সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে কোন ভাবেই কমছেনা করোনা ভাইরাসের প্রকোপ। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যে মতে, শুক্রবার এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯ জন।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য প্রকাশ করেছে, সে তথ্যনুযায়ী সোনারগাঁওয়ে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৩৩ জনের মধ্যে ২৯ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যার শতকরা হার ৮৭.৮৭ শতাংশ বা প্রায় ৮৮ শতাংশ বলা যায়।
তথ্যনুযায়ী ২৯ জনের পিরোজপুর ইউনিয়নে ৪ জন, বৈদ্যের বাজার ইউনিয়নে ১ জন, কাঁচপুরে ৫ জন, সাদীপুরে ৭ জন, মোগড়াপাড়া ইউনিয়নে ২ জন, আমিনপুরে ৭ জন, সনমান্দি ইউনিয়নে ২ জন এবং নোয়াগাঁও ইউনিয়নে ১জন।
তথ্যমতে, এখন পর্যন্ত সোনারগাঁওয়ে করোনা ভাইরাসে সনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৮৬ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ জনের। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৮ জন।
Post a Comment