ডাকাতি, ছিনতাই, চুরিসহ কমপক্ষে ১৫ মামলার আসামী ডাকাত সদস্য বাবুল হোসেন সেন্টু’কে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। বুধবার উপজেলার দড়িকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁও পুলিশ জানায়, গ্রেফতারকৃত সেন্টু মুলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাতায়াত করা বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে এবং উপজেলার বিভিন্ন এলাকায় সড়কে গাছ ফেলে রাস্তা আটকিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল লুট করে নেয়। তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ কমপক্ষে ১৫ টি মামলা রয়েছে।
আজ দড়িকান্দী এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় টের পেয়ে তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে। এক পর্যায় উত্তেজিত জনগণ তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের হাতে সোপর্দ করে। সে উপজেলার বক্স গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
Post a Comment