সোনারগাঁও দর্পণ :
প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবা থানায় অভিযোগ করেছে। যেখানে তার মেয়ে গর্ভবতী বলে দাবি করেন। ঘটনাটি সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের।
অভিযোগে ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, তার মেয়ে স্থানীয় একটি স্কুলে এইচএসসি’তে লেখাপড়া করে। সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার তার স্কুল পড়–য়া মেয়েকে বাড়িতে এসে প্রাইভেট পড়াতো। প্রাইভেট পড়ানোর ফাঁকে বিভিন্ন সময় শিশির হালদার ফুসলাইয়া তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখায়। এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুযোগে শিশির তার মেয়ের সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায় তার মেয়ে গর্ভবতী হয়ে গেলে শিশিরকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। বিপরীতে শিশির ওষুধের মাধ্যমে বাচ্চা নষ্ট করে ফেলে।
বিষয়টি শিশিরের পরিবারকে জানালে শিশিরের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার ওই ভক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যদের মারধর করে হত্যার হুমকী দেয়।
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post a Comment