Halloween Costume ideas 2015

নৌ-চাঁদাবাজী করার সময় দুই সাংবাদিকসহ গ্রেফতার-১১


সোনারগাঁও দর্পণ :

নৌ-চাঁদাবাজদের সাথে চাঁদাবাজী করতে গিয়ে দুই গণমাধ্যমকর্মীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলার কমলগজ উপজেলার ছলিমগঞ্জ মেঘনা নদী থেকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কান্দারগাঁও এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে যুবলীগ নেতা জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরের ভাই আল-আমিন (৪০), একই উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৌদ্ধপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩২), একই এলাকার বজলুল হক বেপারীর ছেলে জামাল হোসেন (৩৫), পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের আক্কেল আলীর ছেলে আরিফ (৩৮), একই ইউনিয়নের প্রতাবের চর গ্রামের মৃত আব্দুল হক মোল্লার ছেলে হাসান বশির (৪৬), একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে আলী নুর (৪০), একই এলাকার মৃত শাহজাহানের ছেলে তোফাজ্জল হোসেন (৪২), পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ গ্রামের মৃত ফজলুল হকের ছেলে দুলাল হোসেন (৫৬) এবং কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সাতবাড়িয়া এলাতার মৃত দেলোয়ারের ছেলে শামসুল আলম (৩০)।

এছাড়া সোনারগাঁও উপজেলার বিশেষ পেশায় কাজ করা দুইজন সাংবাদিককেও তাদের সাথে গ্রেফতার দেখানো হয়েছে। 

সূত্র দাবি করেছে, নৌ-চাঁদাবাজ দলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কিছু দুর্নীতিবাজ ব্যক্তির সাথে আঁতাত করে দীর্ঘদিন ধরে মেঘনা নদীর আড়াইহাজার, সোনারগাঁও এবং গজারিয়া উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজী করে আসছিল। চাঁদাবাজ দলটি আজ ভোরের দিকে সোনারগাঁও থেকে চাঁদা তোলার উদ্দেশ্যে বের হয়। হঠাৎ তারা আড়াইহাজারের খাঁককান্দা এলাকা থেকে কিছুটা দুরে তাদের অজান্তেুই কিশোরগঞ্জ জেলাধীন ছলিমগঞ্জ এলাকার মেঘনা নীতে প্রবেশ করে। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ছলিমগঞ্জ নৌ পুলিশের একটি  টহল দল তাদেরকে হাতেনাতে আটক করে। আটকের সময় তাদের ব্যবহৃত ট্রলার এবং বেশ কিছু নগদ টাকা জব্দ করা হয়। পরে চাঁদাবাজী মামলার পর আটককৃতদের গ্রেফতার দেখানো হয়। 

এদিকে, সোনারগাঁও উপজেলা বিএনপির একজন নেতা টাকা নিয়ে আটককৃতদের ছাড়িয়ে আনতে কিশোরগঞ্জ যাওয়ার খবর পাওয়া গেছে। তবে, কোন কাজ না হওয়ায় তাকে খালি হাতেই আসতে হয়েছে বলে সূত্রটি দাবি করে।

এ ব্যাপারে ছলিমগঞ্জ নৌ-পুলিশের সাথে যোগাযোগ করা হলে ১১জন আটকের কথা স্বীকার করেন এবং বিস্তারিত পরে বলতে পারবেন বলে জানান।

অপরদিকে, চাঁদাবাদ দলটির মুল হোতা আল আমিনের মোবাইল নাম্বারে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget