নানুপুরি হুজুরের ছেলেদের সহায়তায় সোনারগাঁও পৌরবাসীর জন্য সৌদি আরবের বাদশাহ সালমানের পাঠানো খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ছগীর আহাম্মেদ। পৌরসভার গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার দুপুরে ১ হাজার অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে এসব খাদ্য বিতরণ করেন তিনি।
খাদ্য উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৭কেজি ডাল, ৩ কেজি চিনি, ৩ কেজি সয়াবিন তেল ও ১ কেজি লবন।
উপহার সামগ্রী বিতরণের সময় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন বিন জমির উদ্দিন, হাসান খাইলি, কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের সৌদি প্রতিনিধি দলের সদস্য ও স্থানীয় সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
Post a Comment