সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওসহ এ অঞ্চলে বেড়াতে আসা ভোজন রসিকদের ফাস্ট ফুড খাবার চাহিদা মেটাতে চালু হয়েছে ‘কলাপাতা বার্গার’। সোমবার (১৪মার্চ) বিকালে সোনারগাঁও উপজেলার চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় আল-মদিনা টাওয়ারের তৃতীয় তলায় বিশাল এলাকা জুড়ে এর যাত্রা শুরু হয়।
‘কলাপাতা বার্গার’র অন্যতম পরিচালক শিকদার মোতাহার মাসুম সোনারগাঁও দর্পণ’কে জানায়, আল-মদিনা শপিং এর তৃতীয় তলায় ৩৫ শ’ স্কয়ার বর্গফুট জায়গা নিয়ে কলাপাতা বার্গার’ এ মুলত বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন দিয়ে এর যাত্রা শুরু হলো। তবে, কলাপাতা বরাবরই ক্রেতাদের চাওয়া ও চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকে। তাই ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরো কিছু ফাস্ট ফুড আইটেম যুক্ত হতেও পারে।
তিনি আরও জানান, ৩৫ শ’ স্কয়ার বর্গফুটের এ জায়গায় ১৫০ জনেরও বেশি অতিথি একসাথে বসে খাবার খেতে পারবে। এছাড়াও শিশুদের জন্য নির্মিত কিডস জোনে শিশুরা নিজেদের মতো করে সময় কাটাতে পারবে বলে তিনি জানান।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা অবদি খোলা থাকবে ‘কলাপাতা বার্গার’।
Post a Comment