সোনারগাঁও দর্পণ :
আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপ-দপ্তর সম্পাদকের কাছ থেকে মাহফুজুর রহমান কালামের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারই ছোট ভাই নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।
এরআগে, ২২ জুলাই সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৮৫ তম সভায় সোনারগাঁও উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ আগামী ৭ অক্টোবর ধার্য করে নির্বাচন কমিশন। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত এ মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে।
Post a Comment