Halloween Costume ideas 2015

ক্রমশ করোনা ভয়াবহ হচ্ছে সোনারগাঁওয়ে


সোনারগাঁও দর্পণ :

ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে সোনারগাঁওয়ে করোনা ভাইরাসের প্রকোপ। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। সাথে বৃদ্ধির হার। এদিকে, জনসাধারণের মধ্যে এখনো দেখ্ াযাচ্ছেনা সচেতনতার কোন লক্ষণ। অপরদিকে, করোনার পাশাপাশি ক্রমিক্রনও পাগলা ঘোড়ার মতো ছুটায় আতঙ্কিত বিশ^ স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠান। প্রতিনিয়ত গণসচেতনতায় যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। দেশের সরকার এবং গণমাধ্যমগুলোও জনসচেতনতায় প্রচার ও প্রকাশ করছে নানান বিজ্ঞাপন ও ট্রিপস।

সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স’র দেয়া সবশেষ তথ্যানুযায়ী মঙ্গলবার (২৫ জানয়ারী) মোট ৩৩ জন করোনা সন্দেহে করা পরীক্ষার ফলাফলে ২২জনই করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। যার শতকরা পরিমাণ শতকরা ৬৬.৬৬ শতাংশ। যা আশঙ্কাজনক বলে বলছেন চিকিৎসকরা।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র দেয়া তথ্যে পজেটিভ ২২ জনের মধ্যে কাঁচপুরে ৫ জন, আমিনপুরে ৫ জন, মোগরাপাড়ায় ৪ জন, পিরোজপুরে ২ জন, সাদীপুর ইউনিয়নে ১ জন, জামপুরে ৩ জন এবং সনমান্দিতে ২ জন। 

এ পর্যন্ত সোনারগাঁওয়ে করোনা ভাইরাসে মোট সনাক্তের সংখ্যা ২ হাজার ৭৯১ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ জন। আর সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫৯৮ জন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget