সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের স্ত্রী ও এপেক্স ক্লাব অব ঈশা খাঁর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদা আহমেদ রিতার দাফন সম্পন্ন হয়েছে। মাসদাইর কবরস্থান মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়।
এরআগে, নারায়ণগঞ্জ জেলার আল্লামা ইকবাল হোসেন রোডে ইকবাল হোসেন রোড জামে মসজিদে বাদ জোহর প্রথম নামাজে জানাজা হয়। সেখানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির উল্লেখযোগ্য সদস্য ছাড়াও জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা পরিষদের সদস্য, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ নামাজে জানাজায় অংশ নেন।
এরআগে, ৩১ মার্চ দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ওয়াহিদা আহমেদ রিতা তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অ্যাডভোকেট ওয়াহিদা আহমেদ রিতা’র পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অ্যাডভোকেট ওয়াহিদা আহমেদ রিতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, এপেক্স বাংলাদেশের সভাপতি আব্দুল মতিন সিকদার, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রউফ দিলীপ, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান শাতিল, সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ অনেকে।
Post a Comment