মসজিদের নামে জমি ওয়কফ্ করে না দেয়ায় দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের দু'জন আহত হয়েছে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের আগে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের দূর্গাপ্রসাদ গ্রামের স্থানীয় মসজিদে স্থানীয় সুফিয়ান বেপারীর ছেলে আয়নাল হকের সাথে তারই চাচাতো ভাই নাসির-মোস্তফা গ্রুপের সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সুফিয়ান বেপারীর ছেলে আয়নাল হকের সাথে তার চাচাতো ভাইদের জমি ভাগভাটোয়ারা শেষে মসজিদের ভেতর জমির একটি অংশ পরে। মসজিদের ভেতরে পরা অংশটি মসজিদের নামে ওয়াকফ করে দেয়ার কথা মসজিদ কমিটিকে দীর্ঘ দিন ধরেই বলে আসছে আয়নাল। এদিকে আজ (২৮ মে) এনিয়ে জুম্মার নামাজের আগে মসজিদের ভেতর কথার সময় তার চাচাতো ভাই নাসির-মোস্তফা জবাব দিলে প্রথমে কথা কাটাকাটি পরবর্তী তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় গ্রুপ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয় পক্ষের দুইজন আহত হয়।
Post a Comment