Halloween Costume ideas 2015
March 2022


সোনারগাঁও দর্পণ :

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র আওতাধীন বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সঞ্চালন লাইনে মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে তারা জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত সিএনজি, আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যে সকল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সে এলাকাগুলো হলো, গোদনাইল, হাজিগঞ্জ, ওয়াপদা পুল, ফতুল্লার পঞ্চবটি, মাইজদাইর, চাষাড়া, কুতুবাইল, ধর্মগঞ্জ তক্কার মাঠ, পাগলা, কুতুবপুর ইউনিয়ন, ঢাকা ম্যাচ, মুক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক, ধর্মগঞ্জ,  সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, কাঁচপুর, ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ এলাকা। 



সোনারগাঁও দর্পণ :

বিএনপি আর জাতীয় পার্টি আলাদা কোন বিষয় নয়। তাদের পৃথক করে দেখার সুযোগ নেই। সোনারগাঁও আওয়ামী লীগের ক্ষতি করতে তারা আজ ঐক্যবদ্ধ। বৃহস্পতিবার বিকালে কাঁচপুর ওমর আলী স্কুল মাঠে উপজেলার কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। 

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কায়সার আরও বলেন, গত বিএনপি-জামায়াত সরকারের শাসনামলে এই কাঁচপুর থেকেই বিএনপি-জামায়াত বিরোধী আন্দোলনের বীজ বপন করা হয়েছিল এবং উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ফলে বিএনপি-জামাত সরকারের পতন হয়েছিল। সেই আন্দোলনের ফসল হিসেবে আমরা নৌকার মনোনয়ন এনে সকলের অক্লান্ত পরিশ্রমে বঙ্গবন্ধু কন্যাকে নৌকার উপহার দিয়েছিলাম। আবারো সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার মনোনয়ন নিশ্চিত করতে হবে। 

উপস্থিত নেতাকর্মীদের কাছে কায়সার হাসনাত আশ্বস্ত করে বলেন, বিগত সময়ে জাতীয় পার্টির নেতাকর্মী বা বিএনপি’র নেতা-কর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে নির্যাতন করেছে সে রকম কোন নির্যাতন আর কাউকে করতে পারবেনা, করতে দেয়া হবেনা।

কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, কেন্দ্রীয় নেত্রী নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, যুবলীগ নেতা আবু সাঈদসহ অনেকে। 


 




সোনারগাঁও দর্পণ : 

বর্তমান সরকার প্রহসনের রাজনীতি করছে এমন মন্তব্য করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রহসনের রাজনীতিকে বিএনপি ভয় পায় না। হামলা-মামলা করে সরকার পতনের আন্দোলন এবং তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন কোন ভাবেই  থামানো যাবেনা না। তারই প্রমাণ সোনারগাঁওয়ের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।  বুধবার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় অনুষ্ঠিত সোনারগাঁও থানা বিএনপি ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। 

রিজভী আরও বলেন, সোনারগাঁওয়ের উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কাঁচপুর থেকে মেঘনা ব্রীজ পর্যন্ত অবস্থান করে করে আগামী সরকার পতন সংগ্রামের নেতৃত্ব দিবে। 

 কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এবং সোনারগাঁও থানা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নানের সভাপতিতে বিএনপির যুগ্ম মহাসচিব আরো বলেন, আমরা এমন এক দুঃসময়ে বাস করছি যখন সত্য বলাও পাপ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাও পাপ। এখন যারা নানা অপকর্মে জড়িত তারা ক্ষমতাসীন লোক হওয়ার কারণে পার পেয়ে যায়। তাদের কিছুই হয়না। 

এ সময় সরকার দলীয় সমালোচিত এমপি পাপুল মানব পাচার ব্যবসার কথা উল্লেখ করে রিজভী বলেন, এসকল অপকর্মের সাথে যারা জড়িত তাদের কিছুই হয়না। যদিও পাপলু দেশের বাইরে আছে তবে, তার এত টাকা কোথা থেকে হলো, কেমন করে হলো? সরকারের এ ব্যাপারে ভ্রুক্ষেপ নেই। এ সময় নারায়ণগঞ্জের বহুল আলোচিত - সমালোচিত শীতলক্ষা নদীতে ৭ খুনের ঘটনাও উল্লেখ করেন তিনি। 

আওয়ামীলীগ, যুবলীগ আর পুলিশের কর্মকাণ্ডের মধ্যে কোন পার্থক্য নেই মন্তব্য করে পুলিশ ও সিভি প্রশাসনের বির্তর্কিত কর্মকর্তাদের কিছু অনৈতিক ও অসাংবিধানিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, সরকারী কর্মকর্তাদের বেতনের টাকা যখন দেশের জনগণের টেক্সের টাকায় হয় তখন কোন পুলিশ কর্মকর্তা আর সিভিল প্রশাসনের কর্মকর্তারা ওবায়দুল কাদের আর হাসান মাহমুদের মত হয় তাহলে জনগনের নিরাপত্তা কি বলেও প্রশ্ন রাখেন।

সম্মেলনে উপস্থিত বিএনপি ও এর অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীদের কন্ঠভোটে ২ বছরের জন্য  সোনারগাঁও উপজেলা এবং পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁও বিএনপি’র সভাপতি এবং মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। অফরদিকে, শাহজাহান মেম্বারকে পৌর বিএনপি’র সভাপতি ও মোতালেব মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। পরে দুটি কমিটিকেই ১০১ সদস্য বিশিষ্ট করে এক সপ্তাহের মধ্যে ঘোষণা করার নির্দেশ দেয়া হয়।

এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপি’র ঢাকা বিভাগীয়  সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বেনজীর আহম্মেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক নাসিরউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিবসহ সংগঠনটির জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।



সোনারগাঁও দর্পণ : 

আগামী ৩১ মার্চ সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভার  আহ্বান করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। ২৯ মার্চ মঙ্গলবার দুপুরে কায়সার হাসনাত তার নিজ ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ সভার  আহ্বান করেন।

কায়সার তার স্ট্যাটাসে লিখেন, আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল সহযোগি সংগঠনের উদ্যোগে এককর্মী সভার  আহ্বান করা হয়েছে। উক্ত সভায় যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

এদিকে, গত ২৮ মার্চ সন্ধ্যায় ৩১ মার্চের কর্মসূচীকে সফল করতে এক মত বিনিময় সভা হয়। সেখানে কাঁচপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা হয়েছে। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। এছাড়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সোনারগাঁও দর্পণ : 

যুবলীগ নেতা রবিউল ইসলামের চোখ উপড়ে ফেলার নির্দেশ দিয়েছেন গাজী মোবারক ওহেনুর নামে এক সৌদি প্রবাসী।  সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার নিজের ফেসবুক লাইভে এসে নদী খনন নিয়ে মোগরাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাফুরদী এলাকাবাসীদের এ নির্দেশ দেন তিনি।

নিজেকে আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবং উপজেলার ১১ টি ইউনিয়নের চেয়ারম্যানের কর্মকাণ্ড নিয়েও বিরূপ মন্তব্য করেন। তারা (নির্বাচিত জনপ্রতিনিধি) আলাদিনের চেরাগ পেয়েছেন এমন মন্তব্য করে গাজী মোবারক নিজেকে এলাকার একজন প্রভাবশালী বলেও পরিচয় দেন। ২৭ মিনিটের কিছু বেশি সময় ধরে লাইভে কথা বলা গাজী মোবারক তার বক্তব্যে আরো বলেন, তিনি কোন সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করেননা। তিনি তার ৯ নং ওয়ার্ডে কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেবেননা। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে প্রয়োজনে সে সন্ত্রাসীকে মেরে চোখ উপড়ে ফেলার নির্দেশ দেন এবং উপড়ে ফেলা সে চোখ প্যাকেট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌছে দেবেন বলেও ঘোষণা দেন। এক সময় তিনি কাফুরদী এলাকার থানা যুবলীগ নেতা রবিউল হুসাইনের নাম উল্লেখ করেন এবং সম্প্রতি কাইকারটেক হাট নিয়ে দ্বন্দ্বের কথা উল্লেখ করে রবিউল অনেক বাড় বেড়েছে জানিয়ে তার চোখ উপড়ে ফেলার নির্দেশ দেন। যদিও তার বক্তব্যে কদাচিৎ সাংসদ লিয়াকত হোসেন খোকা এবং থানা পুলিশকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কথাও বলেন।

কে এই গাজী মোবারক

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, সৌদি আরবের জেদ্দা প্রবাসী গাজী মোবারকের বাবার নাম গাজী কনিনুর। স্থানীয়ভাবে তিনি কয়ের সাব নামেই পরিচিত।  তারা ৪ ভাই ৩ বোন। ভাইদের মধ্যে মহাসিন, মোবারক এবং আসলাম প্রবাসী জীবন কাটাচ্ছেন প্রায় সতেরো থেকে আঠারো বছর। প্রায় ১৫/১৬ বছর আগে তার বোন নার্গিসের বিয়ে হয় শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামে। নার্গিসের শশুরবাড়িতে সংগঠিত এক ঝামেলা নিয়ে তার বাবা কহিনুরকে নার্গিসের শশুরবাড়ির লোকজন হত্যা করে লাশ ফেলে রাখে রাম গোবিন্দেরগাঁও এলাকার জমিতে। এ ঘটনার আগে থেকেই তারা তিন ভাই বিদেশ চলে যান। 

বর্তমানে গাজী হারুন নামে তার এক ভাই ব্যবসা করেন কাইকারটেক হাট জামে মসজিদের পাশে। হারুন রাজনৈতিকভাবে এক সময় জামায়েত ইসলামের রাজনীতি করতেন এবং একটি মাদ্রাসাও চালাতেন। জামায়াতের বর্তমান অবস্থা প্রতিকুল হওয়ায় ব্যবসা করেন। এরআগেও গাজী মোবারক ফেসবুক লাইভে এসে দাম্ভিকতা এবং প্রতিহিংসামুলক বক্তব্য রাখেন বলে এলাকাবাসী জানান। এ নিয়ে কাফুরদী এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। 

এ ব্যাপারে লাইভে এসে যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলার নির্দেশদাতা গাজী মোবারকের সাথে অনলাইনে সোনারগাঁও দর্পণ যোগাযোগ করতে চাইলে তা করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে সোনারগাঁও থানা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু সোনারগাঁও দর্পণ’কে জানান, বিষয়টি রবিউল আমাকে এখনো কিছু জানায়নি। যদি সে এ বিষয়ে আমার সহযোগিতা চায় তাহলে আইনানুগ যে কোন সহযোগিতা করতে আমি প্রস্তুত।



সোনারগাঁও দর্পণ : 

জিহাদ (২৫) নামে একাধিক মামলার এক আসামীর মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার কাঁচপুর বিসিকি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।  

পুলিশ জানায়, সোমবার ভোরে কাচঁপুর বিসিক এলাকায় এক যুবকের রক্তাক্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিহাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথায়, হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোন দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে লাশ ফেলে পালিয়েছে। পুলিশ আরও জানায়, নিহত জিহাদ কাচঁপর উত্তরপাড়া এলাকার নাহিদ মিয়ার ছেলে। তার বাবা একজন সবজি ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওসহ এ অঞ্চলে বেড়াতে আসা ভোজন রসিকদের ফাস্ট ফুড খাবার চাহিদা মেটাতে চালু হয়েছে ‘কলাপাতা বার্গার’। সোমবার (১৪মার্চ) বিকালে সোনারগাঁও উপজেলার চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় আল-মদিনা টাওয়ারের তৃতীয় তলায় বিশাল এলাকা জুড়ে এর যাত্রা শুরু হয়।

‘কলাপাতা বার্গার’র অন্যতম পরিচালক শিকদার মোতাহার মাসুম সোনারগাঁও দর্পণ’কে জানায়, আল-মদিনা শপিং এর তৃতীয় তলায় ৩৫ শ’ স্কয়ার বর্গফুট জায়গা নিয়ে কলাপাতা বার্গার’ এ মুলত বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন দিয়ে এর যাত্রা শুরু হলো। তবে, কলাপাতা বরাবরই ক্রেতাদের চাওয়া ও চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকে। তাই ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরো কিছু ফাস্ট ফুড আইটেম যুক্ত হতেও পারে। 

তিনি আরও জানান, ৩৫ শ’ স্কয়ার বর্গফুটের এ জায়গায় ১৫০ জনেরও বেশি অতিথি একসাথে বসে খাবার খেতে পারবে। এছাড়াও শিশুদের জন্য নির্মিত কিডস জোনে শিশুরা নিজেদের মতো করে সময় কাটাতে পারবে বলে তিনি জানান। 

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা অবদি খোলা থাকবে ‘কলাপাতা বার্গার’



সোনারগাঁও দর্পণ :

আওয়ামী লীগের সকল রাজনৈতিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রত্যাহার করেছে জেলা আওয়ামীলীগ। কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এ আদেশ প্রত্যাহার করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ বাবল। ফলে, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য লায়ন বাবুল তার পদে বহাল রয়েছেন।

এরআগে, গত ১২ই ফেব্রæয়ারী একটি ইসলামী অনুষ্ঠানে লায়ন বাবুল প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্য করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তাকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেয় জেলা আওয়ামীলী। 



সোনারগাঁও দর্পণ :

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর তৈরি নাপা সিরাপ ব্যবহারে নিশেধাজ্ঞা দিয়েছে ওষধ প্রশাসন অধিদপ্তর। সম্প্রতি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড উৎপাদিত নাপা সিরাপ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় এ নিশেধাজ্ঞা দেয়া হয়। 

এরআগে ১৩ বছর আগে রিড ফার্মাসিউটিক্যালসের তৈরি ভেজাল প্যারাসিটামল খেয়ে ২৮ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে।

রিড ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওই প্যারাসিটামল সিরাপে চামড়া ও বস্ত্র তৈরির কারখানায় ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক উপাদান ডাই ইথাইলিন গøাইকল ব্যবহৃত হয়েছিল। ক্ষতিকর ওই ওষুধ খেয়ে কিডনি বিকল হয়ে ২৮ শিশুর মৃত্যু হয়। আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের দুই শিশুর মৃত্যু নাপা সিরাপ নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

ঔষধ প্রশাসন অধিদপ্তর এরই মধ্যে দেশের সব বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাকে নিজ নিজ নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে নির্দিষ্ট ব্যাচের নাপা সিরাপ (প্যারাসিটামল ১২০ মি.গ্রা./৫ মি.গ্রা., ব্যাচ নম্বর ৩২১১৩১২১, উৎপাদন তারিখ ১২/২০২১, মেয়াদোত্তীর্ণ তারিখ ১১/২০২৩) নমুনা পরীক্ষা ও বিশ্লেষণের জন্য কেন্দ্রীয় ওষুধ পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এছাড়া পৃথক দুটি কমিটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানা সরেজমিনে পরিদর্শন করে নির্দিষ্ট ব্যাচের নাপা সিরাপ উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ ও ঘটনাস্থল আশুগঞ্জে সরেজমিনে তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য ছুটে গেছে।

ওষুধ শিল্পের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা বলছেন, শিশু দুটির মৃত্যু কি নাপা সিরাপে হয়েছে নাকি অন্য কোনো কারণে, তা সঠিকভাবে জানতে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। 

যে দুটি শিশুর মৃত্যু হয়েছে তারা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল বলে জানা গেছে। এক্ষেত্রে জ্বর ছাড়া অন্য কোনো অসুখ ছিল কি না, ওই সময় অন্য আরও কোনো ওষুধ সেবন করেছে কি না, যে নাপা সিরাপ সেবনের কথা বলা হচ্ছে সে ওষুধটি কী পরিমাণ অর্থাৎ কয় চামচ খেয়েছিল, খাওয়ার কতক্ষণ পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা কী চিকিৎসা দিয়েছিলেন, তখন কি শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল, হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার কতক্ষণের মধ্যে মৃত্যু হলো- তা জানা জরুরি।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আইয়ুব হোসেন জানান, নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগটি খতিয়ে দেখতে এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে অধিদপ্তর। সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করে আনার পাশাপাশি দুজন পরিচালকের নেতৃত্বে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে অভিযোগ উড়িয়ে দিয়ে তাদের তরফ থেকে কোন গাফিলতি করা হয়নি বলে দাবি করা হচ্ছে। 

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়। (সূত্র - জাগো নিউজ২৪ডটকম)



সোনারগাঁও দর্পণ :

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যে সোনারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁও শাখা। মঙ্গলবার (৮ই মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁও শাখার উদ্যোগে র‌্যালি পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহি’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁও উপজেলা শাখার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত।

বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাবে। সকল বাধা-বিপত্তিকে পিছনে ফেলে নারীই হবে সমাজের উজ্জ্বল নক্ষত্র। তিনি আরও বলেন, নারী দিবসের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। অনেক শোষণ-বঞ্চনার পরে আমাদের এই নারী দিবসটি পাওয়া। তাই, শুধু দিবস পালনের মাধ্যমে নারীর অধিকারকে সীমাবদ্ধ না রেখে সর্বক্ষেত্রে নারীর অধিকারের যথাযথ মর্যাদা আদায়ে কাজ করেেত হবে। দেশের প্রতিটি সেক্টরে নারীর যোগ্যতানুযায়ী যেন মূল্যায়ন করা হয় সে প্রত্যাশা করেন ডালিয়া লিয়াকত। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, সমবায় কর্মকর্তা আনিসা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিলা, সহকারী মৎস্য কর্মকর্তা কামরুন নাহার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার খাদিজাতুল কোবরা, প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি,  জীবণ সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান জাহানারা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন। 



সোনারগাঁও দর্পণ :

দাবিকৃত ঘুষের টাকা না পেয়ে আফজাল হোসেন নামে ব্যবসায়ীর ড্রেজার পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না’র বিরুদ্ধে। সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদি ছটাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীর অভিযোগ, ড্রেজারে আগুন দেয়ার ঘটনায় ড্রেজারের দুটি ইঞ্জিন, ৫ ড্রাম  তেল ও শ্রমিকদের বিভিন্ন কাপড়সহ কমপক্ষে ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

অভিযোগে ব্যবসায়ী আফজাল হোসেন জানায়, তিনি ড্রেজারের সকল বৈধ কাগজপত্র নিয়ে ড্রেজার ব্যবসা করছেন। সম্প্রতি বারদী এলাকায় একটি কোম্পানীর বালু ভরাটের কাজ পান এবং বালু ফেলার জন্য পাইপ বসান। বিষয়টি এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না জানতে পেরে বৃহস্পতিবার এসিল্যান্ড অফিসে ডেকে নিয়ে সার্ভেয়ার নুরে আলমের সামনে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় এসিল্যান্ড সোমবার ঘটনাস্থলে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে গাড়ি চালক আবু মিয়াকে দিয়ে ড্রেজারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে ড্রেজারের দুটি ইঞ্জিন, ৫ ড্রাম তেল ও শ্রমিকদের বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আফজাল হোসেনের দাবি,  ড্রেজারের বৈধ কাগজপত্র আছে জানালে অকথ্য ভাষায় গালমন্দও করেছে এসিল্যান্ড। তিনি বলেন, কাগজপত্র দেখে অবৈধ হলে জেল-জরিমানা করতে পারতেন। কিন্তু আইনের লোক হয়ে তিনি নিজেই আইন হাতে তুলে নিয়ে আইন লঙ্ঘন করেছেন। 

ঘুষ চাওয়ার বিষয়টি অস্বীকার করে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্নার দাবি, অবৈধ কাজে ব্যবহার করায় ড্রেজারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। মালিককে দু’দিন আগে ড্রেজার সরিয়ে নেওয়ার কথা বললেও সে সরিয়ে নেয়নি। এমনকি ঘটনাস্থলে গিয়ে কাউকে না পাওয়ায় ড্রেজারে আগুন দেওয়া হয়েছে। 

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী ঘটনাটি শোনেননি বলে জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এসিল্যান্ড নিজে ড্রেজারে আগুন দিতে পারেন না বলে জানান তিনি। 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।



সোনারগাঁও দর্পণ :

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে সোমবার  (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। 

পুষ্পস্তবক অর্পণের সময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি সন্মান জানান এবং শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস  চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



সোনারগাঁও দর্পণ :

ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (৭ মার্চ) দুপুরে সোনারগাঁও উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে তারা এ শ্রদ্ধা জানান। 

উপজেলা আওয়ামীলীগেরে আহ্ববায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ - ৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট ফজলে রাব্বি এবং নাসরিন সুলতানা ঝরাসহ উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সোনারগাঁও দর্পণ :

আজ ঐতিহাসিক ৭ মার্চ। ‘বাঙালীর মুক্তি’ ইতিহাসের বীজ রোপনের দিন। ১৯৭১ সালের এই দিনে রাজধানীর রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান  সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেন। যে ভাষণে বাঙালীর মুক্তির তীর আরও তীক্ষè হয়ে মুক্তিকামী বাঙালীর অন্তরে মুক্তির ধাঁমাকাকে আরো নাড়িয়ে দেয়। যে ভাষণে পাগলপারা হয়ে তৎকালীণ বাঙালীরা পাগল হয়ে যায় মুক্তির আশায়। 

এরআগে, ১৯৭০ সালে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করে। তাদের উদ্দেশ্য ছিল, যে-কোনভাবেই হোক পশ্চিম পাকিস্তানি রাজনীতিবিদদের কাছ থেকে ক্ষমতা পূর্ব পাকিস্তানিদের হাতে না দেয়া। এমতাবস্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ৩ মার্চ জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করেন।

কিন্তু অপ্রত্যাশিতভাবে ১লা মার্চ এই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়। এই সংবাদে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। ২রা মার্চ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঢাকায় এবং ৩রা মার্চ সারাদেশে একযোগে হরতাল পালিত হয়। ৩রা মার্চ পল্টন ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় পূর্ব বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় ৭ই মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক একত্রিত হয়। রেসকোর্স ময়দান পরিণত হয় এক জনসমুদ্রে। 

পূর্ব পাকিস্তানের তৎকালীণ ফিল্ম বিভাগের অন্যতম ছিলেন চলচ্চিত্র অভিনেতা আবুল খায়ের ও জি. জেড এম এ মুবিন। আবুল খায়েরের নির্দেশে জি. জেড এম এ মুবিন ধারণ করেছিলেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। জি. জেড এম এ মুবিনের মতে, সে দিন জনসভা শুরু হওয়ার কথা ছিল বিকাল তিনটায়। কিন্তু শুরু হয় সাড়ে তিনটার দিকে। এরআগে লোকে লোবারণ্য হয়ে যায় পুরো রেসকোর্স ময়দান। লাখ লাখ মানুষ অধির আগ্রহে অপেক্ষা করে বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য। ভাষণটি ১৮ মিনিটের কিছু বেশি। 

বঙ্গবন্ধুর ভাষণটি বিশ্লেষন করলে মুলত সেখানে বাঙালিদের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতের আহ্বান জানানো হয়। যেখানে প্রাধান্য দেয়া হয় সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। 

এছাড়া, দাবী আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানে সার্বিক হরতাল চালিয়ে যাওয়ার পাশাপাশি নিগ্রহ ও আক্রমণ প্রতিরোধে নিজস্ব শক্তি দিয়ে সর্বত্র ঐক্যবদ্ধ হওয়া। 

পরবর্তীতে যখনই আওয়ামী লীগ সরকার গঠন করে। তখনই স্বাধীনতার প্রকৃত ইতিহাস অক্ষুন্ন রাখতে বিভিন্ন কাজ করে। যার মধ্যে ভাষণটিও একটি। এক সময় বিশ্বের ১৩টি ভাষায় অনুবাদ করা হয় ভাষণটি। 

সবশেষ ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেয়। এরই মধ্য দিয়ে ইউনেস্কো পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে  সংরক্ষিত ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে (এমওডবিøউ) ’ ৭ মার্চের ভাষণসহ এখন পর্যন্ত ৪২৭ টি গুরুত্বপূর্ণ নথি হিসেবে সংগৃহীত হয়েছে।



সোনারগাঁও দর্পণ :

আওয়ামী লীগের জোটে থেকে এমপি হয়ে সোনারগাঁওয়ে আওয়ামী লীগকে বঞ্চিত করে বিএনপিকে সুসংগঠিত করছে। শুধু তাই নয়, সোনারগাঁও জাতীয় পার্টি স্থানীয় জামায়াত-বিএনপি ঘরনার লোকদের সকল সুযোগ-সুবিধা দিচ্ছে বলে মন্তব্য  করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম। শনিবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় শনিবার সকালে পৌর এলাকায় উপজেলার নব নির্বাচিত সকল জনপ্রতিনিধিদেরকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ২০০৮ থেকে ২০১৪ সাল সময়ে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের প্রতিটি  নেতাকর্মীদের দুঃসহ সময় গিয়েছে। যা তারা হাড়ে হাড়ে উপলব্দি করেছে। সে ধারাবাহিকতা এখনো অব্যাহত। বিগত সময়ে উপজেলা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সবাই হতাশার মধ্যে কাটিয়েছে, এখনো কাটাচ্ছে বলে জানান কালাম। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য এএইচএম মাসুদ দুলাল, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবুসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সস্মাননা পদক তুলে দেয়া হয়।




সোনারগাঁও দর্পণ :

নেতাকর্মীদের দেখানো পথেই হাটতে চান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় শনিবার সকালে পৌর এলাকায় উপজেলার নব নির্বাচিত সকল জনপ্রতিনিধিদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

নজরুল ইসলাম বাবুকে প্রমাণ হিসেবে তুলে ধরে কায়সার হাসনাত বলেন, আমাকে সাথে রেখে এক দিন নেত্রীকে (শেখ হাসিনা) নজরুল ইসলাম বাবু বলেছিলেন,  কায়সার জন্মসূত্রে আওয়ামী লীগ। তার বাবা, চাচারা সবাই আওয়ামী লীগার ছিলেন। সে বংশ পরমপরায় আওয়ামী লীগ। সে ক্ষেত্রে কায়সার জন্মগত ভাবেই আওয়ামী লীগার।

এ সময় তার চাচা প্রয়াত মোবারক হোসেন, মোশারফ হোসেন ও তার বাবা প্রয়াত আবুল হাসনাতের স্মৃতিচারণ করে অনেকটা আক্ষেপ করেই কায়সার বলেন, বর্তমানের প্রতিযোগিতার রাজনীতি আমাদের মানসিকতাকে নোংরা বানাচ্ছে। 

কায়সার বলেন, তিনি এক সময় রাজনীতি বুঝতেন না। কোন বক্তব্য দিতে পারতেন না। তার জীবনের প্রথম যে বক্তব্য দেন সেটি মাহফুজুর রহমান কালাম লিখে দিয়েছিলেন বলে সরল স্বীকারোক্তি দেন। তিনি বলেন, আমি বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শিখেছি। আমাকে সোনারগাঁওয়ের মানুষ চিনতনা। আপনারা আমাকে চিনিয়েছেন। আপনারা আমাকে আগে যে ভাবে পথ দেখিয়েছেন আমি চাই সব সময় সেভাবেই আপনারা আমাকে পথ দেখাবেন। আমি আপনাদের দেখানো পথে হেঁটে আগের কায়সার হতে চাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য এএইচএম মাসুদ দুলাল, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবুসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সস্মাননা পদক তুলে দেয়া হয়।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁয়ের নুনেরটেকের ‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’র প্রধান শিক্ষকের বাড়িতে হামলা ও পরবর্তীতে শিক্ষক পরিবারকে হত্যার হুমকী ও স্কুলের পাঠদান বন্ধ করার পায়তারার প্রতিবাদে নারায়ণগঞ্জের ৭১ জন কবি-লেখক-শিল্পী, শিক্ষক, সাংবাদিক এবং সংস্কৃতি ও মানবাধিকারকর্মী একটি বিবৃতি প্রদান করেছেন। আজ মঙ্গলবার তারা এ বিবৃতি দেন এবং স্বাক্ষর করেন। 

বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, “গত ২২ জানুয়ারি সোনারগাঁওয়ের নুনেরটেকের ‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’র প্রধান শিক্ষকের বাড়িতে নৃশংস হামলার ঘটনায় আমরা ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। ঘটনার পরবর্তীতে হামলাকারী দুর্বৃত্তদের কার্যক্রমে জনমনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা দ্রুত এই অবস্থার সুষ্ঠু পরিসমাপ্তি দাবি করছি। আমরা শিক্ষক পরিবার, স্কুল ও এলাকায় শিক্ষার পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং সাথে-সাথে উক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

বিবৃতিতে তারা আরও উল্লখ করেন, দেশের সংবিধান প্রতিটি নাগরিকের বিচার পাওয়ার অধিকার   নিশ্চিত করেছে। তাই আমরা তার (সংবিধানের) ব্যত্যয় দেখতে চাই না।” 


বিবৃতিতে স্বাক্ষর করেছেন, রফিউর রাব্বি, রথীন চক্রবর্তী, হালিম আজাদ, মাহবুবুর রহমান মাসুম, শামসুল আলম আজাদ, ভবানী শঙ্কর রায়, জাহিদুল হক দীপু, জিয়াউল ইসলাম কাজল, প্রদীপ ঘোষ বাবু, শহীদ আহমেদ মিঠু, ধীমান সাহা জুয়েল, শাহেদ কায়েস, মাইনুদ্দিন মানিক, রহমান মুজিব, শংকর প্রকাশ, নাফিজ আশরাফ, আরিফ বুলবুল, শাহীন মাহমুদ, শরীফ উদ্দিন সবুজ, মাকসুদ ইবনে রহমান, আফসার বিপুল, রঘু অভিজিৎ রায়, অসিত কুমার, বাদল শাহ্‌ আলম, কাজল কানন, ফাহমিদা আজাদ, অমল আকাশ, দীনা তাজরীন, শাকিল আহমেদ সাজু, কৃতী কণিকা, হাসান জাফরুল বিপুল, জীবন চৌধুরী, অঞ্জন দাস, রইস মুকুল, মনি সুপান্থ, জিয়াবুল ইমন, ইয়াসমিন জাহান নূপুর, মো. নাসির উদ্দীন, সুমনা আক্তার, রহমান সিদ্দিক, লাকী ওসমান, জাকির বিপুল, মাহবুব সাদিক, পিনটু  সাহা, সুমিত রায়, পলাশ দে, ইয়াহিয়া আরজু, আলম আলোক, মোয়াজ্জেনুল হক, সাইফুল আলম নান্টু, রোকেয়া আক্তার, রবিউল হুসাইন, এরশাদ হুসাইন অন্য, সুজয় রায় চৌধুরী বিকু, ফারুক মহসিন, আহমেদ বাবলু, রাশীদ রবি, মিজানুর রহমান মামুন, হাসান মাহমুদ রিপন, মোকাররম হোসেন মামুন, মিলন মাহমুদ, আবিদা রুনা, গোলাম রব্বানী শিমুল, অঙ্কন রানা, রাজল, অরিন্দম পাল ঝিনুক, মোহাম্মদ শাহ্‌ আলম, দিনার মাহমুদ, জোহার জোয়ার, অভি জাহিদ ও অপার অরণ্য।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget