Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে নৌকার টিকিট পেলেন সামসুল ইসলাম ভূইয়া

সোনারগাঁও দর্পণ : 

আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া। 

শনিবার ( ১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের এক যৌথসভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়। 

এর আগে, গত পাচ সেপ্টেম্বর দলীয় প্রত‍্যাশিত প্রার্থী হয়ে ধানমন্ডিতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ এ নেতা। এরও আগে, গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মারা গেলে এ আসনে উপ নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। 

আগামী ৭ অক্টোবর সোনারগাঁ উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget