সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুমোদনহীন ‘জান্নাত ফুড এন্ড বেভারেজ’ কারথানায় ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির দায়ে শিমুল তালুকদার (৩৮) নামে ১জনকে আটক করেছে র্যাব-১১’র সদস্যরা। শনিবার দিবাগত রাত ৯টার দিকে ফতুল্লার নিতাইপুরের মামুদপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় অনুমোদহীন ‘জান্নাত ফুড এন্ড বেভারেজ’ এর তৈরি ভেজাল ও মানহীন খাদ্য ও পানীয় জব্দ করা হয়।
র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী ন্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত আসামী ফতুল্লায় নিতাইপুর (মামুদপুর) এলাকায় আব্দুর রহিমের টিনসেড ঘর ভাড়া নিয়ে ‘জান্নাত ফুড এন্ড বেভারেজ’ নামক কারখানায় বিএসটিআই;র অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে, বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করতো। এছাড়া, প্রতিষ্ঠানটির কারাখানায় উৎপাদিত পণ্য বাজারজাতের জন্য ব্যবহৃত লেবেলে ঠিকানা হিসেবে ঢাকা-বাংলাদেশ লেখা থাকলেও আসামী অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। যা শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Post a Comment