে।


সোনারগাঁও দর্পণ :

আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে দিবসটি পালন করা হয়। 

করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান সংকোচিত করে বুধবার সকালে প্রথমে মোগরাপাড়া চৌরাস্তা উপজেলার দলীয় কার্যালয়ে দলীয়  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সুচরা হয়। পরে সেখান থেকে সোনারগাঁও উপজেলা চত্বরে অবস্থিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দল ও দলের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সাফল্য কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,  উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজি মুজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী নাসরিন সুলতানা ঝরা, লায়ন মাহবুবুর রহমান বাবুলসহ অনেকেই উপস্থিত ছিলেন। 


সোনারগাঁও দর্পণ : 

ডাকাতি, ছিনতাই, চুরিসহ কমপক্ষে ১৫ মামলার আসামী ডাকাত সদস্য বাবুল হোসেন সেন্টু’কে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। বুধবার উপজেলার দড়িকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। 
সোনারগাঁও পুলিশ জানায়, গ্রেফতারকৃত সেন্টু মুলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাতায়াত করা বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে এবং উপজেলার বিভিন্ন এলাকায় সড়কে গাছ ফেলে রাস্তা আটকিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল লুট করে নেয়।  তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে  চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ কমপক্ষে ১৫ টি মামলা রয়েছে। 
 আজ দড়িকান্দী এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় টের পেয়ে তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে। এক পর্যায় উত্তেজিত জনগণ তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের হাতে সোপর্দ করে। সে উপজেলার বক্স গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

সোনারগাঁও দর্পণ : 

সোমবার দৈলেরবাগ এলাকায় সোনারগাঁওয়ের স্থানীয়দের বাঁধার কারণে আমাদের লোকজন কাজ করতে পারেনি। তারা প্রায় ৫ ঘন্টা আমাদের লোকজনকে অবরুদ্ধ করে রাখে। বৈরি আবহাওয়া সত্তেও আমরা কাজ করতে গিয়ে কাজ করতে পারিনি। তারা যদি বাঁধা না দিত আমরা ২৪ ঘন্টার মধ্যেই কাজ শেষ করেই গ্যাস লাইন চালু করতে পারতাম। আজ রাত ৯টার কিছু পর তিতাস গ্যাসের নারায়ণগঞ্জের ব্যবস্থাপক মেজবাউর রহমানের সাথে গ্যাসের সর্বশেষ অবস্থা জানতে কথা বলার সময় তিনি সোনারগাঁও দর্পণ’কে এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে মেজবাউর রহমান জানান, আমরা আশাকরি আগামীকাল সারাদিন কাজ শেষে গ্যাস সংযোগ দিতে পারব। তবে, এতে সকলের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। 

উল্লেখ্য, গত ৫ জুন অবৈধ সংযোগ কাটতে গিয়ে অবৈধ সংযোগের সাথে বৈধ গ্যাস সংযোগের গ্রাহকদের লাইন সংযোগ বিচ্ছিন্ন করায় ১৭ দিন ধরে গ্যাস বঞ্চিত হচ্ছে সোনারগাঁও পৌরসভার একাংশের প্রায় ৮/৯ হাজার গ্রাহক। অপরদিকে, গতকাল তিতাস গ্যাস কর্তৃপক্ষ সঞ্চালন লাইনে কাজ করতে ২৪ ঘন্টা সময় নিয়ে বন্দর, মেঘনা শিল্পাঞ্চল,মোগরাপাড়া,লাঙ্গলবন্দসহ সোনারগাঁও তিতাস গ্যাস ট্রান্সমিশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখে। যা আজ ২২ জুন সকাল ৮টার মধ্যে চালু হওয়ার কথা ছিল। 



সোনারগাঁও দর্পণ

নারায়ণগঞ্জে তৃতীয় দফা লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল প্রতিটি উপজেলা প্রশাসন। জেলা সদর, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর উপজেলা প্রশাসন ও প্রতিটি থানা পুলিশ প্রশাসন ছিল কঠোর অবস্থানে। তবে লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি যাদের অজানা ছিল তারা বাইরে বের হয়ে পড়েন বিপাকে। পাননি চাহিদানুযায়ী যানবাহন। দোকানপাট বন্ধ থাকায় অনেকেই কিনতে পারেননি প্রয়োজনীয় পণ্যদ্রব্য।

জনসাধারণকে স্বাস্থ্যবিধির আওতায় আনতে সকাল থেকে বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৬টা) প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের মাঠে কাজ করতে দেখা গেছে। নয় দিনের ডাকা লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল সোনারগাঁও উপজেলা প্রশাসন। লকডাউনের প্রথমদিন ২২ জুন মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা, মেঘনা শিল্পাঞ্চল ও কাঁচপুর শিল্পাঞ্চলসহ বিভিন্নস্থানে যানবাহন এবং লকডাউন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রথম দিন হিসেবে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না। তবে যানবাহন তেমন না থাকায় ভোগান্তিতে পরেছেন বিভিন্ন জরুরী কাজে বাইরে বের হওয়া নানান শ্রেণি পেশার মানুষ।

সোনারগাঁও দর্পণ :

আগামীকাল মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ (২১ জুন) সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা ম্যাজিষ্ট্রেট ও দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির নারায়ণগঞ্জের সভাপতি মোস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার চলতি বছরের ২১ জুনের ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০৩.২০.১৮৭ নং পত্রের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সার্বিক কার্যাবলী/চলাচল (জনসাধারণের চলাচলসহ) ২২ জুন সকাল ০৬টা হতে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে, কৃষি উপকরণ, খাদ্য শস্য ও খাদ্য দ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড ১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ¦ালানী, ফায়ার সার্ভিস, নদী বন্দরগুলোর কার্যক্রম, সরাকরী-বেসরকারী ইন্টারনেট, গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়া), বেসরকারী নিরাপত্তা ব্যবস্থাপনা, ডাক সেবাসহ অন্যান্য জরুরী ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সাথে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক, লরি লকডাউনের আওতামুক্ত থাকবে।

এছাড়া, নারায়ণগঞ্জ জেলার সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকার পাশাপাশি সকল প্রকার শপিংমল, পার্ক, নদী বন্দর দিয়ে যাত্রী চলাচল ও ব্যবসা-বাণিজ্য, হোটেল-রেস্তোরা বন্ধ থাকবে। তবে, পার্সেল/টেক করা যাবে।

অপরদিকে, মুদি, ঔষধ ও অতিব জরুরী নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

এরআগে, দেশে গত কয়েকদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মন্ত্রী পরিষদ জরুরী বৈঠক ডেকে দেশের ৭টি জেলায় লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয়। জেলাগুলো হলো-মানিকগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি। 


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও পৌরসভার একাংশে বৈধ গ্যাস সংযোগের দাবিতে মোগরাপাড়া চৌরাস্তা - বারদী সড়কে লোহার মোটা পাইপ ও চেয়ার টেবিল ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। 

সোমবার বিকেলে দৈলেররবাগ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোনাল অফিসের সামনে এ সড়ক অবরোধ করে। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে কয়েক হাজার নারী পুরুষ অংশ নিয়ে দ্রæত বৈধ সংযোগ চালু করার দাবি জানায়।

উল্লেখ্য, এর আগে গত ১০ জুন সকালে একই দাবীতে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাছে স্বারকলিপি দেয় এলাকাবাসী। 

মানববন্ধন কর্মসূচীতে বৈধ গ্রাহকরা ৭২ ঘন্টার আল্টেমেটাম দিয়ে আন্দোলনের হুমকি দেয়।

এরও আগে, গত ৫ জুন তিতাস কর্তৃপক্ষ বিনা নোটিশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অবৈধ গ্রাহকের সাথে বৈধ গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করলে বিপাকে পরে বৈধ গ্রাহকরা। ফলে সোনারগাঁও পৌর এলাকার একাংশের কমপক্ষে ৮ হাজার পরিবারের রান্নাবান্না বন্ধ হয়ে যায়।


সোনারগাঁও দর্পণ :

আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে পরের দিন মঙ্গলবার ২২ জুন সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস থাকবেনা বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ সংবাদপত্রে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ এ তথ্য জানায়। 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ উল্লেখ করে, মডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য মেঘনাঘাট, মোগরাপাড়া, সোনারগাঁও, পিরোজপুর, আষাঢ়িয়ার চর, ঝাউচর, কেওডালা,লাঙ্গলবন্দ এবং সোনারগাঁও টিবিএস লাইনের সাথে সংযুক্ত সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ আগামীকাল ২১ জুন সোমবার সকাল থেকে আগামী ২২ জুন মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। এ জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন।


 সোনারগাঁও দর্পণ :

ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য (মেম্বার)’র বিরুদ্ধে মামলা করেছে দেশের বহুজাতিক পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (ফ্রেশ ব্রান্ড)। প্রতিষ্ঠানটির সিনিয়র এডমিন খায়রুল ইসলাম বাদী হয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক  মেম্বার আব্দুল হালিম ও তার অপর ৭ সহযোগীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে আজ (২০ জুন) রোববার সোনারগাঁও থানায় মামলাটি করেন। মামলায় অন্য অভিযুক্তরা হলো - নজরুল ইসলাম, আব্দুর রউফ, রাসেল বাবু, সেলিম, রোমান, উজ্জল ও ইমন।

অভিযোগে বাদি খায়রুল ইসলাম উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘ দিন ধরেই প্রতিষ্ঠানের পণ্য ও কাচামাল বহনকাজে ব্যবহৃত বিভিন্ন যানবাহন আসা-যাওয়ার সময় যানবাহন থামিয়ে চালকদের কাছ থেকে টাকা চাইত। না দিলে তাদের মারধর করত। সবশেষ গত ১৮ জুন শুক্রবার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় প্রতিষ্ঠানটির মাল পরিবহনের সময় একটি ট্রাক আটকে রাখে টাকা দাবি করে। না দিলে চালককে মারধর করে। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনিয়র এডমিন খাইরুল ইসলাম ঘটনাস্থলে গেলে টাকা না দিলে গাড়ি ছাড়বে না বলে জানায় এবং গাড়ি আটকে রাখে। এ বিষয়ে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্তাব্যক্তিদের সাথে কথা বলে টাকা দেয়ার বিষয়টি সমাধান করবে জানালে তারা ট্রাকটি ছেড়ে দেয়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে থানা পুলিশ মামলাটি গ্রহণ করে।

মামলার বিষয়ে পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও মেঘনা শিল্পাঞ্চল এলাকার শ্রমিক নেতা অভিযুক্ত আব্দুল হালিমের মোবাইল নাম্বারে যোগাযোগ করলে মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান এবং প্রতিষ্ঠানের কোন গাড়ি কখনো আটকে রাখার সাথেও জড়িত নন বলে দাবি করেন।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মামলা হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।


সোনারগাঁও দর্পণ :

দেশে একটি কথা চাউর আছে ! ‘চাইলে পুলিশ সবই পারে’ ! কথাটি প্রমাণ করেছেন সোনারগাঁও থানার এস আই ইমরান হোসেন। চুরির অভিযোগের পর মাত্র তিন ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে আসামী সনাক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছেন তিনি। 

আদালত সূত্রে জানাযায়, সোনারগাঁও থানার চিলারবাগ গ্রামে ২০ জুন রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কোন এক সময় সজিব মিয়ার মুদির দোকানের তালা কেটে অজ্ঞাত চোর ১টি ২২ ইঞ্চি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সকাল ৯টার দিকে থানায় মামলা (মামলা নং-২৪)’র পর তদন্তে নামে থানা পুলিশের এসআই ইমরান হোসেন। বেলা ১১টার দিকে চুরি হওয়া টেলিভিশন উদ্ধারের পাশাপাশি চোর শাকিবকে গ্রেফতার করেন তিনি। বেলা ১২টা ৫ মিনিটে আসামী গ্রেফতার ও উদ্ধার হওয়া মালামালসহ আদালতে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে এসআই ইমরান ‘সোনারগাঁও দর্পণ’কে জানান, এসপি স্যারের নির্দেশ আর বাদীর সহযোগিতায় এ কাজ করা সম্ভব হয়েছে।


সোনারগাঁও দর্পণ :

সাধারণ মানুষের চলাচলের বিকল্প কোন ব্যবস্থা না করেই ফুটওভার ব্রীজের সংস্কার কাজ করায় জীবন বাজি রেখে মহাব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রতিদিন পারপার হচ্ছে সোনারগাঁওয়ের হাজারো মানুষ। সড়ক পারাপারের কোন ব্যবস্থা না থাকায় অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য,রোগী আনা-নেয়াসহ বিভিন্ন কাজে মহাসড়ক অতিক্রম হওয়া মানুষ অনেকটা বিপাকেই পড়েছেন।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানায়, ফুটওভার ব্রীজটি চলাচলের ক্ষেত্রে অনেকটা ঝুকিপূর্ণ হওয়ায় ১৭ জুন থেকে এর সংস্কার কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটাকে স্বাগতও জানায় সর্বস্তরের মানুষ কিন্তু সাধারণ মানুষের চলাচলের বিকল্প কোন ব্যবস্থা না করায় বর্তমানে জীবন ঝুঁকি নিয়ে পারাপার হওয়ায় পথচারীদের একপ্রকার জীবন বাঁজি রেখেই মহাসড়ক পারপার হতে হচ্ছে।

মোগরাপাড়া থেকে কাঁচাবাজার করতে আসা আছমা বেগম, হুমায়ুন মিয়া, আব্দুর রহমানসহ আরও কয়েকজন বলেন, বাজার করতে প্রায় প্রতিদিনই আমাদের চৌরাস্তা বাজারে আসতে হয়। আমরা  যথেষ্ট সতর্কতার সাথেই সড়ক পার হওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় বিভিন্নজনের তাড়াহুড়োর কারণে কখনো কখনো দুর্ঘটনা ঘটার মতো অবস্থায় পরতে হয়। তাই ব্যস্ত এই সড়ক পার হওয়ার জন্য অন্য কোন ব্যবস্থা করে ব্রীজের কাজ ধরলে অনেক ভালো হতো বলে মত প্রকাশ করেন তারা।  


সোনারগাঁও দর্পণ :

বন্ধ হতে যাচ্ছে মোটরচালিত রিকশা। আজ রোববার (২০ জুন) সচিবালয়ে এমনই তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরআগে, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়ন টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়। যদিও তিনি বলেছেন, পর্যায়ক্রমে আলোচনা করে ইজিবাইক, নসিমন, করিমন ও ভটভটিও বন্ধ করে দেয়া হবে। আর খুব অল্প সময়ের মধ্যে তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি সারাদেশে রিকশা-ভ্যানের মধ্যে মোটর লাগিয়ে রাস্তায় চলাচল করছে। এসকল যারবাহনগুলো এলাকার ভেতরে চলার বথা ছিল। কিন্তু এরা হাইওয়েতেও পাল্লা দিয়ে চলছে। ফলে দুর্ঘটনা ঘটছে। এসকল যানবাহনের শুধু সামনের চাকায় ব্রেক থাকে, পিছনের চাকায় কোনো ব্রেক নেই। আবার কোনটির মধ্যে থাকলেও তা অপ্রতুল। সেগুলোম ব্রেক করলে যাত্রীসহ গাড়ি উল্টে যায়। তাই, ‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে একটি কমিটির ১১১টি সুপারিশ ছিল। যা নিয়ে টাস্কফোর্স গঠন করা হয়। বেশকিছু সুপারিশ বাস্তবায়নে পথে, অল্প কিছু বাস্তবায়িত হয়েছে। বাকিগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে সভায় সেই বিষয়েও কর্মপন্থা নির্ধারণ হয়েছে। তবে, প্যাডেল দিয়ে যে রিক্সা চলছে সেগুলো থাকবে। শুধুমাত্র প্যাডেলের রিক্সাকে মোটর লাগিয়ে যে সকল যানবাহন চলছে সেসব মোটর চালিত রিক্সা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

ইজিবাইক, নছিমন, করিমনের জন্যও আলোচনা হবে। শিগগিরই এটাকে পরিমিত করা এবং ফাইনালি বন্ধ করা যায় কি-না সেটা নিয়ে আলোচনা হবে। 

সভায় সংসদ সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতা, পুলিশ মহাপরিদর্শকসহ অনেকে উপস্থিত ছিলেন।


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই ব্যবসায়ীর বাড়ির সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার ছাড়াও ঘরের অন্যান্য প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত এক টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামাপাড়া গ্রামের ব্যবসায়ী মোবারক হোসেনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতদের কাজে বাধা দিলে ধারালো অস্ত্রের আঘাতে মোবারক হোসেন আহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১ টার দিকে ১৫/২০ জনের মুখোশধারী একদল ডাকাত  ব্যবসায়ী মোবারক হোসেনের বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বাড়ির সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেধে ফেলে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্নলংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় মোবারক হোসেন ডাকাতদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মোবারক হোসেন রক্তাক্ত আহত হয়।

এ ব্যাপারে থানায় এখনো কোন অভিযোগ দেয়া হয়নি। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন। 


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের দুই ফল ব্যবসায়ীসহ তিনজন নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকালে নরসিংদীর চৈতাল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী মতিউর রহমান মতি (৫৫), আবির হোসেন (৩৮) গাড়ি চালক শাহাবুদ্দিন (৫০) । একই দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট সাদিপুর গ্রামের হাবিবুল্লাহ ও হিরন।

ফল ব্যবসায়ী জাহাঙ্গীর জানায়, চৌরাস্তা বাস স্ট্যান্ডে  মৌসুমী ফল ব্যবসায়ী, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের মৃত নাজিমউদ্দিনের ছেলে সাহাবুদ্দিন, একই এলাকার কমল উদ্দিনের ছেলে মতিউর রহমান মতি মিয়া ও বাড়ি মজলিশ গ্রামের হান্নান মিয়ার ছেলে আবির একটি পিকআপ ভ্যান নিয়ে সকালে নরসিংদী থেকে লটকন ফল আনতে নরসিংদির চৈতাল এলাকায় যান। সেখানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাংকের সাথে মুখোমুখি সংঘর্ষে তাদের বহনকারী পিকাপভ্যানটি ধুমরে মুচরে যায়। এ সময় পিকআপ ভ্যানটির সামনে থাকা শাহাবুদ্দিন, মতি মিয়া ও চালক আবির ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। 

পরে নরসিংদী হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। 

নিহতদের প্রত্যের স্বজনরা বাদ জোহর দাফন কাজ সম্পন্ন করেছে। একইসাথে তিন জনের মৃত্যুতে চৌরাস্তা ফল ব্যবসায়ী ও স্থানীয় এলাকায় শোক বিরাজ করছে। 


সোনারগাঁও দর্পণ :

স্বামীর সামনে কু-প্রস্তাব দিয়ে তিন সন্তানের এক জননীকে (২৭) টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে লম্পট নজরুল ইসলাম ওরফে নজু (৩৮) নামে এক বখাটের বিরুদ্ধে। এ সময় ওই গৃহবধূর স্বামী এর প্রতিবাদ করায় তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধূ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ অভিযোগে উল্লেখ করে, তিন সন্তান নিয়ে দিনমজুর অটোরিকশা চালক স্বামীর সংসার করছেন। গত প্রায় ৪ বছর ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত মোবারক হোসেনের লম্পট ছেলে নজরুল ইসলাম ওরফে নজু তার স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে তাদের বাড়িতে গিয়ে ওই নারীকে কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় বখাটে নজু তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং রাস্তা দিয়ে চলাফেরার সময় অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে আসছিল। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে ওই গৃহবধূ তার স্বামীর ব্যাটারী চালিত অটোরিকশায় উঠে চেঙ্গাকান্দি বারেকের চায়ের দোকানে যাওয়া মাত্রই বখাটে নজরুল ইসলাম ওরফে নজু পথরোধ করে আবারও তাকে কুপ্রস্তাব দেয়। এ সময়ও সে রাজি না হওয়ায় তার স্বামীর সামনে গাড়ি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নেয়ার চেষ্টা করে। এ সময় স্ত্রী’র ইজ্জত বাঁচাতে তার স্বামী বাঁধা দিলে তার স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বখাটেকে আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। 


সোনারগাও দর্পণ : 

১ হাজার ৪০০ লিটার চোরাই তেলসহ এ চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১’র সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাব হাটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আরিফুর রহমান (৪০) ও মোঃ সজিব (৩২)।

এ সময় তেলসহ তাদের ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। 

বৃহস্পতিবার র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আসামীদের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জাানয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে রাস্তার পাশে পার্কিং করা গাড়ী থেকে জ্বালানী তেল চুরি করে তা অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে চাঁদাবাজদের দৌড়াত্ম বেড়েছে। প্রায় সর্বত্রই চলছে নিরব চাঁদাবাজী। তাদের (চাঁদাবাজ) আতঙ্কে আতঙ্কিত ও অনেকটাই কোনঠাসা ব্যবসায়ীরা। বাধাঁদিলে বা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের উপর নেমে আসে খড়গ। করা হয় শারীরিক নির্যাতন।

কখনেও সরকারী দলের কোন না কোন নেতার নাম ভাঙিয়ে, কখনও বা বিরোধী দলের প্রভাবশালী কোন নেতার নামে আদায় করা হচ্ছে এ সকল চাঁদা।

নাম প্রকাশে অনিচ্ছুক সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় অবস্থিত এইচ,কে,জি স্টীল মিল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত মঙ্গলবার একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৬২৫৯) ওই প্রতিষ্ঠান থেকে কিছু উদ্বচ্ছিষ্ট মাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ট্রাকটির গতি রোধের পর তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ট্রাকটি প্রায় ৫ ঘন্টা আটকে রেখে রাখে সন্ত্রাসীরা। পরে চালক পণ্যের মালিককে জানালে মালিক ‘৯৯৯’এ ফোন করে। ৯৯৯ এ জানানোর বিষয়টি ট্রাকের চালককে জানালে চালক সন্ত্রাসীদের তথ্যটি জানায়। পরে সুযোগ বুঝে সটকে পরে স্থানীয় ওই চাঁদাবাজ ও সন্ত্রাসীরা।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, স্থানীয় এক সাবেক ছাত্রনেতা তার সাঙ্গপাঙ্গ নিয়ে বেশ কয়েকদিন ধরেই শুধু এইচ,কে,জি স্টীল মিলই নয়, আশপাশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মালামাল আনা-নেয়ার কাজে ব্যবহৃত ট্রাক ও কভার্ডভ্যানগুলো থেকে জোর করে চাঁদা আদায় করে আসছে।

সম্প্রতি আষাঢ়িয়ার চর এলাকায় অপর একটি চক্র জোর করে বিদেশে রপ্তানীর উদ্দেশ্যে চট্টগ্রাম পোর্টে নিয়ে যাওয়া পোশাক ভর্তি একটি কভার্ডভ্যান ছিনতাই করে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে। 

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে সোনারগাঁও থানা পুলিশ জিরো টলারেন্স। চাঁদাবাজদের বিষয়ে কোন ছাড় নেই, সে যেই হোক। শুধুমাত্র চাঁদাবাজীর বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে।  



সোনারগাঁও দর্পণ :

হাবিবুর রহমান ও জজ মিয়া নামে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো - উপজেলার আমদি গ্রামের মুজিবুর রহমানের ছেলে হাবিবুর নহমান ও  মসলেন্দপুর গ্রামের নুরু মিয়ার ছেলে জজ মিয়া। 

সোনারগাঁও থানার এএসআই কামরুল ইসলাম জানান,  জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আসামীদের চাচা’র দায়ের করা মামলার ওয়ারেন্ট থাকায় তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


সোনারগাঁও দর্পণ :

তিন বন্ধু এক স্কুল ছাত্রীকে অপহরণের পর তিন দিন আটকে রেখে গণধর্ষণ করেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের রাউৎগাঁও এলাকার একটি স্কুলে লেখাপড়া করে। বুধবার দুপুরে অপহৃত ওই ছাত্রীকে বাগবাড়িয়া কবরস্থান এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছাত্রীটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টেরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছে। পুলিশ বলছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে। 

নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন, উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ৮ম শ্রেণীর ওই ছাত্রীকে গত ১৩ জুন সন্ধ্যায় একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে জাকারিয়ার মুদি দোকানে সদাই কিনতে যায়। ওই সময় পেচাইন গ্রামের আম্বর আলীর ছেলে রমজান আলীর নেতৃত্বে জাকারিয়া ও  রাউৎগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রায়হান ও আবু তালেবের ছেলে মেহেদী হাসান মিলে ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহৃত ছাত্রীকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে সোমবার সকালে দাবী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করে ওই ছাত্রীর বাবা। পরে পুলিশ তদন্তে গিয়ে অপহরণকারীদের পরিবারকে অপহৃত ছাত্রীকে ফিরিয়ে  দেয়ার চাপ দেয়। অপহরণকারীর পরিবারের সদস্যরা তাদের সন্তানদের সাথে যোগাযোগ করলে তাদের  মেয়েকে ফিরিয়ে দেয়ার সময় ওই সড়কে অপহৃতের কোন লোকজন থাকতে পারবে না বলে শর্ত দেয়। শর্ত মোতাবেক অপহৃতের পরিবার রাজি হলে অপহরণকারীরা বাগবাড়িয়া কবরস্থান এলাকায় ইে ছাত্রীকে ফেলে যাওয়ার পর তাদের খবর দিলে বাগবাড়িয়া কবরস্থান এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে ছাত্রীর পরিবার। পরে ছাত্রীটিকে তালতলা ফাঁড়ি পুলিশ থানায় নিয়ে যান।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অপহরণের এ ঘটনায় অভিযোগ মামলা আকারে গ্রহণ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ওই মেয়েকে হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। 


সোনারগাঁও দর্পণ :

ঢাকাই চলচ্চিত্রের সাড়াজাগানো নায়িকা পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিনসহ কয়েকজনের দ্বারা শারীরিক ও মানসিক অত্যাচার, নির্যাতন পরবর্তী হত্যাচেষ্টার পর ৪ দিন ধরে বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরেও পাননি কোন বিচার। আত্মবিশ^াস নিয়ে যেখানেই গিয়েছেন সেখান থেকেই পরামর্শ পেয়েছেন বিষয়টি চেপে যাওয়ার। অবশেষে ৪দিন নিজের বিবেকের সাথে লড়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তুলে ধরেন তার সাথে ঘটে যাওয়া ঘটনা। উদ্দেশ্য দেশের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার বিশ^াস একমাত্র প্রধানমন্ত্রীই তার বিচারের শেষ ভরসা। কিন্তু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি লিখেছিলেন পরীমনি। ‘সোনারগাঁও দর্পণ’র পাঠকদের জন্য পরীমনির সে লেখা হুবহু তুলে ধরার পাশাপাশি পরীমনির ফেসবুক পেজের লেখাটির কপিও জুড়ে দেয়া হল।

পরীমনি লেখেন, ‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা। যাদের পেয়েছি সবাই শুধু ঘটনার বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!’

‘আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পড়ে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কি করার থাকবে তখন! আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!’

‘আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’


সোনারগাঁও দর্পণ :

বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, পরীমনির কস্টিউম ডিজাইনার জেমীর স্কুলবন্ধু তুহিন সিদ্দিকী অমি এবং আরও তিন নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে গ্রেফতার হওয়া অমি’র উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে তাদের সকলকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়। 

সেখানে ব্যবসায়ী নাসিরসহ তার সহযোগিদের গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান, গোয়েন্দা বিভাগের উত্তরা এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, পরীমনি রোববার রাতে সংবাদ সম্মেলন করার পর নাসির তার নারী সাথীদের নিয়ে ওই বাসায় পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযানে যায়। অভিযানের সময় সে বাড়ি থেকে বিদেশী মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।  

পুলিশ জানান, নাসির উদ্দিন তার ফুর্তির জন্য মাসিক চুক্তিতে টাকা দিয়ে নারীদের রাখতেন। এছাড়া, তার বিরুদ্ধে এরআগেও মাদক ও নারী নির্যাতনের মামলা হয়েছে। নানান অভিযোগে তাকে উত্তরা ক্লাব থেকেও বহিষ্কার করা হয়েছে। 

তিনি জানান, হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টার মামলায় নাসিরকে সাভার থানা পুলিশে হস্তান্তর করা হবে। যেহেতু বর্তমানে মাদক উদ্ধার করা হয়েছে তাকে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। 

এর আগে, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার দুপুর ১২টার দিকে পরীমনি সাভার থানায় নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এরও আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমনি।

এরও আগে বিভিন্ন জায়গায় তার সাথে অশোভন আচরণের কথা জানিয়ে বিচার চাইলে কেউ কর্ণপাত না করায় ৪দিন পর রোববার (১৩ জুন) রাতে প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী’র কাছে বিচার চান পরীমনি। 


সোনারগাঁও দর্পণ :

তিন হত্যা মামলার আসামী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা সিআইডি পুলিশ। সোমবার (১৪ জুন) সকাল ১০টার পর নারায়ণগঞ্জ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সিআইডি’র তদন্তকারী কর্মকর্তা মো. তাহের।

তিনি জানান, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনয়নের নয়াগাঁও গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গ্রেফতার হওয়া আলাউদ্দিনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। যেগুলো বর্তমানে সিআইডি তদন্ত করছে। দীর্ঘ দিন ধরেই তাকে ধরার চেষ্টায় ছিল সিআইডি। আজ গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ ও ২০ ফেব্রুয়ারী সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনয়নের নয়াগাঁও গ্রামের আলেক-জজমিয়া ও আলাউদ্দিন গ্রুপের সাথে তচ্ছু ঘটনাকে কেন্দ্র করে প্রথমে হামলার ঘটনা হয়। যা পরবর্তীতে স্থানীয় আধিপত্য বিস্তার ও প্রতিষ্ঠানের ভূমি দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় আলাউদ্দিন গ্রুপের সদস্যদের হাতে প্রতিপক্ষ গ্রুপ আলেকের ছেলে আলী আহমেদ, তার চাচাতো ভাই সাইদুল ও ফুপাতো ভাই সমর আলী নিহত হয়। এ সকল  দ্বন্দ্বে এ পর্যন্ত মোট ৫টি মামলা হয়।


সোনারগাঁও দর্পণ : 

ওয়ারেন্টভুক্ত সোনারগাঁও জামাতের র্শীষ নেতা সফিকুল ইসলাম মোল্লা (৫০) কে গ্রেফতার করেছে  সোনারগাঁও থানা পুলিশ। সোনারগাঁও থানার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে উপজেলার নানাখী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম ইকবাল হোসেন জানান, রবিবার দুপুরে নানাখী গ্রামে সফিকুল ইসলাম মোল্লার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের মৃত আঃ লতিফ মোল্লার ছেলে জামায়াত নেতা সফিকুল ২০১৭ সালে রাষ্ট্রবিরোধী মামলার (মামলা নং ৬৮/৭) ১৭ ওয়ারেন্টভুক্ত আসামি। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।


সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুমোদনহীন ‘জান্নাত ফুড এন্ড বেভারেজ’ কারথানায় ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির দায়ে শিমুল তালুকদার (৩৮) নামে ১জনকে আটক করেছে র‌্যাব-১১’র সদস্যরা। শনিবার দিবাগত রাত ৯টার দিকে ফতুল্লার নিতাইপুরের মামুদপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় অনুমোদহীন ‘জান্নাত ফুড এন্ড বেভারেজ’ এর তৈরি ভেজাল ও মানহীন খাদ্য ও পানীয় জব্দ করা হয়।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী ন্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত আসামী ফতুল্লায় নিতাইপুর (মামুদপুর) এলাকায় আব্দুর রহিমের টিনসেড ঘর ভাড়া নিয়ে ‘জান্নাত ফুড এন্ড বেভারেজ’ নামক কারখানায় বিএসটিআই;র অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে, বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করতো। এছাড়া, প্রতিষ্ঠানটির কারাখানায় উৎপাদিত পণ্য বাজারজাতের জন্য ব্যবহৃত লেবেলে ঠিকানা হিসেবে ঢাকা-বাংলাদেশ লেখা থাকলেও আসামী অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। যা শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


 

সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁওয়ের কুখ্যাত ডাকাত সর্দার সামু ডাকাতের সহযোগি মফিজুল ডাকাত (৩৮) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৩ জুন) রবিবার সকালে সনমান্দী ইউনিয়নের মারবদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে, স্থানীয় জনতা আগের দিন গত ১০ জুনের একটি ডাকাতি ঘটনার সাথে জড়িত অভিযোগে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।  

সোনারগাঁও থানা পুলিশ জানায়, গত ১০ জুন রাতে সনমান্দী ইউনিয়নের জোয়ারদ্দী গ্রামের প্রবাসী মিজান সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতির ঘটনায় ডাকাত মফিজুল জড়িত রয়েছে এমন অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, ছেনা, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাত মফিজুল সনমান্দী ইউনিয়নের মারবদী গ্রামের আলম মিয়ার  ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধীক মামলা রয়েছে। বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।



সোনারগাঁও দর্পণঃ

সোনারগাঁওয়ে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পাড়াপাড়ের সময় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

নিহত মোহাম্মদ আলী উপজেলার কাঁচপুর ইউনিয়নের বটতলা সোনাপুর এলাকার মৃত আমজাদ আলী গাজীর ছেলে।


শনিবার(১২ জুন)আনুমানিক  সন্ধ্যা ৭ টার সময় উপজেলার  কাচঁপুর এলাকার ওমর আলী উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকাগামী সড়কে রাস্তা পাড়াপাড় হতে গিয়ে (ঢাকা মেট্রো-জ ১৪৭১) বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পরে বৃদ্ধকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান কাঁচপুর হাইওয়ে পুলিশ।

সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও পৌরসভা এলাকায় বৈধ গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করেছে পৌর এলাকার প্রায় ১০ গ্রামের বাসিন্দারা। আজ বৃহস্পতিবার (১০জুন) সকালে সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা বৈধ গ্যাস সংযোগ গ্রাহক। তিতাস কর্তৃপক্ষ বিনা নোটিশে অবৈধ গ্যাস সংযোগের সাথে বৈধ গ্যাস লাইন সংযোগও বন্ধ করে দেয়ায় সোনারগাঁও পৌর এলাকার একাংশের প্রায় ৮ হাজার পরিবারের রান্না বন্ধ হয়ে গেছে। ফলে পরিবারগুলো বৃহস্পতিবার পর্যন্ত ৫দিন অনেক কষ্টে জীবন-যাপন করছে। সবচেয়ে সমস্যায় পড়েছে মাটির চুলাহীন ও নিন্ম আয়ের মানুষ। অনেক সময় তাদের তিন বেলার জায়গায় দুই বেলা কোন রকম খেয়ে না খেয়ে দিনযাপন করছে। 

এছাড়া, কেউ মাটির চুলা, কেউ ইট দিয়ে অস্থায়ী চুলা, আবার কেউ গ্যাস সিলেন্ডার ক্রয় করে  তাদের রান্নাবান্না করছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে বৈধ গ্যাস সংযোগ না দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও তিতাস জোনাল অফিস ঘেরাওয়ের ঘোষণাও দেন মানববন্ধনে অংশ নেয়া তিতাসের বৈধ গ্রাহকরা। পাশাপাশি অবৈধ সংযোগগুলো প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করারও দাবী জানানো হয় মানববন্ধন থেকে। পরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের মাধ্যমে তিতাস গ্যাস  ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি দেয়া হয়। 

উল্লেখ্য, গত ৫ জুন দুপুর থেকে দৈলেরবাগ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাপ্লাই ইউনিট থেকে কোন নোটিশ ছাড়াই সোনারগাঁও পৌরসভার একাংশের অবৈধ গ্যাসের সংযোগের পাশাপাশি বৈধ গ্যাস সংযোগলাইন বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। ফলে পৌর এলাকার ৮ হাজার পরিবার চরম ভোগান্তিতে পড়ে।



সোনারগাঁও দর্পণ :

বেতনের দাবিতে আবারও মহাসড়কে নেমেছে গার্মেন্টস শ্রমিকরা। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে স্কয়ার গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় মহাসড়ক সচল রাখতে শিল্প পুলিশ গিয়ে অনুরোধ করলেও শ্রমিকরা সড়কেই অবস্থান নেয়। পুলিশ এতে বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায় শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে শিল্প পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এতে বেশ কয়েকজন  শ্রমিক আহত হয়েছে। 

শ্রমিকরা জানায়, তাদের মাসিক বেতন বরাবরের মতো প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করতো কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ৯ তারিখ হলেও বেতন না দিতে পারায় শ্রমিকদের পক্ষ থেকে কারণ জানতে চাইলে ১০ জুন পর্যন্ত সময় নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের কথামতো ১০ জুন সকালে শ্রমিকরা বেতনের জন্য গেলে তাদেরকে ২১ জুন বেতন দেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। এতেই বিক্ষুব্দ হয়ে পড়ে তারা। শুরু করে আন্দোলন। ঘটে ভাঙচুরের মতো ঘটনাও। 

মিছিল নিয়ে এক পর্যায় চলে যায় ঢাকা-সিলেট মহাসড়কে। বন্ধ করে দেয় মহাসড়ক। ফলে দীর্ঘ যানজটের তৈরি হয় ঢাকা-সিলেট মহাসড়কে। এর প্রভাব পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও। খবর পেয়ে কাঁচপুরে থাকা শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে মাহসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। শ্রমিকরা পুলিশের কথায় কর্ণপাত না করে মহাসড়কেই অবস্থান নেয়। পুলিশ শ্যমিকদের জোর করে মহাসড়ক থেকে সরাতে চাইলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে। পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরাতে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হয়। 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্ট) শেখ বসির আহম্মেদ জানান, গত মে মাসের বেতনের দাবীতে শ্রমিকরা অনেকটা হঠাৎ করেই রাস্তায় চলে আসে। তাদের সড়ক থেকে সরাতে চাইলে একটু সমস্যা হয়েছিল। মালিক পক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে বেতন পরিশোধের আশ্বস্ত দেয়ার পর তারা সরে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সোনারগাঁও দর্পণ : 

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে চাঁদা চেয়ে এখন সোনারগাঁওয়ের শ্রীঘরে অধিদপ্তরটির কর্মকর্তা পরিচয় দেয়া ভুয়া ৩ কর্মকর্তাসহ ৪ জন। গতকাল সন্ধ্যায় সোনারগাঁও থানা পুলিশ তাদেরকে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় নির্মানাধীন স্টীল মিল এ্যাম্পেয়ার চত্বর থেকে তাদের গ্রেফতার করে। 

গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের জমিরউদ্দীন মন্ডলের ছেলে মুজাহিদুল ইসলাম মানিক, নাটোর জেলার নালপুর উপজেলার গন্ডবিল গ্রামের আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম সেন্টু, ডেমরার রামৈল গ্রামের জমির আলীর ছেলে কামরুজ্জামান ও ময়মনসিংহের ধোবাউড়া থানার জাঙ্গালিয়া পাড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে সরাফ মিয়া।

থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৪ ব্যক্তি পরিবেশ অধিদপ্তরের কর্মকতা পরিচয়ে বস্তল এলাকার এ্যাম্পেয়ার স্টীল মিলে অভিযানে যায়। এ সময় তারা প্রতিষ্ঠানটির কাগজ দেখতে চায়। কাগজ দেখার সময় তাদের কথায় প্রতিষ্ঠানের লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) মো. বিল্লাল হোসেন ও তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিবেশ অধিদপ্তরের নাম ভাঙিয়ে অভিযানে আসা ভূয়া কর্মকর্তাদের আটক করে এবং তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো- ১১-৭৫৪৬) এবং মাইক্রোবাসে থাকা এক ক্যান বিয়ার জব্দ করে। 

সোনারগাঁও থানার  সেকেন্ড অফিসার ইয়াউর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে কোম্পানির ভিতরে প্রবেশ করে তারা ওই কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কাগজ পত্র দেখতে চায়। পরে মিমাংসার জন্য ৫ লাখ টাকা দাবি করলে প্রতিষ্ঠানের লোকজনদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।  

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তার ভুয়া পরিচয়ে চাঁদা দাবী ও মাদক আইনে দুটি মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


সোনারগাঁও দর্পণ :

দেশে নারী নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। পত্রিকা বা টিভিতে প্রায়ই দেখা যায়, বখাটের হাতে নারী নির্যাতনের ঘটনা। তবে, নারীকে বিশ^াস করে পরকীয়ায় আসক্ত হয়ে নোয়াখালী থেকে সোনারগাঁওয়ে এসে সর্বস্ব খুইয়েছেন পারভেজ ( ২১ ) নামের এক যুবক। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সোনারগাঁয়ে এনে বন্ধুদের দিয়ে পিটিয়ে জোর করে সাথে থাকা টাকা-পয়সা রেখে দেয়ার লিখিত অভিযোগ করেছে ফাঁদে পরা পারভেজ। 

সোনারগাঁও থানায় পারভেজ লিখিত অভিযোগে উল্লেখ করে, সোনারগাঁও পৌরসভার নোয়াইল গ্রামের আব্দুল জলিলের মেয়ে জুই (১৮)’র সাথে ফেসবুকে দেড় বছর আগে পরিচয় জয় পারভেজের। তারপর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এমনকি দু’জনে বিয়েরও সিদ্ধান্ত নেয়। প্রেম চলাকালীণ সময় জুই বিভিন্ন তালবাহানা করে পারভেজের কাছ থেকে প্রচুর টাকাও হাতিয়ে নেয়। সবশেষ গত ৭ জুন রাত আনুমানিক ১০টার দিকে জুই পারভেজের মোবাইল ফোনে বিবাহ করার জন্য চাপ দেয়। অবশেষে ৮ জুন মঙ্গলবার জুইয়ের কথা মতো তাকে বিয়ে করার জন্য ১৫ হাজার ৭০০ টাকা নিয়ে  নোয়াখালী থেকে পারভেজ সোনারগাঁও আসে। 

জুইয়ের দেয়া ঠিকানানুযায়ী পারভেজ উপজেলার মোগরাপাড়াস চৌরাস্তা বাসস্ট্যান্ডের অদূরে খন্দকার মার্কেটের পিছনে যায়। এদিকে, পূর্বপরিকল্পিতভাবে জুই ও তার বন্ধু রাজু, আকাশ, সুজন সেখানে আগে থেকে ওৎ পেতে থাকে। পারভেজ খন্দকার মার্কেটের পিছনে যাওয়া মাত্র জুই ও তার বন্ধুরা পারভেজকে মারধর করে আহত করে। পরে তাকে ভয়-ভীতি দেখিয়ে তার কাছ থেকে ১৫ হাজার ৭শত টাকা রেখে দেয়। 

এদিকে, এ ঘটনায় জুইয়ের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে এমন খবরে জুইও পারভেজের বিরুদ্ধে অভিযোগ করতে মঙ্গলবার (০৮ জুন) সন্ধ্যায় থানায় গেলে পুলিশ জুইকে তাকে আটক করে। পরে বিষয়টি নিয়ে দুইপক্ষই থানার বাহিরে আপোষ-মিমাংসায় বসে বলে জানাগেছে।



সোনারগাঁও দর্পনঃ

সোনারগাঁওয়ের শফিকুল ইসলাম নামে এক সাংবাদিককে জামায়াত শিবিরের একটি মামলায় ফাঁসিয়ে গ্রেফতারের অভিযোগ উঠেছে সোনারগাঁও থানার সাবেক এক ওসির বিরুদ্ধে। সাংবাদিকের পরিবারের সদস্যদের দাবি, সাবেক ওসি মঞ্জুর কাদের আক্রাশো করা ষড়যন্ত্র মুলক মামলা দিয়ে তাকে ফাঁসিয়েছে। সংবাদ সম্মেলনে ওই সাংবাদিকের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। 

মঙ্গলবার (৮ জুন) দুপুরে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে দৈনিক আলোকিত বাংলাদেশ’র সাবেক উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামের স্ত্রী সোনিয়া আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

সোনিয়া আক্তার জানান, ৩ বছর আগে সোনারগাঁও জাদুঘরে পুলিশের ওপর হামলার একটি মামলায় তার স্বামীকে ষড়যন্ত্র করে আসামি করেছিলেন তৎকালীণ ওসি মঞ্জুর কাদের। সোনিয়া আক্তার দাবি করেন তার স্বামী শফিকুল ইসলাম কখনোই জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। বরং তিনি আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। এছাড়া, ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করতেন। এছাড়া, সোনারগাঁওয়ে পুলিশের ওপর হামলার সাথেও তিনি জড়িত নন। 

তিনি আরও্র জানান,  সোনারগাঁওথানায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. মঞ্জুর কাদেরের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশের কারণে তিনি আক্রোশের শিকার হয়ে শফিকুল ইসলামকে মিথ্যা মামলা দিয়েছেন। এমনকি তার নামে মামলার বিষয়টিও অবগত করা হয়নি। ৩ বছর পর তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর পর পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি বিষয়টি জানতে পারেন। 

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম জানান, শফিকুল কখনও বিএনপি ও জামায়াত শিবিরের সাথে জড়িত ছিলেন না। ছাত্রজীবনে ছাত্রলীগ এবং বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। তিনি তার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করেন। 

সংবাদ সম্মেলনে সাংবাদিক শফিকুল ইসলামের দুই সন্তানও উপস্থিত ছিলেন।


 সোনারগাঁও দর্পণ :

ডাক নাম ‘ইসহাক’। হ্যাংলা পাতলা দেহ গড়ন। গায়ের রং কালো। পেশায় অত্যন্ত বিশ্বাসী কাজ দলিল লিখক। ইসহাককে দেখতে সাদাসিধে সরল প্রকৃতির দেখালেও আদতে তা নয়। তার সাদাসিধে ও সরল চেহারাকে পুঁজি করে গ্রুপের সদস্যদের দিয়ে একের পর করে যাচ্ছে অপকর্ম ।

অভিযোগ রয়েছে, বৈদ্যেরবাজার সাব রেজিষ্ট্রি অফিসের সাবেক সভাপতি শাহ মো: আবু ইসহাক তার ক্ষমতা টিকিয়ে রাখতে সাব রেজিষ্ট্রি অফিসে সিন্ডিকেট করে তার গ্রুপের অন্যান্য সদস্যরা সরকার ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। এমন কি বৈদ্যের বাজার সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও ভেন্ডার সমিতির নির্বাচনে পরাজিত হয়ে আক্রোশে বশবর্তী হয়ে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে শুধু আহতই করেননি তাদের সাথে থাকা নগদ টাকা-পয়সাও ছিনিয়ে নিয়েছে গ্রুপটির সদস্যরা। এ ব্যাপারে সোনারগাঁও থানায় একটি মামলা (৩৮/৬৩ তারিখ ২৭ ফেব্রæয়ারী ২০২১ ইং) হয়েছিল। যদিও মামলাটিতে বর্তমানে জামিনে আছেন ইসহাক  গ্রুপের ইসহাক (৫০) ও তার ভাই আলী হায়দার (৪৫), আমজাদ হোসেন (৩৯) ও তার ভাই নুরনবী (৩৫), ইসহাকের ভাগিনা মির্জা গাজী (২৪), ইসহাকের বোনের স্বামী হযরত আলীসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈদ্যেরবাজার সাব-রেজিষ্ট্রি অফিসের একাধিক সূত্র জানায়, ইসহাক গ্রুপের বর্তমান কর্মকাণ্ডে তাদের ধারণা এ গ্রুপটি পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন অপকর্মের মাধ্যমে তাদের আখের ঘোঁচাতেই তার ভাই, বোন, বোনের স্বামী, ভাগনিসহ বিভিন্ন স্বজনদেরকে নকল কারক হিসেবে নিয়োগ দিয়েছেন।

অভিযোগ রয়েছে, ইসহাক গ্রুপের সদস্যদের মধ্যে আমজাদ হোসেন, তার ভাগিনা মির্জা গাজী ও ইসহাকের বোনের স্বামী হযরত আলী’র দলিল লিখকের কোন সনদ না থাকলেও প্রকাশ্য দিবালোকে সাবরেজিষ্ট্রি অফিসে ইসহাকের কক্ষের ভেতর বসে দলিল লিখার কাজ করে যাচ্ছে দেদারসে। 

সূত্রটি দাবি করে, ইসহাক ও তার ভাই আলী হায়দার তার গ্রুপের আমজাদ হোসেন, তার ভাগিনা মির্জা গাজী ও ইসহাকের বোনের স্বামী হযরত আলী’র মাধ্যমে অফিসের গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে পরে মোটা অংঙ্কের টাকার বিনিময়ে তাদের উদ্দেশ্য সফল করে। এমনও অভিযোগ রয়েছে, এই গ্রুপটি বর্তমান সোনারগাঁওয়ে জাল দলিল প্রতারক ইসহাক গ্রুপ নামে পরিচিতি পেয়েছে ব্যাপক। 

সূত্রটি জানায়, ইসহাক গ্রুপ শুধু তাদের স্বজনদের মাধ্যমে সিন্ডিকেট করেই ক্ষ্যান্ত নয়। এই গ্রুপটি অন্য একটি চক্রের সাথে মিলে দীর্ঘ দিন ধরে অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে সাব-রেজিষ্ট্রি অফিসে আসা মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। কেউ কোন প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয়ে আহত করে। 

ভুয়া ও জাল দলিল লিখক প্রতারক ইসহাক গ্রুপের অপকর্মের বিষয়ে সম্প্রতি বৈদ্যের বাজার সাব-রেজিষ্টার অফিসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য দলিল লিখকরা তাদের স্বাক্ষরিত একটি অভিযোগ দূর্নীতি দমন কমিশন, মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কমিশনার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা রেজিষ্টার, নারায়ণগঞ্জ পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছে। 

বৈদ্যেরবাজার সাব রেজিষ্টার অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শহীদ সরকার জানান, ইসহাকসহ একাধিক চক্র দলিল লিখক সমিতিকে নানা ভাবে হেয় করতে আঁদাজল খেয়ে নেমেছে। প্রতিবাদ করলে হামলা-মামলা করে। আমরা বিভিন্ন দফতরে অভিযোগও করেছি। সমিতির সদস্যরা অনেক বুঝানোর পরও তারা সুধরাচ্ছেনা। আমরা প্রশাসনের মাধ্যমে তাদের অপকর্মের অবসান চাই। 

এ ব্যাপারে ইসহাকের সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।



 


সোনারগাঁও দর্পণ :

কাঁচপুরে অবস্থিত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনহা টেক্সটাইলের হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করেছে। আজ সোমবার সকালে  সিনহা গার্মেন্টের বিভিন্ন ইউনিটের প্রায় সাত হাজার শ্রমিক-কর্মচারী প্রতিষ্ঠান চত্তরের ভেতর তাদের সাত দফা দাবী আদায়ের লক্ষ্যে এ বিক্ষোভ করে।

প্রতিষ্ঠানটির একাধিক শ্রমিক জানায়, অনিয়মিতভাবে তাদের লে-অফ প্রদান বন্ধ, প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন পরিশোধ, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে সংশ্লিষ্টদের ভাতা প্রদান, চাকরি ইস্তফা দেয়ার ৬০ দিনের মধ্যে শ্রমিকদের সমস্ত পাওনা পরিশোধ, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বন্ধ, চাকুরির নিশ্চয়তা প্রদান এবং প্রতিষ্ঠান চালাতে ব্যর্থ হলে শ্রমিকদের চার মাসের ছুটির টাকাসহ সার্ভিসের সকল টাকা পরিশোধের দাবীতে তারা এ বিক্ষোভ করে।

বিক্ষুব্দ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ ছয় বছর আগে থেকেই উপরোল্লিখিত দাবীগুলো প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে দিলে কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নিতে একাধিকবার প্রতিশ্রæতি দিয়ে আসলে আজও দাবিগুলো মানা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানায়, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে সিনহা গার্মেন্টের পরিচালক অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা তারেক শ্রমিকদের সাথে কথা বলতে গেলে বিক্ষুব্দ শ্রমিকরা তাকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায় তারা মহাসড়কে উঠার চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষের সাথে সমস্যা সমাধানের আশ^াস দিলে শ্রমিকরা শান্ত হয়।

এ বিষয়ে সিনহা গার্মেন্টের পরিচালক তারেকের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, শ্রমিকরা তাদের কাজ বন্ধ রেখে কিছু দাবি-দাওয়া নিয়ে প্রতিষ্ঠানটির ভেতরেই বিক্ষোভ করে। পুলিশি তৎপরতার কারণে তাদের বিক্ষোভ প্রতিষ্ঠান কম্পাউন্ডের ভেতরেই সীমাবদ্ধ থাকে। কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।


 সোনারগাঁও দর্পণ :

মনে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে উচ্চবিলাসী জীবন-যাপন করার মনোভাবের কারণেই হেফাজতে ইসলামের সাবেক নেতা আল্লামা মামুনুণ হক বিভিন্ন ধরণের অপরাধে জড়িয়ে পড়েন জানিয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক জঙ্গী সংগঠনের সাথে তার সংশ্লিষ্ঠতা থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এসব কর্মকান্ড পরিচালনার জন্য দেশ-বিদেশ থেকে টাকা আসতো। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিভাগের মহাসচিব মামুনুল হকের রিমান্ড ১৮ দিনের রিমান্ড ইস্যুতে রোববার (৬ জুন) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। 

এসপি আরও জানান, মামুনুলের কর্মকান্ডের বিষয়ে যে সকল তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, এসব সছাড়াও বিভিন্ন জায়গা থেকে সে পর্যাপ্ত অর্থ উপার্জন বা আত্মসাত করেছেন বলেও পুলিশের কাছে প্রতিয়মান হয়েছে। রিমান্ডে মামুনুল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিন তদন্তকারী সংস্থাকে নিয়ে এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের এ সকল বিষয়ে সুস্পষ্টভাবে বলা যাবে।

পুলিশ সুপার জায়েদুল আলম আরও বলেন, ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ঝর্ণা নামের এক নারীসহ স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনায় মামুনুল হকের উপস্থিতিতে ব্যাপক তান্ডব চালানো হয়। পরবর্তিতে ওই নারী সোনারগাঁও থানায় গিয়ে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ধর্ষণ মামলায় জিজ্ঞাসাবাদে বিয়ের কোন বৈধ কাগজপত্র বা তথ্য প্রমাণ দিতে পারেননি। এছাড়া, শরিয়ত সম্মতভাবে বা দেশের প্রচলিত আইনী কাঠামো অনুসারে যে বিয়ের কথা বলা হচ্ছে সে বিষয়েও কোন তথ্য প্রমাণ দিতে পারেননি মামুনুল হক।

পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ২৮ মার্চ দেশবাপী কথিত হরতালের নামে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত নাশকতার ঘটনা ঘটে এবং এরআগে ২৫ মার্চ মামুনুল হক নারায়ণগঞ্জে আসেন। এখানে তার উসকানীমূলক বক্তব্য নাশকতায় তার ভক্ত ও উগ্রবাদীদের সাহস যুগিয়েছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে মামুনুল হক স্বীকারও করেছেন। পরে সহিংসতার ৩ দিন পর ৩১ মার্চও তিনি নারায়ণগঞ্জে এসে ছিলেন।

তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় দায়েরকরা ৬টি মামলায় ৩ দিন করে মোট ১৮ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রথমে ৩টি মামলায় জেলা পুলিশ, পরবর্তিতে দুটি সিআইডি ও একটি মামলায় পিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেন।

 প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ জেলা পিবিআই’র পুলিশ সুপার মনিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ('এ' সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সোনারগাঁও দর্পণ :

গত নির্বাচনে আওয়ামী পরিবারের সদস্য ও সাবেক মেম্বার আব্দুল হালিমকে জোর করে কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়েছিল জানিয়ে নারায়ণগঞ্জ - ৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, যিনি বর্তমানে মেম্বার হয়েছেন তিনি গত ৩ এপ্রিলের হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রমাণিত আসামী। 

আজ (৬ই জুন) রোববার বিকালে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেকে মেম্বার আব্দুল হালিমের আয়োজনে স্থানীয়ভাবে কর্মহীন, অসহায় হয়ে পরা দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতিরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

কায়সার হাসনাত আরও বলেন, বিগত দিনে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নির্যাতন করেছে বর্তমানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় জাতীয় পার্টির এমপির সাথে বিএনপি-জামায়েত ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা মিলে যে নির্যাতন, জমি দখল ও বিভিন্ন অপরাধ করে সরকারের বদনাম করছে তা বিএনপি সময়ের অত্যাচার নির্যাতনকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন কায়সার হাসনাত।  

মেঘনা শিল্পাঞ্চলের জাতীয় শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার এম.এ হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।

এছাড়াও সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, পিরোজপুর ইউনিয়নের আহবায়ক ফিরোজ মোল্লা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, সোনারগাঁও উপজেলা যুবলীগের আরমান আহামেদ মেরাজ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রবিনসহ অনেকে উপস্থিত ছিলেন। 

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি তেল ও ১ কেজি লবন। 


সোনারগাঁও দর্পণ :

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁওয়ে। শনিবার পৌরসভার আমিনপুর মাঠে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। 

এছাড়া, অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২১’র বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা.ইউসুফ হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, সোনারগাঁও  ডেইরি এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.আছাবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের খামারিরা উপস্থিত ছিলেন। 

প্রদর্শনীতে ৩১ টি স্টলে বিভিন্ন ধরনের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ গবাদিপশু প্রদর্শন করেন। সবশেষ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আজ শনিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন অতিথিসহ উপস্থিত সবাই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, সহকারী কমান্ডার ওসমান গনি, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিনসহ অনেকে।


সোনারগাঁও দর্পণ :

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল চোরকে সনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৪ জুন) রাতে মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইকারীকে চিহ্নিতের বিষয়টি গণমাধ্যমকে জানায় ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন।

তিনি জানান, পরিকল্পনামন্ত্রীর মুঠোফোন ছিনতাইয়ে একজনকে চিহ্নিত করা গেছে। তার পরিচয়ও পাওয়া গেছে। মোবাইল চুরি করা ব্যক্তি রাস্তাতেই থাকে, রাস্তাতেই ঘুমায়। তাকে ধরতে এখন অভিযান চলছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা সম্ভব হবে। তিনি আরও জানান, মন্ত্রীর ফোন ছিনতাইয়ের স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশের এলাকার ক্যামেরাগুলো থেকে ছিনতাইয়ের সময়ের ফুটেজ উদ্ধার করা হয়েছে। তবে অস্বাভাবিক কিছুই পায়নি পুলিশ। এই ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হয়েছে। 

এরআগে, ৩১ মে রাজধানীর বিজয় স্মরণির সিগন্যালে জ্যামে আটকা পড়ে গাড়ির গøাস খুলে মন্ত্রী মোবাইলে ব্রাউজ করার সময় কোন কিছু বোঝার আগেই এক ছিনতাইকারী মন্ত্রীর মোবাইল ফোনটি নিয়ে যান। 


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget