সোনারগাঁও দর্পণ :
দেশে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনার প্রাদুর্ভাব। এর দৌড়ে বসে নেই সোনারগাঁও। মঙ্গলবার (৩০মার্চ) সোনারগাঁওয়ে নতুন করে ৪ জন করোনাক্রান্ত হয়েছেন। সোনারগাঁও উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, ৩০ মার্চ ১৫ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ৪ জনের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তরা হলেন, সোনারগাঁও পৌরসভার আমিনপুর চকবাজার ও গোয়ালদী এলাকার ১জন করে ২জন পুরুষ এবং কাঁচপুরের ললাটি ও হোসেনপুরের একরামপুর এলাকার ১ করে মোট ২জন মহিলা।
ডা. পলাশ জানান, সোনারগাঁওয়ে বর্তমানে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮৮০ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ৭৯৫ জন আর মৃত্যু হয়েছে ৩০ জনের।
Post a Comment