সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে রতন (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বারগাঁও এলাকায় বেরিবাঁধে সড়কের ঢালু স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রতন কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে বসবাস করতেন এবং স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন।
তালতলা পুলিশ ফাঁড়ি পুলিশ জানায়, সাদিপুর ইউনিয়নের বারগাঁও ওলামানগর নামক স্থানে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা অন্য কোন স্থানে হত্যার পর এলাকাবাসী জানায় অন্য কোথাও হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে রেখে যায়। নিহত রতন কাঁচপুর এলাকার মালেক মোল্লার ছেলে। পরিবার নিয়ে নাওড়া ভিটা এলাকার দোলোয়ারের বাড়িতে ভাড়া থাকতেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Post a Comment