সোনারগাঁও দর্পণ :
কাচঁপুর শিল্পাঞ্চল এলাকায় ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ মে) সকালে উপজেলার কাচঁপুরের জামির খাঁন কমপ্লেক্সে এ শাখার উদ্বোধন করা হয়। একই সময় ভার্চুয়াল সভার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি শাখা ও ৬ টি উপ শাখার উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা পূর্ব জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
অন্যান্যদের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ওমর ফারুক খান, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুর খাঁন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও লিপি পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Post a Comment