Halloween Costume ideas 2015
November 2022


সোনারগাঁও দর্পণ :  

মাছের খাবার পরিবহনের ট্রাকে গাঁজা পাচারের সময় ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। রবিবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের দায়ে ট্রাকটি জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো. জুয়েল (২৭) কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিলাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁও থানার মেঘনা টোল প্লাজা এলাকায় কুমিল্লা থেকে আসা একটি দুই টনের ট্রাকে (সিলেট মেট্রো ১১-১৭০৬) তল্লাশি চালায়। ট্রাকে মাছের খাদ্যের আড়ালে লুকিয়ে রাখা ছয়টি বস্তা থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারের অভিযোগে গাড়ির ড্রাইভার জুয়েলকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিলাল হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। আটক ট্রাকচালকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক মামলায়  আদালতে পাঠানো হয়েছে।


সোনারগাঁও দর্পণঃ

সোনারগাঁও প্রেস ক্লাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । গতকাল মঙ্গলবার আনুমানিক  ভোর পাঁচ টার সময় একটি সংঘবদ্ধ চোরের দল প্রেস ক্লাবের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ  কাগজপত্র,  ৭৫ হাজার টাকা ও সাংবাদিকদের ব্যবহৃত কম্পিউটার  চুরি করে নিয়ে যায়। পরে সকালে সাংবাদিকরা এসে দেখেন ক্লাবের টিনের চাল কাটা এবং আসবাবপত্র এলোমেলো। পরে চুরির বিষয়টি চোখে পড়ে। 


এ ব্যাপারে সোনারগাঁও  প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আনোয়ার  হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।


এ বিষয়ে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন শেষে রাত দশটার দিকে প্রেস ক্লাব বন্ধ করে বাসায় চলে যায়। পরে ভোর রাতে এ চুরি সংগঠিত হয়।  চুরির ধরন দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত চুরি। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তিনি। 


খবর পেয়ে সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া,  নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর সাবেক সদস্য এডভোকেট নুরজাহান বেগম,  সোনারগাঁ  থানার ওসি মাহবুব আলম ও সেকেন্ড অফিসার ইমরান হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, উপজেলা পরিষদ চত্বরের মধ্যে অবস্থিত প্রেস ক্লাবে এ চুরি সংগঠিত হয়েছে। এটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।  আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করার চেষ্টা চলছে।

সোনারগাঁও দর্পণঃ

নারায়নগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক আহবায়ক ও সাবেক সভাপতি বাবুল মোশাররফ এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার বিকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও আলোচনা সভায় সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর এর সিনিয়র সাব এডিটর এম এম সালাহ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানার ওসি অপারেশন মাফুজুর রহমান, সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ইমরান হোসেন, ৩৫ তম শিক্ষা বিসিএস ক্যাডার সিফাতুল ইসলাম, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক আহবায়ক এ কে এম মাফুজুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলে রাব্বি সোহেল, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন এর সোনারগাঁও প্রতিনিধি, আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সোনারগাঁও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সোনারগাঁও প্রেস ক্লাবের সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাসুম মাহামুদ, সোনারগাঁও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শামসুল আলম তুহিন,সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য হারুন অর রশিদ, সুধীজন রোকেয়া বেগম, সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহম্মেদ প্রধান, কবি এরশাদ হোসেন অন্য,লেখক সাগর ও সলিল, দৈনিক দেশের কন্ঠ সোনারগাঁও প্রতিনিধি ইয়াকুব হোসেনসহ সোনারগাঁয়ের অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সোনারগাঁও দর্পণঃ

দীর্ঘ প্রায় ২২ বছর ধরে মেঘনা গ্রুপের অবৈধ দখলে রাখা ২৭০ শতাংশ জমি উদ্ধারে উচ্ছেদ আদেশ হতে পারে চলতি মাসের ২৮ নভেম্বর। ইতোমধ্যে, উচ্ছেদ পূর্ব যাবতীয় খরচ আদালতকে অবগত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত এ আদেশ দেন। আদালতের  একটি বিশ্বস্ত সূত্র এমনটাই জানিয়েছেন (এ সংক্রান্ত সকল নথি প্রতিবেদকের কাছে সংরক্ষিত)। 

আদালত সূত্র জানায়, ফ্রেশ ব্র্যান্ডখ্যাত মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় ২০০১ সালে কোম্পানী প্রতিষ্ঠাকালীন জমি ক্রয় করার সময় পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের আঃ আজিজ সরকারের চররমজান সোনাউল্লাহ মৌজায় ২ একর ৭০ শতক (২৭০ শতাংশ) জমি অবৈধভাবে দখল করে। প্রাথমিকভাবে ভুক্তভোগী আঃ আজিজের জমি সাধারণভাবেই নিবে, মেঘনা গ্রুপের পক্ষ থেকে এমন আশ্বাস দিলেও পরবর্তীতে ওই জমির কোন সমাধান না করে অবৈধভাবে বালু ফেলে জোর পূর্বক দখলে নেয় মেঘনা গ্রুপ। পরে সেখানে প্রতিষ্ঠানটি ইউনিডেব (ডিবি) লিঃ নামে মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গড়ে তোলে। জমির মালিক  আঃ আজিজ জমির বিষয়ে কোন সুরাহা না পেয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে ০৮/২০০১ একটি পিয়েনশন মামলা দায়ের করে। মামলায় ২০০৫ সালের ২৮ জুন বাদী আঃ আজিজ তার পক্ষে রায় পান। বিবাদী মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিডেব (বিডি) লিঃ এর পরিচালক তাহমিনা আক্তার রায়ে ক্ষুব্দ হয়ে একই বছর ওই রায়ের বিরুদ্ধে আপিল (আপিল নং ৫৩) করে। মাননীয় বিজ্ঞ আদালত ওই আপিল ২০০৭ সালের ৫ মার্চ খারিজ করে আগের রায় বহাল রাখেন।

পরবর্তীতে ইউনিডেব (বিডি) লিঃ এর পক্ষে তাহমিনা আক্তার এ বিষয়ে উচ্চ আদালতে একটি সিভিল রিভিশন নং ১৬৩৭/২০০৭ দাখিল করে। উচ্চ আদালত ২০১১ সালের ১৯ মে মামলাটি মঞ্জুর করেন। পরবর্তীতে বাদী আঃ আজিজ ওই আদশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিপ টু আপিল ১৩২৯/২০১২ মোকদ্দমা দায়ের করেন। আঃ আজিজের দায়েরকৃত মোকদ্দমাটি মহামান্য সুপ্রিম কোর্ট ২০১৬ সালের ২৪ জানুয়ারী মঞ্জুর করে। পরে বাদীর পক্ষে মহামান্যসুপ্রিম কোর্ট অব বাংলাদেশ এর সিভিল আপিল নং ১৯২/ ২০১৬ নং মোকদ্দমাটি বিগত ২০১৯ সালের ১২ মার্চ রায় দেন। 

রায়ে বিবাদী তাহমিনা আক্তার ক্ষুব্দ হয়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সিভিল রিভিউ পিটিশন নং ২১৪/২০১৯ মোকদ্দমা দায়ের করে। উক্ত সিভিল রিভিউটি বিগত ২০২২ সালের ২১ এপ্রিল না মঞ্জুর করে আঃ আজিজের পক্ষে রায় বহাল রাখেন এবং মামলাটি নিষ্পত্তির জন্য পূণরায় নারায়ণগঞ্জ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে পাঠিয়ে দেন।

এদিকে, নারায়ণগঞ্জ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলাটি আসলে বাদি আঃ আজিজ চলতি বছরের ১৩ জুলাই নারায়ণগঞ্জ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে জমি উদ্ধারের জন্যে আবেদন করেন এবং চলতি বছরের ৪ আগস্ট আদালত দখলী পরওয়ানা জারী করেন। ৪ সেপ্টেম্বর জারীকারক দুপুরে ওই সম্পত্তিতে যান এবং সম্পত্তিতে একাধিক স্থায়ী স্থাপনা দেখেন। মেঘনা গ্রুপের অবৈধ দখলে থাকা ওই সম্পত্তিতে যে সকল স্থাপনা রয়েছে সে সকল স্থাপনা ভাঙ্গা পরবর্তী উচ্ছেদ করতে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে মর্মে বিজ্ঞ আদালতকে অবহিত করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলার অবনতি এড়াতে নাজির ও পুলিশের সহায়তায় জমি অবৈধ দখল মুক্ত করার ব্যবস্থা করতে পদক্ষেপ গ্রহণে জন্য আবেদন করেন। 

আদালত আবেদনটি আমলে নেন এবং আবেদন মোতাবেক উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্যে জনবল ও দুই দিনের রাস্তা খরচ বাবদ কোন খাতে কি পরিমান খরচ হবে তা জানতে চেয়ে পুলিশ সুপার বরাবর চিঠি ইস্যু করার জন্য চলতি বছরের ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত এ সংক্রান্তে আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেন।   

এদিকে, আদালতের রায় ও আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিডেব (বিডি) লিঃ এর পক্ষে তাহমিনা আক্তার জমির প্রকৃত মালিককে জমির দখল না দিয়ে তার লোকজন দিয়ে বিভিন্নভাবে হুমকী দিচ্ছে। এছাড়াও বাদি আঃ আজিজকে নতুন করে আদালতে গত ১৫ সেপ্টেম্বর দুটি (মামলা নং ৫৬২ ও ৫৬৩) এবং ২০ সেপ্টেম্বর (মামলা নং ৫৭৯) একটিসহ মোট তিনটি মিথ্যা মামলার আসামী করে মেঘনা গ্রæপের লোকজন। শুধু তা-ই নয়, আইনের হাত থেকে রক্ষা পেতে মেঘনা গ্রæপের লোকজন উল্টো সোনারগাঁও থানায় আঃ আজিজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে জিডি (সাধারণ ডায়েরি) করেন।

এ বিষয়ে তাহমিনা আক্তারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। 

তবে, এ ব্যাপারে মেঘনা গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজের জিএম (প্রশাসন) কার্তিক চন্দ্র বলেন, ইন্ডাষ্ট্রি ভেঙ্গে দিয়ে যদি সরকার ব্যক্তি মালিকানা জমি ফেরত দিতে চায় তাহলে আমাদের আর কি করার আছে।

জমির প্রকৃত মার্লিক মামলার বাদী আঃ আজিজের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি সকল তথ্য সত্য বলে জানান।

উল্লেখ্য, মেঘনা গ্রæপ প্রতিষ্ঠার পর থেকেই সরকারী খাস জমি, নদী, খালসহ ব্যক্তি মালিকানা জমি স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় অবৈধভাবে দখলে নিয়েছে বলে অভিযোগ দীর্ঘ দিনের। ভুক্তোভোগী জনগণ অতিব সাধারণ হওয়ায় কোন বিচার পাননি বরং তাদের ন্যায্য অধিকার চাইতে গিয়ে উল্টো হয়েছেন হামলা ও মিথ্যা মামলার শিকার। ফলে আক্ষেপের সাথে এলাকাবাসীর প্রশ্ন, আগ্রাসী- দখলবাদী মেঘনা গ্রæপ থেকে তাদের বাঁচানোর দীর্ঘশ্বাস কেউ কি শুনবে ?

 

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget