সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জ - ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে প্রধান উপদেষ্টা, নারায়ণগঞ্জ - ২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম সদস্য এএইচএম মাসুদ দুলালকে “শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ” এর নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা করা হয়েছে। এছাড়াও রফিকুল ইসলাম নামে আরও একজনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। সংগঠনটির মহাসচিব কে এম শহীদ উল্যাহ স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের এতথ্য জানানো হয়।
চিঠিতে তাদের প্রত্যেককে বঙ্গবন্ধুর আদর্শ ধারণা করা শেখ হাসিনার রূপকল্প-২০২১-২০৪১ বাস্তবায়নে প্রসংশীত কাজ করায় অগ্রণী ভ‚মিকা রাখার পাশাপাশি নারায়ণগঞ্জে “শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ”কে সুসংগঠিত করতে অগ্রণী ভ‚মিকা রাখায় তাদেরকে এ পদে মনোনীত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
Post a Comment