Halloween Costume ideas 2015
October 2021

সোনারগাঁও দর্পণ :

সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সোনারগাঁওয়ের অন্যতম প্রথম সারির সংগঠন সোনারগাঁও সাহিত্য নিকেতন নির্বাচন ২০২১-২০২৪ সালের পরিচালনা কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকালে সোনারগাঁওয়ের সুবর্ণগ্রাম কালচারাল সেন্টারে কবি রহমান মুজিবকে সভাপতি ও লেখক ও সাংবাদিক রবিউল হুসাইনকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ১৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি- আসমা আখতারী, শিক্ষা ও গবেষণা সম্পাদক- ফজলে রাব্বী সোহেল, অর্থ সম্পাদক-সেলিম আহমেদ প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোফাখখার সাগর, মহিলা বিষয়ক সম্পাদক- রুখসানা সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক- মোয়াজ্জেনুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোকাররম সলিল, নির্বাহী সদস্য- রোকেয়া আক্তার, নির্বাহী সদস্য- শংকর প্রকাশ, নির্বাহী সদস্য- এরশাদ হুসাইন অন্য ও নির্বাহী সদস্য- আজিবুর রহমান। এছাড়া অতিরিক্ত নির্বাহী সদস্য পদে আলী নূর হাসান ও এলমা মরিয়ম জুম্মিকে রাখা হয়েছে। 

এছাড়াও সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা পরিষদে নতুন করে শিশু সাহিত্যিক ও শিশুতোষ টিভি অনুষ্ঠান সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম ও সাহিত্যানুরাগী ব্যাংকার মো. মতিউর রহমানকে যুক্ত করা হয়েছে। তারা আগে থেকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী লেখক ও ইতিহাসবিদ শামসুদ্দোহা চৌধুরী ও কবি শাহেদ কায়েসের সাথে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়ে ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। 

এরআগে, অনুষ্ঠানে কবি রহমান মুজিবের সভাপতিত্বে বার্ষিক রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক রবিউল হুসাইন। বার্ষিক আয় ব্যয়ের রির্পোট উত্থাপন করেন অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান।


 


সোনারগাও দর্পণ :

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এ প্রতিপাদ্যে সারা দেশের দেশের মতো সোনারগাওয়ে পালিত হয়েছে ‘ কমিনিউটি পুলিশং ডে-২০২১’।  সোনারগাও  থানা পুলিশের আয়োজনে বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।  সোনারগাও থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সোনারগাওঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, কমিউনিটি পুলিশিং সোনারগাঁ থানার সভাপতি গাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান গনিসহ কমিউনিটি পুলিশের ইউনিয়ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং সোনারগাঁ থানার কমিটি নিজেদেরকে বিভিন্ন কাজে জনগণের সাথে সম্পৃক্ত থাকার দাবি করে বক্তব্য দেন। যার সরাসরি বিরোধীতা করে কমিউিনিটি পুলিশিং এর নানা অপকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।  

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানকে সোনারগাঁও থানার বর্তমান কমিউনিটি পুলিশিং কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা নির্দেশ দেন। 


সোনারগাঁও দর্পণ :

উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সোনারগাঁও উপজেলার ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম সরকার। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে  স্থানীয় মুরব্বিদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। 

রফিকুল ইসলাম সরকার জানান, আমি ও আমার পরিবার বরাবরই এবারও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সমর্থন করে আসছি। তার নির্বাচনের সময় আমরা সকলভাবে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। তাই মাসুদুর রহমান মাসুমের কাঁধে কাঁধ মিলিয়ে পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করতে স্থানীয় মুরব্বিদের ইচ্ছায় আমি প্রার্থী হয়েছি। পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আপামর জনসাধারণ আমাদের পারিবারিক ঐতিহ্যের কথা জানে। প্রত্যাশা করি আমার ৬নং ওয়ার্ডের ভোটারদের মাধ্যমে আল্লাহ আমার সম্মান রাখবেন। আল্লাহ আমাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ।

মনোনয়ন পত্র জামা দেয়ার সময় ছয়হিস্যা গ্রামের রিয়াজুল ইসলাম রাজুন, মোক্তার হোসেন, রহম আলী, চানমিয়া সরকার, মৃধাকান্দি গ্রামের আশরাফুল, খলিল,  আষাঢ়িয়ার চর গ্রামের আশেক আলী প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন। 


সোনারগাঁও দর্পণ :

ঢাক-ঢোল বাজিয়ে স্থানীয় প্রায় সহস্রাধিক ভোটার ও সমর্থক সাথে নিয়ে জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের সাথে দেখা করেছেন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম সরকার। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে রফিকুল ইসলাম সরকার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় গিয়ে মাসুদুর রহমান মাসুমের সাথে দেখা করেন এবং আবারও আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক পাওয়ায় মাসুমকে অভিনন্দন জানান। পাশাপাশি রফিকুল ইসলাম সরকার 6নং ওয়ার্ড থেকে মেম্বার হিসেবে প্রার্থী হওয়ার কথাও জানান মাসুমকে।

এ সময় চেয়ারম্যান মাসুম রফিকুল ইসলাম সরকারের পক্ষ থেকে দেওয়া নৌকা উপহার গ্রহণ করেন এবং রফিকুল ইসলাম সরকার আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সকলকে সাথে নিয়ে মিষ্টিমুখ করেন।
এর আগে, রফিকুল ইসলাম সরকার তার ছয়হিস্যা সরকার বাড়ি থেকে বেশ কয়েকটি মটরসাইকেল ও প্রাইভেট কারের বহর সাথে বাদ্যযন্ত্রের তালে সহস্রাধিক ভোটার-সমর্থক নিয়ে পায়ে হেটে আষাঢ়িয়ার চর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় যান। পরে সেখান থেকে বাদ্যযন্ত্রের সাথে মিছিলসহ মৃধাকান্দি, নাগেরগাও হয়ে পুণরায় সরকারবাড়ি গিয়ে শেষ হয়।
এ সময় ছয়হিস্যা গ্রামের রিয়াজুল ইসলাম রাজুন, মোক্তার হোসেন, রহম আলী, ইকবাল হোসেন, শাহালম, চানমিয়া সরকার, শ্যামল, আব্দুস সাত্তার ফকির, নাগেরগাও গ্রামের সামসুদ্দিন, আব্দুল খালেক, ইসমাঈল, লোকমান, মৃধাকান্দি গ্রামের আশরাফুল, খলিল, আষাঢ়িয়ার চর গ্রামের আশেক আলী প্রধান, রণি প্রধান, বিপ্লব প্রধান, সালাউদ্দিনসহ অনেকে অংশ নেন।

সোনারগাঁও দর্পণ :

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মোট ৪টি ইউনিয়নে তাদের প্রার্থী দিয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় জাতীয় পার্টি থেকে ওই ৪ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। বুধবার বিকেলে জাতীয়পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কাছ থেকে ৪ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। 

জাতীয় পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীরা হচ্ছেন - জামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাকসুদুর আলম ভুইয়া, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদে আব্দুর রউফ, সাদিপুর ইউনিয়ন পরিষদে আবুল হাসেম এবং বারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু দাইয়ান। 

জাতীয় পার্টি থেকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে আব্দুর রউফ শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের বর্তমান  চেয়ারম্যান ও উপজেলা জাতীয়পার্টির সভাপতি। অপরদিকে আবু দাইয়ান দীর্ঘ দিন আওয়ামী লীগের হয়ে হাসনাত পরিবারের সাথে সংগঠনটির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করলেও বিগত ৫ বছর ধরে তিনি বারদীর একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্থানীয় সাংসদের সাথে জাতীয় পার্টির সাথে বিভিন্ন কর্মকান্ডে অংশ নিয়েছেন। এছাড়া অন্য দুই প্রার্থী জামপুর ইউনিয়নের মাকসুদুর আলম ভুইয়া ও সাদিপুর ইউনিয়ন পরিষদে আবুল হাসেম স্থানীয়ভাবে তেমন পরিচিত মুখ নয় বলে স্থানীয়রা জানান।

এদিকে, জামপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভ‚ইয়া মেম্বার হলেও পুরো ইউনিয়নে তিনি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হিসেবে বেশ পরিচিত মুখ। তার বিপরীতে লড়বেন জাতীয় পার্টির প্রার্থী মাকসুদুর আলম ভুইয়া। একইভাবে সাদিপুর ইউনিয়নে আব্দুর রশিদ মোল্লার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তিনি আওয়ামী লীগের সময়ের একটানা তিনবার (বর্তমানসহ) ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। এরআগেও দুইবার চেয়ারম্যান নির্বাচিত হোন।


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের চিহ্নিত মাদক স্পটে মাদক বিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর সদস্যরা। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যার কিছু আগে উপজেলার পৌরসভার আওতাধীন আজম বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে হাবিবপুর এলাকার ভাড়াটিয়া রাব্বি, অপর ভাড়াটিয়া মোস্তফার ছেলে সুজন ও পিরোজপুরের জৈনপুর এলাকার হৃদয় নামে তিন জনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা সোনারগাঁও দর্পণ’কে জানায়। যদিও র‌্যাব-১১ এর পক্ষ থেকে কোন তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক আজম বাড়ি এলাকার একটি সূত্র জানায়, উপজেলার আজম বাড়ি (চিড়ার মেইলের পিছনের এলাকা) এলাকার সাঈদের ছেলে পিয়েল (৩২) দীর্ঘ দিন ধরে আজমবাড়িতে ফেন্সিডিল, ইয়াবা,গাঁজাসহ দেশী-বিদেশী মাদকের সংমিশ্রণে একটি শক্তিশালী চক্রের মাধ্যমে মাদক স্পট পরিচালনা করে আসছিল। ফলে, স্থানীয় এলাকার উঠতি বয়সের তরুণসহ বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ নেশাগ্রস্থ হওয়ার পাশাপাশি সমাজে এর বিরূপ প্রভাব পরছিল। এলাকায় চুরি,ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধমুলক কাজ বৃদ্ধি পায়। এমন তথ্য র‌্যাবের কাছে পৌঁছালে আজ সোমবার সন্ধ্যার কিছু আগে আজম বাড়ি এলাকার পিয়েলের মাদক স্পটে পিয়েলকে ধরতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। কিন্তু চতুর পিয়েল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সটকে পরে। তবে, ওই স্পট থেকে হাবিবপুর এলাকার ভাড়াটিয়া রাব্বি, অপর ভাড়াটিয়া মোস্তফার ছেলে সুজন ও পিরোজপুরের জৈনপুর এলাকার হৃদয় নামে তিন মাদক ব্যবসায়ী ও সেবিকে আটক করে র‌্যাব সদস্যরা। আটকের সময় তাদের সাথে থাকা প্রায় দেড় কেজির মতো গাঁজাও উদ্ধার করা হয় বলে সূত্রটি দাবি করে।

এ বিষয়ে র‌্যাব-১১’র সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে (রাত ৯টা ৪৮ মিনিটের দিকে) কোন সাড়া পাওয়া যায়নি।



সোনারগাঁও দর্পণ :

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে রফিকুল ইসলাম সরকার প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণার খবর পেয়ে ক্ষেপেছেন সাবেক মেম্বার আব্দুল হালিম। এমনই অভিযোগ করেছেন রফিকুল ইসলাম সরকারের লোকজন। তাদের অভিযোগ, রফিকুল ইসলাম সরকার শনিবার সন্ধ্যার পর এলাকাবাসীর ইচ্ছায় ৬ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে চূড়ান্ত ঘোষণা দেয়ার সংবাদ পাওয়ার পর থেকেই এক প্রকার উম্মাদ হয়ে পরেছেন আব্দুল হালিম। তাদের দাবি, হালিম না-কি যে কোন মূল্যের বিনিময়ে রফিকুল ইসলাম সরকারকে মাঠে দাড়াতে দিবেনা বলে রাতেই ঘোষণা দেন।

রফিকুল ইসলাম সরকারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল শনিবার সন্ধ্যার পর রফিকুল ইসলাম সরকার মেম্বার হিসেবে প্রার্থীতার ঘোষণা দেয়ার পর রাতেই স্থানীয়রা আষাঢ়িয়ার চর, ছয়হিস্যা, নাগেরগাঁও, চেঙ্গাকান্দিসহ বিভিন্ন স্থানে ফেস্টুন-ব্যানার টাঙান। সে সকল ব্যানার-ফেস্টুনের মধ্যে আষাঢ়িয়ার চর গ্রামের এগারোটি ব্যানার-ফেস্টুন সাবেক মেম্বার হালিমের সমর্থকেরা হালিমের নির্দেশে রাতের আধাঁরে সরিয়ে নেয়। পরে হালিমের বড় ভাই আবু হানিফকে ফোন করে রফিকুল ইসলাম সরকার কোন কাঁদা ছোড়াছুড়ি না করে নির্বাচনী পরিবেশ বজায় রেখে জনসমর্থন নিয়ে নির্বাচনী মাঠে থেকে প্রতিযোগিতায় নামার আহবান জানান। নয়তোবা ভবিষ্যতে একই আচরণ করলে তারা নির্বাচন কমিশন অফিসে অভিযোগ করবেন বলে দাবি করেন।

এ ব্যাপারে আব্দুল হালিমের বড় ভাই আবু হানিফের সাথে যোগাযোগ করলে তিনি জানান, রফিকুল ভাই আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। হালিমের নির্দেশে বা হালিমের কোন সমর্থক এমন কাজ করেনি বলেও আমি জানিয়েছি। তারপরও খোঁজ নিয়ে যদি এর প্রমাণ পাওয়া যায় তাহলে এর কঠিন বিচার করবেন বলেও রফিকুল ইসলাম সরকারকে আশ্বস্ত করেন আবু হানিফ।   


সোনারগাঁও দর্পণ :

৩য় ধাঁপে আগামী ২৮ নভেম্বর সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ফলে, মনোনয়ন দেয়ার প্রথম ধাঁপে দলীয় প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে সম্প্রতি কায়সার হাসনাত সংগঠনটির জেলার সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে তৃণমুলেকে আংশিক উপেক্ষা করে কেন্দ্রে যে নতুন তালিকা পাঠিয়েছেন সে তালিকাকে প্রাধান্য দিয়েছেন বলেই প্রমাণিত হলো। মনোনয়ন তালিকা থেকে বাদ পরা বর্তমান চেয়ারম্যানরা দলীয় সিদ্ধান্ত ও পদের দিকে না তাকিয়ে তাদের জনপ্রিয়তায় আত্মবিশ্বাসী হয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে, তৃণমূলকে প্রাধান্য না দিয়ে জেলাকে প্রাধান্য দেয়ায় ক্ষোভে ফেটে পরছেতৃণমুলের পরীক্ষীত নেতা-কর্মীরা। বঞ্চিতদের দাবি, জেলার নেতারা তাদের ওপর যথাযথ দায়িত্ব পালন না করে অনৈতিক সুবিধা নিয়ে পকেট ভাড়ী করে হাইব্রিট নেতাদের দলীয় মনোনয়ন পাইয়ে দিতে সহযোগিতাই করেননি তারা শেখ হাসিার সাথে, আওয়ামী লীগের সাথে এবং সোনারগাঁওয়ের তৃণমূল নেতাকর্মীদের সাথে বেঈমানী করেছেন। 

পুরোনোদের মধ্যে আওয়ামীলীগে মনোনয়ন প্রাপ্তরা হলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর এবং সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

আওয়ামী লীগ থেকে নতুন করে মনোনয়ন প্রাপ্তরা হলেন, শম্ভুপুরা ইউনিয়নে ইউপি’র মেম্বার নাছিম উদ্দিন, বারদী ইউনিয়নে লায়ন বাবুল, জামপুর ইউনিয়নের মেম্বার হুমায়ুন কবির ভ‚ইয়া এবং নোয়াগাঁও ইউনিয়নে মনোনয়ন  নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর বাতেন মিয়া। 


সোনারগাঁও দর্পণ :

অতিরিক্ত মদ পানে গোবিন্দ বিশ্বাস (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত গোবিন্দ বিশ্বাস সোনারগাঁও পৌরসভার হরিষপুর গৌরবদী গ্রামের মৃত ধনঞ্জয় বিশ্বাসের ছেলে এবং উপজেলার বাংলাবাজার এলাকার সেলুন ব্যবসায়ী।

স্থানীয়রাভাবে জানাগেছে, লক্ষ্মীপূজা উপলক্ষে গোবিন্দ বিশ্বাস বন্ধুদের সাথে মদ পান করে অসুস্থ্য হয়ে পরে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।  

এদিকে, মদপানে যুবকের মৃত্যুর খবর শুনে সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।  


সোনারগাঁও দর্পণ :

ট্রাক চাপায় কামরুজ্জামান কনক (৪৪) নামে সোনারগাঁওয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বন্দরে এলাকায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় বুধবার সকালে তাকে বহন করা মটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানাগেছে। নিহতের বাড়ি সোনারগাওয়ের পৌরসভার গোয়ালদী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গোয়ালদী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ফারিয়া গ্রæপে কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালে তার মটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-২৮৫৫) বেপরোয়া গতিতে তাকে বহনকারী মটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।


সোনারগাঁও দর্পণ :

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের আজকের নেতা-কর্মীরা একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সোনারগাঁও উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

কায়সার হাসনাত আরও বলেন, আজ শেখ রাসেল বেঁচে থাকলে অবশ্যই তিনি আওয়ামী লীগের কোন না কোন গুরুত্বপূর্ণ পদে থাকতেন। কিন্তু, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে যে ন্যাক্কারজনক হত্যাযোগ্য চালিয়েছে তা শুধু বাংলাদেশে নয়, বিশ্বেও বিরল এবং বাংলার ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। 

কায়সার বলেন, শেখ রাসেলের এ সংগঠনটি আওয়ামী লীগের প্রতিটি কেন্দ্রীয় অনুষ্ঠানে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা আজ যেখানে আছি একদিন সেখানে থাকব না। এটাই বাস্তব। হয়তো আগামীতে এই সংগঠনের নেতা-কর্মীরাই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আগামী বাংলাদেশকে ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে শেখ রাসেল তথা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত হয়ে আগামী সকল নির্বাচনে ও আওয়ামী লীগের সকল কাজে একইভাবে পাশে থেকে শেষ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান কায়সার হাসনাত। 

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সোনারগাও শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জ - ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে প্রধান উপদেষ্টা, নারায়ণগঞ্জ - ২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম সদস্য এএইচএম মাসুদ দুলালকে “শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ” এর নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা করা হয়েছে। এছাড়াও রফিকুল ইসলাম নামে আরও একজনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। সংগঠনটির মহাসচিব কে এম শহীদ উল্যাহ স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের এতথ্য জানানো হয়।

চিঠিতে তাদের প্রত্যেককে বঙ্গবন্ধুর আদর্শ ধারণা করা শেখ হাসিনার রূপকল্প-২০২১-২০৪১ বাস্তবায়নে প্রসংশীত কাজ করায় অগ্রণী ভ‚মিকা রাখার পাশাপাশি নারায়ণগঞ্জে “শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ”কে সুসংগঠিত করতে অগ্রণী ভ‚মিকা রাখায় তাদেরকে এ পদে মনোনীত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।  


সোনারগাঁও দর্পণ : 

রোহিঙ্গা ও মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে আটকেপড়া পাকিস্তানিরা বাংলাদেশের বোঝা এবং তাদের কারণে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পরছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান জিরার্ডভ্যান রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকার করতে গেলে তিনি কথা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য জানান। 

ইহসানুল করিম আরও জানান, রোহিঙ্গা ইস্যুর বিষয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি (অ্যান জিরার্ডভ্যান) এসকল বিষয়ে ইতোমধ্যে উদ্বাস্তু এবং এনজিও কর্মীদের সাথে কথা বলেছেন এবং রাষ্ট্রদূতও মনে করেন, রোহিঙ্গাদের নিজের মাতৃভ‚মিতে ফিরিয়ে নেয়াটাই হতে পারে এ সমস্যার স্থায়ী সমাধান।


সোনারগাঁও দর্পণ :

মহাসড়ক পারাপারের সময় গাড়ির চাঁপায় পিষ্ট হয়ে সোবহান (আনুমানিক ৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার সকালে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার অদূরে চৌরাস্তা নতুন কাঁচাবাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোবহান পিরোজপুর খাল পাড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোবহান সকালে বাড়ি থেকে চৌরাস্তায় আসে। পরে তার ভাতিজার দোকানে বসে বিভিন্ন বিষয়ে কথা বলে পাশের দোকান থেকে চা পানের পর বাজার করার উদ্দেশ্যে মহাসড়কের দিকে এগিয়ে যায়। এ সময় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি দুরপাল্লার বাস সোবহানকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয়রা মৃতদেহটি সড়ক থেকে সরিয়ে নেয়। খবর পেয়ে, পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে যায়।


সোনারগাঁও দর্পণ :

কুমিল্লার কান্দিরপাড়ার উত্তর নানুয়ার দিঘীর পাড়ের পূজা মন্ডপে হিন্দু দেবতা গণেশের পায়ের ওপর পবিত্র মহাধর্মগ্রন্থ আল কোরআন রাখার অভিযোগে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জসিম উদ্দিন একজন মাদ্রাসা ছাত্র। সে মাদ্রাসার ছাত্র হয়ে কি কারণে এমন জঘন্য অপরাধ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ইতোমধ্যে চট্টগ্রাম পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি শক্ত হাতে নিয়ন্ত্রণ করছেন। 

এদিকে, ঘাতককে গ্রেফতারের খবরে থানায় ভীড় করছে বিক্ষুব্দ জনতা। পুলিশ গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে নিরাপদে সরিয়ে নিয়েছেন বলে কুমিল্লা থেকে একটি সূত্র জানিয়েছে। থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জসিম উদ্দিনের অন্যান্য পরিচয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখা  হয়েছে।

এরআগে, পবিত্র আল কোরআনকে হিন্দুদের মুর্তির পায়ের ওপর রাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় প্রশাসনের সদস্যরা মন্ডপে যান এবং সেখান থেকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পবিত্র কোরআন উদ্ধার করে তার বুকে জড়িয়ে রেখে ঘটনার সত্যতার বিষয়টি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং এ নিয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে ধর্মপ্রাণ মুসলমানরা। 


সোনারগাঁও দর্পণ :

বিশ্বের প্রতিটি মানুষের জন্য প্রেরিত একমাত্র আসমানি কিতাব মুসলিম জাহানসহ সকল জনগোষ্ঠির পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র আল কোরআনকে কুমিল্রার একটি পূজামন্ডপে অবমাননার ঘটনায় উত্তাল কুমিল্লা নগরীসহ পুরো দেশ। 

কুমিল্লার কান্দিরপাড়ার উত্তর নানুয়ার দিঘীর পাড়ের পূজা মন্ডপে হিন্দু দেবতা গণেশের পায়ের ওপর পবিত্র মহাধর্মগ্রন্থ আল কোরআন রাখার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় প্রশাসনের সদস্যরা মন্ডপে যান এবং সেখান থেকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পবিত্র কোরআন উদ্ধার করে তার বুকে জড়িয়ে রেখে ঘটনার সত্যতার বিষয়টি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। 

এদিকে, এমন ঘটনার পরও ওই পূজামন্ডপে পূজাঅর্চনা চলতে থাকায় স্থানীয় মুসলমানরা পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে রাস্তায় নেমে আসে। একপর্যায় ওই পূজামন্ডপে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে বেশ কয়েকজন আহত হয়। 

পুলিশের ছোড়া রাবার বুলেটে আহতের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে দেশের বিভিন্ন জায়গায় ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। এছাড়া, বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা আর প্রতিবাদের ঝড় উঠেছে। 

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, পরিস্থিতি বর্মমানে অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিভিন্ন জায়গায় তারা পেট্রল দিচ্ছেন। কয়েকটি মন্ডপে হামলার চেষ্টা হয়েছে। তবে, তা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই নিয়ন্ত্রণ করেছেন। 

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে - মহাপবিত্র গ্রন্থ আল কোরআন অবমাননাকারী ঘটনাটি সুষ্ঠু তদন্ত করা হবে। এঘটনার সাথে জড়িত কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।  


সোনারগাঁও দর্পণ :  

পূজামন্ডপে বিদ্যুৎ’র কাজ করতে গিয়ে জুম্মন মিয়া নামে (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। সোনারগাঁও উপজেলার পৌরসভার বাগমুছা ঋষিপাড়া গ্রামের পূজামন্ডপে বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত জুম্মন মিয়া সিদ্ধিরগঞ্জের মিজমিজি গ্রামের মোশারফ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বাগমুছা ঋষিপাড়া গ্রামের পূজামন্ডপে আনা জেনারেটরের পরিচালনার দায়িত্বে কাজে আসে জুম্মান। বুধবার ভোর ৫টার দিকে বিদ্যুৎ চলে গেলে জুম্মান জেনারেটর চালু করার সময় বিদ্যুতায়িত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে নেয়ার আগেই জুম্মানের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বলা যাবে। 


সোনারগাঁও দর্পণ :

প্রথমে অপহরণ। অতঃপর গণধর্ষণের ধর্ষণের পর এক তরুনীকে হত্যা করেছে বন্ধুরা। এমনই অভিযোগে করেছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী উপজেলার বাসিন্দা নিহত লিমা আক্তার (১৭) নামে এক পোশাককর্মীর বাবা টিটন মিয়া। মঙ্গলবার সোনারগাঁও থানায় তিনি এ অভিযোগ করেন।

টিটন মিয়া অভিযোগে উল্লেখ করেন, তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আমিন কলনী এলাকার বাসিন্দা। মেয়ে লিমা আক্তার স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো। গত ৯ অক্টোবর কারখানা থেকে কাজ শেষে রাত ৯টার দিকে লিমা বাড়ি ফেরার পথে চট্টগ্রামের রুবি গেইট এলাকা থেকে নিখোঁজ হয়। পরে বিভিন্নস্থানে খুজে না  পেয়ে পরের দিন বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরী করেন। পরে গত সোমবার রাত ১১টার দিকে ওমর ফারুক নামে তার দুষ্পর্কের ভাতিজা লিমার বাবার মুঠোফোনে জানায় যে, লিমাকে অপহরণ করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের সাগর মিয়ার ভাড়া বাড়ির ভাড়াটিয়া তৈয়ব হোসেন ও তার বন্ধুরা আটকে রেখে জোর করে ধর্ষণ করেছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তারকে মৃত ঘোষনা করে। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বায়েরা গ্রামের জালাল মিয়ার ছেলে তৈয়ব হোসেন, পিরোজপুরের ভবানীপুর গ্রামের লাতু মিয়ার ছেলে ও তৈয়বের দুই হাসান মিয়া এবং  নোয়াখালীর হুগলি এলাকার মহিতুল্লার ছেলে আমজাদ হোসেন ওরফে রায়হানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। 


সোনারগাঁও দর্পণ :

দেশের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, প্রত্নতত্ত্ব নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্মিত সচেতন মুলক বিখ্যাত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির আগামী পর্ব সোনারগাঁওয়ে শুরু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার পৌর এলাকায় অবস্থিত ঐতিহাসিক পানাম নগরে এ ইত্যাদির কর্মযজ্ঞ শুরু করেন ফাগুন অডিও ভিশনের স্বত্যাধিকারী ও ইত্যাদির পরিচালক, সঞ্চালক হানিফ সংকেত। 

পানাম সিটি’র বর্তমান পারিচালক দিদারুল আলম জানান, ইত্যাদির আগামী পর্ব সোনারগাঁওয়ে করার উদ্দেশ্যে গত ১৬ সেপ্টেম্বর হানিফ সংকেত সোনারগাঁওয়ে আসেন। সে সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে করবেন বলে প্রাথমিকভাবে স্থান নির্ধারণ করেন। পরবর্তীতে সে সিদ্ধান্ত পরিবর্তন করে পানাম সিটিকে শুটিংয়ের জন্য বেছে নেন এবং কাজ শুরু করেন।  

ইত্যাদি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইত্যাদি মাসে তিনটি পর্ব বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’তে সম্প্রচারিত হয়। সবশেষ পর্ব ধারণ করা হয়েছিল রাজধানীর মিরপুরের দিয়াবাড়িতে মেট্রোরেলের ৬ নং প্লাটফর্মে। সোনারগাঁওয়ে যে দৃশ্যধারণ করা হচ্ছে তা আগামী পর্বে এ মাসের শেষে সম্প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ, বিগত ৫ বছর আগেও সোনারগাঁও যাদুঘরে ইত্যাদি শুটিংয়ের অংশ বিশেষ করার আগ্রহ দেখিছিলেন হানিফ সংকেত। কিন্তু অজ্ঞাত কারণে সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়ায় সে সময় আর শুরু করেননি। 


সোনারগাঁও দর্পণ :

৩ হাজার ৪৮ পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১'র সদস্যরা। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো - কুমিল্লার কোতয়ালী থানার রাংগুরি মুন্সিবাড়ি এলাকার জহিরের ছেলে শাহ জাহান, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার তাইনথং বটতলী এলাকার আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন এবং কুমিল্লা সদর থানার কিষ্ণপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মাহবুব।

শুক্রবার র‌্যাব-১১ কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত পাটানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব-১১ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অভিনয় কায়দায় কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি দল বৃহস্পতিবার রাতে সোনারগাঁওয়ের সোনাখালী এলাকায় মাদক বিরোধী অভিযান চালানোর তাদের আটক করা হয়। আটকের সময় তাদের সাথে থাকা ৩ হাজার ৪৮ পিছ ইয়াবা জব্দ করা হয়। 

পরে শুক্রবার সকালে আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থাানয় মামলা করে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 


সোনারগাঁও দর্পণ :

আব্দুল আলী নামে প্রায় পচাত্তর বয়সী বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। পূর্বশত্রæতার জের ধরে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের আগে  সোনারগাঁও পৌর এলাকার দরপত গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল আলী বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৌরসভার দরপত গ্রামের শফিউদ্দিন ও তার দুই ছেলে রাসেল ও রাজন দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল আলীর ও তার পরিবারের সাথে দ্ব›েদ্ব লিপ্ত। আব্দুল আলীর জমি জোর করে দখলের জন্য অনেক দিন ধরেই বিভিন্ন হামলা-হুমকি-ধমকি দিয়ে আসছিল শফিউদ্দিন ও তার ছেলেরা। তারই রেশ ধরে শুক্রবার জুম্মার নামাজের কিছু আগে শফিউদ্দিনের নেতৃত্বে তার  দুই ছেলে রাসেল ও রাজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল আলীর বাড়িতে হামলা চালায়।  এ সময় তাদের এলাপাথারি হামলায় আব্দুল আলী রক্তাক্ত আহত হয়। 

সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান জানান, এ হামলার ঘটনায় লিখিত অভিযোগ  পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সোনারগাঁও দর্পণ : 

জন্ম ও মৃত্যু নিবন্ধনের দিক দিয়ে নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন। আর এ সফলতায় জন্ম ও নিবন্ধন বিভাগে পুরস্কারে ভূষিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম। বুধবার ৬ অক্টোবর জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে তিনি এ পুরস্কার লাভ করেন।

সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাইন বিল্লাল চেয়ারম্যান মাসুমের হাতে এ পুরস্কার তুলে দেন। 

পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় পিরোজপুর ইউনিয়নের নাগরিক সম্মিলতিভাবে এ কৃতিত্বের দাবিদার জানিয়ে পুরস্কারটি তার  ইউনিয়নের বাসিন্দাদের জন্য উৎসর্গ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পিরোজপুর ইউনিয়নের বেশ কয়েকজন বাসিন্দা ও আওয়ামী লীগ এবং এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সোনারগাঁও দর্পণ :

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনিকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে সিআইডি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দেয়া চার্জশিটে পরীমনি ছাড়াও আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী নামে অপর দুইজনের নাম দেয়া হয়। সোমবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

এরআগে, গত ২৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনিকে তার ব্যবহৃত হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ জব্দকৃত ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত।

এরও আগে চলতি বছরের গত ৪ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসায় অভিযান চারিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করে র‌্যাব।


সোনারগাঁও দর্পণ : 

৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। রবিবার (০৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের আদমজী মিল গেইট এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের সময় গাঁজা পরিবহনকারী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৮-২৭৪০) আটক করে পুলিশ। তবে, গাঁজা পরিবহনের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তাঁরা।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান,  ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনের সময় কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থাকা ইউটার্ণ নেয়ার সময় সন্দেহ হলে চালককে পিকআপটি থামানোর সংকেত দেয়া হয়। এ সময় গাড়িটি না ঘুরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে। চালক গাড়িটিকে সিদ্ধিরগঞ্জের আদমজী মিলের গেইটের সামনে রেখে চালক ও সহযোগী (হেলপার) পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাসী করে চালকের আসনের পিছন থেকে ১৯ প্যাকেটে থাকা ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে মাদক আইনে মামলা হবে বলে জানায় ওসি মনিরুজ্জামান।

 

সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও উপজেলা পরিষদের উপ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া উপজেলা চেয়াম্যান হিসেবে শপথ নেয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এরআগে, রবিবার (০৩ অক্টোবর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নেন। তাঁকে শপথ পাঠ করান ঢাকা বিভাগীর কমিশনার খুলিলুল রহমান।

এদিকে সকালে শপথ গ্রহণের পরপরই নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়াকে টেলিফোনে শুভেচ্ছা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। এছাড়া শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানান শপথ গ্রহণের সময় তাঁর সাথে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এএইচএম মাসুদ দুলাল, সোনারগাঁওয়ের সন্তান ঢাকায় পুলিশের সদর দপ্তরে কর্মরত এসপি আক্তার হোসেন, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সগির আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহ মো. সোহাগ রনিসহ অনেকে।

এরআগে, গত ৭ অক্টোবর সোনারগাঁও উপজেলা পরিষদ উপ নির্বাচনের দিন ধার্য্য করে নির্বাচন কমিশন। একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮জন জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও পরবর্তীতে শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইয়া ছাড়া অন্যকোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় একক প্রার্থী হিসেবে গত ২০ সেপ্টেম্বর সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা উপ নির্বাচনের রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ আতিয়ুর রহমান সামসুল ইসলাম ভ‚ইয়াকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

এরও আগে, গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে এ আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। 



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও উপজেলা পরিষদের উপ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া উপজেলা চেয়াম্যান হিসেবে শপথ নিয়েছেন। রবিবার (০৩ অক্টোবর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাঁকে শপথ পাঠ করান ঢাকা বিভাগীর কমিশনার খুলিলুল রহমান।

এরআগে, গত ৭ অক্টোবর সোনারগাঁও উপজেলা পরিষদ উপ নির্বাচনের দিন ধার্য্য করে নির্বাচন কমিশন। একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮জন জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও পরবর্তীতে শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ছাড়া অন্যকোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় একক প্রার্থী হিসেবে গত ২০ সেপ্টেম্বর সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা উপ নির্বাচনের রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ আতিয়ুর রহমান সামসুল ইসলাম ভ‚ইয়াকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

এরও আগে, গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে এ আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। 


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget