সোনারগাঁও দর্পণ :
হাতকড়াসহ রিপন (২৬) নামে আওয়ামী লীগের ওয়ারেন্টভুক্ত এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্বেচ্ছাসেবক দলের কর্মী শান্ত খান ওরফে বেয়াদব শান্ত। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের লঙ্করবাড়ি এলাকায় শুক্রবার (১৩ জুন) বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, লঙ্করবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে রিপন স্বেচ্ছাসেবক দলের কর্মী অভিযুক্ত শান্তর মামা। রিপন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০২০ সালের দিকে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীণ পুলিশের কাছ থেকে কাজিপাড়া গ্রামের বাসিন্দা অপর যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়ী আমিন উদ্দিনকে জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার ওয়ারেন্ট ছিল রিপনের বিরুদ্ধে। র্যাব ওই মামলায় তাকে গ্রেফতারও করে।
সোনারগাঁও জামপুর ইউনিয়নে অবস্থিত তালতলা কেন্দ্রের এএসআই সেলিম মিয়া জানান, রিপন ওয়ারেন্টভুক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করি। আসামীকে হাঁতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়ার সময় শান্ত তার লোকজন নিয়ে দলীয় প্রভাখাটিয়ে আসামীকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং আমাদের ওপর হামলার চেষ্টা করে। বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালুর মোবাইলে ফোন দিলে তিনি কোন সাড়া দেননি।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, হাঁতকড়া নিয়ে পালানোর তথ্যটি সঠিক নয়। আসামী জামিনে আছে দাবি করে কাল ক্ষেপন করার এক পর্যায় রিকল (জামিন আদেশ) না দেখিয়েই আসামীকে নিয়ে গেছে। আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Post a Comment