সোনারগাঁও দর্পণ :
পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান টোটাল ফ্যাশন লিমিটেড এর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার (২৫ জুন) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেলা ১১টার দিকে অবস্থান নিয়ে এ অবরোধ করে তারা।
স্থানীয় সূত্র জানায়, টোটাল ফ্যাশন এর শ্রমিকরা তাদের ১০ বছরের কর্মজীবনে জনপ্রতি সার্ভিস চার্জ প্রায় লাখ টাকা ছাড়াও ২/৩ মাসের বেতন বকেয়া রয়েছে। এ সকল কোন হিসাব না চুকিয়ে প্রতিষ্ঠানটির মালিক পক্ষ তাদের আয়ের একমাত্র স্থানটি অন্যত্র বিক্রি করার পায়তারা করছে। ফলে বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ এলাকায় অবস্থান নিয়ে অবরোধের সৃষ্টি করে। এতে বেরা ১টা পর্যন্ত মহাসড়কে উভয় পাশে সবধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে, লাঙ্গলবন্ধ থেকে মদনপুর এবং মেঘনা ঘাট পর্যন্ত দীর্ঘ যানজটের কবলে পরে হাজার হাজার যাত্রী ও পথচারী।
পরে কাঁচপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ^াস দিলে বিক্ষুব্দ শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
প্রতিষ্ঠানটির ম্যানেজার (এডমিন) কবির হোসেন জানান, প্রতিষ্ঠানটির অবস্থা ভালো না তথ্য ঠিক কিন্তু কষ্ট হলেও প্রতিষ্ঠানটি চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যত্র বিক্রি বা বন্ধ করে দেওয়া হচ্ছে তথ্যটি সঠিক নয়। এছাড়া আগামী ১০ জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধের চেষ্টা করা হচ্ছে।
Post a Comment