সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে সাংবাদিক মিঠুর বিকাশের দোকানসহ তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছ। শনিবার (4 সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতের কোন একসময় উপজেলার পৌরসভা দৈলেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এতে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।
তারা বলেন, এটি নতুন কোনো চুরি ঘটনা না। এর আগেও, একইভাবে বেশ কয়েকবার এই এলাকায় কয়েকটি দোকানের চালে থাকা টিন কেটে মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। শনিবার রাতেও একইভাবে দোকানের চালে থাকা টিন কেটে মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা।
এ ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চুরিকৃত মাল উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী দোকান মালিক ব্যবসায়ীরা।
Post a Comment