সোনারগাঁও দর্পণ :
ঈদের আগের দিন যানবাহন থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সোনারগাঁওয়ে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক যাত্রী রক্তাক্ত আহত হয়েছে। সোমবার গভীর রাতে শম্ভুপুরা ইউনিয়নের ময়নাকান্দি (পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ/পিয়ারনগর হয়ে মেনিখালি নদীর তীরের পাশ দিয়ে নতুন রাস্তায়) এলাকায় নতুন সড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পুলিশ ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করলেও পরবর্তীতে আটককৃত ব্যক্তির সম্পৃক্ততা না থাকায় পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান, সোমবার দিবাগত গভীর রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শম্ভুপুরা ইউনিয়নের ময়নাকান্দি (পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ/পিয়ারনগর হয়ে মেনিখালি নদীর তীরের পাশ দিয়ে নতুন রাস্তায়) এলাকার নতুন সড়কে সিএনজি দিয়ে যাচ্ছিল। সিএনজিটি সড়কটির মাঝামাঝি যাওয়া মাত্র ৫/৬ জনের একদল ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে একজনকে আহত করে তাদের সাথে থাকা নগদ ৫৫ হাজার টাকা লুটে নেয় ছিনতাইকারীরা। পরে সেখান থেকে তারা চলে যায়। সূত্রটি ঘটনার শিকার তিন জনের নাম বলতে না পারলেও তাদের মধ্যে দুইজন কাপড় ব্যবসায়ী এবং একজন কোন আইসক্রিম কোম্পানীর ডিষ্ট্রিবিউটর বলে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের কবলে পরা ব্যক্তিরা পুলিশের সাথে চলে আসার সময় পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ/পিয়ারনগর এলাকায় রনি নামে এক যুবককে দেখে ছিনতাইয়ের ঘটনার সাথে রনি জড়িত বলে সনাক্ত করলে পুলিশ ওই যুবককে আটক করে। পরে পুলিশ বিভিন্নভাবে তদন্ত করে ছিনতাইয়ের ওই ঘটনার সাথে যুবকের সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেয় বলেও জানায়।
Post a Comment