Halloween Costume ideas 2015

সোনারগাঁও আওয়ামী লীগের ৭ মার্চ পালন


সোনারগাঁও দর্পণ :

ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (৭ মার্চ) দুপুরে সোনারগাঁও উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে তারা এ শ্রদ্ধা জানান। 

উপজেলা আওয়ামীলীগেরে আহ্ববায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ - ৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট ফজলে রাব্বি এবং নাসরিন সুলতানা ঝরাসহ উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget