সোনারগাঁও দর্পণঃ
সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পাড়াপাড়ের সময় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ আলী উপজেলার কাঁচপুর ইউনিয়নের বটতলা সোনাপুর এলাকার মৃত আমজাদ আলী গাজীর ছেলে।
শনিবার(১২ জুন)আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় উপজেলার কাচঁপুর এলাকার ওমর আলী উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকাগামী সড়কে রাস্তা পাড়াপাড় হতে গিয়ে (ঢাকা মেট্রো-জ ১৪৭১) বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পরে বৃদ্ধকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান কাঁচপুর হাইওয়ে পুলিশ।
Post a Comment