Halloween Costume ideas 2015
April 2022


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও সরকারি কলেজ (সাবেক সোনারগাঁও ডিগ্রী কলেজ) এর সাবেক অধ্যক্ষ আকরাম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীতে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ ও সোনারগাঁওয়ের জনপ্রিয় এ শিক্ষক। 


আকরাম হোসেন সোনারগাঁও সরকারি কলেজ প্রতিষ্ঠার পর দ্বিতীয় কোন অধ্যক্ষ ছিলেন। এখান থেকে অবসর নিয়ে তিনি রাজধানীর পিজি (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল) এর পরিচালক নিযুক্ত হোন। আকরাম হোসেন বেশ কিছু দিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তার মাথায় একটি টিউমার অপসারণে অপারেশন হয় বলে বিশ্বস্ত একটি সূত্র জানায়। 


মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও তিন সন্তানসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।



সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাতের ব্যক্তিগত উদ্যোগে প্রায় তিন হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া পুরান কাঁচা বাজার, কাইকারটেকের আলাবদী ও পাঁচপীরের মাজার এলাকায় এসকল উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। 


উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু সোনারগাঁও দর্পণ’কে জানান, কায়সার হাসনাতের ব্যক্তিগত উদ্যোগে বেলা সাড়ে ১১ টায় মোগরাপাড়া  বাজারে ১ হাজার, বাদ যোহর কাইকারটেক এলাকায় এবং পাঁচপীর পাজার এলাকার দুটি স্পটে ১ হাজার করে প্রায় ২ হাজারসহ মোট প্রায় তিন হাজার প্যাকেট তিন হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়। 

বিতরণ করা সামগ্রীর মধ্যে ভালো মানের পোলাও চাল, চিনি,  সেমাই, তেল রয়েছে। 

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শিপন সরকার, উপজেলা যুবলীগ নেতা তপন মাহমুদ, যবলীগ নেতা আরমান হোসেন মেরাজ, মটর চালক লীগ নেতা আনোয়ার হোসেন, নোমান বাদশা, রবিউল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 



সোনারগাঁও দর্পণ :

"তারুণ্যের হাত ধরে, ঈদ আনন্দ ঘরে-ঘরে" এই শ্লোগানে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধা বঞ্চিত শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন "তারুণ্যের  সোনারগাঁ "। শুক্রবার দিনের বিভিন্ন সময় উপজেলার নানান স্থানে ঘুরে ঘুরে দুস্থ্য  ও সুবিধা বঞ্চিত ব্যক্তিদের খুজে বের করে তাদের হাতে এসকল উপহার সামগ্রী তুলে দেন সোনারগাঁওকেন্দ্রীক কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীদের সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "তারুণ্যের সোনারগাঁ"ও সদস্যরা। 

এ ছাড়াও ভিন্ন আঙ্গিকে পথে প্রান্তরে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিতদের নিয়ে মজাদার ও আগ্রহোদ্দীপক নানা কুইজ ও খেলার মাধ্যমে বিজয়ীদের হাতে এই ঈদ উপহার তুলে  দেয়। 

সামাজিক ও নৈতিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে সংগঠনটির সদস্যরা যেন সচেষ্ট ভূমিকা পালন করে যেতে পারে সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন সংগঠন সংশ্লিষ্টরা। 



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের ৩৫টি ভূমিহীন পরিবার ঘরসহ জমি পেয়েছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে সোনারগাঁওয়ের ৩৫টি  পরিবারের মাঝে এসব ঘরের চাবি ও জমির দলিল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে তুলে দেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী।

এরআগে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একযোগে দেশের ৪৯২ উপজেলায় ছিন্নমূল মানুষকে ভূমি ও গৃহদান অনুষ্ঠানে সারাদেশের ৩২ হাজার ৯০৪ পরিবারকে একটি সেমিপাকা ঘরসহ দুই শতক জমির দলিল হন্তান্তর করেন প্রধানমন্ত্রী। 

এরও আগে, মুজিববর্ষ উপলক্ষে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাঁপে  সোনারগাঁওয়ের ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এ ৩৫টি ঘর নির্মাণ করা হয়। এর আগে সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদে দেশের প্রতিটি নাগরিকের বাসস্থান পাওয়ার অধিকারের অংশ হিসেবে দেশের ভূমিহীন-গৃহহীন, ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে দু’ধাপে সোনারগাঁওয়ে দুই শতাধিক পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারসহ উপজেলার অন্যান্য সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। 


সোনারগাঁও দর্পণ :

তুচ্ছ ঘটনায় দুই পক্ষের দ্বন্দ্বের


জেরে সাত বছরের শিশু রিমনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ শাখা। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে গত রোববার (২৪ এপ্রিল) সোনারগাঁওয়ের নয়ানগর এলাকা থেকে ইমন (১৭), আল-আমিন (৩৫), আনোয়ার হোসেন বাবু (২৫) এবং মানিক মিয়া (৪২) নামে ৪ অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল বিকেলে ৭ বছরের শিশু জুনায়েদ হাসান রিমন তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে বাসা থেকে বের হয়। তারপর থেকে রিমন আর বাসায় ফিরেরি। স্বাভাবিকভাবেই তার পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরদিন ১৭ এপ্রিল সকালে লোক মারফত জানতে পারে নয়ানগর এলাকার একটি ধান ক্ষেতে রিমনের লাশ পরে আছে। পরবর্তীতে রিমনের বাবা বাদি হয়ে ওইদিন ১৭ রাতে সোনারগাঁও থানায় মামলা করেন। পিবিআই গত ২৩ এপ্রিল মামলাটি গ্রহণ করে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করে।

পিবিআই জানায়, হত্যাকান্ডের দুইদিন আগে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামি আল-আমিনের ভাতিজার সাথে নিহত জুনায়েদ হাসান রিমন খেলতে গিয়ে খেলার ছলে ইটের টুকরা দিয়ে ঢিল ছোড়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। যা এক সময় ছোটদের থেকে বড়দের ঝগড়ায় পর্যায়ে রূপ নেয়। যার সাথে বিগত দিনের বিভিন্ন বিষয়সহ গ্রেফতার হওয়া আল আমিন এবং তার ভাই আনোয়ার হোসেন বাবুর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার আগের দিনও দুপুরে আসামি আল-আমিন এবং তার ভাই আনোয়ার হোসেন বাবু ইমনকে এক হাজার টাকার প্রলোভনে জুনায়েদ হাসান রিমনকে নির্জন স্থানে নিয়ে যাওয়ার জন্য রাজি করে। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী জুনায়েদ হাসান রিমনকে চক থেকে একটু দূরে ধানক্ষেতের আইলে নিয়ে যায়। সেখানে আগেই থেকেই আল-আমিন এবং তার ভাই অপর আসামী আনোয়ার হোসেন বাবু অবস্থান করছিল। রিমন তাদের কাছাকাছি যাওয়া মাত্রই আল-আমিন তার কোমর থেকে গামছা বের করে রিমনের মুখ চেপে ধরে এবং সাথে সাথে ইমন আসামির হাতে থাকা চাকু নিয়ে জুনায়েদ হাসান রিমনের গলায় উপর্যুপরি আঘাত করে। হত্যা নিশ্চিতের পর তারা ওই স্থানেই লাশ ফেলে আসে। পরদিন এলাকাবাসীর ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্বার করে। 



সোনারগাঁও দর্পণ :

স্থানীয় নেতাকর্মীদের সাথে ইফতার করেছে সোনারগাঁও উপজেলা যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৮ এপ্রিল) মোগরাপাড়া  চৌরাস্তায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেশ ও জাতীর কল্যাণের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াৎ চেয়ে বিশেষ মুনাজাত করা হয়।

উপজেলা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের আহ্বাবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ - ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা এইচ এম মাসুদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের আহ্বাবায়ক কমিটির যুগ্ম সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন চেয়াম্যান মাসুদুর রহমান মাসুম, বাচিপ’এর কেন্দ্রীয় নেতা ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান রবিনসহ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 



সোনারগাঁও দর্পণ :

মাদকাসক্ত বাবার লাঠির আঁঘাতে সজিব মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের  বেহাকৈর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার (১৬ এপ্রিল) রাতে পারিবারিক কলহের ঘটনায় আহত হলেও রোববার সন্ধ্যায় সজিব মারা যায়। ছেলের মৃত্যুর পর মাদকাসক্ত বাবাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের আফজাল হোসেনের মাদকাসক্ত ছেলে রুবেলের সাথে প্রায়ই তার স্ত্রী’র সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হতো। ঝগড়া হলে রুবেল তার স্ত্রী;কে বিভিন্নভাবে নির্যাতন করতো। কিছুদিন আগেও তাদের মধ্যে ঝগড়ার রেশ ধরে স্বামী সংসার ও ছেলে রুবেলকে রেখে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এরপর থেকেই সজিব দাদির সাথে বাবার সংসারেই বসবাস করতো। শনিবার রাতে আবারও পারিবারিক কলহের সৃষ্টি হলে বাবা রুবেল ছেলে সজিবকে লাঠি দিয়ে বেদম পিটিয়ে আহত করে। নির্যাতনের এক পর্যায় সজিবের নাক ও কান দিয়ে রক্ত বের হলে সজিবকে স্থানীয় হাসপাতাল ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মাদকাসক্ত বাবাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 



সোনারগাঁও দর্পণ :

ডাকাতির প্রস্তুতিকালে মাসুম ও রিপন নামে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।  গতকাল শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে  সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের মজলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

থানা পুলিশ জানায়, বারদি ইউনিয়নের মছলন্দপুর গ্রামে শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত ওই গ্রাসের ব্যবসায়ী রোকন মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামের চারদিক  থেকে ডাকাত দলকে ঘিরে ফেরে তারা। এসময় কৌশলে অন্যান্যরা পালিয়ে েেগলও ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে পুলিশের কাছে সোপর্দ করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আটক হওয়া দুই ডাকাতের মধ্যে  মাসুম চেঙ্গাকান্দি গ্রামের মিলন মিয়ার ছেলে এবং রিপন একই গ্রামের সামসুল হকের ছেলে। সকালে হাসপাতালে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এরআগেও আটককৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। 



সোনারগাঁও দর্পণ :

গত শুক্রবার (১৫ এপ্রিল) সোনারগাঁও উপজেলার সনমান্দিতে জেলা আওয়ামী লীগ নেতা ও এফবিসিসিআই নেতা এসএম জাহাঙ্গীর হোসেনের লোকজনের হাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহামুদুল হাসান দুলালকে নাজেহালের ঘটনার ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকেই উপজেলার রাজনৈতিক মহলে বিষয়টি সকলের মুখে মুখে। সকলের একটাই প্রশ্ন হামলার নেপথ্যে মুলত কি ? আসলেই চাঁদা না জমি দখলে বাঁধা।

যদিও ঘটনার পর স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান দুলাল বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করেন। যে অভিযোগে এসএম জাহাঙ্গীর হোসেনসহ ৬ জনকে আসামী করা হয়।

মাহামুদুল হাসান দুলাল অভিযোগে উল্লেখ করেন, তিনি উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় অবস্থিত ডিপলেড ওয়্যার লিঃ এর সুপারভাইজার। গত শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা আওয়ামী লীগের নেতা এসএম জাহাঙ্গীর হোসেনের নেতৃতে বড় ভাই এসএম জামাল উদ্দিন, তার ভাগিনা মামুন, খোরশেদ, জসিম উদ্দিন ও সাগরসহ অজ্ঞাত আরো ৪-৬ জন জোর পূর্বক ডিপলেড ওয়্যার লিঃ এর ভেতরে প্রবেশ করে প্রথমে কোম্পানীর নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করে। এক সময় তারা ৩০ লাখ চাঁদা দাবি করেন। এমন খবর  পেয়ে তিনি সাথে সাথে ঘটনাস্থলে যান। তাকে ঘটনাস্থলে দেখামাত্রই উল্লেখিত ব্যক্তিরা সন্ত্রাসী স্টাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা দুলালকে মারপিট শুরু করে।

অপরদিকে, ‘সোনারগাঁও দর্পণ’ এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতার সাথে কথা বলে। তাদের প্রায় সকলেরই একই দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক ্রওই নেতারা জানান, এস এম জাহাঙ্গীর হোসেন দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার ছোট ভাই সনমান্দি ইউনিয়নের পর পর দু’বারের নির্বাচিত চেয়ারম্যান। চাঁদা চাওয়ার যে কথাটি উঠেছে তা কতটুকু সঠিক সে বিষয়ে সন্দিহান। দবে, বিষটি তদন্ত হওয়া উচিৎ। 

এ দিকে, এসএম জাহাঙ্গীরের সাথে কথা হলে তিনি দাবি করেন, ডিপলেড ওয়্যার লিঃ তার জায়গা দখলে নেয়ার চেষ্টা করলে তিনি প্রতিষ্ঠানের লোকজনকে বাঁধা দেন। চাঁদা দাবির  কোন প্রশ্নই আসেনা। 



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনকে বলছি। জনগণের মনের ইচ্ছা বুঝার চেষ্টা করুন। চৌরাস্তা এলাকার থানা সড়কের নিত্যদিনের তীব্র যানজট নিরসনে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করুন। পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগই প্রমাণ, ইচ্ছা থাকলে যানজট কেন ? সম্মিলিত প্রচেষ্টায় যে কোন কাজেই সফল হওয়া যায়। 

এটাতো নিশ্চিত যে, অন্ততপক্ষে রমজান মাসে কোন মানুষ যানজট চাননা। তারা চান নির্ভিঘেœ ও যথাসময়ে স্ব-স্ব স্থানে পৌছাতে। সাধারণ জনগণ চাননা তীব্র যানজটে থেকে ২ মিনিটের রাস্তা ২০ থেকে ৩০ মিনিটে যেতে। যদিও কালেভদ্রে দেখা যায়, কোন কোন রাজনৈতিক ব্যক্তি বা প্রভাবশালী কেউ রাস্তায় বাঁশ বা কিছু ফেলে বা লাঠি হাতে দাড়িয়ে যানজট নিরসনে বিশেষ কিছু করার প্রাণপন চেষ্টা করতে। শুধুমাত্র ফটোশেসন করে এসব লোক দেখানো কার্যক্রম বন্ধ করুন। মানুষ এসব দেখতে চাননা। তারা চান প্রকৃতপক্ষে সোনারগাঁওয়ের যে সকল এলাকায় প্রতিদিন যানজটের কবলে পরে মানুষ কষ্ট পায় তা নিরসনের।

সাধারণ পথচারী, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের সাথে কথা বলে ‘সোনারগাঁও দর্পণ’ মনে করে, সরু সড়কে অতিরিক্ত মিশুক,সিএনজি আর অটোরিক্সার উপস্থিতির সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল আনা নেয়ার কাজে ব্যবহৃত বড় বড় যানবাহন, সড়কের পাশে দাড়িয়ে রেখে দিনের বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালামাল উঠা-নামা করা এবং গাড়ি রাখার জন্য নির্দিষ্টস্থান না থাকায় সরু সড়কের বড় একটি অংশ দখল করে যানবাহনের স্ট্যান্ড তৈরি করা আর  বিভিন্ন দোকানের সামনের অংশে মানুষ চলাচলের স্থানে ফুটপাত বসানোই এ যানজটের মুল কারণ।

সাধারণ মানুষ মনে করে, সর্বোচ্চ সাড়ে ৬ থেকে ৭ ফুট উচ্চতার বেশি কোন গাড়ি দিনের বেলায় যেন থানা রোডে চলাচল করতে না পারে, সে লক্ষ্যে চৌরাস্তা সড়কের মাথায় এবং পিঠাওলির পুল এলাকায় বাঁশ বা লোহা দিয়ে ব্যরিকেট তৈরি করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় যন্ত্রদানবগুলোকে বিকল্প সড়ক হিসেবে ত্রিবর্দী পুরান সড়ক দিয়ে যাদুঘর ১নং গেইট হয়ে শহীদ মজনুপার্ক দিয়ে চলাচলের ব্যবস্থা করাতে পারলে যানজট ৫০ ভাগ কমে যাবে। এছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের মালামাল যেন রাত ৮ টা বা ৯ টার আগে রাস্তার পাশে যানবাহন রেখে উঠা-নামা করতে না পারে তা নিশ্চিত করা। প্রয়োজনে স্থানীয় প্রশাসন থেকে প্রজ্ঞাপন জারি করে তা কার্যকর করা। আর ফুটপাত থেকে অজাচিত দোকান পাট তুলে দেয়া।

যদিও এসব ক’টি বিষয়ের সাথে কোন না কোন রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনের অসাধু কোন না কোন ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তিদের মাসোয়ারা লেনদেনের কথা স্থানীয় এলাকার বাতাসে উড়ে। তবে, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে হলে সাধারণ মানুষের মনের কথা বুঝে, রমজান মাসে নিজের স্বার্থের দিকে না তাকিয়ে একটু কঠোর হয়ে ঐক্যবদ্ধভাবে যানজট নিরসনে সংশ্লিষ্ট সকলে এগিয়ে আসবে এটাই সাধারণ মানুষ মনে করে।  



সোনারগাঁও দর্পণ :

গত কয়েকদিন ধরেই পাগলা কুকুর আতঙ্কে দিন কাটাচ্ছেন সোনারগাঁওয়ের সাদিপুর, জামপুর, পিরোজপুর, মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ। ক্ষণে ক্ষণে সংবাদ পাওয়া যাচ্ছিল কুকুরের কামড়ে আহতদের খবর। কিন্তু গত দুই-এক দিন ধরে এ সংকট তীব্র আকার ধারণ করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগ মূহুর্তে শিশু ও নারীসহ আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। ঘটনাটি ঘটেছে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ও ভিন্নিপাড়া এলাকায়।

ইতোমধ্যে সোনারগাঁও সরকারি কলেজ জামে মসজিদ থেকে বৃহস্পতিবার মাগরিব নামাজ আদায় শেষে মাইকে এলাকাবাসীকে পাগলা কুকুড় থেকে সতর্ক থাকতে প্রচার করা হয়েছে।

এর আগে একাধিক মুসল্লী জানায়, মাগরিব আযানের কিছু আগে কাবিলগঞ্জ এলাকায় সাদা রংয়ের কালো লেজ বিশিষ্ট একটি পাগলা কুকুর কমপক্ষে শিশু ও নারীসহ ১৩ জন গ্রামবাসীকে কামড়িয়ে আহত করে।

এরআগে ভিন্নিপাড়া এলাকায়ও ২ জনকে কামড়ায় ওই কুকুরটি। মূহুর্তের মধ্যে সংবাদটি স্থানীয় এলাকায় প্রচার হলে দমদমা, কাবিলগঞ্জ, বিশেষ খানা এবং খুলিয়াপাড়া এলাকাবাসীর মধ্যে পাগলা কুকুর আতঙ্ক বিরাজ করছে।

এরআগে গতকাল বুধবার খুলিয়াপাড়া গ্রামে দুই শিশুকে এবং বন্দরের নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় তিনজন শিশুকে কামড়িয়ে আহত করেছে পাগলা কুকুর।

এছাড়াও জামপুর, পিরোজপুর  এবং সাদিপুর ইউনিয়নেও গাগলা কুকুড়ে মানুষের আহত হওয়ার খবর লোকমুখে চাউর হচ্ছে।

এরইমধ্যে বিষয়টি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি’কে অবহিত করা হয়। তবে, আগামী সোমবারের আগে এ বিষয়ে তেমন কিছু করার কোন সুযোগ আপাতত নেই বলে তিনি অভিযোগকারীদের জানান। তবে সকলকে এই কয়টা দিন একটু সতর্ক হয়ে চলাচলের জন্য অনুরোধ করেন।  

তবে, ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি-অনতিবিলম্বে সোনারগাঁও থানা পাগলা কুকুর নিধন সংশ্লিষ্ট কাজে জড়িত সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানকে এ বিষয়ে এগিয়ে এসে কার্যকর ভূমিকা রেখে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার।



সোনারগাঁও দর্পণ :

বছর ঘুরে একবার রমজান মাস আসলেও ভবিষ্যতে বছরে দুইটি রমজান মাস পাবেন মুসলমান সম্প্রদায়। ‘দ্য ইসলামিক ইনফরমেশন সৌদি আরব’র সংবাদমাধ্যম নিউজ ২৪ এর বরাত দিয়ে এমনই সংবাদ প্রকাশ করেছে দেশীয় অনলাইন পোর্টাল ‘সময় নিউজ ডট টিভি’। ১০ এপ্রিল রোববার ২টা ৪০ মিনিটে ‘সময় নিউজ ডট টিভি’ তাদের লাইফ স্টাইল বিভাগে সংবাদটি প্রকাশ করে। ‘সোনারগাঁও দর্পণ’ এর পাঠকদের জন্য ‘সময় নিউজ ডট টিভি’র প্রকাশ করা সংবাদটি হুবহু তুলে ধরা হলো।

২০৩০ সালে ২টি রমজান, রোজা হবে ৩৬টি !

বছর ঘুরে রমজান মাস একবার এলেও, মুসলমানরা ২০৩০ সালে রমজান মাস পাবে দুবার। দ্য ইসলামিক ইনফরমেশন সৌদি আরবের সংবাদমাধ্যম নিউজ ২৪-এর প্রতিবেদন এ খবর নিশ্চিত করেছে।

সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পবিত্র মাস মাহে রমজান। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের বিশেষ এই মাসটি মহান আল্লাহর তরফ থেকে মুমিন বান্দাদের জন্য অফুরন্ত নেয়ামত আর বরকতে পরিপূর্ণ।

বরকতের এই মাসটি প্রতিবছর একবার পাওয়া গেলেও ২০৩০ সালে রমজান মাস দুবার পাওয়া যাবে। দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি নিশ্চিত করেছেন, ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে।

কারণ হিসেবে চন্দ্র বিশেষজ্ঞরা বলছেন, ইংরেজি বর্ষপঞ্জি ও চান্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে। সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে। কিন্তু চান্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় ২৯ অথবা ৩০ দিনে। মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চান্দ্র বছর ১১ দিন কমে যায়।

চন্দ্র বিশেষজ্ঞ মিনহাল খান জানান, এভাবে বছরে ১১ দিন পার্থক্য থেকে যাওয়ায় ২০৩০ সালে দুবার রমজান মাস পাবে মুসলমানরা।

এ বিষয়ে সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ মনে করেন, দুবার রমজান মাসের সঙ্গে সে বছর রোজা হবে ৩৬টি। তবে এই ৩৬টি রোজা একবারে হবে না।

চান্দ্রবর্ষ হিসাবমতে, ২০৩০ সালের প্রথম রমজান মাস পাওয়া যাবে ৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারী। এ হিসাবে ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাসের রোজা হবে ৩০টি।

এর ঠিক ১০ মাস পর আরও একটি রমজান মাস পাওয়া যাবে।  অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া এই রমজান মাসে রোজা হবে ৬টি।

ইংরেজি বর্ষপঞ্জি ও চান্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে মুসলমানরা ২০৩০ সালে দুটি রমজান মাস পাবে। সেই সঙ্গে রোজা পাবে ৩৬টি।



সোনারগাঁও দর্পণ :

গ্রামবাসীর সহযোগিতায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার কাঁচপুর চেঙ্গাইন এলাকার খালপাড় নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঁচপুর এলাকার বিভিন্ন বাড়িতে দীর্ঘদিন ধরে প্রায়ই ডাকাতি সংঘটিত হচ্ছিল। ফলে ডাকাতের আক্রমন থেকে রক্ষা পেতে প্রতি রাতে গ্রামবাসীরা পালা দিয়ে পাহারার ব্যবস্থা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চেঙ্গাইন খালপাড় এলাকায় ১০-১৫ জনের মুখোশধারী একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গ্রামবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে, সোনারগাঁও থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাতের ঘোষণা দিলে গ্রামবাসীরা স্বস্ব অবস্থান থেকে জেগে উঠলে ৭ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ (ছোড়া, লোহার রড) গ্রেফতার করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো, মুন্সিগঞ্জ সদর উপজেলার হাট লক্ষীগঞ্জ গ্রামের মৃত নীল কমল দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস, একই এলাকার শ্যামল চন্দ্র দে’র ছেলে শিমুল চন্দ্র দে, মৃত পরিতোষ বর্মনের ছেলে চন্দন বর্মন, দুলাল চন্দ্র মনি’র ছেলে অপু চন্দ্র মনি, মৃত আব্দুল মজিদ বেপারির ছেলে সুবেল বেপারি, দাউদকান্দি উপজেলার বাওরখোলা গ্রামের কালু মিয়ার ছেলে রুবেল, সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মৃত নাসিরউদ্দিনের ছেলে জুয়েল রানা। 

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতারকৃত ৭ ডাকাতের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।



সোনারগাঁও দর্পণ :

দরগাহ বাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে সাংস্কৃতিকর্মী, শিক্ষানুরাগী ও চাইল্ড ডেভেলপমেন্ট একাডেমি সোনারগাঁও (সিডাস) এর প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ খসরুল হাসানকে। শনিবার (৯ এপ্রিল) বাদ জোহর নামাজে জানাজা শেষে তাঁকে মোগরাপাড়া ইউনিয়নের দরগাহ বাড়ি কবরস্থানে দাফন করা হয়। এরআগে শুক্রবার রাতে হৃদযন্ত্রেও ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। 

নামাজে জানাজার আগে উপস্থিত এলাকাবাসী মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং জীবদ্দশায় তাঁর জীবনের সকলগুণাহ মাফের জন্য উপস্থিত সকলের কাছে অনুরোধ করেন।

জানাজার নামাজে জেলা পরিষদের সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্ববায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্ববায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু,  সোনারগাঁও উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন এর বিভিন্ন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খসরুল হাসানের বাড়ি বরিশাল হলেও প্রায় ২ যুগের বেশি সময় ধরে তিনি সোনারগাঁওয়ে বসবাস করতেন। প্রথমবস্থায় স্কুলে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতা করা কালীণ মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা গ্রামের সামসুদ্দিন মিয়ার বড় মেয়ে মনি আক্তারের সাথে বিয়ে হয়। খসরুল হাসান ছিলেন সোনারগাঁওয়ে কিন্ডার গার্টেন স্কুলে আধুনিক শিক্ষা ব্যবস্থা শুরু করার অন্যতম কারিগর।

জীবদ্দশায় খসরুল হাসান এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি ও বন্ধুবান্ধব রেখে গেছেন।



সোনারগাঁও দর্পণ :

চার বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার সময় আরিফ (৩০) নামে এক নরপশুকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের শেখের হাট এলাকায় এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার আরিফ শেখের হাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে আরিফ শিশুটিকে ফুসলিয়ে ঘরের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর আর্তচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গেলে লম্পট আরিফ পালানোর চেষ্টা করে। এমনকি শিশুটির চাচা অভিযুক্ত আরিফের কাছে এর কারণ জানতে চাইলে আরিফ শিশুটির চাচাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করে। 

এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে আরিফকে ধরে গাছের সাথে বেধে গণধোলায় দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নরপশু আরিফকে আটকের পাশাপাশি শিশুটিকে উদ্ধার করে। 

স্থানীয়দের অভিযোগ, এর আগেও আরিফ আপর একটি শিশুকেও ধর্ষণের চেষ্টা করেছিল। 

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আরিফ বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা শেষে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হবে।


সোনারগাঁও দর্পণ :

আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য সনাতন ধর্মাললম্বিদের অন্যতম মহাতীর্থস্থান লাঙ্গলবন্দ  স্নানোৎসব। এ উপলক্ষে গতকাল এক বিশেষ সভা শেষে আজ ৩ এপ্রিল লাঙ্গলবন্ধের বিভিন্ন ঘাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ) শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আমির খসরু।

লাঙ্গলবন্ধের  স্নানোৎসব এলাকায় অবস্থিত বিভিন্ন স্নানঘাট, পূজা মন্ডপ, পূণ্যার্থীদের থাকার জায়গা , গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান, পানি ও বিদ্যুৎসহ বিভিন্ন মৌলিক বিষয়গুলোর ব্যাপারে খোজ খবর নেন পরিদর্শনে যাওয়া দুই পুলিশ কর্মকর্তা। 

এক প্রতিক্রিয়ায় তারা জানান, এই তীর্থস্থানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পুণ্যার্থীর আগম ন ঘটে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তাসহ সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয়। তারই অংশ হিসেবে এখানে পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া, ১ হাজার ২০০ পুলিশের পাশাপাশি র‌্যাব, এস বি, ডি এস বি, এন এস আই, আনসারসহ সাদা পোশাকে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিবেন।

পরিদর্শনের সময় মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদ হোসেন মাকসুদ, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা,  নারায়ণগঞ্জ জেলা পুলিশের টি আই আব্দুল করিম শেখ  ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বন্দর থানার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বন্দর থানার সাংগঠনিক সম্পাদক রিপন দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৮ এপ্রিল, ২৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ শুক্রবার দিবাগত রাত ৯ টা ১১ মিনিট থেকে শনিবার দিবাগত রাত ১১ টা পর্যন্ত এই  স্নানোৎসব চলবে।



সোনারগাঁও দর্পণ :

আগামীকাল ৩ এপ্রিল রোববার থেকে প্রথম রমজান শুরু হচ্ছে। সে লক্ষ্যে আজ ২ এপ্রিল প্রথম তারাবিহ্’র নামাজ পড়বে ধর্মপ্রাণ মুসলমানরা। যদিও মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশের আকাশ সীমায় শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় সে সকল দেশের মুসলমানেরা আজ থেকে রমজান পালন শুরু করেছেন তারা। 

এদিকে, আজ সন্ধ্যায় দেশের ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির সদস্যদের চাঁদ দেখতে বসার কথা রয়েছে। তবে, ইসলামী চিন্তাবিদদের মতে, আরবি মাস যেহেতু ২৮ ও ৩১ দিনে হওয়ার সুযোগ নেই। অপরদিকে, রমজানও ২৮ বা ৩১ টি হওয়ার সুযোগ নেই। সে দিক বিবেচনায় আজ শাবান মাসের ২৯ তারিখ। তাই আগামীকালই আমাদের দেশে প্রথম রমজান হওয়ার কথা। এছাড়া বিগত দিনেও আমরা দেখেছি, সৌদি আরবে যে দিন রমজান শুরু হয় তার পর দিন আমাদের দেশের আকাশ সীমায় শাবানের চাঁদ দেখা যায় এবং আমরা রমজান বা রোজা পালন শুরু করি। যদিও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) রমজান রাখার বিষয়ে বলেছেন, “তোমরা চাঁদ দেখে মাহে রমজান শুরু কর এবং চাঁদ দেখে তা থেকে বিরত থাকো।”

‘সোনারগাঁও দর্পণ’ এর পক্ষ থেকে সকলকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা। আসুন আমরা পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করি।



সোনারগাঁও দর্পণ :

ব্যবসা না, সেবাকেই প্রাধান্য দিয়ে সোনারগাঁওয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো ডক্টরস’ হেলথ কেয়ার লিঃ। উদ্বোধনের পর ‘সোনারগাঁও দর্পণ’র সাথে একান্ত সাক্ষাৎকালে হাসপাতালটির চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা এবং দুই পরিচালক সাংবাদিক সিরাজুল ইসলাম ও আলমগীর হোসেন জানান তাদের প্রতিষ্ঠান বিষয়ে আদ্যপান্ত। দেখান ৬ তলা ভবনের নীচতলা থেকে সবগুলো ফ্লোর। 

সোনারগাঁও উপজেলার থানা রোডে হাবিবপুর কবরস্থানে বিপরীতে ৬ তলা বিশিষ্ট মোল্লা প্লাজায় অবস্থিত  ডক্টরস’ হেলথ কেয়ার লিঃ এর নীচতলায় রয়েছে রিসিপশন, রিপোর্ট ডেলিভারী, জরুরী বিভাগ, এক্স রে, অফিস রুম ও ফুড কর্ণার।

দ্বিতীয় তলায় রয়েছে, ইনফরমেশন, ডক্টরস চেম্বার, হাসপাতালের নিজস্ব ফার্মেসী, ইসিজি রুম, আলট্রাসনোগ্রাম ও প্যাথলজি বিভাগ।

তৃতীয় তলায় রয়েছে ভিআইপি ও সাধারণ ক্যাবিন। চতুর্থ তলায় রয়েছে ২টি অপারেশন থিয়েটার কক্ষ, পোস্ট অপারেটিভ, সার্জন রুম এবং সাধারণ ডেলিভারী রুম।

পঞ্চম তলায় ভিআইপি কেবিনের সাথে রয়েছে, পুরুষ ও মহিলা ওয়ার্ড। 

৬ষ্ঠ তলায় বেশ কয়েকটি ভিআইপি কেবিনের সাথে আছে প্যাথলজি ল্যাব।

চেয়ারম্যান আবুল কাশেম জানান, এই হাসপাতালে দালালদের কোন স্থান নেই। তাই সকল রোগীদের জন্য আমরা ২৫ ভাগ ছাড় দেয়ার ব্যবস্থা রেখেছি। 

হাসপাতালটির অন্যতম পরিচালক সাংবাদিক সিরাজ ও আলমগীর হোসেন জানান, ডক্টরস’ হেলথ কেয়ার লিঃ এ ৩ জন এমবিবিএস ডাক্তার ২৪ ঘন্টা সেবা প্রদানে কাজ করবেন। যে কোন দিন, যে কোন সময়, যে কোন রোগের জন্য এ হাসপাতাল সেবা দিতে খোলা থাকবে।

তারা জানান - এখানে ব্যবসা নয়, সেবাই প্রথম। এই মানসিকতা নিয়েই আমরা সকলে ঐক্যবদ্ধ। 



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ হাসপাতালের কার্যক্রম শুরু করেছে ‘ডক্টরস’ হেলথ কেয়ার লিঃ’। ‘প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবায় আপনজন’ এই শ্লোগানে সোনারগাঁওয়ে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও সার্বক্ষণিক লিফট সুবিধা সম্বলিত অত্যাধুনিক হাসপাতাল ডক্টরস’ হেলথ কেয়ার লিঃ এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। শুক্রবার সকালে মোগরাপাড়া চৌরাস্তার অদূরে হাবিবপুর কবরস্থানের বিপরীতে থানা রোডের মোল্লা প্লাজায় এ হাসপাতালের উদ্বোধন করা হয়। ডক্টরস’ হেলথ কেয়ার লিঃ এর চেয়ারম্যান আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি সাংসদ লিয়াকত হোসেন খোকা তার বক্তব্যে এ প্রতিষ্ঠান থেকে রোগীরা ভাল ও উন্নত মানের সেবা পাবেন বলে প্রত্যাশা করেন। পরে তিনি হাসপাতালের উদ্বোধন ঘোষণা করে লগো উন্মোচন করেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের হাসপাতালের সেবার মান ও অত্যাধুনিক সরঞ্জামাদির বিষয়ে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মশিউর রহমান অপু। এরও আগে হাসপাতালের সেবা বিষয়ে বক্তব্য দেন ডাঃ গাজী জাহাঙ্গীর হোসেন, পরিচালক (অর্থ) মোঃ আসাদুজ্জামান, পরিচালক (মার্কেটিং) মোঃ ইউসুফ আতিক, পরিচালক (প্রশাসন) ডাঃ আমিরুল ইসলাম সজিব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সামসুল ইসলাম ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সিসহ অনেকে।







সোনারগাঁও দর্পণ :

বর্তমান সরকার সারাদেশের বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন করেছে, সে উন্নয়ন বিশ্ববাসীর চোখে পড়ে। কিন্তু বিএনপি’র নেতাকর্মীদের চোখে পড়ে না। তারা সরকারের উন্নয়নের বিষয়ে রিরূপ মন্তব্য করে। ফলে, বিএনপি’র এসকল নেতিবাচক কথাবার্তার জন্য দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। শুক্রবার বিকেলে সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নে অবস্থিত ‘আস্থা ফিড কোম্পানী লিমিটেড’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের কাছ থেকে জানতে চায়, শিখতে চায় করোনাকালীণ সময়ে কোন সহযোগিতা ছাড়া দেশের অর্থনীতি সচল রেখে কিভাবে এতো উন্নয়ন সম্ভব। অথচ বিএনপি’র নেতাকর্মীদের চেখে বর্তমান সরকারের কোন উন্নয়নই চোখে পড়ে না। 

তিনি বলেন, করোনাকালীন সময়ে বর্তমান সরকার করোনা ভাইরাস প্রতিরোধে ভুমিকা রয়েছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সারা বিশ্ব ভূয়সী প্রশংসা করে। অথচ, করোনাকালীন সময়ে বিশ্বের বড় বড় শক্তিশালী দেশও অর্থনীতিতে হিমসিম খেয়েছে। অথচ সেখানে বাংলাদেশের সুচক পাকিস্থানকে ছাড়িয়ে গেছে। বর্তমান সরকারের উন্নয়নের ফলে বিএনপির নেতাকর্মীরা রাস্তা দিয়ে ‘সা-সা’ করে গাড়ি চালিয়ে যায়। তারপরও বলে দেশে কোন উন্নয়ন হয়নি। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ - ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ - ৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়াসহ অনেকে। 


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget