সোনারগাঁও দর্পণ :
দৈনিক ইনকিলাব পত্রিকার নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা ও সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লার মা হাজী সাফিয়া খাতুন (৯৮) এর জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ জূন) উপজেলার পিরোজপুর সামাজিক কবরস্থানে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দাফন কাজ শেষ হয়।
এর আগে, আজ শনিবার (১৪ জূন) ভোর ৫ টার কিছু পরে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি, নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরে বেলা ১১টায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামের নিজ বাড়িতে মরহুমার নামাজের জানাজায় নিজ গ্রামসহ আশপাশের গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য, রাজনৈতিক ব্যক্তিসহ শতশত মানুষ জানাজায় অংশ নেন।
এদিকে, সাংবাদিক মোক্তার হোসেন মোল্লার মায়ের মৃত্যুতে তাৎক্ষণিক শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি থেকে সোনারগাঁও আসনের সম্ভাব্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া তার নিজ ফেসবুক আইডিতে শোক প্রকাশ করেছেন।
Post a Comment