সোনারগাঁও দর্পণ :
মাদকাসক্ত বাবার লাঠির আঁঘাতে সজিব মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার (১৬ এপ্রিল) রাতে পারিবারিক কলহের ঘটনায় আহত হলেও রোববার সন্ধ্যায় সজিব মারা যায়। ছেলের মৃত্যুর পর মাদকাসক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের আফজাল হোসেনের মাদকাসক্ত ছেলে রুবেলের সাথে প্রায়ই তার স্ত্রী’র সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হতো। ঝগড়া হলে রুবেল তার স্ত্রী;কে বিভিন্নভাবে নির্যাতন করতো। কিছুদিন আগেও তাদের মধ্যে ঝগড়ার রেশ ধরে স্বামী সংসার ও ছেলে রুবেলকে রেখে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এরপর থেকেই সজিব দাদির সাথে বাবার সংসারেই বসবাস করতো। শনিবার রাতে আবারও পারিবারিক কলহের সৃষ্টি হলে বাবা রুবেল ছেলে সজিবকে লাঠি দিয়ে বেদম পিটিয়ে আহত করে। নির্যাতনের এক পর্যায় সজিবের নাক ও কান দিয়ে রক্ত বের হলে সজিবকে স্থানীয় হাসপাতাল ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মাদকাসক্ত বাবাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Post a Comment