Halloween Costume ideas 2015
January 2022


সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অন্যতম নগরী লস অ্যাঞ্জেলেস’র মেয়র এরিক গার্সেত্তি’র শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক আব্দুল্লাহ আল কায়সার।

গতকাল শুক্রবার (২৮) জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি’র বাসভবনে গিয়ে তিনি এ শুভেচ্ছা বার্তা মেয়র আইভী’র হাতে তুলে দেন।

লস এঞ্জেলস সিটি করপোরেশন’র প্যাডে গত ১৮ ডিসেম্বর মেয়র এরিক গার্সেত্তি’র স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তায় গার্সেত্তি লস অ্যাঞ্জেলস শহরের মেয়র এবং তার নগরীর বাসিন্দাদের পক্ষে এ শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি ডা. সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ সিটির জনগণের জন্য অসামান্য পরিষেবার স্বীকৃতি দিয়ে ‘বাংলার বিজয় বহর এবং বাংলাদেশ উন্নয়নে নিজিকেও একজন সাথি মনে করেন। মেয়র আইভী’র সাহস এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন এবং বাংলাদেশের জন্ম বার্ষিকীকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

শুভেচ্ছা বার্তায় পূণরায় নারায়ণগঞ্জ বাসীর পরিষেবার জন্য ডা. সেলিনা হায়াত আইভী’কে ধন্যবাদ জানিয়ে তার অব্যাহত সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন লস এঞ্জেলস এর মেয়র এরিক গার্সেত্তি। 

এ সময় জেলা আওয়িামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, জেলা পরিষদ’র সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, লস এঞ্জেলস আওয়ামী লীগের সভাপতি মো. বাদল ও তার ছেলে আইভান আমিরসহ জেলা আওয়ামী লীগ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের বেশ ক’জন নেতা উপস্থিত ছিলেন। 



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে কোন ভাবেই কমছেনা করোনা ভাইরাসের প্রকোপ। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যে মতে, শুক্রবার এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯ জন। 

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য প্রকাশ করেছে, সে তথ্যনুযায়ী সোনারগাঁওয়ে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৩৩ জনের মধ্যে ২৯ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যার শতকরা হার ৮৭.৮৭ শতাংশ বা প্রায় ৮৮ শতাংশ বলা যায়।

তথ্যনুযায়ী ২৯ জনের পিরোজপুর ইউনিয়নে ৪ জন, বৈদ্যের বাজার ইউনিয়নে ১ জন, কাঁচপুরে ৫ জন, সাদীপুরে ৭ জন,  মোগড়াপাড়া ইউনিয়নে ২ জন, আমিনপুরে ৭ জন, সনমান্দি ইউনিয়নে ২ জন এবং নোয়াগাঁও ইউনিয়নে ১জন। 

তথ্যমতে, এখন পর্যন্ত সোনারগাঁওয়ে করোনা ভাইরাসে সনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৮৬ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ জনের। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৮ জন।



সোনারগাঁও দর্পণ :

বন্দরের মদনপুরে অবস্থিত জাহিন টেক্সটাইল ও গার্মেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জানুয়ারী) বিকালে আনুমানিক ৪টার দিকে অগ্নিকাণ্ডে পোশাক প্রস্তুতকারী এ প্রতিষ্ঠানের দুইটি ইউনিটে একই সাথে এ ঘটনা ঘটে। পরবর্তীতে আরও দুইটি ইউনিটে আগুন ছড়িয়ে পরে। নারায়ণগঞ্জ ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট তেরোটি ইউনিট ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। 

তবে ফায়ার সার্ভিস থেকে জানাগেছে, ফায়ার সার্ভিস খবর পায় বিকাল সাড়ে চারটার দিকে। বিকাল পৌনে পাঁচটার দিকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে তরোটিটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, তাৎক্ষণিকভাবে হতাহত ও আগুন লাগার কারণ জানাযায়নি। এমনকি ক্ষয়ক্ষতির পরিমাণও বলা বা ধারণা করা সম্ভব না। 

তবে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলে তাদের ধারণা, শুক্রবার বন্ধের দিন হওয়ায় শ্রমিকের উপস্থিতি তেমন ছিলনা। যে ক’জন ছিলেন, আগুন লাগার খবরে তারা দ্রুত ফেক্টরির বাইরে চলে আসে। ফলে হতাহত না হওয়ার সম্ভাবনাই বেশি বলে তিনি ধারণা করেন।

এদিকে, প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া হওয়ায় মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো তীব্র যানজটে পরে। পরবর্তীতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় মদনপুর রেললাইন হয়ে মোগরাপাড়া এলাকার কাইকারটেক ব্রীজ দিয়ে মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে মহাসড়কে যানবাহন চলাচল করেছে। 

অপরদিকে, সেই সড়কটি সরু হওয়ায় এবং মহাসড়কের চলাচল করা বড় বড় যানবাহন সরু রাস্তায় প্রবেশ করায় ওই সড়কটিতেও তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।


সোনারগাঁও দর্পণ :

ট্রাকের ধাক্কায় মরিয়ম (আনুমানিক ৩০ বছর) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে সোনারগাঁও উপজেলার মোগরাপাগা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌরাস্তা বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের ফজর আলী’র দ্বিতীয় স্ত্রী এবং মোগরাপাড়া ইউপির খুলিয়াপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লা ওরফে নুরু মোল্লার বাড়ির ভাড়াটিয়া। একই দুর্ঘটনায় নিহতের স্বামী ফজর আলীও আহত হয়েছে।

নিহতের বাড়ির মালিক সূত্রে জানায়ায়, দুপুর একটার দিকে মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় অসুস্থ স্বামীর সাথে সহায়তায় টাকা তোলার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক হতাকে চাঁপা দিয়ে সড়কের পাশে ফেলে পাালিয়ে যায়।

এ সময় সেখানে উপস্থিত লোকজন মরিয়ম ও তার স্বামী ফজর আলীকে নিয়ে হাসপাতাল গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষনা করেন। পরে হাসপাতাল থেকে তার নিজ বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

নিহত মরিয়ম ময়মনসিংহের কিশোরগঞ্জের বাসিন্দা বলে জানান নিহতের বাড়ির মালিক।



সোনারগাঁও দর্পণ :

৪৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেছে প্রিমিয়ার ব্যাংক মেঘনা শিল্পনগরী শাখা। বৃহস্পতিবার সকালে  মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে শীতবস্ত্র ও মাস্ক বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে কার্যক্রামের উদ্বোধন করেন  সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

প্রিমিয়ার ব্যাংক মেঘনা শিল্পাঞ্চল শাখার ম্যানেজার মেহেদী হাসান সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, যুবলীগ নেতা ও ব্যবসায়ী মাসুম বিল্লাহ, আলম চান, আষাঢ়িয়ার চর গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবলীগ নেতা  আবু হানিফ, হাজী জহির, লুৎফর রহমানসহ প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা কর্মচারীরা।



সোনারগাঁও দর্পণ :

মেঘনা নদী দ্বারা বিচ্ছিন্ন, নাগরিক সুবিধাবঞ্চিত চরাঞ্চল সোনারগাঁয়ের নুনেরটেক মায়াদ্বীপে অবস্থিত ‘জেলে শিশু পাঠশালা’র শিক্ষিকা ও তার পরিবারের উপর হামলার ঘটনার প্রতিবাদে ও দোষিদের বিচার চেয়ে মানববন্ধন করেছে ‘তারুণ্যের সোনারগাঁ’ নামে একটিসামাজিক সংগঠন। বৃহস্পতিবার সকালে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় অবস্থিত  সোনারগাঁও প্রেস ক্লাব’র সামনে এ মানববন্ধন হয়।

‘উদিচী’ সোনারগাঁও শাখার সভাপতি শঙ্কর প্রকাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সমাজকর্মী ও সংগঠক কবি শাহেদ কায়েস মায়াদ্বীপের সুবিধা বঞ্চিত জেলে সম্প্রদায়ের শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করে দীর্ঘ দিন যাবত সেখানকার সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পরা জনগোষ্ঠিকে আলোর মুখ দেখাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি তিনি ওই এলাকায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করেন। ফলে নদী ভাঙার হাত থেকে নুনেরটেক রঘুনারচরসহ বেশকটি গ্রাম রক্ষায় বিশেষ ভূমিকা রাখেন। ফলে নুনেরটেক এর একটি স্বার্থান্বেসী মহল শাহেদ কায়েস ও তার স্কুলের প্রতি আক্রোশ থেকে স্কুলটি বন্ধ করার পায়তারা করে। এমনকি একাধিকবার স্কুলটি বন্ধ করে দেয়ারও হুমকি দেয়। এরই জের ধরে গত ২২ জানুয়ারি রাতে স্কুলের শিক্ষিকা মরিয়ম আক্তার পাখী ও তার দেড় বছরের মেয়েসহ পরিবারের  ৫ জনকে রাতের আঁধারে পিটিয়ে আহত করে স্থানীয় বালু সন্ত্রাসীরা।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটির সদস্যরা অবিলম্বে  দোষীদেও গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, সোনারগাঁও প্রেস ক্লাব’র অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, রবিউল হুসাইন, তারুণ্যের সোনারগাঁয়ের কর্মী মো. তারেক মাহমুদ, মো. আব্দুল্লাহ আল মামুন, রাজু আহমেদ অর্ণবসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। 



সোনারগাঁও দর্পণ : 

ছাগল কেন কাঁঠাল গাছের পাতা খেল। এ নিয়ে দ্বন্দ্ব একই এলাকার দুই পরিবারের ব্যক্তিদের মধ্যে। প্রথমে কথা কাটাকাটি। পরে এক পরিবারের উপর প্রতিপক্ষ পরিবারের লোকজনের হামলা। হামলায় নারী-শিশুসহ আহত হয়েছে কমপক্ষে ৫ জন। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা গ্রামে।

স্থানীয় সূত্রে জানাগেছে, জামপুর ইউনিয়নের কাহেনা গ্রামের হালিম মোল্লার পালিত ছাগল পাশ্ববর্তী আমির হোসেন’রবেশ কিছু কাঁঠাল গাছ সকালের দিকে খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। 

কথা কাটাকাটির ঘটনার রেশ ধরে বিকাল আনুমানিক ৪ টার দিকে হালিম মোল্লা কমপক্ষে ১০/১২ জনের একটি দল নিয়ে  দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমির হোসেনের বাড়িতে হামলা করে। হামলায় আমির হোসেন, সোহেল, মুকবুল হোসেন ও মাসুদা বেগমসহ কমপক্ষে ৫ জন আহত হয়। অভিযোগ পাওয়া গেছে, হামলার সময় আমির হোসেনের বাড়িঘরের , বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। 

পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে আমির হোসেন’কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 



সোনারগাঁও দর্পণ :

ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে সোনারগাঁওয়ে করোনা ভাইরাসের প্রকোপ। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। সাথে বৃদ্ধির হার। এদিকে, জনসাধারণের মধ্যে এখনো দেখ্ াযাচ্ছেনা সচেতনতার কোন লক্ষণ। অপরদিকে, করোনার পাশাপাশি ক্রমিক্রনও পাগলা ঘোড়ার মতো ছুটায় আতঙ্কিত বিশ^ স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠান। প্রতিনিয়ত গণসচেতনতায় যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। দেশের সরকার এবং গণমাধ্যমগুলোও জনসচেতনতায় প্রচার ও প্রকাশ করছে নানান বিজ্ঞাপন ও ট্রিপস।

সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স’র দেয়া সবশেষ তথ্যানুযায়ী মঙ্গলবার (২৫ জানয়ারী) মোট ৩৩ জন করোনা সন্দেহে করা পরীক্ষার ফলাফলে ২২জনই করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। যার শতকরা পরিমাণ শতকরা ৬৬.৬৬ শতাংশ। যা আশঙ্কাজনক বলে বলছেন চিকিৎসকরা।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র দেয়া তথ্যে পজেটিভ ২২ জনের মধ্যে কাঁচপুরে ৫ জন, আমিনপুরে ৫ জন, মোগরাপাড়ায় ৪ জন, পিরোজপুরে ২ জন, সাদীপুর ইউনিয়নে ১ জন, জামপুরে ৩ জন এবং সনমান্দিতে ২ জন। 

এ পর্যন্ত সোনারগাঁওয়ে করোনা ভাইরাসে মোট সনাক্তের সংখ্যা ২ হাজার ৭৯১ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ জন। আর সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫৯৮ জন।



সোনারগাঁও দর্পণ :

মেঘনা নদী দ্বারা পরিবেষ্টিত নাগরিক সুবিধাবঞ্চিত চরাঞ্চল  সোনারগাঁওয়ের নুনেরটেকের মায়াদ্বীপের ওপর আবারো কুদৃষ্টি পরেছে স্থানীয় ভূমিদস্যুদের। এবার কোন বালু মহাল নয়। মায়াদ্বীপের সুবিধাবঞ্চিত  ও অবহেলিত শিশুদের অঙ্কুরে নিধন করতে সন্ত্রাসীরা আদাজল খেয়ে নেমেছে তাদের সুশিক্ষিত করার একমাত্র বিদ্যালয় সূবর্ণগ্রাম ফাউন্ডেশনের নির্মিত মায়াদ্বীপ জেলে শিশু পাঠশালা গ্রাসে। 


এরই অংশ হিসেবে ওই স্কুলের শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা পরবর্তী তাদেরকে শারীরিক নির্যাতন ও ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। খবরপেয়ে রাতেই ওই শিক্ষক ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য শরীফ। 


অভিযোগ থেকে জানাগেছে, সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক রঘুনাচরের মায়াদ্বীপে অবস্থিত 'মায়াদ্বীপ জেলে শিশু পাঠশালা'কে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যুরা তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ জানুয়ারী) রাত আনুমানিক পৌঁনে ৯টার দিকে স্থানীয় কাদির আলীর ছেলে হাশেম, মৃত তারু মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওরফে আন্ডার আলী, ওসমান মিয়ার ছেলে মেহেদী, শহীদের ছেলে শাহজালাল ও শাহপরান করিমের ছেলে দ্বীন ইসলাম, ইউনুসের ছেলে রাসেল ও ফয়সাল, মোসলেমের ছেলে রাকিব, মৃত মালেকের ছেলে রাহিম আলী ও রমজান, রহিম মিয়ার ছেলে শরিফ, নুর ইসলামের ছেলে ফাহিম, একই এলাকার মাসুদ, মঙ্গল আলী আরশ আলীর ছেলে ইউসুফ আলীসহ আরও অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে ‘মায়াদ্বীপ জেলে শিশু পাঠশালা’র শিক্ষক মরিয়ম  আক্তার ওরফে পাখি (২৪) ও শরিফের ছোট ভাই রাশেদ (২০), তার মা নাসিমা বেগম (৫০)’কে দেশীয় ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত যখম করে। এ সময় তার বোনের পরনে থাকা জামা ছিড়ে শ্লীলতাহানীর চেষ্টা করে সন্ত্রাসীরা। এছাড়া তার বোনের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং তার মায়ের গলায় থাকা ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। এছাড়া তার ভাই রাশেদের বিকাশ ব্যবসার জন্য ঘরে রাখা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে হামলাকারীরা বাদির ভাই রাশেদের উড়–তে ধাঁরালো অস্ত্র দিয়ে আঁঘাত করে রক্তাক্ত যখমের পাশাপাশি বাদি মো. শরিফের পায়ে রোহার বড় দিয়ে আঘাত করে। 


তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা খবর পেয়ে রাতেই সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


নাম প্রকাশে অনিচ্ছুক বাদির এক স্বজন জানায়, রাতে আহত অবস্থায় তাদের সকলকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পূণরায় সন্ত্রাসীরা বাদির ঘরে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিভায়।


এ ব্যাপারে সূবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস ‘ সোনারগাঁও দর্পণ’কে বলেন, এই স্কুলের জমি অবৈধভাবে দখল করতে স্থানীয় সন্ত্রাসীরা দীর্ঘ দিন থেকেই অপচেষ্টা করে যাচ্ছে। মায়াদ্বীপে কোন স্কুল না থাকায় তারা শিক্ষার আলো বঞ্চিত ছিল। এই স্কুলে বিনামূল্যে লেখাপড়া করে শিক্ষা গ্রহণ করছে। অনেকে অন্যায়ের প্রতিবাদ করে নিজের অধিকার আদায় করতে শিখেছে। আর এটিই হচ্ছে স্থানীয় ভূমি দস্যুদের আক্রাশের প্রধান কারণ। তবে, যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক, অমানবিক এবং স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আসামীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানাই।


অগ্নিসংযোগের কোন আলামত তিনি পাননি জানিয়ে ঘটনাটির তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ রোববার (২৩ জানুয়ারী) বিকালে সোনারগাঁও দর্পণ’কে জানান, বিষয়টি নিয়ে এখনো তদন্ত হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্তের স্বার্থে কিছু বলা যাবেনা।



সোনারগাঁও দর্পণ :

ধর্ষণ করতে গিয়ে এক যুবকের পুরুষাঙ্গকেঁটে দেয়ার অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী নিজে সোনারগাঁও থানায় এমন অভিযোগ করে। শুক্রবার রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলরদী গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলা সনমান্দি ইউনিয়নের দৌলরদী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে শাহ আলম একই গ্রামের ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। স্বামী ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকেন বিধায় ওই নারী শাহ আলমকে একাধিকবার সতর্কও করেন। শুক্রবার দিবাগত রাতে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বাইরে যাওয়ার সুযোগে শাহ আলম গৃহবধুর ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে শাহ আলম ওই গৃহবধুকে ঝাপটে ধরলে তার (গৃহবধূ) আর্তচিৎকারে গৃহবধূর মেয়ে, মেয়ের স্বামী গিয়ে শাহ আলমকে ঝাপটে ধরে বেধে তার পুরুষাঙ্গ বেøড দিয়ে কেটে দেয় তারা। পরে রক্তাক্ত আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ ঘটনায় ওই গৃহবধু বাদি হয়ে শনিবার সোনারগাঁও থানায় অভিযোগ করেন। 

এদিকে অভিযুক্ত যুবকের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে  তাকে কৌশলে ডেকে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।

থানা পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।



সোনারগাঁও দর্পণ :

২য় শো-রুম উদ্বোধন করেছে স্বনামধন্য ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘মেসার্স সরকার ইলেক্ট্রনিক্স’। শনিবার বাদ আসর মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে নুরুল ইসলাম বেপারী সুপার মার্কেট এর তয় তলায় ২য় এ শো-রুম এর উদ্বোধন হয়।


উদ্বোধন উপলক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, কোন নতুন পণ্য ক্রয় করলে গ্রাহক পাবেন স্ক্র্যাচ কার্ড। যা ঘষলেই নিশ্চিত পুরস্কারের ব্যবস্থা করেছেন তারা। প্রতিষ্ঠানটিতে টিভি, ফ্রিজ, আয়রন, স্ট্যাবলাইজার, ঘর সাজানোর বাহারি বাতি, কুলিং ফ্যান, সিলিং ফ্যানসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য কম খরচে গ্যারান্টিসহ পাওয়া যায় বলে জানান মেসার্স সরকার ইলেক্ট্রনিক্স কর্তৃপক্ষ।



সোনারগাঁও দর্পণ :

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে। তবে, সকলে সহযোগিতা না করলে, প্রধানমন্ত্রীর চাওয়াটা নিজের চাওয়া না হলে তা করা সম্ভব নয়। ঠিক তেমনি সোনারগাঁওয়ের সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনগুলোর সমন্বয়ে সোনারগাঁওকে সত্যিকারের সোনারগাঁও করা সম্ভব বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়সার। সোনারগাঁও প্রেস ক্লাব’র ২০২১-২৩ মেয়াদে সদ্য নির্বাচিত  কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শনিবার দুপুরে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।


কায়সার হাসনাত বলেন, সাংবাদিক, পুলিশ ও রাজনীতিবিদের মুল লক্ষ্য একটাই, জনসেবা। সাংবাদিকরা করে তাদের লেখনির মাধ্যমে। রাজনীতিবিদরা তাদের রাজনৈতিকভাবে আর প্রশাসন করে প্রশাসনিক নীতিতে। সকলের উদ্দেশ্য এক, গন্তব্য এক। তবে, পথ ভিন্ন। 


সুষ্ঠু সাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিষয়ে বলতে গিয়ে সাবেক এ সাংসদ আরও বলেন- সাংবাদিক, রাজনীতিবিদ ও প্রশাসনের ব্যক্তি সকলেই মানুষ। আর মানুষের ভুলত্রæটি হবে এটাই স্বাভাবিক। কেউ ভুলের উর্ধ্বে না। আমরা যারা রাজনীতি করি তাদেরও ভুল আছে। প্রশাসনের মানুষদেরও ভুল আছে। ঠিক তেমনি সাংবাদিকদেরও ভুল আছে। আমরা যেমন একটা কিছু করতে চাইলেও অনেক সময় পারিনা। তেমনি প্রশাসন ও সাংবাদিকরাও ইচ্ছে করলেই অনেক সময় অনেক কিছুই করতে পারেনা। 


তবে, সকলে মিলে কাজ করলে আমাদের জন্মস্থান এই সোনারগাঁওকে সত্যিকার অর্থেই সোনারগাঁও করা সম্ভব। আমরা যদি কেউ কারো সাথে শত্রæতা না করে, সকলে পজেটিভ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে একটি সোনারগাঁও একটি সোনার বাংলা গড়া সম্ভব।


অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



সোনারগাঁও দর্পণ :

স্বার্থের জন্য বিক্রি না হয়ে মাদক ও পরিবেশ দুষণের হাত থেকে যুব সমাজকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। সোনারগাঁও প্রেস ক্লাব’র ২০২১-২৩ মেয়াদে সদ্য নির্বাচিত  কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথি হয়ে শনিবার দুপুরে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান।


কালাম বলেন, আমাদের সাধারণ মানুষের চোখ দুটি। কিন্তু থার্ড আই বা তৃতীয় চোখ নামে আরও একটি চোখ আছে সাংবাদিকদের। তাই আমরা খালি চোখে যা দেখি সাংবাদিক সমাজ সেটাকে কিছুটা বা কখনো কখনো অনেকটাই ভিন্নভাবে দেখেন সেই একই বিষয়কে। আর এই ভিন্নতা দেখাটাই হচ্ছে সাংবাদিকদের বিশেষত্ব। 


এরআগে গঠনমুলক ও বর্তমান সাংবাদিকতার হাল-হকিকত নিয়ে জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন অরাজনৈতিক সংগঠন ‘সূবর্ণগ্রাম ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি, লেখক ও সংগঠক শাহেদ কায়েস এবং সোনালী ব্যাংক সোনারগাঁও শাখার ব্যবস্থাপক মতিউর রহমান। মাহফুজুর রহমান কালাম তার বক্তব্যের শুরুতে কবি শাহেদ কায়েস ও মতিউর রহমানের বক্তব্যকে মুল্যায়ন করে বলেন, সাংবাদিকতা আজ পুঁজিবাদি আর দুর্ণীতিবাজদের দখলে। তাদের হাতে গণমাধ্যম জিম্মি। তারাই এখন এর (সাংবাদিকতার) নিয়ন্ত্রক। ফলে বেশিরভাগ সাংবাদিকরা আজ  নীতিভ্রষ্ট। ইচ্ছা করলেই সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরতে পারেনা। স্বার্থের জন্য তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়। তাই কলম বিক্রি না করে সাংবাদিকতার মুল নীতিতে থেকে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহŸান জানান কালাম।


সোনারগাঁও বর্তমানে মাদকের অভয়াণ্য। উপজেলার বিভিন্ন এলাকার যুব ও কিশোর সমাজ বর্তমানে মাদক বুদ হয়ে আছে। সকল স্থানে মাদকের ছড়াছড়ি। এক বিশ্রি নাজুক অবস্থা জানিয়ে মাহফুজুর রহমান কালাম সোনারগাঁও প্রেসক্লাবের সকল সদস্যসহ সাংবাদিক সমাজকে তাদের লেখনির মাধ্যমে সোনারগাঁওকে মাদক মুক্ত করার আহŸান জানান। 


এছাড়াও নগরায়ন ও শিল্পাঞ্চলের নামে যেভাবে পরিবেশ দুষণ হচ্ছে সে দিকেও সাংবাদিক ও প্রশাসনের কঠোর সুদৃষ্টি দেয়ার আহŸান জানান রাজনীতির তৃণমূল থেকে ওঠে আসা এ নেতা। 


অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



সোনারগাঁও দর্পণ :

ঐতিহাসিক সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘সোনারগাঁও প্রেস ক্লাব’র ২০২১-২৩ মেয়াদে নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে পৌরসভার দিঘিরপাড় এলাকায় অবস্থিত সোনারগাঁও রয়েল রিসোর্ট’এ সংগঠনটির আয়োজনে  ্অভিষেক অনুষ্ঠানটি হয়। 

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক ও সাবেক স্থানীয় সাংসদ আব্দুল্লাহ কায়সার হাসনাত, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির নেতা এএইচএম মাসুদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের ২য় যুগ্ম আহ্বায়ক  ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিরা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

সোনারগাঁও প্রেস ক্লাব’র সভাপতি এম এম সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। 

এছাড়া আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা ভাইস  চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, স্বেচ্ছাসেবক দলের  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও  মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট ফজলে রাব্বী, সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, নাসরিন সুলতানা ঝরা, সাবেক ছাত্রলীগ নেতা ছগির আহমেদ, শাহ মোহাম্মদ সোহাগ রনি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, কমিউনিষ্ট পার্টি ও উদিচী শিল্পি গোষ্ঠি সোনারগাঁও শাখার সভাপতি বাবু শংকর প্রকাশ, বাসদ সোনারগাঁও উপজেলা সমস্বয়ক বেলায়েত হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য একেএম মাহফুজুর রহমান, কবি শাহেদ কায়েস, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব, অধ্যক্ষ ড. নূরে আলম, সুজন’র সোনারগাঁও শাখার সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনির, সোনারগাঁও থানা প্রেসক্লাবের সভাপতি গাজী মোবারক, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এম এ হাকিম, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী শিপলু, সোনালী ব্যাংক  সোনারগাঁও শাখার ব্যবস্থাপক মতিউর রহমানসহ বিশিষ্টজনরা।

এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব’র নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা মোক্তার হোসেন মোল্লা, সিনিয়র সাংবাদিক ফজলে রাব্বি সোহেল, সংগঠনের যুগ্ম সম্পাদক ও চ্যানেল আই’র রিপোর্টার আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ( কো-অপ্ট) রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যাণ সম্পাদক মাহবুবুল ইসলাম সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম মাহমুদ নির্বাহী সদস্য মনির হোসেন ও শামসুল আলম তুহিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

করোনা বিস্তার রোধে সরকারের যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে অভিষেক অনুষ্ঠানের পুরো সময় জুড়ে বিশেষ আয়োজন ছিল ফ্রি চিকিৎসা ক্যাম্পের। যেখানে বিনামূল্যে রক্ত ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়। এছাড়া অনুষ্ঠানের শেষে অংশে ছিল মধ্যাহ্ন ভোজ। 



সোনারগাঁও দর্পণ :

আগামী ৬ ফেব্রæয়ারী পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। করোনা বিস্তাররোধে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যুগ্ম সচিব সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশে শুক্রবার (২১ জানুয়ারী) এ তথ্য জানানো হয়।

০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.১৪১ নাম্বার চিঠিতে মন্ত্রী পরিষদ বিভাগের স্বারক নম্বর ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.১৩১ এ বিষয় হিসেবে ‘করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তাররোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপ’ হিসেবে উল্লেখ করা হয়।

আদেশে বলা হয়েছে, ২১ জানুয়ারী ২০২২ থেকে আগামী ৬ ফেব্রæয়ারী ২০২২ পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে;

বিশ^বিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অরুরুপ ব্যবস্থা গ্রহণ করবে;

সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে একশো (১০০) এর বেশি জনসমাবেশ করা যাবেনা। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অবশ্যই টিকা সনদ/২৪ ঘন্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

সরকারি/বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহে কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন;

বাজার, শপিংমল, মসজিদ, বাসষ্ট্যান্ড, লঞ্চঘাট, রেলষ্টেশনসহ সবধরণের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে ; এবং বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্র্ষাকারী বাহিনী মনিটর করতে নির্দেশ দেয়া হয়েছে।



সোনারগাঁও দর্পণ :

পিপিএম (প্রেসিডিন্ট পুলিশ মেডেল) পদকে ভূষিত হয়েছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান। অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এ পদকে ভূষিত হন। বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ এ সম্মানজনক পদকটি আগামী ২৩ জানুয়ারী বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করার কথা রয়েছে। 


সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আগামী ২৩ জানুয়ারী রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বার্ষিক পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালি এই সম্মাননা পদক প্রদান করবেন। তিনি আরও জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কঠিন কাজ সততা, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে সহজে সম্পন্ন করায় এরআগেও তিনি বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পদকসহ অনেক পদকে ভূষিত হলেও পিপিএম পদক এটাই প্রথম। 


সোনারগাঁও দর্পণ’কে মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, যে কোন পুরস্কার কোন কাজের প্রতি আরও বেশি দায়িত্ব বাড়িয়ে দেয়। তাই ভবিষ্যতেও যেন সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে তার পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।



সোনারগাঁও দর্পণ :

২১ জানুয়ারী সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর)’র মাসব্যাপী  লোক কারুশিল্প ও লোকজ মেলা হচ্ছেনা। করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ আয়োজন স্থগিত করেছে বলে জানিয়েছেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম।

বৃহস্পতিবার রাতে রবিউল ইসলাম’কে সোনারগাঁও দর্পণ থেকে মোবাইলে কথা বললে তিনি জানান, আগামীকাল ২১ জানুয়ারী  মেলার উদ্বোধনের তারিখ ছিল। কিন্তুকরোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মেলাটি স্থাগিত রাখতে বলেছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো অফিসিয়ালি চিঠি পাইনি। যেহেতু, সময় কম। কালই মেলা শুরুর কথা ছিল। তাই ফোনের মাধ্যমে মৌখিক আদেশ পেয়েছি। হয়তো দুই একদিনের মধ্যে চিঠি পেয়ে যাব। আবার যখন মন্ত্রণালয় নির্দেশ দিবে তখন পালন করা হবে।

এদিকে, প্রতি বছরের মতো এবারও ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসব্যাপী লোকজ মেলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্টল বরাদ্ধ, লোকজ সাজসজ্জা, কর্মরত কারুলিল্পীদের নির্বাচন, বাঁশের স্টেজ তৈরীসহ অফিসিয়ার সকল কাজ সম্পন্ন হয়েছে। 

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গেল বছরও ভেস্তে গিয়েছিল এ উৎসব।



সোনারগাঁও দর্পণ :

আমরা সচেতন নই। বন্ধ করে দিয়েছি মাস্ক ব্যবহার। যস্ত্রতত্র মন মতো মিশছি কোন বাঁছ-বিচার ছাড়াই। অথচ, সম্প্রতি সময়ে প্রায় প্রতিদিনই সোনারগাঁওয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত তিন দিনের ব্যবধানে সোনারগাঁওয়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে শতকরা ৫১ ভাগ। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তথ্যানুযায়ী আজ বৃহস্বপতিবার (২০ জানুয়ারী) সর্বশেষ প্রাপ্ত ৩৯ জনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা গত মঙ্গলবার ৩০ জনের মধ্যে করোনা ভাইরাস নতুনভাবে বহন করেছে ১১ জন ব্যক্তি। এর আগের দিন সোমবার ১৭ জানুয়ারী ১৮ জনের মধ্যে করোনা আক্রান্ত ছিল ৭ জন। 

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, সর্বশেষ প্রাপ্ত ৩৯ জনের ফলাফল অনুযায়ী ২০ জন করোনা -১৯ পজিটিভ ও ১৯ জন নেগেটিভ এসেছে।

করোনা আক্রান্তদের ২০ জনের মধ্যে ৮ জনই আমিনপুর ও পৌরসভা এলাকার বাসিন্দা। এছাড়া, পিরোজপুর ইউনিয়নে ৪ জন, মোগরাপাড়া ইউনিয়নে ৫জন, শম্ভুপুরা ইউনিয়নে ১ জন, সাদিপুর ইউনিয়নে ১ জন এবং কাঁচপুর ইউনিয়নে ১ জন। 

এ পর্যন্ত সোনারগাঁওয়ে করোনা-১৯ ভাইরাসে মোট সনাক্ত ২ হাজার ৭১৩ জন। যার মধ্যে সরকারী হিসাবে মৃত্যু হয়েছে ৬৮ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৮ জন।

তাই সাবধান ! স্বাভাবিক জীবন গড়তে এখনো সময় আছে। আমাদের সতর্ক হওয়ার। আসুন আমরা সকলে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ব্যবহার করি। সঠিক নিয়মে বারবার সাবান দিয়ে হাঁত ধৌত (ধুই) করি।



সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন’র সদ্য নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী’কে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক আব্দুল্লাহ আল কায়সার এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। বুধবার (১৯ জানুয়ারী) বিকালে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগি বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতা-কর্মীদের নিয়ে আইভী’র দোওভোগের বাড়ি যান।

সে সময় মেয়র আইভী’কে ফুলের শুভেচ্ছা জানান তারা। শুভেচ্ছা বিনিময়ের সময় আব্দুল্লাহ আল কায়সার, কালাম এবং উপস্থিত নেতাকর্মীসহ নির্বাচনের আগে সিটি নির্বাচনের প্রচার-প্রচারণায় অংশ নেয়া সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র আইভী।

এ সময় সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান,উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য এবং মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবর রহমান, কেন্দ্রীয় মহিলা যুবলীগের নেত্রী নাসরিন সুলতানা ঝরা, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।



সোনারগাঁও দর্পণ :

গতকাল সোমবার সোনারগাঁও থানার দুই এসআই নিহত ও এক এএসআই আহতের ঘটনার পেছনে কাজ করেছে পুলিশের হাতে মাদকসহ ধৃত আসামী আলমগীর। এমনটাই জানিয়েছেন থানা পুলিশের একাধিক সূত্র। 

তবে গাড়িতে আসামী ছিল এবং তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান  জানান, আসামীর কাছ থেকে জব্দ করা ৪২ হাজার পিছ ইয়াবা দুর্ঘটনার কবলে পরা গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। যদিও কিছু ইয়াবা পানিতে নষ্ট হয়ে গেছে।

পুলিশের ওই সূত্র জানায়, সোমবার (১৭ জানুয়ারী) কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে। গোপন সূত্রের এমন সংবাদে জেলা পুলিশের সহায়তায় বেলা ১১ টার দিকে নীল রংয়ের একটি প্রাইভেকারকে (ঝালকাঠি-গ ১১-০০০৪) সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অস্থাীয় তল্লাসী ব্যারাক বসিয়ে আটকের পর তল্লাশী করে ৪২ হাজার ইয়াবাসহ ইয়াবা কারবারি এবং ওই প্রাইভেটকার চালক আলমগীর হোসেনকে গ্রেফতার করে থানা পুলিশ। আটকের পর উদ্ধার হওয়া ইয়াবা এবং মাদক ব্যবসায়ী আলমগীরকেসহ নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ে যোগ দেয় সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা। বিফ্রিং শেষে সোনারগাঁও থানার এসআই কাজী সালেহ আহম্মেদ, শরিফুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলাম জব্দ হওয়া গাড়ি ও উদ্ধার করা ইয়াবা নিয়ে থানায় ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পলাতক আসামীকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।



সোনারগাঁও দর্পণ :

বন্ধুর সাথে ঢাকা বেড়াতে গিয়ে মাজহারুল ইসলাম নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে পুলিশ রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল থেকে মাজহারুলের মরদেহ উদ্ধার করে। পরে সোমবার (১৭ জানুয়ারী) নিহত হতভাগা মাজহারুলের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মাজহারুল সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মুজিবুর রহমানের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার কয়েকজন বন্ধুর সাথে ঢাকায় ঘুরতে যায় কাঁচপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মুজিবুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম। ওইদিনই (শনিবার) রাত ১০টার দিকে নাফিজ নামের এক যুবক মাজহারুলের বাবার মোবাইলে জানায় মাজহারুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি আছে। ফলে তাকে চিকিৎসা করতে টাকার প্রয়োজন। ছেলের এমন খবরে তার বাবা নাফিজের চিকিৎসার টাকা নিতে কাঁচপুর যেতে বলেন। পরে মাজহারুলের বন্ধু নাফিজ কাঁচপুর আসার কথা বলেও না আসায় মাজহারুলের বাবা মোবাইলে যোগাযোগ করলে নাফিজের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে মাজহারুলের পরিবারের সদস্যরা ওই ছেলের বলা হাসপাতালে গিয়ে মাজহারুল ইসলামকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে  দেখতে পায়। বিষয়টি তারা সাথে সাথে সোনারগাঁও থানা পুলিশকে জানায়। পরবর্তীতে রোববার (১৬ জানুয়ারী) বিকেলের দিকে মাজহারুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।

এদিকে মাজহারুলের মৃত্যুর বিষয়ে সোনারগাঁও থানা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় কারো মৃত্যু হলে যে ধরণের আলামত থাকার কথা তেমন কোন আলামত মাজহারুল ইসলামের শরীরে পাওয়া যায়নি। তবে, মাথার একপাশ আঁঘাতে ফুলে যাওয়ার মতো কিছু দেখতে পায় তারা। মৃত্যুটি সন্দেহজনক হওয়ায় মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।



সোনারগাঁও দর্পণ : 

কর্তব্য পালনের সময় সোনারগাঁও থানার পুলিশের  গাড়ি রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে গিয়ে দুই এসআই কাজী সালেহ আহমেদ ও শরিফুল নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন)। 

সোমবার (১৭ জানুয়ারি)  আনুমানিক সন্ধ্যা সাত টার দিকে থানার পার্শ্ববর্তী পৌরসভার দত্তপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

একই দুর্ঘটনায় আহত সোনারগাঁও থানা পুলিশের এ এস আই রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় টমটম চালক মোক্তার হোসেন জানায়,  গাড়িটি দায়িত্বরত তিন জন পুলিশ সদস্যকে নিয়ে দত্তপাড়া হয়ে সোনারগাঁও থানায় যাচ্ছিলো। তার গাড়িটি ছিল পুলিশের গাড়ির ঠিক পিছনে। গাড়িটি যে সড়ক দিয়ে যাচ্ছিল সে সড়কের দুই পাশ ভাঙা ছিল এবং গাড়িটি ছিল অনেকটা দ্রুত গতিতে। ফলে নিয়ন্ত্রণ না রাখতে পারায় দুর্ঘটনা ঘটে। সাথে সাথে মোক্তার স্থানীয়দের ডেকে হাতুরি ও ইট দিয়ে গাড়ির গ্লাস ভেঙে তাদের উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনায় নিহত কাজী সালেহ আহম্মেদ এর বাড়ি ফরিদুরের ভাঙ্গায়। তার পিতার নাম কাজী নুরুল ইসলাম। অপর নিহত এসআই শরিফুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ সদর। তার বাবার নাম মৃত ইউনুস আলী।

এদিকে মৃত দুই এসআই কে দেখতে এসে দত্তপাড়া এলাকার আসলাম মিয়ার স্ত্রী হাফিজা বেগম 

হৃদরোগে আক্রান্ত হয়ে পরায় হাফিজাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


সোনারগাঁও দর্পণ : 

‘জানাজা’ মুসলমানের মৃত্যু পরবর্তী এবং দাফন (কবর দেয়া) করার পূর্বে জীবনের শেষ নামাজ। একজন মানুষ মারা গেলে স্বভাবতই তাকে শেষ বারের মতো দেখতে মৃতের বাড়িতে মৃত ব্যক্তিকে ঘিরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,শুভাকাঙ্খী এবং সমাজের লোকজনের সমাগম হয়। শেষবারের মতো দেখতে যান তারা। 

একজন মানুষের মৃত্যুর পর তাকে সমাহিত করতে বিভিন্ন ধর্মের রয়েছে বিভিন্ন রীতি-নীতি। মুসলমানদেরও রয়েছে ইসলামী শরিয়াহ মোতাবেক নিয়ম। জানাজা’র নামাজ রীতিনীতির অন্যতম অংশ।

জানাজার নামাজকে ইসলাম ধর্মে ফরযে কেফায়া হিসেবে গণ্য করা হয়। ফরজে কেফায়া’র অর্থ সমাজের জন্য আবশ্যকীয় দায়িত্ব। জানাজার নামাজে অংশ নেয়ার গুরুত্বকে কোন কোন মুফতি বা মহাদ্দিসরা এমনভাবে উল্লেখ করেছেন যে, কোন মুসলমানের মৃত্যু সংবাদ পেলে তার জানাজা’র নামাজে সে ব্যক্তির সমাজ থেকে একজনও যদি অংশ নেন তাহলে সমাজের সকলের জন্য তা পালন হয়ে যায়। অর্থাৎ একজন মুসলমানের মৃত্যু সংবাদ পাওয়া ব্যক্তি বা তার সমাজের থেকে একজন হলেও জানাজা নামাজ অবশ্যই পরতে হয় (স্থান,কাল এবং পরিবেশ অনুকুলে থাকলে)।

জানাজা’র নামাজের কিছু আগে মাইয়াত’কে (মৃতের মরদেহ) সামনে নিয়ে তা থেকে শিক্ষা নেয়ার জন্য ইমাম মৃত্যু সম্পর্কিত আয়াত বলে উপস্থিত মৃত ব্যক্তিকে সাক্ষি হিসেবে উপস্থাপন করেন এবং তার জীবনের গুণাহ মাফের পাশাপাশি কবরের আযাব থেকে মুক্তি ও সওয়ালের জাবব যেন সহজ হয় তার জন্য আল্লাহপাকের দরবারে বিশেষ দোয়া করেন। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃতের সাথে কোনরকম লেনদেন বা দেনা-পাওনা মাফ ও পরিশোধ বিষয়ে সকলকে অবগত করেন তার পরিবারের কেউ।

কিন্তু বর্তমান সময় দেখা যায়, ‘জানাজা নামাজ’কে পরিণত করা হয়েছে রাজনৈতিক ব্যক্তিদের পরিচিতি ও বক্তৃতা প্রদানের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করতে। যার ফলে অনেক মুসলমান বা জানাজা’র নামাজে অংশ নেয়া ব্যক্তিদের পরতে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতে। এমনও দেখা গেছে, নেতাদের দীর্ঘ বক্তৃতার কারণে কোন কোন মুসলমান জানাজার নামাজে অংশ না নিয়েই স্থান ত্যাগ করেন বিরক্ত হয়ে বা সময়ের অভাবে। অতি সম্প্রতি এমন একাধিক ঘটনাও দেখেছেন এ প্রতিবেদক। এমনকি যারা জানাজায় অংশ নেয়ার জন্য গিয়েছেন তারা নেতা-কর্মীদের ধারাবাহিক বক্তৃতার কারণে জানাজায়তো অংশ নেননি, তারওপর ভবিষ্যতে আর কোন নেতার জানাজায় অংশ নিবেন না বলেও পণ করেছেন। 

পবিত্র আল-কোরআন’র আল-আনকাবুত সুরার ৫৭ নং আয়াতে আল্লাহ নিজে বলেছেন ‘কুল্লু নাফসিন জায়েকাতুল মাউত’ ছুম্মা ইলাইনা তুরজাউন” অর্থাৎ প্রতিটি জীবকে বা সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তারপর আমার কাছেই তোমাদের ফিরিয়ে আনা হবে।”

এখন কথা হচ্ছে, বিষয়টি আমরা ইসলাম ধর্মের লোকজন জানি এবং মানি। তবে মুসলমান ছাড়া অন্যান্য সম্প্রদায়ের সকলে তা জানলেও অনেকেই বিশ্বাস করেনা। আমাদের পরবর্তী জীবন অর্থাৎ কেয়ামতের পর আমাদের প্রত্যেকের সকল কাজের হিসাব-নিকাশ নেয়া হবে হাঁশরের দিন। 

যারা জানাজা’র নামাজে রাজনৈতিক পরিচিতি বা বক্তৃতা দেন সে ক্ষেত্রে ইসলাম কি বলে ? এমন প্রশ্ন ছিল দু’জন মাওলানা ও ইমামের কাছে।

সোনারগাঁও সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মওলানা আব্দুর রহমান বলেন - একজন মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথে দুনিয়ার বাসিন্দা হিসেবে তার নাম বন্ধ হয়ে যায়। নাম লেখা হয় পরকালের খাতায়। একজনের মৃত্যুর পর কোন রকম কালক্ষেপন না করে যতদ্রুত সম্ভব তাকে দাফন করার নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)। বর্তমানে রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যের কারণে নির্দিষ্ট সময়ের অনেক পরে জানাজা নামাজ পরতে দেখা যায়। যেটি অবশ্যই ইসলাম শরীআহ এর পরিপন্থি বলে জানান তিনি। তিনি আরো বলেন, মাইয়াতকে সামনে রেখে কিছু কথা বলা যায় তখন, যখন মাইয়াত সামনে আছে। জানাজা’র যে সময় দেয়া হয়েছে সে সময় হতে আরো কিছু সময় আছে। যারা জানাজা’র অপেক্ষায় আছেন তারা যেন ধৈর্য হারা না হোন সে কারণে নির্ধারিত সময় পর্যন্ত মাইয়াতকে বাস্তবিক প্রমাণ হিসেবে রেখে কোরআন ও হাদিস থেকে শিক্ষনীয় কিছু বলা যেতে পারে।

দমদমা মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. শফিকুল ইসলাম বলেন, মাইয়াতকে সামনে রেখে বাড়তি কোন কথা বলা সম্পূর্ণভাবে ইসলামী শরিয়াহ’র পরিপন্থি। কারণ একজন ব্যক্তির মৃত্যু হলে তিনি আর ইহজগতের থাকেন না। তিনি হয়ে যান পরকালের মেহমান। মহানবী (সাঃ) এর নির্দেশ হচ্ছে যখন কেউ মৃত্যুবরণ করবে যতদ্রুত সম্ভব তাকে দাফন কর। তাছাড়া, জানাজার নামাজে উপস্থিত হয়ে বিভিন্ন মানুষের নানা বিষয়ে কথা বলা একতো শরিয়াহ’র বাইরে অপরদিকে, অমানবিকও। কারণ এতে অনেকের কষ্ট হয়। এছাড়া একজন মানুষের উপর অপর মানুষের ৫টি হকের মধ্যে জানাজা’র নামাজে অংশ নেয়া অন্যতম হক। একজনের জানাজা’র নামাজে অনেক শুভাকাঙ্খি, অনেক মুহিব্বিন, অনেক আত্মীয়-স্বজন এই দায়িত্বপালন করতে আসেন। এরমধ্যে অনেকে অসুস্থ থাকেন। অনেকের অনেক ধরণের কাজ বা বিভিন্ন ধরনের সমস্যাও থাকে। তারপরও আসেন দায়িত্ববোধ, কর্তব্য বা ভালবাসা থেকে। তো সময়ক্ষেপনের কারণে এবং দীর্ঘ বক্তব্যের কারণে অনেকের সমস্যা হয় বা কষ্টও হয়। সুতরাং জানাজার নামাজ কোন কালক্ষেপন না করে দ্রæততম সময়ের মধ্যে দাফন-কাফন করাই শরিয়াহ’র নির্দেশ।



সোনারগাঁও দর্পণ :

আজ ১৬ জানুয়ারী। অনুষ্ঠিত হয়ে গেল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে ৬৯ হাজার ১০৩ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট তৈমুর আলম খন্দকার। অপরদিকে, গত দুইবারের মেয়র আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভি বিজয়ী হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে। আজ রাত পৌঁনে ৮টার দিকে জেলা রিটানিং কর্মকর্তা বে-সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে, ফলাফলের পর থেকে অনেককেই বলতে শোনা গেছে, নৌকায় ওঠার অনেক শখ ছিল হাতির। যা আর পুরণ হলোনা। তারা বলেন, এ নির্বাচনের প্রচারণায় গিয়ে তৈমুর কোন একদিন বলেছিলেন, হাতি যদি নৌকায় ওঠে তাহলে না-কি নৌকা ডুবে যাবে।

সাধারণ ভোটার সমর্থকরা বলেন, তৈমুর আলম হয়তো জানেন না যে, হাতির চেয়ে অনেক ভারি কিছু বহণ করে নৌকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। নৌকা নিয়ে এমন মন্তব্য করার আগে তার ভাবা দরকার ছিল তিনি যে নৌকা ডুবিয়ে দেয়ার কথা বলেছেন সে নৌকার ক্ষমতা, জনপ্রিয়তা বা সার্বিক অবস্থান সম্পর্কে। তাদের মতে তিনি যে নৌকার কথা বলেছেন সে নৌকা যেমন মজবুত, সকল শ্রেণি পেশার মানুষের কাছে জনপ্রিয় এবং ফুটোহীন (দুর্ণীতি বা দুর্ণাম ছাড়া)। 

তাদের অনেককে বলতে দেখা গেছে, নৌকা ঠিকই ভাঁসছে শীতলক্ষায় তবে, নৌকায় উঠতে গিয়ে পা পিছলে শীতলক্ষায় ডুবে গেছে হাতি।

এরআগে, সকাল ৮টা থেকে ইভিএম’এ টানা ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। মেয়রসহ ৩৭টি পদে প্রতিদ্বন্ধিতা করেন ১৮৯ জন প্রার্থী। এদের মধ্যে মেয়র পদে ৭জন, ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং ৯টি সংরক্ষিত নারী আসনে ৩৪ জন। 

মোট ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন ভোটারের মধ্যে ৫0 শতাংশ ভোটার ১৯২টি  ভোটকেন্দ্রের ১ হাজার ৩৯৬টি ভোটকক্ষে  শান্তিপূর্ণ  পরিবেশে নিঃশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। 



সোনারগাঁও দর্পণ :

শুক্রবার রাত ১২টার পর থেকে বন্ধ রয়েছে সকল ধরণের নির্বাচনী প্রচার-প্রচারণা। ইতোমধ্যে সকল ভোট কেন্দ্রে পৌঁছেছে ভোট গ্রহণের সরঞ্জাম। 

ভোট  কেন্দ্রের এবং ভোটারের নিরাপত্তায় মোট ৩৯ জন ম্যাজিস্ট্রেট,  পুলিশের ৭৬টি টিম, র‌্যাবের ৬৫টি, বিজিবি’র ২০টি টিম ছাড়াও আরও ৬জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে।

প্রতিটি গোত্রেই চলছে এজেন্ট, পোলিং এজেন্টদের সকল কাজ বুঝিয়ে দেয়ার পালা। হয়তো সে কাজও শেষ। শহরসহ পুরো নারায়ণগঞ্জ সিটি করপোরেশ এলাকায় তেমন কোন লোকজনও নেই। থমথমে পরিবেশ। 

সব দিকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’র উপস্থিতি। জাতীয় পরিচয় পত্রসহ ছাড়া নির্বাচনের দিন সিটি করপোরেশন এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা, নির্বাচন সুষ্ঠু করতে জেলা প্রশাসক, পুলিশের এসপি, বিজিবি ও র‌্যাবের সিও’র কড়া হুশিয়ারী, যে কোন উপায়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করার। 

শুধু দেশীয় নয়। বিদেশী চ্যানেল, প্রিন্ট পত্রিকাসহ সকল বিভিন্ন গণমাধ্যম কর্মীদের অবস্থান। এক কথায়, এক দিকে স্বস্তিদায়ক অপরদিকে ভীতিকর পরিস্থিতি নারায়ণগঞ্জে। স্বস্তিতে সাধারণ মানুষ ও ভোটার। ভীতিতে সন্ত্রাসী ও সন্ত্রাসী কর্মকাÐ ঘটাবেন মনোভাব সম্পন্নরা। 

রাত পোহালেই ভোট উৎসবে মেতে উঠবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সোয়া ৫ লাখ ভোটার সমর্থক। দিনে ভোট শেষে রাতেই জানাযাবে কে হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অভিভাবক। দুই-দুইবারের নির্বাচিত সিটি মেয়র আওয়ামী লীগ মনোনীত ডা. সেলিনা হায়াত আইভী না-কি স্বতন্ত্র প্রার্থী’র ব্যানারে প্রতিদ্ব›িদ্বতা করা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকার।



সোনারগাঁও দর্পণ :

সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আজ মধ্যরাত ১২টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে সকল ধরণের নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিনে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী তথা নৌকার পক্ষে প্রচারে অংশ নেয় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

একটি সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের ১য় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে দুপুরে কমপক্ষে ৫ হাজার নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারা। 

এ সময় উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ২য় যুগ্ম  আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের  আহ্বায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও  সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের  আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, জামপুর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ন কবির ভূইয়া, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সোনারগাঁও থানা যুবলীগের সহ-সভাপতি ও  জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আরমান হোসেন মেরাজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমানসহ অনেকে।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁ প্রেস ক্লাবের নব গঠিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি’র ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে গিয়ে তিনি নব গঠিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় লিয়াকত হোসেন খোকা সোনারগাঁও প্রেস ক্লাব’কে একটি ঐতিহ্যবাহী সংগঠন উল্লেখ করে প্রত্যাশা করেন, সংগঠনটির নতুন কমিটির সদস্যরা তাদের লেখনীর মাধ্যমে, সোনারগাঁয়ের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি সোনারগাঁ প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থাকার নিশ্চয়তা দিয়ে বলেন, তিনি সব সময় সাংবাদিক মহলের সাথে আছেন এবং তাদের সাথে নিয়েই সোনারগাঁয়ের উন্নয়ন করতে চান।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহ উদ্দিন, সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সাংবাদিক কল্যাণ সম্পাদক মাহবুবুল ইসলাম সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য শামসুল আলম তুহিন, মনির হোসেন, সদস্য দীপন সরকার, মশিউর রহমান, নাসির উদ্দিন, হুমায়ন কবির প্রমূখ।



সোনারগাঁও দর্পণ :

ব্যবসায়ী দ্বন্দ্বের জের ধরে পুলিশ পরিচয় দিয়ে স্ক্রাব (লোহা) ভর্তি ট্রাক ছিনতাই হয়েছে। ট্রাক ছিনতাইয়ের সময় ট্রাকের চালকেও ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (১১ জানুয়ারী) সন্ধ্যার দিকে সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের লঞ্চঘাট এলাকায় ছিনাতাইয়ের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকের মালিক বাদী হয়ে বুধবার (১২ জানুয়ারী) দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করে। 

অভিযোগ থেকে জানাযায়, পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চালের প্রতাবনগর গ্রামের আবুল হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার পুরান বাউশিয়া এলাকার আজিজুল ইসলাম আজিজ, আমিনুল ইসলাম বাবু’র সাথে দীর্ঘদিন ধরে স্ক্রাব লোহার ব্যবসা করে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আজিজ ও বাবুসহ ৩/৪ জন মেঘনা ঘাট এলাকায় আবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে পুলিশ পরিচয়ে আবুল হোসেনের কর্মচারীদের ভয়-ভীতি দেখিয়ে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের স্ক্রাব লোহা ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১১-৬২৯৫) ছিনতাই করে নিয়ে যায়। ট্রাক ছিনতাইয়ের সময় ট্রাকের চালক আমির (৪০) কে’র অপহরণ করে নিয়ে যায়। 

এ ঘটনায় বুধবার দুপুরে স্ক্রাব লোহা ভর্তি ট্রাক মালিক আবুল  হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ট্রাক ছিনতাইয়ের বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। 



সোনারগাঁও দর্পণ :

সৎ, বিনয়ী, নিষ্ঠাবান ও ত্যাগী সাংবাদিক মো: নজরুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় একটি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। নজরুল ইসলাম নরসিংদী জেলা সাংবাদিক সমিতি’র সাধারণ সম্পাদক ও  বে-সরকারী স্যাটেলাইট টেলিভিশন ‘বিজয় টিভি’র নরসিংদী  জেলা প্রতিনিধি ছিলেন। 

তার পারিবারিক সূত্রে জানাযায়, কিছুদিন আগে শিবপুর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপালন শেষে তার সংগঠন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি’তে ফেরার সময় সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হোন। পরে মূমুর্ষ অবস্থায় তাকে রাজধানীর যাত্রাবাড়ি’র একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ওই দিনই আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ১  মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,সহকর্মীসহ অনেক গুণগ্রাহী  রেখে গেছেন।

সাংবাদিক নজরুল ইসলামের অকাল মৃত্যুতে ‘ সোনারগাঁও দর্পণ’ পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করছে। পাশাপাশি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছে। 



সোনারগাঁও দর্পণ :

নিষিদ্ধ ভারতীয় ৩২৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)’র সদস্যরা। এ সময় ফেন্সিডিল ও মাদক কারবারীদের বহণকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। বুধবার (১২ জানুয়ারী) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকা থেকে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক ও প্রাইভেটকার জব্দের ঘটনা ঘটে। 

আটককৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার মৃত আব্দুল করিমের ছেলে এসএম আবু রাসেল স্বপন (৩১), একই এলাকার মজনু মিয়ার ছেলে জাবেদ ওমর (৩৬) এবং বগুড়ার ধুনট থানার চর খাদুলি এলাকার আবু বক্কর শেখের ছেলে মুকুল হোসেন শেখ (৪৫)।

র‌্যাব জানায় আটককৃত আসামীরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রাইভেটকারের চালক, হেলপার এবং মোটরসাইকেলের চালকের ছদ্মবেশে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।  গোপন সংবাদের ভিত্তিতে আজ তাদের আটক করা হয়।

এ ব্যাপারে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য দমন আইনে একটি মামলা হয়েছে।



সোনারগাঁও দর্পণ :

১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) এ কোন অবস্থানে জাতীয় পার্টি ? এমন প্রশ্ন অনেকেরই ছিল। কেন্দ্রীয় জাতীয় পার্টিও এ নির্বাচন নিয়ে কোন কথা বলেনি। তবে, সোমবার (১০ জানুয়ারী) তাদের অবস্থান পরিস্কার করেছে দেশের অন্যতম বৃহৎ এবং জাতীয় সংসদের বিরোধী দলের এ দলটি। এ বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে কোন দলেরই পক্ষে নয় তারা। নিজেদের নিরপেক্ষ বলে দাবি করেছে জাতীয় পার্টি।

কেন্দ্রীয় জাতীয় পার্টি’র যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি কোনো প্রার্থী দেয় নাই। এই নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সকল নেতাকর্মী/স্থানীয় প্রতিনিধিদের কোনো প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন প্রদান না করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান কর্তৃক আদিষ্ট হয়ে ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা অনুরোধ জানিয়েছেন।

যদি কোনো নেতাকর্মী এই নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন অবিলম্বে তাহাদের নিস্ক্রিয় হওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।


 


সোনারগাঁও দর্পণ :

বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে সোহেল রানা নামে এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। বিদ্যুতের কাজ শেষ না হতেই সহকর্মী বিদ্যুৎ সংযোগ দেয়ায় মৃত্যুর এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডের সন্নিকটে বাড়ি মজলিস এলাকায় সানজিদা সিএনজি পাম্পের পাশে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালের দিকে আফিয়া ফিলিং স্টেশনের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ফোরপট্টি লাইনের টেন্সফার্মারে কাজ করতে ওঠে লাইনম্যান সোহেল রানা নামে এক যুবক। ওঠার সময় সোহেল বার বারই সাথে থাকা সহকর্মীদেরকে তার (সোহেল) কনফার্মেশন না পেয়ে সঞ্চালন লাইন না দেয়ার কথা বলে। সহকর্মীরাও তাকে আশ্বস্ত করে নীচে না নেমে আসা পর্যন্ত লাইন সংযোগ না দেয়ার। কিন্তু কাজ শেষ করে সোহেল  নীচে নামতে উদ্যত হওয়ার সময়ই সংযোগ লাইন দিলে তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান সোহেল। 


পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে প্রাথমিকভাবে জানাগেছে, নিহত সোহেল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ভাঙ্গুরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে সংস্থাটির ‘লাইনম্যান লেভেল -১’ হিসেবে কর্মরত ছিল। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিএমডি) ফোনে সোনারগাঁও দর্পণ’কে জানান, বিদ্যুৎ স্পৃষ্টে আমাদের একজন কর্মীর মৃত্যু হয়েছে শুনেছি। পরে ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বিস্তারিত এখনো কিছু জানতে পারিনি। তবে, দুর্ঘটনাটির বিষয়ে তদন্ত না করে বিস্তারিত কিছুই বলতে পারব না।

তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সহকর্মীদের গাফিলতির কারণেই সোহেলের মৃত্যু হয়েছে।





সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত। ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় কায়সার আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে এই দিনে পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) এসেছিলেন। সে সময় বঙ্গবন্ধুকে নিয়ে যত ষড়যন্ত্র হয়েছিল সকল ষড়যন্ত্র উপক্ষো করে স্বাধীনতার ডাক দেন। তাঁর ডাকে বাংলার আপামর জনতা ঝাঁপিয়ে দেশকে স্বাধীন করে। কিন্তু স্বাধীনতা বিরোধীরা থেমে থাকেনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারকে হত্যা করে। আল্লাহর অশেষ রহমতে সে দিন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন বলেই শেখ হাসিনা আজ বাংলার প্রধানমন্ত্রী। আর তাঁর হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে।

কায়সার আরো বলেন, বাংলাদেশকে নিয়ে যারা এক সময় হাসি-ঠাট্টা করতো, এদেশকে বলতে তলাবিহীন ঝুঁড়ি, তারাই আজ এদেশকে ফলো করে। বিশ্ব মন্দার মধ্যেও দেশকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে থেকে শিখতে চায়, জানতে চায়। 

এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের রাজনীতি সম্পর্কে কায়সার বলেন, অনেকে বলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নাকি বিভিন্ন ভাগে বিভক্ত। যারা বলে আমরা বিভক্ত তারা এখানে এসে দেখে যান আমরা সবাই ঐক্যবদ্ধ। আর ঐকবদ্ধ বলেই আমরা সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৭ টিতে বিজয় লাভ করি। যদি আমরা ঐক্যবদ্ধই না থাকতাম তাহলে আর এ জয়লাভ সম্ভব হতো না। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থেকেই নৌকাকে জয়ী করবো এবং আমাদের নেত্রী শেখ হাসিনাকে আবার সোনারগাঁওয়ে আনবো।

উপজেলা আওয়ামী লীগের ২য় যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া,। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ভূইঁয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁও মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনিসহ উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবকে সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু’র প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ  উপলক্ষে সোমবার (১০ জানুয়ারী) দুপুরে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের ঝাউচর মাদ্রাসায় বাদ যোহর অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রয়াত জাহিদ হাসান বাবু’র বড় ভাই, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। 

মিলাদ মাহফিলে ইঞ্জিনিয়ার মাসুম তার ভাই ছোট ভাই প্রয়াত জাহিদ হাসান বাবু’র স্মৃতিচারণ করে উপস্থিত সকল মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে বাবু’র রূহের মাগফেরাত কামনা করে দোয়া চান। 

পরে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।



সোনারগাঁও দর্পণ :

দাফন কাজ সম্পন্ন হয়েছে গতকাল পরপারে চলে যাওয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সুজন’র। সোমবার (১০ জানুয়ারী) সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঈদগাঁহ মাঠে যোহর নামাজের পর জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এরআগে, তার নারায়ণগঞ্জের চানমারি এলাকার স্থানীয় মসজিদে প্রথম জানাযা নামাজ হয় ও পরে শহরের চাষাড়ায় সড়কের ওপর গায়েবি জানাযা নামাজ হয়। সেখানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শহীদ মোহাম্মদ বাদল, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ডা. আবুজাফর চৌধুরী বিরুসহ জেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে বাদ জোহর কাবিলগঞ্জ ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা।

জানাজার আগে রাজনৈতিক বক্তারা স্মৃতিচারণ মুলক সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার সময় সহযোদ্ধারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সুজনের জন্য সকলের কাছে ক্ষমা চান।



সোনারগাঁও দর্পণ:

পরপারে চলে গেলেন জেলা ছাত্রলীগ'র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রবিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর এ‍্যাপোলো হাসপাতালে শেষ নি:শ্বাস ত‍্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পয়ত্রিশ বছর। 

তার পারিবারিক সূত্র জানায়, সুজন বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা জনিত কারনে নিউমোনিয়ার পাশাপাশি হার্টের সমস‍্যায় ভুগছিলেন। গত শনিবার মধ‍্যরাতে হঠাৎ অবস্থা খারাপ হলে তাকে রাজধানীর এ‍্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। হাসপাতাল  থেকে তার মরদেহ প্রথমে নারায়ণগঞ্জে তার চানমারির বাড়িতে নেয়া হবে। পরে সেখান থেকে তার মরদেহ আনা হবে সোনারগাঁও উপজেলার মোগরাপারা ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামে নিজ বাড়িতে। পরে এখানেই তাকে দাফন করা হবে বলে জানায় সূত্রটি। 

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুজন কাবিলগঞ্জ গ্রামের মহিউদ্দিন হক চৌধুরীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাচ বছরের এক মেয়ে, দেড় বছরের এক ছেলে, মা,বাবাসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও প্রেস ক্লাবের সদ্য বিজয়ী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মোগরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির অন্যতম সদস্য আরিফ মাসুদ বাবু। শনিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এএইচএম মাসুদ দুলালের বাবা’র আরোগ্য লাভ উপলক্ষে শুকরিয়া আদায়ে মাসুদ দুলালের বাড়িতে অনুষ্ঠিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাৎক্ষণিক সংগঠনটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

এ সময় আরিফ মাসুদ বাবু প্রেস ক্লাবের নব নির্বাচিত সদস্যদেরকে দেশ ও জনগণের প্রকৃত বন্ধু হয়ে সোনারগাঁও উন্নয়নে কাজ করার অনুরোধ জানান এবং তাদের কাছ থেকে সোনারগাঁওবাসী অনেক সহযোগিতা প্রত্যাশা করেন বলে উল্লেখ করেন।

এ সময় সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোহেন মোল্লা,  সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক (কো-অপ্ট) রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, সাংবাদিক খায়রুল আলম, তুহিন আলম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবর রহমান, মোগরাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য শিপন সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।



সোনারগাঁও দর্পণ :

রপ্তানীমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান চৈতী কম্পোজিট গ্রুপের বিরুদ্ধে আবারো সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এমন কি ভুক্তভোগীরা বাঁধা দিতে এলে নারী-পুরুষ ও শিশুদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী জানায়, শনিবার সকালে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের ত্রিবর্দী এলাকার পাশর্^বর্তী ছোট শিলমান্দি এলাকায় চৈতি গ্রুপের সীমানা  বিরোধের কথা বলে জমির মালিক আসাদ মিয়াকে ডেকে প্রতিষ্ঠানের ভিতরে নেয় প্রতিষ্ঠানের লোকজন। সেখানে গিয়ে তিনি স্থানীয় ভাড়াটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর, মোশারফ, রবিন, রনি, সজিবসহ কমপক্ষে দেড়শতাধিক সন্ত্রাসীকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ দেখতে পান এবং কৌশলে বাড়ি চলে যান। 

এদিকে, ওই সন্ত্রাসীরা আরো বহিরাগত সন্ত্রাসীদের জরো করে  বেশ কয়েকটি পাকা ও আঁধাপাকা ঘর ভেকু দিয়ে গুড়িয়ে দেয়।  এতে জমির প্রকৃত মালিক ও স্থানীয় গ্রামবাসী বাঁধা দিতে গেলে প্রতিষ্ঠানের ছাঁদের উপর থেকে বৃষ্টির মতো ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায় জমির মালিকও গ্রামবাসী পিছু হটে। 

এ সময় শিল্প পুলিশ ঘটনাস্থলে থাকলেও এমন ঘটনায় তাদের নিরব থাকতে দেখেছে এলাকাবাসী। পরে খবরপেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানের অবৈধ কাজ বন্ধ করে দিলে পরিস্থিতি শান্ত হয়।

আসাদ মিয়া ও এলাকাবাসী জানায়, ছোটশীলমান্দি মৌজায় দীর্ঘ দিন ধরেই ছোটশীলমান্দি গ্রামের স্থানীয়দের বাপ-দাদার বসতবাড়ি কেনার প্রস্তাব দিলে সে প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে জমিসহ ঘরবাড়ি বিক্রি করতে বাধ্য করে।

এমন কি সে সময় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু’র হস্তক্ষেপে জমির সীমানা চিহ্নিত করে দিলে মিমাংসা হয়। পরবর্তীতে কোম্পানি নিজেদের সীমানা নির্ধারণ করে দেয়ালও নির্মাণ করে। সকলে যার যার জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও শনিবার হঠাৎ চৈতি গ্রæপের ভাড়াটে ও স্থানীয় সন্ত্রাসীরা সাধারণ মানুষের জমি দখল করতে যায়। এ সময় বাঁধা দিলে স্থানীয় নারী-পুরুষ ও শিশুসহ গ্রামবাসীদের মারধর করে। 

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বাড়ি ঘর ভাঙচুর হয়েছে থানায় এমন একটি অভিযোগ হয়েছে। তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা  নেয়া হবে।





সোনারগাঁও দর্পণ :

আগামী ১৬ জানুয়ারি আপনারা নিজেরাই আপনাদের ভাগ্য নির্ধারণ করবেন। পবিত্র আমানত আপনাদের হাতে। সেলিনা হায়াৎ আইভী এই নারায়ণগঞ্জে উড়ে এসে জুড়ে বসে নাই। তারা বাবা চুনকা ভাই বাংলাদেশ আওয়ামী লীগকে এই নারায়ণগঞ্জে সংগঠিত রেখেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে তিনি দিনরাত পরিশ্রম করেছেন। সেই চুনকা ভাইয়ের  মেয়ে আইভী। গত দুইবার মেয়র হিসেবে তাকে আপনারা নির্বাচিত করেছিলেন। আপনারা আপনাদের পবিত্র আমানত খেয়ানত করেননি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আপনাদের বিশ্বাসের সাথে বিশ্বাস ঘাতকতা সেলিনা হায়াৎ আইভী করে নাই। আইভী বিশ্বাস ঘাতকতা করলে, দুর্নীতি করলে একজন মানুষও তা বলতো। কাউতো তেমন কোন কথা বলেনি। 

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে বন্দরের কবিলের মোড় এলাকায় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের বিশেষ পরিবারের জাতীয় পার্টির এক এমপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির অন্যতম প্রভাবশালী সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

তিনি আরো বলেন, কেউ কোন ষড়যন্ত্র করে রেহাই পাবেন না। জাতীয় পার্টির বন্ধুদের এই নারায়ণগঞ্জে এক ভিন্ন চরিত্র, ভিন্ন চেহারা মন্তব্য করে নানক বলেন, মনে রাখবেন নৌকা মার্কা শেখ হাসিনা দিছে দেইখা আপনি এমপি হইছিলেন। কি বুঝাতে পারছি ? আকার ইঙ্গিতে বুঝাতে পারছি কি কইতে চাই ? শেখ হাসিনা প্রার্থী দিয়েছেন আর শেখ হাসিনার সেই প্রার্থীর বিরুদ্ধেই বিরোধীতা করছেন। আগামীতে নৌকা পাবেন না। আমরা জীবিত থাকতে আগামী নির্বাচনে আর  নৌকা তাকে পেতে দিবো না।

তিনি আরো বলেন, নির্বাচন আসলে এই নারায়ণগঞ্জে বিভিন্ন ধরনের কথা-বার্তা শোনাযায়। আজকের বিশাল জনসভা প্রমাণ করে দিয়েছে কোনো হুমকি-ধমকি, কোনো মিথ্যাচারের কাছে এই বন্দরের মানুষেরা হার মানবে না। পরাজিত হবে না। বিজয় হবেই হবে ইনশাল্লাহ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল  হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,  জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইসহ অনেকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানসহ জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁও উপজেলার সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা  তৌহিদ এলাহী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোনারগাঁও  প্রেস ক্লাব’র নতুন পরিচালনা কমিটির নেতা ও সদস্যরা। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ’র সময় এক মতবিনিময় সভা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সাথে নিয়ে  সোনারগাঁওয়ের উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। 

মত বিনিময় ও সৌজন্য স্বাক্ষাতের সময় উপস্থিত ছিলেন  সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর এম এম সালাহউদ্দিন, সংগঠনটির সহ সভাপতি  ও দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা মোক্তার  হোসেন মোল্লা, দৈনিক মানবজমিনের সোনারগাঁও প্রতিনিধি ও ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সংগঠনের যুগ্ম সম্পাদক ও চ্যানেল আই’র রিপোর্টার আকতার হোসেন, দৈনিক দেশ রূপান্তরের রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান (দৈনিক আমাদের সময়), প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন (দৈনিক ডেসটিনি), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (দৈনিক মুক্ত খবর), সাংবাদিক কল্যাণ সম্পাদক মাহবুবুল ইসলাম সুমন (দৈনিক সংবাদ) , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম মাহমুদ (দৈনিক খবরপত্র), নির্বাহী সদস্য মনির হোসেন (দৈনিক অগ্রসর) ও শামসুল আলম তুহিন (দৈনিক রুদ্রবার্তা)।

মতবিনিময় শেষে সকলের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের কাঁচপুরে স্কয়ার নীট কম্পোজিট লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে কাঁচপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্টেশনের পাশে অবস্থিত ১৪ তলা ভবনের ৩ তলায়  নিটিং সেকশনের এডজাস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস অধিদফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি জানান,  রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোনারগাঁও এবং ডেমরা ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু অগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে নিয়ন্ত্রণ করা দুটি ইউনিটের পক্ষে অসম্ভব হওয়ায় সোনারগাঁও, ডেমরা ও ফুলবাড়ীয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারের  মোট ৮ টি ইউনিট একসাথে কাজ করে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো যাবে বল জানান তিনি।


  


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget