সোনারগাঁওয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই ব্যবসায়ীর বাড়ির সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার ছাড়াও ঘরের অন্যান্য প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত এক টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামাপাড়া গ্রামের ব্যবসায়ী মোবারক হোসেনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতদের কাজে বাধা দিলে ধারালো অস্ত্রের আঘাতে মোবারক হোসেন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১ টার দিকে ১৫/২০ জনের মুখোশধারী একদল ডাকাত ব্যবসায়ী মোবারক হোসেনের বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বাড়ির সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেধে ফেলে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্নলংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় মোবারক হোসেন ডাকাতদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মোবারক হোসেন রক্তাক্ত আহত হয়।
এ ব্যাপারে থানায় এখনো কোন অভিযোগ দেয়া হয়নি। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন।
Post a Comment