সোনারগাঁও দর্পণ :
রোহিঙ্গা ও মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে আটকেপড়া পাকিস্তানিরা বাংলাদেশের বোঝা এবং তাদের কারণে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পরছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান জিরার্ডভ্যান রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকার করতে গেলে তিনি কথা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য জানান।
ইহসানুল করিম আরও জানান, রোহিঙ্গা ইস্যুর বিষয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি (অ্যান জিরার্ডভ্যান) এসকল বিষয়ে ইতোমধ্যে উদ্বাস্তু এবং এনজিও কর্মীদের সাথে কথা বলেছেন এবং রাষ্ট্রদূতও মনে করেন, রোহিঙ্গাদের নিজের মাতৃভ‚মিতে ফিরিয়ে নেয়াটাই হতে পারে এ সমস্যার স্থায়ী সমাধান।
Post a Comment