সোনারগাঁও দর্পণ :
আওয়ামী লীগের জোটে থেকে এমপি হয়ে সোনারগাঁওয়ে আওয়ামী লীগকে বঞ্চিত করে বিএনপিকে সুসংগঠিত করছে। শুধু তাই নয়, সোনারগাঁও জাতীয় পার্টি স্থানীয় জামায়াত-বিএনপি ঘরনার লোকদের সকল সুযোগ-সুবিধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম। শনিবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় শনিবার সকালে পৌর এলাকায় উপজেলার নব নির্বাচিত সকল জনপ্রতিনিধিদেরকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ২০০৮ থেকে ২০১৪ সাল সময়ে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের প্রতিটি নেতাকর্মীদের দুঃসহ সময় গিয়েছে। যা তারা হাড়ে হাড়ে উপলব্দি করেছে। সে ধারাবাহিকতা এখনো অব্যাহত। বিগত সময়ে উপজেলা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সবাই হতাশার মধ্যে কাটিয়েছে, এখনো কাটাচ্ছে বলে জানান কালাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য এএইচএম মাসুদ দুলাল, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবুসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সস্মাননা পদক তুলে দেয়া হয়।
Post a Comment