সোনারগাঁও পৌরসভার একাংশে বৈধ গ্যাস সংযোগের দাবিতে মোগরাপাড়া চৌরাস্তা - বারদী সড়কে লোহার মোটা পাইপ ও চেয়ার টেবিল ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে দৈলেররবাগ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোনাল অফিসের সামনে এ সড়ক অবরোধ করে। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে কয়েক হাজার নারী পুরুষ অংশ নিয়ে দ্রæত বৈধ সংযোগ চালু করার দাবি জানায়।
উল্লেখ্য, এর আগে গত ১০ জুন সকালে একই দাবীতে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাছে স্বারকলিপি দেয় এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচীতে বৈধ গ্রাহকরা ৭২ ঘন্টার আল্টেমেটাম দিয়ে আন্দোলনের হুমকি দেয়।
এরও আগে, গত ৫ জুন তিতাস কর্তৃপক্ষ বিনা নোটিশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অবৈধ গ্রাহকের সাথে বৈধ গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করলে বিপাকে পরে বৈধ গ্রাহকরা। ফলে সোনারগাঁও পৌর এলাকার একাংশের কমপক্ষে ৮ হাজার পরিবারের রান্নাবান্না বন্ধ হয়ে যায়।
Post a Comment