সোনারগাঁও দর্পণ :
বকেয়া বেতনের দাবিতে আবারও কাঁচপুর পয়েন্টে দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করেছেন সিনহা ওপেক্স অ্যান্ড সিনহা গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরের চাঁদমহল সিনেমা হল এলাকায় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবারের পর বৃহস্পতিবার সকালে আবারও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে সিনহা ওপেক্স এন্ড গার্মেন্টের কয়েকশ শ্রমিক। তারা মিছিল নিয়ে মহাসড়কে উঠতে চাইলে শিল্প পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ জানায়, সকালে শ্রমিকরা বিক্ষিপ্তভাবে সড়কে ওঠার সময় পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে মালিকপক্ষের সাথে কথা হয়েছে পুলিশের। আগামী বুধবার পাওনা পরিশোধ করবে বলে কর্তৃপক্ষ সময় দিয়েছে।
Post a Comment