সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ আবিস্কার করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৯ জুন) আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় হাইওয়ের ইউলুপের কাছে ব্রাক ব্যাংকের সামনের সড়কে মরদেহটি পাওয়া যায়।
এ ব্যাপারে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ফিডে এ সংক্রান্ত ভিডিও এবং ছবি প্রচার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাওয়ার পর স্থানীয়ভাবে যোগাযোগ করলে সূত্র জানায়, পথচারীরা যাতায়াতের সময় দিনের বেলায় একটি পলিথিনে মোড়ানো প্যাকেট দেখতে পায়। কিন্তু প্যাকেটটি কোন ব্যক্তির প্রয়োজনীয় কিছু হবে ভেবে সেই প্যাকেটের বিষয়ে কেউ মাথা ঘামায়নি। তবে, দিন গড়িয়ে সন্ধ্যা এবং রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয়রা কৌতুহল বশত পলিথিন প্যাকেটটি খুললে তার ভিতরে আনুমানিক ৩৫ বছর মধ্যবয়সী এক নারীর মরদেহ দেখতে পায়। যার পড়নে লাল রংয়ের ছেলোয়ার কামিজ ছিল বলে জানান।
স্থানীয়রা জানায়, ওই নারীর নাক দিয়ে রক্ত বের হওয়ার চিহৃ দেখা গেছে। তাদের ধারণা, তাকে অন্য কোথাও থেকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রেখা হয়েছে।
স্থানীয়রা পুলিশকে খবর দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশকে যেতে দেখা যায়নি বলে সূত্রটি দাবি করে।
এদিকে, অজ্ঞাত নারীর পরিচয় পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন নেটিজনরা।
Post a Comment