সোনারগাঁও দর্পণ :
দুই যুবককে অপহরণের পর মুক্তিপন আদায়ের নির্যাতনের অভিযোগে ৫ যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকা থেকে সোমবার (২৩ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের কুমারচরের স্বাধীন মিয়া, ভাটিরচর এলাকার ফয়সাল, নাজিরপুর এলাকার রব্বানী হোসেন মুন্না, বন্দর উপজেলার ছোট বাগ গ্রামের সাজ্জাদ হোসেন এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের রাশেদ ওরফে রাসেল।
এর আগে, অপহরণ পরবর্তী নির্যাতনের অভিযোগ এনে ভুক্তভোগীর বড় বোন রেখা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার এজাহার থেকে জানাগেছে, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ময়নামতি মিরপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শাকিল ও তার বন্ধু মৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে শাওন রবিবার (২২ জুন) বিকালে বালু ব্যবসার কাজে মোটরসাইকেলে করে সোনারগাঁও উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মগাসড়কের দড়িকান্দি এলাকায় যায়। সেখানে অজ্ঞাত ৪/৫ জন যুবক শান্ত ও শাওনকে জোর করে অপরহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে এবং নির্যাতন করে। এ সময় তাদের সাথে থাকা ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে আটক রাখা যুবকদের পরিবারের কাছ থেকে তিনি লাখ টাকা মুক্তিপন দাবি করে। পরবর্তীতে ওই দুই যুবকের পরিবার দুই দফায় ২৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। পরের দিন রাত ১১টার দিকে দড়িকান্দি এলাকার স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে স্বাধীন ও ফয়সাল নামে দুই অপহরণকারীকে আটক করে পুলিশে দেয়।
পরে পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বানি হোসেন মুন্না, সাজ্জাদ হোসেন এবং রাশেদ ওরফে রাসেলকে গ্রেফতার করে।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, দুই যুবককে অপরহরণ পরবর্তী মুক্তিপন আদায়ে নির্যাতনের অভিযোগে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment