Halloween Costume ideas 2015
April 2021

সোনারগাঁও দর্পণ :

১ হাজার ২৫৯ জন পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার নগদ টাকা প্রদান করেছেন সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। শনিবার সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিটি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর দেয়া ৪৫০ টাকার সাথে অতিরিক্ত ৫০ টাকা নিজ পকেট থেকে দিয়ে ৫০০ টাকা করে বিতরণ করেন তিনি। 

এসময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা, মমতাজ বেগম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব মফিজুল ইসলাম সুমন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, শাহিন আলম, সাহাবু্দ্িদন প্রধান, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ  হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 



 

সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আজ (০1 মার্চ) শনিবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দী এলাকায় বিভিন্ন  সবজি বিক্রির উদ্দেশ্যে পিকআপ ভ্যান নিয়ে মহাসড়কে উঠার সময় অপর একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, সবজি ব্যবসায়ী কবির হোসেন (৩৮) আমির মিয়া (৪৪)। নিহত কবির হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের আব্দুল খালেকের ছেলে আমির মিয়া একই গ্রামের রিয়াদ হোসেনের ছেলে আহতরা হলেন অপর দুই সবজি ব্যবসায়ী, খলিল মিয়া আল আমিন।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে একটি পিকাপ ভ্যানে করে সবজি নিয়ে ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে সবজি ব্যবসায়ীরা রওনা হয়। উপজেলার দড়িকান্দী এলাকায় মহাসড়কে উঠার সময় চট্টগ্রামগামী অজ্ঞাত একটি দ্রুত গতির ট্রাক তাদের সবজিসহ সবজি বহনকারী পিকআপটিকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত ওই ট্রাকটিকে পুলিশ সনাক্ত করে চালককে আটক করার জন্য অভিযান চলছে।  

 

সোনারগাঁও দর্পণ :

চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ’র স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, লকডাউনে বাস ছাড়া সবই চলছে। বাস চালু না থাকায় স্বাস্থ্যবিধি না মেনে বিকল্পভাবে সিএনজি চালিত অটোরিকশা, টেম্পু, থ্রি-হুইলার, মাইক্রোবাস, স্টাফ বাস এমনকি অ্যাম্বুলেন্সেও গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বরং স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাসে সিটের অর্ধেক যাত্রী তথা সিটে একজন যাত্রী নিয়ে বাস চালু থাকলে করোনা সংক্রমণ ভাড়ার সম্ভাবনা থাকবে না।

তারা আরও বলেন, বাস চালুর ব্যাপারে সারা দেশের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে সাংঘাতিকভাবে ক্ষোভ বিরাজ করছে। বাস চালুর দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়কে অবরোধ বিক্ষোভ চলছে। এছাড়া সামনে ঈদ, লাখ লাখ শ্রমিক কর্মহীন অবস্থায় আছে। বহু গরিব মালিক ব্যাংক ঋণের কিস্তিসহ অসহায় অবস্থায় জীবন-যাপন করছে।

এসব দিক বিবেচনা করে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সহযোগিতা প্রদানসহ বাস চালু করতে সারা দেশের মালিকদের পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানান।

সোনারগাঁও দর্পণ : 

সিদ্ধিরগঞ্জে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার আবুল কালাম প্রধানের বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ১৯ হাজার ৫৯১ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রাজু (৪০), কাওসার হোসেন (৩৮), জসিম উদ্দিন (৩৩), সেলিম মন্ডল (৫০), মোক্তার হোসেন (৩৮), পিয়ার আলী (৫০), মনির হোসেন (৪৫), বাবুল (৩৮), ইমরান (৩৫) ও সামছুদ্দিন (৩৮)। আজ শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আদমজীনগরের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি সংঘবদ্ধ চক্র ওই বাড়ির ৩য় তলা ভবনের নিচ তলার ফ্লাটে দীর্ঘদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যেই চালাতো জুয়ার এই আসর। সম্প্রতি প্রকাশ্য দিবালোকে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসায় সেখানে নিয়মিত প্রায় শতাধিক লোক জুয়া খেলায় অংশ নিতো। 


সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁওয়ে অন্যতম সন্ত্রাসী টাইগার মোমেন (৩১) ও তার সহযোগী বুলবুল ভূঁইয়া (৩৭)’কে  গ্রেফতার করেছে র‌্যাব-১১। আজ শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২শ পিস ইয়াবা, ১ লিটার চোলাই মদ, নগদ ১০ হাজার টাকা ও ৩ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেলচুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। শুধু তাই নয়, মোমেন শতাধিক দুস্কৃতিকারীদের নিয়ে তার নেতৃত্বে একটি বাহিনী গড়ে তুলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে। স্থানীয়ভাবে এ বাহিনী টাইগার মোমেন বাহিনী নামে পরিচিত। এই বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন নিজেকে কখনও র‌্যাব, আবার কখনও পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তার অন্যান্য সহযোগীদের সহযোগিতায় অভিনব কৌশলে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে। হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম একাধিক প্রতিবেদনও করে। সে প্রতিবেদনের ওপর ভিত্তি করে র‌্যাব ১১’র একটি দল ‘মোমেন বাহিনী'র’ প্রধান সাব্বির  হোসেন মোমেন ওরফে টাইগার মোমেনসহ তার অন্যান্য সহযোগীদের উপর গোয়েন্দা নজরদারী শুরু করে। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে  গ্রেফতার করা হয়। 


সোনারগাঁও দর্পণ:

দেশের নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, দিনাজপুর ও রাজশাহী জেলার মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লিচু সবার আগে বাজারে উঠে। তাই মৌসুমী এ রসালো ফলের দিকে সবারই ঝোক থাকে আলাদা। প্রতিবছর দেশের সকল স্থান থেকে মৌসুমী ফল ব্যবসায়ীরা লিচুর মুকুল দেখেই বাগান কিনে পরিচর্যা শুরু করেন। তবে এবার পুরোপুরিই ভিন্ন রূপ। 

গত বছর বর্তমানের চেয়ে কঠোর এবং বেশি করোনাতঙ্ক থাকালেও লিচু বাগান মালিকেরা তাদের লিচু বাগান কিছুটা ভাল দামে বিক্রি করেছিলেন। আর যারা ব্যবসায়ী বা পাইকারদের কাছে বিক্রি করতে পারেননি তারা লোকবল দিয়ে নিজেরাই বিক্রি করে খরচ তুলতে পেরেছেন। হয়তো কোন কোন বাগাস মালিক কিছুটা লোকসানও গুণেছেন।

এবার গতবারের চেয়ে করোনা প্রকোপ বেশি হলেও লকডাউন কঠোর শুধু খাতা-কলম আর মানুষের মুখে মুখে। কিন্তু মাঠে কোন কাজই থেমে নেই। তারপরও এবার সোনারগাঁওয়ের লিচুবাগানের মালিকেরা পড়েছেন মহা বিপাকে। তারা বলছেন, এবার করোনা প্রকোপের চেয়ে বেশি সমস্যা আবহাওয়া অনুকুলে না থাকা। তারা বলছেন, বাগান মালিকেরা প্রতিবছর বাগানের পেছনে যে টাকা খরচ করেন কোন বারই তার চেয়ে কম করার সুযোগ নেই। বরং এবার যথা সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় তাদের খরচ পরেছে আগের চেয়ে বেশি। কারণ তারা টাকা খরচ করে গাছে পানির ব্যবস্থা করতে হয়েছে। কিন্তু গতবার কিছু পাইকার ও ব্যবসায়ীরা যোগাযোগ করে বাগান কিনলেও এবার সোনারগাঁওয়ের প্রায় ৭০ ভাগ লিচু বাগান এখনো রয়েছে অবিক্রিত। 

উপজেলার দরপর এলাকার বাগান মালিক দুলাল জানান, ব্যবসায়ী ও পাইকার যোগাযোগ না করায় তিনি কয়েকজনের সাথেই মোবাইলে যোগাযোগ করেছেন বাগান বিক্রির বিষয়ে। কিন্তু ফল ব্যবসায়ীরা তাদের জানান, এবার যথাসময়ে বৃষ্টি না হওয়ায় লিচু রসালো হবেনা। এছাড়া, টক এবং পোকার সংক্রমনের সম্ভাবনাও অনেক বেশি থাকবে বলে আশঙ্কা করছেন ফল ব্যবসায়ীরা। তাছাড়া, করোনা সংক্রমনে কখন কেমন লকডাউন হয় সে বিষয়টিও রয়েছে। তাই তারা এবার আর দেশীয় কোন ফল ক্রয়ের বিষয়ে তেমন কোন আগ্রহ নেই বলে জানায়। এমন কি শুধু খরচ উঠলেই বাগান বিক্রি করে দিবে বলে জানালেও মৌসুমী ফল ব্যবসায়ীরা আগ্রহ দেখায়নি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে মোটামুটি সব স্থানেই কমবেশি লিচু বাগান রয়েছে। তবে, উপজেলার পানাম, গোয়ালদী, খাসনগর দিঘিরপাড়,  লোকশিল্প যাদুঘর, চিলারবাগ, দৈলরবাগ, দত্তপাড়া, অর্জুনদি, ভট্টপুর, গোবিন্দপুর, বৈদ্যেরবাজার, হাড়িয়া, গাবতলী, কাটালপাড়া, দরপত, সাপেরবন্দ, হরিসপুর, তাজপুর, মোগরাপাড়া, বাড়ি মজলিশ, বাড়ি চিনিস, গোহাট্টা, সাদিপুরসহ ৩৫ থেকে ৪০টি গ্রামে রয়েছে ৫ শতাধিক লিচুবাগান। এবার এসকল লিচুবাগানের প্রায় ৭০ ভাগ বাগানই রয়েছে অবিক্রিত। বাগান মালিকেরা বেশি খরচ করে পরেছেন মহাবিপাকে। 


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget