সোনারগাঁওয়ে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে সোচ্চার প্রশাসন
সোনারগাঁও দর্পণ :
দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনেকটাই সোচ্চার সোনারগাঁও উপজেলা প্রশাসন। ইতোমধ্যে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মানাতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবানের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ (৩১ মার্চ) বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এ সময় পুরোপুরি স্বাস্থ্যবিধি তোয়াক্কা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ১২জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া, মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডে থাকা বিভিন্ন কাউন্টার বাস সার্ভিস ও লোকাল যাত্রীবাহী বাসের স্টাফদের স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনার নির্দেশ দেন। এ সময় দোয়েল পরিবহন যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ভ্রাম্যমান পরিচালনার সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতা করেন।