সোনারগাঁও উপজেলা পরিষদের উপ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া উপজেলা চেয়াম্যান হিসেবে শপথ নিয়েছেন। রবিবার (০৩ অক্টোবর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাঁকে শপথ পাঠ করান ঢাকা বিভাগীর কমিশনার খুলিলুল রহমান।
এরআগে, গত ৭ অক্টোবর সোনারগাঁও উপজেলা পরিষদ উপ নির্বাচনের দিন ধার্য্য করে নির্বাচন কমিশন। একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮জন জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও পরবর্তীতে শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ছাড়া অন্যকোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় একক প্রার্থী হিসেবে গত ২০ সেপ্টেম্বর সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা উপ নির্বাচনের রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ আতিয়ুর রহমান সামসুল ইসলাম ভ‚ইয়াকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
এরও আগে, গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে এ আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।
Post a Comment