সিদ্ধিরগঞ্জে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-১১’র সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার আবুল কালাম প্রধানের বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ১৯ হাজার ৫৯১ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রাজু (৪০), কাওসার হোসেন (৩৮), জসিম উদ্দিন (৩৩), সেলিম মন্ডল (৫০), মোক্তার হোসেন (৩৮), পিয়ার আলী (৫০), মনির হোসেন (৪৫), বাবুল (৩৮), ইমরান (৩৫) ও সামছুদ্দিন (৩৮)। আজ শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আদমজীনগরের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি সংঘবদ্ধ চক্র ওই বাড়ির ৩য় তলা ভবনের নিচ তলার ফ্লাটে দীর্ঘদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যেই চালাতো জুয়ার এই আসর। সম্প্রতি প্রকাশ্য দিবালোকে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসায় সেখানে নিয়মিত প্রায় শতাধিক লোক জুয়া খেলায় অংশ নিতো।
Post a Comment