সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের মা মেহের আফসানা’র নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রাত আনুমানিক ১০টার দিকে মোগরাপাড়া ইউপির দরগাহ বাড়ি (সাহেব বাড়ি) কবরস্থানে তাকে দাফন করা হয়।
এরআগে, রাত ৯ টায় নামাজে জানাজার সময় নির্ধারণ করলেও রাজনৈতিক নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যের কারণে কিছুটা বিলম্ব হলে রাত ৯টা ২৮ মিনিটে মোগরাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মী ও মুসল্লীসহ প্রায় সহ¯্রাধিক ব্যক্তিদের উপস্থিতিতে নামাজে জানাজা শেষ হয়।
জানাজা পরান মাইয়াতের ভাগিনা ও নারায়ণগঞ্জ শহরের আমলা পাড়া এলাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাসেম।
নামাজে জানাজার আগে, শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ - ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ - ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ আনিসুর রহমান দীপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এ,এইচ,এম মাসুদ দুলাল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল সদস্য সিরাজুল ইসলাম ভূইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, মোগরাপাড়া ইউনিয়নের চেয়াম্যান আরিফ মাসুদ বাবু, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর, জামপুর ইউনিয়নের চেয়াম্যান হামিম শিপলু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনিসহ অনেকে।
এছাড়া নামাজে জানাজায় ঘাতক দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি বাবু চন্দন শীল, মদনপুর ইউনিয়নের আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেনসহ সোনারগাঁও উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নামাজে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যকালে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এরআগে, বৃহস্পতিবার (২০ মে) বিকাল পৌনে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে উপজেলার মোগরাপাড়া গ্রামের গোহাট্টায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের ‘মা’ মেহের আফসানা।