Halloween Costume ideas 2015
May 2022




সোনারগাঁও দর্পণ :

সরকারি অনুমতি না থাকায় এবং নিয়ম বহিঃর্ভূতভাবে পরিচালিত সোনারগাঁওয়ের ৬টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার (৩০ মে) সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ এ সকল হাসপাতাল ও ক্লিনিক বন্ধ পরবর্তী সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম। 

বন্ধ পরবর্তী সিলগালা করে দেয়া হাসপাতাল ও ক্লিনিকগুলোর মধ্যে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত গ্রীনলাইফ হাসপাতাল, মাল্টিকেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামী ডায়গনস্টিক হাসপাতাল, সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল সাফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আল ফাতাহ হসপিটাল এবং বারদীর মর্ডান কমপ্লেক্স।

উপজেলা পরিবার ও পরিকল্পনা বিভাগের তথ্যমতে, শুধু সরকারি অনুমতিই নয়, যে সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অস্বাস্থ্যকরভাবে চলছে সেগুলোও বন্ধ করা হয়েছে। ভবিষ্যতেও যেন চিকিৎসা সেবা নিয়ে কেউ জনগণের সাথে প্রতারণা করতে না পারে সে কারণে এ অভিযান অব্যাহত থাকবে। 

অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা : সাবরিনা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সজিব রায়হান এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭২ ঘন্টার মধ্যে সারাদেশের অবৈধ সকল বে-সরকারি ক্লিনিক ও হাসপাতাল বন্ধের নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এনেসথেসিয়া ও ওটিতে কোনো অনিবন্ধিত ডাক্তার বা কাউকে রাখা যাবে না। এমনটি করা হলে ওইসব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



স্টাফ রিপোর্টার, রাজশাহী

মাত্র একরাতের ব্যবধানে কৃষি জমিকে স্থান পরিবর্তনের মাধ্যমে করা হয়েছে পুকুর। রাতের আঁধারে রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ধানী জমি কেটে পুকুর খননের এ অভিযোগ উঠেছে ভুমিদস্যু ও মাটিখেকো স্থানীয় শামীম ও সামসুলের বিরুদ্ধে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ হয়েছে। অপরদিকে, স্থানীয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঘটনাস্থল থেকে একজনকে আটকের পর তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদÐ দিয়েছেন। 

থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকার মৃত এমদাদুল হকের ছেলে শামীম ও পবা উপজেলার আসগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে সামসুল যৌথভাবে গোদাগাড়ী উপজেলার ৭ নং দেওপাড়া ইউনিয়নের ইদলপুর গোল শহর এলাকায় একটি পুকুরে মাছ চাষ করছিল। তারা যে পুকুরে মাছ চাষ করছিল সে পুকুর সংলগ্ন দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী হাট এলাকার হাজী আব্দুল লতিফের নিজ নামে তফশিল ভুক্ত বেশ কিছু জমি রয়েছে। গত বুধবার দিবাগত গভীর রাতে শামিম ও শামসুল মিলে অবৈধভাবে রাতের আঁধারে স্কোভেটর মেশিন দিয়ে মাটি কেটে আব্দুল লতিফের প্রায় এক বিঘা ধানী জমি কেটে পুকুরে পরিণত করে। বৃহস্পতিবার সকালে পুকুর খননের ঘটনাটির বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। 


এদিকে, লিখিত অভিযোগের বিষয়ের প্রেক্ষিতে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছমিনা খাতুন বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে ভ্রাম্যমান আদালত পরিচালনায় যান এবং ঘটনার সত্যতা পান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শামিম ও শামসুল পালিয়ে গেলেও স্কেলেটর দিয়ে মাটি কাটার সাথে জড়িত অভিযুক্তদের প্রতিনিধি আব্দুর রকিবকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছমিনা খাতুন রকিবকে ১০দিন বিনাশ্রম কারাদণ্দেডাদেশ দেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাটিকাটার স্কোভেটরটি জব্দ করেন। 

স্থানীয়রা জানায়, গোদাগাড়ি উপজেলায় প্রেমতলি ফাঁড়ির সন্নিকটে দেওপাড়া ও গোগ্রাম ইউনিয়নে কয়েক মাস ধরে য় ফসলী আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পলি যুক্ত মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। তারা মাটি কেটে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও নষ্ট করা হচ্ছে মাটির উর্বরতা। ফলে হুমকীর মুখে পড়েছে স্থানীয় কৃষি পণ্য। হাজার হাজার টাকা খরচ করে নানা কৃষিজ পণ্যের বীজ রোপন করলেও কৃষকরা হচ্ছে সর্বশান্ত। যার সাথে জড়িত রয়েছে স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি। সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে প্রাণনাশের হুমকিসহ পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলার হুমকি দেয়া হয় প্রতিবাদকারীদের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। 



সোনারগাঁও দর্পণ :

ধারালো অস্ত্র ও ককটেলসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১’র সদস্যরা। রোববার দিবাগত গভীর রাতে সোনারগাঁওয়ের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকার থেকে তাদেরকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৩ টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ২ টি ধারালো ছুড়ি, একটি চাপাতি, দুটি লোহার রড, ৬ টি টর্চ লাইট, দুটি লোহার পাইপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 


১৬ মে দুপুরে আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‌্যাব-১১’র উপ অধিনায়ক হাসান শাহরিয়ার। তিনি জানান, আটককৃত ডাকাতদের মধ্যে নানাখি মধ্যপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (১৮), বন্দরের চাপাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০),  সোনারগাঁওয়ের নানাখি মধ্যপাড়া এলাকার দায়েনের ছেলে হৃদয় (১৮), বন্দরের ইটেরপুল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে তালিফ হোসেন (২৩), বন্দরের হরিপুর সিড়ি ব্রীজ এলাকার ইব্রাহিমের ছেলে রাজু আহম্মেদ (২২), সোনারগাঁওয়ের নয়াপুর এলাকার ইব্রাহিমের ছেলে ফারুক (১৯) গত ১ এপ্রিল গভীর রাতে সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব আলমের পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে। ডাকাত চক্রটি পরস্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনকে টার্গেট করে দীর্ঘদিন ধরেই ডাকাতি করে আসছিল। কখনো কখনো গভীর রাতে সোনারগাঁও থানার বিভিন্ন নির্জন স্থানে গাছ কেটে রাস্তা বন্ধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি করে।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র সদস্যরা রোববার গভীর রাতে ডাকাতের এই চক্রটিকে আটক করতে সক্ষম হয়।  

আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা করা হবে। 



সোনারগাঁও দর্পণঃ

নিজের ব্যাক্তিগত ব্যার্থতার দায় স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ কররেছেন গত মোগরাপাড়া  ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

সোমবার ( ১৬ মে )  দুপুর ১২ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার এ পদত্যাগ'র সিদ্ধান্ত'র কথা জানান। 


আরিফ মাসুদ বাবুর পারিবারিক  আওয়ামী লীগের  রাজনৈতিক ইতিহাস ৬০ বছরের উল্লেখ করে তিনি আরো বলেন, ১৯৭০ সালের নির্বাচনের আগে থেকে বঙ্গবন্ধুর সাথে তার বাবা সাবেক এম সি এ প্রয়াত এডভোকেট সাজেদ আলী মিয়ার ঘনিষ্ঠ সহচারি হিসেবে কাজ করার কথা জানান।

তিনি বলেন তার পরিবারের রাজনৈতিক জীবনে সাজেদ আলী মিয়া ছাড়াও তার ছোট চাচা মোবারক হোসেন দেশের সর্বপ্রথম নৌকা প্রতিকের সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন। তার আরেক ভাই প্রয়াত আবুল হাসনাত আমৃত্যু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন। তার আরেক চাচাতো ভাই সোনারগাঁওয়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও ন্যায়বিচারক হিসেবে সুখ্যাত চেয়ারম্যান প্রয়াত মোশাররফ হোসেনও আমৃত্যু আওয়ামী লীগ  রাজনীতি করেছেন। তারা কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কাজ করেননি।

বাবু জানান, তার রাজনৈতিক ও ব্যাক্তিগত জীবনে তিনি এমন কোন কাজ বা আচরণ করেননি যা দল, ব্যক্তি এবং পারিবারিক ইমেজ নষ্ট হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে জানিয়ে বাবু আশংকা করেন, হয়ত তার অজান্তে  কোন ভুলের কারণে তিনি এবার মনোনয়ন পাননি বা তার কর্মকাণ্ডে দল সন্তুষ্ট নন বলে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

তাই যেহেতু তিনি দলের জন্য অযোগ্য  সেহেতু দলের কোন গুরুত্বপূর্ণ পদে থাকাও অযোগ্য  মনে করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং পদত্যাগ করেন।  তবে আমৃত্যু আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নিশ্বার্থভাবে  কাজ করে যাবে বলেও ঘোষণা দেন।


সোনারগাঁও দর্পণ :

দীর্ঘ ৭ বছরেও গ্রেফতার হয়নি সোনারগাঁওয়ের চাঞ্চল্যকর আরমান শরীফ হত্যা মামলার আসামীরা। এমনই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। বুধবার (১১ মে) বিকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আরমান শরীফের বাবা ডাঃ মঞ্জুরুল হক। এ সময় নিহত আরমান শরীফের হত্যার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান নিহতের পরিবার। 


লিখিত বক্তব্যে নিহত আরমানের বাবা বলেন, মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের শাহজামাল তোতা’র ছেলে শাহ মো. সোহাগ রনি’র নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা ২০১৫ সালের ১১ নভেম্বর স্থানীয় গোহাট্টা গ্রামের আফিয়া ফিলিং স্টেশনের পাশে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে আরমানকে হত্যা করে। পরে তিনি বাদি হয়ে সোনারগাঁও থানায় ৯জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন। দুই বছরেও কোন কুল না হওয়ায় মামলাটি সিআইডি’তে স্থানান্তর করেন। সেখানে ৬ মাস অন্তর তদন্ত কর্মকর্তা পরিবর্তন হওয়ার কারণে সেখানেও কালক্ষেপন হয়। 


এদিকে, সোহগ রনি সুকৌশলে বিভিন্ন স্থানে লবিং করে চার্জশীট থেকে তার ও তার অপর এক বন্ধুর নাম বাদ দিয়ে চার্জশীট দিতে পুলিশকে সহায়তা করে। পরে তিনি সে চার্জশীটের বিরুদ্ধে আদালতে না দাবিও দেন। 


সোহাগ রনিকে আরমান হত্যার মুল হোতা উল্লেখ করে তিনি আরো জানান, নিহত আরমানের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকী দিয়ে তাদের জীবনকে দুর্বিসহ করে তুলছে। ফলে পরিবারের প্রতিটি সদস্য নিরাপত্তহীনতায় ভুগছে। তাই কালক্ষেপন না করে আরমান হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করার দাবি জানান আরমানের পরিবারের সদস্যরা।  



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও আওয়ামী লীগ কি সাংগঠনিকভাবে দুর্বল ? না-কি  যোগ্য নেতার অভাব ? সম্প্রতি বিএনপি’র দুইজন প্রেসিডিয়াম সদস্য সোনারগাঁওয়ে পৃথক দুটি অনুষ্ঠানে যোগদানের পর সরকারকে চরম বিষেদাগারের পর উপজেলা আওয়ামী লীগের নিরব কর্মকাণ্ডে এমন প্রশ্ন তুলেছেন খোদ সোনারগাঁও আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের তৃণমুলের নেতাকর্মীরা। তাদের দাবি, স্বাধীনতার পর থেকে কোন সময় বিএনপি সোনারগাঁওয়ে এতটা স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশে রাজনৈতিক কোন সভা-সেমিনার করতে পারেনি বা করতে দেয়া হয়নি। এ নিয়ে প্রশ্ন উঠেছে, মেঘনা শিল্পাঞ্চলে থাকা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের নিশ্চুপ কর্মকাণ্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বেশক’জন তৃণমুলের নেতারা  ক্ষোভের সাথে জানান, চলতি মাসের জানুয়ারীতে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানকে আহ্বায়ক এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ  হোসেনকে যুগ্ম আহবায়ক করে সোনারগাঁও বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণার মাত্র দুই মাসের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়নে কমিটি করতে সক্ষম হয়েছে উপজেলা বিএনপি আহবায়ক কমিটি। আহবায়ক কমিটি ঘোষণার কয়েকদিনের মধ্যে পিরোজপুর ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আজহারুল ইসলাম মান্নানকে সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ  হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গত ৩০ মার্চ অনুষ্ঠিত প্রথম সন্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। সে সন্মেলনে রিজভী সরকারের কড়া সমালোচনা করে বিষেদাগার করেন।


ওই সম্মেলনের ঠিক এক মাস পর গত ৩০ এপ্রিল উপজেলা বিএনপি’র আয়োজনে মেঘনা শিল্পাঞ্চলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেখানে সরকারের হলমার্ক কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রের দ্বারা দেশের বিশেষ বাহিনীকে সে দেশে ভ্রমনের ওপর নিষেধাজ্ঞা, দ্রব্যমুল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয়ে সরকারকে বিষেদাগার করেন। অথচ, মেঘনা শিল্পাঞ্চল এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বনে যাওয়া রাজনৈতিক নেতাদের কোন রাজনৈতিক কর্মকাণ্ডই দেখেনি বলে অভিযোগ আওয়ামী লীগের তৃণমুলের নেতাকর্মীদের। এমনকি পরবর্তীতে বিএনপি নেতাদরে সে সকল বক্তব্যের বিষয়ে পাল্টা কোন রাজনৈতিক বক্তব্য বা লিখিত প্রতিবাদ দিতেও দেখা যায়নি। অথচ স্বাধীনতার পর অন্ততপক্ষে সোনারগাঁও আওয়ামী লীগের এতোটা নিষ্ক্রিয় কর্মকাণ্ড দেখেনি তৃণমুলের নেতারা মনে করেন। কিন্তু কেন এমন পরিস্থিতি উপজেলা আওয়ামী লীগের ? 

এছাড়া  এডভোকেট সামসুল ইসলাম ভূইয়াকে আহবায়ক, আব্দুল্লাহ আল কায়সারকে প্রথম যুগ্ম এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে দ্বিতীয় যুগ্ম আহবায়ক করে উপজেলা আহবায়ক কমিটি করা হয় প্রায় দুই বছরে বেশি সময় আগে। দীর্ঘ এ সময়ে সোনারগাঁও আওয়ামীলীগের গঠিত আহবায়ক কমিটি  তাদের পূর্ণাঙ্গ কমিটি দুরের কথা, এখন পর্যন্ত একটি ইউনিয়নের কমিটি গঠন করতে পারেনি বলে তৃণমুলের নেতারা জানান।

এ বিষয়ে কথা বলতে চাইলে সোনারগাঁওয়ের সন্তান কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির নেতা এ এইচ এম মাসুদ দুলাল সোনারগাঁও দর্পণ’কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সোনারগাঁও বিএনপি’র অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা যেভাবে কোন বাঁধা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান করেছেন, তা হলো প্রধানমন্ত্রী’র গণতন্ত্র প্রতিষ্ঠার উৎকৃষ্ট প্রমাণ। এটাই হলো গণতন্ত্র।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির ২য় যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম সোনারগাঁও দর্পণ’কে বলেন, এটা অবশ্যই সংগঠনের দুর্বলতা নয়, নেতৃত্বের দুর্বলতা। তিনি বলেন, তার দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে সোনারগাঁও আওয়ামী লীগকে কখনো এ রূপে দেখেননি। তিনি আরও বলেন, কালাম যখন রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ছিলেন, তখন বিএনপি সরকার মসনদে ছিল। রেজাউল করিম তখন রানিং মন্ত্রী। তিনিও কোন সভা সমাবেশ করলে উপজেলা আওয়ামী লীগের আতঙ্কে থেকে সভা-সমাবেশ করতেন। মাঠে নেমে প্রকাশ্যে কোন রাজনৈতিক কর্মকাণ্ড করাতো দুরের কথা। আর এখন আমাদের সরকার ক্ষমতায় থাকাবস্থায় আমাদের বুকের ওপর এসে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারকে বিষেদাগার করে যায়। বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে অন্যের কাছে কি, আমি জানি না। তবে, আমার কাছে এটি লজ্জার। আর আমি এটাকে সোনারগাঁও আওয়ামী লীগের বর্তমান নেতাদের নেতৃত্বের দুর্বলতাই বলবো। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল কায়সারের মোবাইলে কল করলে তিনি জানান, একটি অনুষ্ঠানে থাকায় এ বিষয়ে অনুষ্ঠান শেষে ফোন করবেন। পরে আবারও ফোন করলে তিনি রিসিভ করেননি।  

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়াকে মোবাইলে কল দিলে তিনিও ফোন রিসিভ করেননি।   



সোনারগাঁও দর্পণ :

মাত্র এক বছর আগে হঠাৎ গজিয়ে ওঠা নাম সর্বস্ব এক সংগঠনের নামে সোনারগাঁও পৌরসভাসহ সরকারের বিভিন্ন দফতরের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র ! এমনই অভিযোগ করেছে সোনারগাঁও পৌরসভার একাধিক ব্যক্তি ও স্থানীয়রা। তাদের অভিযোগ, সিআপ (Sepco) Society For Integrated Agriculture And Plant Nutrition নামক একটি সংগঠন স্থানীয় দুই একজন ব্যক্তির নামে পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স করে সোনারগাঁও পৌরসভার সচিব সামসুল আলমের সহযোগিতায় বেশ কয়েকটি কাজ বাগিয়ে নেয় ! বিনিময়ে পৌরসভা সচিব আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক দফতরের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে লিখিত অভিযোগ করার প্রক্রিয়া করছে সচেতন একটি মহল।  


স্থানীয়রা জানায়, সমন্মিত উৎপাদিত কৃষিজ সবজি ও উদ্ভিদের পুষ্টিগুণ নিয়ে কাজ করার উদ্দেশ্যের নাম করে প্রায় বছর খানেক আগে সোনারগাঁও পৌরসভার সামনে সিআপ (Sepco) Society For Integrated Agriculture And Plant Nutrition নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে সিন্ডিকেটটি। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সে স্থানীয় বাসিন্দা সাহিদা আক্তার সনি’র নাম ব্যবহার করা হয়েছে। আর এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পৌরসভায় অবস্থিত একটি প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেকানিক্যাল প্লান্ট ম্যানেজার পল্টন বাবু ও তার স্ত্রী, সাইফুল মোল্লা, সাহিদা আক্তার সনি ও রাকিব ছাড়াও আরো কয়েকজন। তারা বিভিন্ন পদে আসিন। আর পৌরসভার বিনা টেন্ডারে তাদের কাজ পাইয়ে দেয়ার পিছনে কাজ করেন সোনারগাঁও পৌরসভার সচিব সামসুল আলম। ইতোমধ্যে সংগঠনটি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় প্রায় ৩ লাখ টাকার কাজ করেন। যা নাম সর্বস্ব। এছাড়া প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে সোনারগাঁও পৌরসভার একটি উন্নয়ন মুলক কাজও করেন। যা নাম সর্বস্ব। এছাড়াও উপজেলা কৃষি অফিসের বেশ কয়েকটি কাজ হাতিয়ে নেয়ার পায়তারাও করছে সংগঠন ও সংগঠনের পেছনে থেকে কাজ করা ব্যক্তিরা।  


এ বিষয়ে সোনারগাঁও পৌরসভার সচিব সামসুল আলম বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচীর কাজ পাওয়ার বিষয়টি স্বীকার করলেও সোনারগাঁও দর্পণ’র কাছে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দিতে সহযোগিতার কথা অস্বীকার করেন। তবে, প্রতিষ্ঠানটি কৃষিজ সবজি ও উদ্ভিদের পুষ্টিগুণ নিয়ে কাজ করে বলে তিনি জানান। পরে এ বিষয়ে পল্টন বাবু ভালো বলতে পারবেন জানিয়ে তার সাথে কথা বলার পরামর্শ দেন।


সংগঠনটি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় একটি কাজ পাওয়ার কথা স্বীকার করে শোভন ওভেন ব্যাগ ম্যানুফেক্চার প্রতিষ্ঠানের প্ল্যান্ট ম্যানেজার পল্টন বাবু সোনারগাঁও দর্পণ’কে জানান, ‘সেপকো’ সংগঠনটি এক বছর আগে প্রতিষ্ঠিত হয়। এটির মুল উদ্দেশ্যই হলো সমন্মিত উৎপাদিত কৃষিজ সবজি ও উদ্ভিদের পুষ্টিগুণ নিয়ে কাজ করা। তিনি এ প্রতিষ্ঠানেও প্ল্যান্ট ম্যানেজার হিসেবে আছেন। শুরুর প্রথম দিকে সোনারগাঁও পৌরসভার সামনে তাদের একটি প্ল্যান্ট ছিল। সংগঠনটি সোনারগাঁও পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পের কাজও করেন বলে স্বীকার করেন।


পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ প্রকাশ দরপত্রের মাধ্যমে করা হয়েছে কি-না এবং সংগঠনটি শুরুর দিকে তাদের যে প্ল্যান্ট ছিল তা বর্তমানে আছে কি-না এমন প্রশ্নের সঠিক উত্তর তিনি দিতে পারেননি। 



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে রীনা (২৬) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কাবিলগঞ্জ গ্রামের একাধিক বাসিন্দা এমন অভিযোগ করেন। যদিও নিহতের ভাই সোনারগাঁও থানায় এ ব্যাপারে আত্মহত্যা করতে প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা করেছেন। 

স্থানীয়রা জানায়, কাবিলগঞ্জ গ্রামের মৃত হাসেমের পরিবারের সন্তানদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় মৃত হাসেমের মেঝো ছেলে শহীদের সাথে তার স্ত্রী রীনার কলহ হয়। কলহের জেরে শহীদ তার ছেলেসহ অন্তঃসত্ত¡া স্ত্রী রীনাকে সম্প্রতি তার শশুরবাড়িতে রেখে আসে। গত শুক্রবার শহীদের শশুরবাড়ির লোকজন রীনা ও তার সন্তানকে কাবিলগঞ্জ শহীদের বাড়ি পূণরায় দিয়ে যায়। তারা চলে যাওয়ার পর বিকেল ৪টার দিকে আবারও পারিবারিক কলহ শুরু হলে শহীদ ও তার মা’সহ রীনাকে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।

এদিকে, এ ঘটনার পর স্বামী শহীদ ও রীনার শাশুড়িসহ পরিবারের সকলে পলাতক রয়েছে।

এলাকাবাসী আরও জানায়, শহীদের পরিবারের লোকজন বাড়ির বৌ-ঝিয়ের সাথে সব সময়ই খারাপ আচরণ করতো। যার কারণে বিগত প্রায় ৮/৯ বছর আগে শহীদের বড় ভাই তৌহিদের স্ত্রী’কে মুখে কীটনাশক দিয়ে হত্যার পর সেটিকেও আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টা করে। যে মামলা এখনো চলমান। 

এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই ঘটনার তদন্ত কর্মকর্তা বিজন জানান, পোষ্টমর্টেম রিপোর্ট না পাওয়ার আগে এ বিষয়ে কোন মন্তব্য তিনি করবেন না।



সোনারগাঁও দর্পণ :

ঈদের আগের দিন যানবাহন থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সোনারগাঁওয়ে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক যাত্রী রক্তাক্ত আহত হয়েছে। সোমবার গভীর রাতে শম্ভুপুরা ইউনিয়নের ময়নাকান্দি (পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ/পিয়ারনগর হয়ে মেনিখালি নদীর তীরের পাশ দিয়ে নতুন রাস্তায়) এলাকায় নতুন সড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পুলিশ ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করলেও পরবর্তীতে আটককৃত ব্যক্তির সম্পৃক্ততা না থাকায় পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান, সোমবার দিবাগত গভীর রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শম্ভুপুরা ইউনিয়নের ময়নাকান্দি (পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ/পিয়ারনগর হয়ে মেনিখালি নদীর তীরের পাশ দিয়ে নতুন রাস্তায়) এলাকার নতুন সড়কে সিএনজি দিয়ে যাচ্ছিল। সিএনজিটি সড়কটির মাঝামাঝি যাওয়া মাত্র ৫/৬ জনের একদল ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে একজনকে আহত করে তাদের সাথে থাকা নগদ ৫৫ হাজার টাকা লুটে নেয় ছিনতাইকারীরা। পরে সেখান থেকে তারা চলে যায়। সূত্রটি ঘটনার শিকার তিন জনের নাম বলতে না পারলেও তাদের মধ্যে দুইজন কাপড় ব্যবসায়ী এবং একজন  কোন আইসক্রিম কোম্পানীর ডিষ্ট্রিবিউটর বলে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের কবলে পরা ব্যক্তিরা পুলিশের সাথে চলে আসার সময় পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ/পিয়ারনগর এলাকায় রনি নামে এক যুবককে দেখে ছিনতাইয়ের ঘটনার সাথে রনি জড়িত বলে সনাক্ত করলে পুলিশ ওই যুবককে আটক করে। পরে পুলিশ বিভিন্নভাবে তদন্ত করে ছিনতাইয়ের ওই ঘটনার সাথে যুবকের সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেয় বলেও জানায়।

 


সোনারগাঁও দর্পণ :

ছোট ছোট অনাকাঙ্খিত ঘটনায় বড় ধরণের ক্ষতির কারণ হতে পারে। তাই সকলকে যে কোন ধরনের গুজব বা বিভ্রান্তিমুলক কোন কথায় উত্তেজিত না হয়ে সুন্দর ও সুস্থ্য পরিবেশ বজায় রেখে পবিত্র ঈদ-উল ফিতর পালনের আহবান জানিয়েছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। সোমবার তিনি ভিডিও বার্তায় এ আহবান জানান।

১ মিনিট ৫৩ মিনিটের ভিডিওতে তিনি বলেন, আগামীকাল ৩ মে, মঙ্গলবার। পবিত্র ঈদ উল ফিতর। করোনা কাল পেরিয়ে দীর্ঘ দুই বছর পর সবাই মিলে পবিত্র ঈদের নামাজ আদায় করতে যাচ্ছি। অনেকেই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য নিজ এলাকায় এসেছেন। এই উৎসব উৎসব মুখর হোক, আনন্দময় হোক এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু এ সময় ছোট খাটো সংকির্ণ বিষয় নিয়ে নানা অপ্রিতিকর ঘটনার সূত্রপাত হয়, মারামারি হয়, হানাহানি হয়, য়া অনাকাঙ্খিত। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই অপার আনন্দ যেন বিষাদময় আর নিরানন্দ না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আপনার নিরাপত্তা ও শান্তিকল্পে আমরা সর্বদা আপনার পাশে রয়েছে। যে কোন বিশৃঙ্খলা, ষড়যন্ত্র বা গুজব প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। আমরা পুলিশ সদস্যরাও আপনাদের মতোই সমাজ, পরিবারের অংশ। উৎসব-অনুষ্ঠানে আমাদেরও শামিল হওয়ার বাসনা আছে। কিন্তু আপনার নিরাপত্তা দেয়ার জন্য আমরা পরিবার ও সমাজের এই আনন্দ বিসর্জন দেই। বিনিময়ে আপনার সার্বিক নিরাপত্তা বিধানই আমার আনন্দ, আমার স্বস্তি, আমার প্রাপ্তি, আমার ভালবাসা।

সবাই মিলে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন এবং ঈদের পরবর্তি দিনগুলো নিশ্চিন্তে পালন করেন এই কামনা করি।

সবাই সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন। আনন্দে-স্বচ্ছন্দে ঈদ উদযাপন করুন। ঈদ মোবারক। 



সোনারগাঁও দর্পণ : 

১ লা মে বিশ্ব মে দিবস। দিবসটি বিষয়ে সচেতন কোন ব্যক্তি জানেননা এমন কাউকে পাওয়াটাও দুষ্কর হয়তো। তবে, মে দিবসের বিষয়ে ওয়াকিবহাল হলেও শ্রমিকদেরকে  জোর করে কাজ করাতে বাধ্য করেছে দেশের অন্যতম খ্যাতনামা মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান রবি’র সোনারগাঁও শাখা ডিষ্ট্রিবিউটর শাওয়াকিন ডিষ্ট্রিবিউটর। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের যে বেতন ও বোনাস দেয়ার কথা, প্রতিষ্ঠান মালিক তা না দিয়ে, উল্টো ডিসেম্বর মাসের শ্রমিকদের হিসেবে ভুল দেখিয়ে বেতন থেকে টাকা কেটে রাখা হয়েছে বলে জানিয়েছে একাধিক শ্রমিক। ফলে একদিকে তাদের বেতন ও বোনাস না দেয়ার পাশাপাশি উল্টো বেতন কেটে রাখায় ঈদ আনন্দ নেই রবি’র সোনারগাঁও শাখা ডিষ্ট্রিবিউটর প্রতিষ্ঠান শাওয়াকিন ডিষ্ট্রিবিউটর শ্রমিকদের। সোনারগাঁও দর্পণ’র মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এমন অমানবিক আচরণের বিচার চেয়েছেন অবহেলিত ও বেতন বঞ্চিত শ্রমিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক রবি’র সোনারগাঁও শাখা ডিষ্ট্রিবিউটর প্রতিষ্ঠান ‘শাওয়াকিন ডিষ্ট্রিবিউটর’র একাধিক শ্রমিক গত রোববার সোনারগাঁও দর্পণ’কে ফোন করে জানায়, ১ লা মে বিশ্বের সকল শ্রমিকদের কাজ আন্তর্জাতিকভাবে বন্ধ থাকলেও রবি’র  সোনারগাঁও শাখার ডিষ্ট্রিবিউটর প্রতিষ্ঠান ‘শাওয়াকিন ডিষ্ট্রিবিউটর’র এর মালিক ফরিদ, রেজাউল ও শাহিন তাদের প্রতিষ্ঠানের শ্রমিকদের কাজ বন্ধ না রেখে তাদের নির্দেশে ম্যানেজার আল-আমিন ১লা মে’তে তাদের ১২ জন এস আর এবং সুপারভাইজারসহ আরো ৪ জন কর্মকর্তাসহ মোট ১৬ জন শ্রকিককে বিকাল পর্যন্ত কাজ করাতে বাধ্য করেছে। শুধু তা-ই নয়, তাদের চলতি মাসের কোন বেতন বা ভাতা না দিয়ে বিদায় করেছে মালিক পক্ষ। শ্রমিকরা বেতন চাইলে শ্রমিকদের ডিসেম্বর মাসের কাজের হিসেবে কিছু ভুল ছিল এবং চলতি মাসের বেতন থেকে সে জরিমানা কর্তন করায় এ মাসে কেউ কোন বেতন - বোনাস পাবেনা বলে জানায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

এ সময় কয়েকজন প্রতিবাদ করলে এ নিয়ে কোন কথা বললে তাদের চাকুরি থাকবেনা বলেও হুমকি দেয় বলে অভিযোগ করে বেতন বঞ্চিত শ্রমিকরা।

এ বিষয়ে রবি’র সোনারগাঁও শাখার আগের ডিষ্ট্রিবিউটর প্রতিষ্ঠান ‘প্রাইম ডিষ্ট্রিবিউটর’ এর মালিক রবিন আহম্মেদ এর কাছে জানতে চাইলে ‘সোনারগাঁও দর্পণ’কে তিনি জানান, আমি যতদিন ডিষ্ট্রিবিউটর ছিলাম দেখেছি, রবি সবসময় যথাসময়েই তাদের শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করে। আমিও কমপক্ষে ঈদের দুই দিন আগেই সকল শ্রমিকদের বেতন বোনাস দিয়ে দিতাম। কিন্তু আজ আমার কাছে কয়েকজন ছেলে আসছিল এবং তারা জানায়, বর্তমান ডিষ্ট্রিবিউটর প্রতিষ্ঠান তাদের কোন বেতন-ভাতা না দিয়ে উল্টো ডিসেম্বর মাসে তাদের হিসেবে কি ভুল হয়েছে জানিয়ে বেতন কর্তন করে। শ্রমিকদের বরাত দিয়ে তিনি আরো জানান, ডিসেম্বরের হিসেবে কোন সমস্যা হলে এতো দিন না জানিয়ে ৪ মাস পর ঈদের আগে কেন এমনটা করলো ? করলে আগেই করতো ? এছাড়া এতোদিন এ বিষয়েও কিছু জানায়নি শ্রমিকদের। যা সত্যিই অমানবিক বলে আমার কাছে মনে হয়।

এ সকল অভিযোগ অস্বীকার করে, ডিষ্ট্রিবিউটর প্রতিষ্ঠানটির অন্যতম মালিক ফরিদ মোবাইলে ‘সোনারগাঁও দর্পণ’কে জানান, গত শনিবার সকল শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করে সকলকে ঈদের ছুটি দিয়েছেন। ১ লা মে কোন শ্রমিক কোন রকম কাজ করেনি। তথ্যটি ঠিক নয়। তাহলে তাদের অফিস কেন আজ চালু এবং শ্রমিকরাইবা কেন মাঠে কাজ করেছে এমন প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। 



সোনারগাঁও দর্পণ :

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবারও এসেছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর। আজ দিবাগত মধ্যরাত ১২:০১ মিনিট অর্থাৎ মঙ্গলবার ৩ মে প্রথম প্রহর থেকেই এ উৎসব উদযাপন করবেন মুসলমান সম্প্রদায়। 

গেল বছর করোনা মহামারির কারণে যখন পুরো বিশ্ব ছিল স্থবির। সামাজিক যোগাযোগ ছাড়া কারো সাথে প্রকাশ্যে বা স্বশরীরে যোগাযোগ করাটা ছিল এক দিকে দুঃসাহসিক অপরদিকে, অনেকটা উদ্বিগ্ন আর উৎকন্ঠার। সে তুলনায় সরকারের প্রাণবন্ত প্রচেষ্টায় এবার সে ভয় কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক বলাই বাহুল্য। 

পবিত্র ঈদ-উল ফিতরকে ঘিরে ছোট, বড়, ধনী, গরীব, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ মুসলিম সম্প্রদায়ের সবাই মেতে উঠবে আনন্দ আর উৎসবে। একে অন্যের সাথে আনন্দ ভাগাভাগি করবে নিজেদের মতো করে। 

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ‘সোনারগাঁও দর্পণ’ পরিবারও সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে আগ্রহী। উদযাপন করতে চায় পিছনের সকল দুঃখ, কষ্ট, গøানি আর ব্যর্থতা ভুলে ভালো কিছুর প্রত্যাশার। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সোনারগাঁও দর্পণ’র সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে ঈদ উদযাপনে মেতে থাকুন ইসলামী নিয়ম-রীতিতে।  


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget