সোনারগাঁও দর্পণ :
আমরা সবাই শুধু স্বার্থের কথাই চিন্তা করি। এটা উচিত নয়। সামনে আওয়ামী লীগের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার সময় আসছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার মনোনয়ন পত্র জমা দিতে বিকালে সোনারগাঁওয়ে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, আমি আজ অনেক খুশি। সামসুল ইসলাম ভূইয়া আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। হয়তো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি উপজেলা চেয়ারম্যানও হতে যাচ্ছেন সে জন্য খুশি না। আমি খুশি সোনারগাঁওয়ের আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে একসাথে দেখে।
শামীম ওসমান বলেন, এভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে সামনে যে কঠিন পরীক্ষা আসছে তাতে উত্তীর্ণ হওয়া যাবেনা। বর্তমানে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে আমাদের তৃণমুল যদি ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি না থাকি তাহলে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা নিরাপদ নয়। আর বঙ্গবন্ধু কন্যা নিরাপদ নয় মানেই বাংলাদেশ নিরাপদ নয়, এটা আমাদের সকলকে বুঝতে হবে।
Post a Comment