সোনারগাঁও দর্পণ :
এক সৌদী প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে ওই প্রবাসীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গুলি করে হত্যার হুমকী দেওয়া ওয়ার্ড বিএনপি নেতা শাহাজাহানকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। রবিবার (২২ জুন) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহজাহান সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
এরআগে, সোহরাব হোসেন নামে আমগাঁও এলাকার এক সৌদি প্রবাসী তার নিজ বাড়ির পাশে একটি পুকুর মাছ চাষের উপযোগি করেন। এদিকে, সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজাহান তার লোকজন নিয়ে সোহরাব ওইখানে ব্যবসা করতে হলে শাহজাহানকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। সোহরাব এমন প্রস্তাব প্রত্যাখান করায় চটে যায় শাহজাহান। পরে ওই দিনই (রবিবার) শাহজাহান ভুইয়ার নেতৃত্বে আলিফ ভুইয়া ও ফারজানা করিমসহ ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল সোহরাবকে মারধর করে।
এ সময় বিএনপি নেতা শাহজাহান তার হাতে থাকা একটি একনল বিশিষ্ট বন্দুক থেকে একটি ফাঁকা গুলি করে এবং চাঁদা না পেলে সোহরাবকে হত্যার হুমকী দেয়। এমনকি সোহরাবের স্ত্রী ফাহমিদা পারভীন স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও শারীরিক নির্যাতনে আহত করা হয়।
ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এদিকে, ভুক্তভোগী সোহরাব থানায় অভিযোগ করলে পুলিশ আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, অভিযুক্ত বিএনপি নেতাকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তার বন্দুকটির লাইসেন্স থাকলেও আইন লঙ্ঘন করায় বন্দুকটি জব্দ করা হবে।
Post a Comment