Halloween Costume ideas 2015

সাঙ্গ হলো মেলা, বঙ্গে ফিরলেন কবি


সোনারগাঁও দর্পণ :

সাঙ্গ হলো ‘৪১তম আগরতলা বইমেলা’। ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যোগে গত ২৪ মার্চ থেকে শুরু হওয়া ১৫ দিনব্যাপী এ মেলা শেষ হয় গতকাল। 

আগরতলা বইমেলার মুক্তমঞ্চে ‘নীহারিকা’র ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশনা উৎসবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক সোনারগাঁওয়ের সন্তান কবি শাহেদ কায়েসের কাব্যগ্রন্থ ‘স্বনির্বাচিত কবিতা’র ত্রিপুরা সংস্করণ। 

এদিকে, মেলা শেষে আজ বাংলাদেশে ফিরেছেন কবি শাহেদ কায়েস। কথা হয় ‘সোনারগাঁও দর্পণ’ এর সাথে। তিনি জানান, বইটি প্রকাশ করেছে আগরতলার প্রকাশনা সংস্থা ‘নীহারিকা পাবলিশার্স’। আর এর প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।

তিনি আরও জানান, বইটি একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের তিনটি ভিন্ন শহরের তিনটি ভিন্ন-ভিন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। সেগুলো হলো, ভারতের কলকাতা থেকে 'কবিতা আশ্রম’, ঢাকা থেকে ‘ভাষাচিত্র' এবং আগরতলা থেকে ‘নীহারিকা' প্রকাশনি।  

তিনি বলেন, বই প্রকাশনায় এ ধরনের উদ্যোগ লেখক ও পাঠক উভয়ের জন্যই ভালো। এতে করে একটি বই খুব সহজেই ভিন্ন-ভিন্ন অঞ্চলের পাঠকের হাতে পৌঁছে যাবে। এ ছাড়া এই ধরনের উদ্যোগ পাশাপাশি দুটি দেশ- ভারত ও বাংলাদেশের মানুষকে আরো কাছাকাছি আসতে সাহায্য করবে। দুই দেশের মাঝে যে মৈত্রীর বন্ধন আছে, তা আরো সুদৃঢ় হবে।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget